Filmy Canvas & Screen

Filmy Canvas & Screen Welcome Everyone.Follow my page.

চিত্রনায়িকা মুনমুনের পুরানো ছবি।
28/11/2024

চিত্রনায়িকা মুনমুনের পুরানো ছবি।

মধুবালা।।এতো সুন্দর এতো আকর্ষণীয় একজন অভিনেত্রী ছিলেন যে মহাবিশ্ব তাকে হজম করতে পারেনি। হিন্দি সিনেমার ইতিহাসে মধুবালা ছ...
22/09/2024

মধুবালা।।
এতো সুন্দর এতো আকর্ষণীয় একজন অভিনেত্রী ছিলেন যে মহাবিশ্ব তাকে হজম করতে পারেনি। হিন্দি সিনেমার ইতিহাসে মধুবালা ছিলেন আইকনিক অভিনেত্রী। তাঁকে এখনও সর্বকালের অন্যতম পরমা সুন্দরী অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হয়। উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীদের জন্য প্রতিটি অনুপ্রেরণামূলক আলোচনায় মধুবালার নাম আসে। তাকে ''দ্য বিউটি উইথ ট্র্যাজেডি'' বলা হয়।

অভিনেতা দিলীপ কুমারের মধ্যে প্রেম খুঁজে পেয়েছিলেন ভুবনমোহিনী হাসির রানী। নয় বছর ধরে তাদের সম্পর্ক ছিল। দিলীপ কুমার মধুবালাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু দীলিপের সাথে মেয়ের প্রণয় ঘটিত প্রেমকে সামনে এগোতে দেননি মধুবালার বাবা আতাউল্লাহ খান। দিলীপ কুমারের সাথে আতাউল্লাহ খানের প্রচন্ড বিবাদ শুরু হয়। মধুবালার বাবার স্বার্থপর দৃষ্টিভঙির কারণে দীলিপের সাথে মধুবালার সম্পর্ক পরিণতির পথ দেখতে পারেনি।

মধুবালার সৌন্দর্যের লিস্টে বাঘা-বাঘা ব্যক্তিদের নাম ছিল। লতিফ, মোহন সিনহা, কামাল আমরোহী, প্রেমনাথ, জুলফিকার আলি ভুট্টো, দিলীপ কুমার, প্রদীপ কুমার, ভারত ভূষণ, কিশোর কুমার।

মধুবালার প্রথম প্রেম ছিলেন লতিফ নামে এক ব্যক্তি। লতিফ তাঁকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন। যখন লতিফকে বিদায দেন উপহার হিসাবে তিনি লতিফকে একটি লাল গোলাপ উপহার দিয়েছিলেন। লতিফ বছরের পর বছর গোলাপটি তার কাছে রেখেছিলেন। বইয়ের পাতার ভেতর সুন্দর করে স্ট্যাপল করে দিয়েছেন। তিনি যখন মারা যান যখন সেই গোলাপটি তার কবরে দিয়ে আসা হয়। কথিত আছে যে লতিফ এখনও প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি (মধুবালার মৃত্যুর দিবস) তাঁর সমাধিতে যান এবং কবরের উপরে একটি লাল গোলাপ রাখেন।

এরপর মধুবালার জীবনে আসেন পরিচালক কিদার শর্মা। সেই প্রেম বেশিদিন টেকেনি। পরিচালক কামাল আমরোহী তো মধুবালাকে দেখে উন্মাদ হয়ে পড়েছিলেন। তিনি চেয়েছিলেন মধুবালাকে বিয়ে করতে। কিন্তু কামাল আমরোহী পূর্ব বিবাহিত ছিলেন। তাছাড়া মীনাকুমারীও তার স্ত্রী ছিলেন। কামাল চেয়েছিলেন মীনাকুমারীকে ডিভোর্স না দিয়েই তিনি মধুবালাকে বিয়ে করবেন। মধুবালা কিন্তু মীনাকুমারীকে সহ্য কর‍তে পারতেন না। তিনি কামাল আমরোহীকে শর্ত দিয়ে বসলেন, কামাল যদি মধুবালাকে সত্যিই বিয়ে করতে চান তাহলে মীনাকুমারীকে বিদায় দিতে হবে। সতীন নিয়ে কামালের ঘর করতে চাননা তিনি। শেষ পর্যন্ত কামাল আমরোহী মধুবালার আরোপিত শর্ত মানতে রাজি হননি।

এরপর মধুবালার জীবনে আসেন অভিনেতা প্রেমনাথ। প্রেমনাথের মধুবালার সম্পর্ক টিকেছিল মাত্র ছয়মাস। প্রেমনাথ শর্ত জুড়ে দেন, তাকে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দুধর্মে আসতে হবে। কিন্তু মুসলিম ধর্ম ত্যাগ করতে রাজি ছিলেন না।


পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো মধুবালার জীবনে শেষ কয়েক বছরে এসেছিলেন। ইন্ডাস্ট্রির অন্যান্য লিঙ্ক-আপের মতো নয়, জুলফিকার ভুট্টো ছিলেন বোম্বে হাইকোর্টের ব্যারিস্টার। মুম্বাইতে প্রচুর সম্পত্তির কারণে তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন। জুলফিকার মুঘল-ই-আজমের সেটে নিয়মিত দর্শক ছিলেন। যেখানে তিনি সুন্দর আনারকলির এক ঝলক দেখতে আসতেন। তাদের কথিত সম্পর্কটি স্বল্পস্থায়ী ছিল এবং বলা হয়েছিল যে তাদের সম্পর্কের একটি দৃষ্টিকোণ ভবিষ্যতের দিকে এগোয়নি। তবে ভুট্টোর সাথে তার সম্পর্ক আজো রহস্য রয়ে গেছে।

১৯৬০ সালে কিশোর কুমারকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর তারা লন্ডনে উড়ে গিয়েছিলেন, যেখানে তার হার্টে একটি ছিদ্র ধরা পড়ে। ডাক্তাররা বলেছিলেন মধুবালা আর মাত্র দুই বছর বেঁচে থাকবেন। মধুবালার অসুস্থতা সম্পর্কে জানতে পেরে কিশোর কুমার খুবই অদ্ভুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

কিশোর কুমার তাঁকে লন্ডন থেকে ভারতে নিয়ে এসে বললেন, ‘'আমি ওর দেখাশোনা করতে পারব না। আমি প্রায়ই বাইরে থাকি''। মধুবালার ছোটবোন বলেছেন, কিশোর কুমার দুইমাসে একবার মধুবালাকে দেখতে আসতেন। তাদের দাম্পত্য জীবনের আয়ু ছিল নয় বছর। মধুবালাকে দেখলে একটা প্রবাদ প্রবচন মনে পড়ে.,.........

"অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর"

#সংগৃহীত

💜মনে পড়ে সালমান শাহর "শুধু তুমি" সিনেমার চিত্রনায়িকা শামা কে?💜💜শামার আসল নাম নাসিমা আহমেদ শামা।১৯৭৪ সালের ১৩ই জুন ঢাকার ...
29/08/2024

💜মনে পড়ে সালমান শাহর "শুধু তুমি" সিনেমার চিত্রনায়িকা শামা কে?

💜💜শামার আসল নাম নাসিমা আহমেদ শামা।
১৯৭৪ সালের ১৩ই জুন ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন।পৈতৃক নিবাস হচ্ছে বরিশাল জেলায়।

💜💜চলচ্চিত্রে আসার আগে চিত্রনায়িকা শামা মডেলিং করতেন।স‍্যান্ডেলিনা সোপ,মারবেলন,গোয়ালিনী কনডেন্স মিল্ক ছিলো তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপন।
শামা অনেক ফ‍্যাশনেবল ও স্মার্ট নায়িকা ছিলেন।
পরিচালক সোহানুর রহমান সোহানের "স্বজন" চলচ্চিত্রে প্রথমে শামার অভিনয়ের কথা ছিলো।পরে অজানা কারনে বাদ পরে যায়।

💜💜১৯৯৬সালে প্রথমে "জীবন সঙ্গী" চলচ্চিত্রে অভিনয় করেন শামা।শামার বিপরীতে জাহিদ হাসান অভিনয় করেছিলো।
একই বছর চিত্রনায়ক সালমান শাহ এর বিপরীতে "শুধু তুমি" চলচ্চিত্রে অভিনয় করেন শামা।কিন্তু সালমান শাহ এই ছবির মাত্র ৪০% কাজ শেষ করেছিলো।পরে সোহেল চৌধুরী নামের এক লোককে সালমান শাহ এর মতো সাজিয়ে "শুধু তুমি" সিনেমায় সালমান শাহ এর প্রক্সি দেয়।

💜💜চিত্রনায়িকা শামার দুইটি সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিলো।"জীবন সঙ্গী " সিনেমাটি ব‍্যবসায়িকভাবে ব‍্যর্থ হয়।
"শুধু তুমি" সিনেমাটি মোটামুটি সফল ছিলো।"শুধু তুমি" সিনেমা টি ১৯৯৭ সালের ১৮ই জুলাই মুক্তি পেয়েছিলো।এই সিনেমা মুক্তির পর কিছু পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলো শামাকে দিয়ে তাদের নতুন সিনেমায় অভিনয় করাবে।

💜💜১৯৯৭ সালের ২৯শে আগষ্ট রাতে ভয়া*বহ সড়ক দুর্ঘ*টনায় চিত্রনায়িকা শামা মৃ*ত‍্যুবরণ করেন।মাত্র ২৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলে শামা।

💜💜চিত্রনায়িকা শামার চেহারার সাথে কলকাতার নাট‍্য অভিনেত্রী প্রমিলা চক্রবর্তীর চেহারার সাথে কিছুটা মিল খুজে পাই।

