Humane Harun

Humane Harun Humane Harun Encourages everyone to do humanitarian work by standing of helpless people
(5)

17/06/2024

"ঈদ উল আযহা"র আত্মত্যাগ ও মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।

❤️ঈদ মোবারক❤️

16/06/2024

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَك
(লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারীকা লাক)

‘আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোন শরীক নেই, আমি হাজির। নিশ্চয় যাবতীয় প্রশংসা ও নিয়ামত তোমার এবং রাজত্বও, তোমার কোন শরীক নেই।

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

01/06/2024

সস্তা কাপড় পরা মানে আপনি গরীব এমনটা নয়। মনে রাখবেন আপনারা একটি পরিবার আছে। পরিবারের সদস্যদের দায়িত্ব আপনারা উপরে,সমাজকে দেখিয়ে আপনার বেড়ানো আপনার কাজ নয়।

29/05/2024

জীবনকে ভালোবাসুন, তাহলে জীবনও আপনাকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসুন, তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে।

25/05/2024

যেদিন পৃথিবী থেকে মানবতা এবং মনুষ্যত্ব হারিয়ে যাবে, সেদিন থেকে পৃথিবীর ধ্বংসের সূচনা হবে।

23/05/2024

নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো, অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা।

21/05/2024

আজ প্রতিটি মানুষ, টাকার লোভে এতোটাই নিপতিত হয়েছে যে, সে তার মনুষ্যত্বও হারিয়ে ফেলেছে।

16/05/2024

মানুষের ভাগ্য ততোবার পরিবর্তন হয়, যতোবার সে আল্লাহর শুকরিয়া আদায় করে।
আলহামদুলিল্লাহ

14/05/2024

সমাজে সেই ব্যক্তির মর্যাদা সর্বদা উচ্চ, যে সর্বদা মানবতার উন্নতির জন্য কাজ করে।

12/05/2024

মানুষ প্রতিটি ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে।

10/05/2024

যে সমাজে মনুষ্যত্বের মূল্য নেই,,, সে সমাজকে লেখা-পড়ার পরও নিরক্ষর বলা হয়।

09/05/2024

সেই ব্যক্তি তার জীবনে সবচেয়ে সুখী, যে মানুষ হিসেবে সবাইকে সাহায্য করে।

08/05/2024

আপনার যেটুকু আছে সেটুকুই দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।

07/05/2024

যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও… অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না, সে মানবতার দিক থেকে দরিদ্র।

06/05/2024

যে মানুষ হিসেবে তার দায়িত্ব পালন করে,,, তার সাথে লাখো মানুষের দোয়া থাকে।

06/05/2024

একজন মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যকে দুঃখী দেখে নিজে খুশী হতে শুরু করে।

05/05/2024

কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে, তাহলে বুঝবেন মানবতা এখনো আপনার মধ্যে বেঁচে আছে….!!

05/05/2024

সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা।

04/05/2024

জীবনের মুল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা।

04/05/2024

মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।

03/05/2024

আজ পবিত্র জুম্মার দিন সকলকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা

01/05/2024

আমাদের দেশের শ্রমিক দিবস পালন হবে ঠিকই, শ্রমিকের ভাগ্যের কখনো পরিবর্তন আসবে না।

30/04/2024

হে আল্লাহ যাদের ইনকাম কম, খরচ বেশি, তাদের তুমি রিজিকে বরকত দান কর। আমিন

25/04/2024

যৌবন এমন একটা সময় ইনকাম না করলে পরিবার হারাবেন
আর ইবাদাত না করলে জান্নাত হারাবেন।

19/04/2024

শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ পবিত্র জুম্মা মোবারক

16/04/2024
এসো হে বৈশাখ এসো হে এসো ""শুভ নববর্ষ ""
14/04/2024

এসো হে বৈশাখ এসো হে এসো ""শুভ নববর্ষ ""

11/04/2024

সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।

ইদ মোবারক❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Humane Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humane Harun:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share