NTRCA গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী

  • Home
  • NTRCA গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী

NTRCA গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NTRCA গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী, Media/News Company, .

29/05/2024

আলহামদুলিল্লাহ!
ফিলিস্তান তার ন্যায্য অধিকার ফিরে পেল। এলো স্বাধীনতার স্বীকৃতি।

22/05/2024

প্রাথমিক সুপারিশ নিয়ে সর্বশেষ আপডেট !!

এনটিআরসিএ এর একাধিক কর্মকর্তা বরাত দিয়ে যা জানা গেলো...
ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন। সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে সংস্থাটি। এই আবেদনগুলো খুঁজে বের করার ওপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে। ইনডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে। কবে সুপারিশ করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে।

21/05/2024

চলতি মাসেই ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন ক...

21/05/2024

ইনডেক্সধারী শিক্ষক ৭৮ জন আবেদন করছে।

21/05/2024

১৬ তম ইনডেক্সধারী সম্মানিত স্যার/ম্যাডাম আপনারা শিক্ষক মানুষ হয়ে এতো নির্বোধ এর মতো কাজ কেন করেন?
আপনারা নির্দেশ না মেনেই তথ্য গোপন করে আবেদন করেছেন। এখন আপনাদের ধরতে চিরুনী অভিযান চালানো হচ্ছে। ধরা তো খাবেন অবশ্যই সাথে চাকরী নিয়েও হয়তো টানাহেঁচড়ার মধ্যে পড়তে যাচ্ছেন।
কারণ আপনাদের ধরতে যে বেগটুকু পেতে হচ্ছে এনটিআরসিএ সেটার ঝাঁঝ তো মেটাবে অবশ্যই।
নিজেদের বিপদও যেমন ডেকে আনলেন, তেমনি ১৭তম প্রার্থীদের প্রাথমিক সুপারিশ টা পিছিয়ে দিচ্ছেন।

এর ফলাফল টা খুব সন্তোষজনক হবে বলে মনে হচ্ছে না আপনাদের জন্য।
তবে কারো রিজিক কেউ নিতে পারেনা।
অযথা একটা হয়রানিতে ফেলছেন সবাইকে।

21/05/2024

ইন্ডেক্সধারী হয়ে ও যারা ১৭ তমতে আবেদন করছে তাদের সাথে এখন যা যা ঘটবে,,,,

1)আবেদন বাতিল হবে ১০০%
2)ইন্ডেক্স ক্যান্সেল হবে,,
3)MPO বাতিল হবে ১০০%
4) চাকরি হারাবে ১০০%
5)এত দিন যা বেতন গ্রহণ করছে সব বেতন সরকার কে ফেরত ও এর ১০% জরিমানা দিতে হবে
6)স্কুল বা বর্তমান ঠিকানায় পুলিশ, NSI,DB এসে ধরে নিয়ে যাবে এবং মামলা হবে
7) বিধি বহির্ভূত কাজ করায় NTRCA সকল ও এক্সামে অযোগ্য বল বিভেচিত হবে।

20/05/2024

নিবন্ধন(NTRCA) কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:
Ⓜ️১. লেকচারার:কলেজ (নবম গ্রেড)
• মূল বেতন: ২২,০০০/=
• বাড়ি ভাড়া: ১,০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বোমোট: ২৩,৫০০/=✅

🗣️১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=✅

🗣️প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ:১,০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বমোট: ৫১,৫০০/= ✅

Ⓜ️২. সহকারী শিক্ষক: স্কুল (এগারো গ্রেড)

• মূল বেতন: ১২,৫০০/
• বাড়ি ভাড়া: ১,০০০/
• চিকিৎসা ভাতা: ৫০০/
সর্বমোট: ১৪,০০০/✅

🗣️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়া: ১,০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বমোট: ১৭,৫০০/=✅

🗣️নোট:শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

Ⓜ️৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (ষোলো গ্রেড)

• মূল বেতন: ৯,৩০০/
• বাড়ি ভাড়া: ১,০০০/
• চিকিৎসা ভাতা: ৫০০/
সর্বমোট: ১০,৮০০/✅

♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

♐ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

♐ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

♐এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

বি.দ্র: চাকুরীজীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দদিবে। একজন এমপিওভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা পাবে। একটি গ্রাচুইটি, অন্যটি কল্যান ট্রাস্টের। (টাকার পরিমাণ ও হিসাবের ছবি সংযুক্ত করেছি।)

20/05/2024

৫ম গণবিজ্ঞপ্তিতে
আবেদনকারী সংখ্যা ২৩,৯৩২ টি।

20/05/2024

৫ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন। এবং তাদের খুঁজে বের করা হচ্ছে।

20/05/2024

সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদ শূন্য। এই শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ হাজারেরও কম।

20/05/2024

চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ৫ম গণবিজ্ঞপ্তির সুপারিশ রেজাল্ট।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when NTRCA গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share