আজ ২৯শে আগষ্ট চিত্রনায়িকা শামার ২৭তম মৃ*ত‍্যুবার্ষিকী।

❤শর্মিলী আহমেদ। বাংলাদেশের চলচ্চিত্রে নিজ স্বকিয়তায় ভাস্বর এক শিল্পী। কেবল চলচ্চিত্রেই নন, বেতার এবং টেলিভিশনেও জনপ্রিয় ...
08/07/2024

❤শর্মিলী আহমেদ। বাংলাদেশের চলচ্চিত্রে নিজ স্বকিয়তায় ভাস্বর এক শিল্পী। কেবল চলচ্চিত্রেই নন, বেতার এবং টেলিভিশনেও জনপ্রিয় ছিলেন তিনি। চলচ্চিত্রের নায়িকা চরিত্রের সীমাবদ্ধতায় আঁটকে না থেকে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন নানামুখী চরিত্রে। হয়েছিলেন সবার প্রিয়ভাজন, ছিলেন শ্রদ্ধার একজন।

❤১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন শর্মিলী আহমেদ। দেশ বিভাগের পর তার পিতা তোফাজ্জল হোসেন রাজশাহী এলাকায় চলে আসেন। শর্মিলী আহমেদ পড়াশোনা করেছেন রাজশাহী পি এন গার্লস স্কুল এবং রাজশাহী কলেজে। ১৯৬০ সালে আমার বাবা চট্টগ্রাম কলেজ থেকে বদলি হয়ে আসেন রাজশাহী কলেজে। সে সময় তিনি আমার বাবার ছাত্রী ছিলেন। দেখা হলেই আশেপাশের সবাইকে বলতেন আমার স্যারের ছেলে। স্নেহ করতেন।

❤১৯৬২ সালে তিনি রেডিওতে অভিনয় শুরু করেন। ১৯৬৪ সালে অভিষিক্ত হন চলচ্চিত্রে। ঢাকা টেলিভিশনের প্রথম নাটকেও অভিনয় করেছিলেন তিনি। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার সহ পেয়েছেন আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা।

শর্মিলী আহমেদ ২০২২ সালের ৮ জুলাই প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং তাঁকে বেহেশত নসীব করেন।

চিত্রনায়ক আলমগীর ও তার ছেলে তাসবীর আহমেদ।
13/05/2024

চিত্রনায়ক আলমগীর ও তার ছেলে তাসবীর আহমেদ।

সাম্প্রতিক সময়ে তোলা ছবিতে চিত্রনায়িকা পরিমনি।
26/04/2024

সাম্প্রতিক সময়ে তোলা ছবিতে চিত্রনায়িকা পরিমনি।

চিত্রনায়িকা পরিমনির অসাধারণ একটি ছবি।
16/04/2024

চিত্রনায়িকা পরিমনির অসাধারণ একটি ছবি।

আজ "মায়া : দ্যা লাভ" সিনেমার আরো একটা গান মুক্তি পেয়েছে। "দিল দিওয়ানা" শিরোনামের ওই গানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই...
08/04/2024

আজ "মায়া : দ্যা লাভ" সিনেমার আরো একটা গান মুক্তি পেয়েছে। "দিল দিওয়ানা" শিরোনামের ওই গানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই গানটাতে জিয়াউল রোশান এবং বুবলীর পারফরম্যান্সও খুব ভালো ছিল। তবে গানটাতে জিয়াউল রোশানের পারফরম্যান্স একটু বেশিই ভালো ছিল। গানটাতে নাচের যে সিকোয়েন্সগুলো ছিল ওই সিকোয়েন্সগুলোতে রোশানের পারফরম্যান্স ছিল দেখার মতো। এছাড়া গানের লোকেশনগুলোও খুব সুন্দর ছিল৷ সবকিছু মিলিয়ে "মায়া : দ্যা লাভ" সিনেমার ট্রেলার এবং এই সিনেমার দুটো গানের মাধ্যমে জিয়াউল রোশান খুব ভালোভাবেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ।
06/04/2024

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ।

চিত্রনায়িকা অপু বিশ্বাস
05/04/2024

চিত্রনায়িকা অপু বিশ্বাস

সত্তর -আশির দশকের জনপ্রিয় নায়িকার।সুজাতা,কবরী,শাবানা ও ববিতা।
04/04/2024

সত্তর -আশির দশকের জনপ্রিয় নায়িকার।
সুজাতা,কবরী,শাবানা ও ববিতা।

চিত্রনায়িকা বুবলি
04/04/2024

চিত্রনায়িকা বুবলি

এই ঈদে "রাজকুমার" সিনেমা টি মুক্তি পাবে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে।
02/04/2024

এই ঈদে "রাজকুমার" সিনেমা টি মুক্তি পাবে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে।

চিত্রনায়িকা কেয়া।
02/04/2024

চিত্রনায়িকা কেয়া।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filmy Canvas & Screen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category