Virtual Campus

  • Home
  • Virtual Campus

Virtual Campus Education & Information

11/02/2024

facebook.com/bedti.bd

# entrepreneur development
institute

25/01/2024

ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবন্ধি আজিজুল ইসলামকে #গোলাম কিবরিয়া জুয়েল নিজ অর্থায়নে ৪টি ব্যাটারী ও মটর সেট সহ যাবতীয় সরঞ্জামাদী উপহার দেন ।
#প্রতিবন্ধি
#অসহায়
#সাহায্য
#মানবতা

06/09/2023

For only $5, Rajuduku will do ecommerce product upload and listing. | Looking for someone to products upload and listing from any website? excel data to any Ecommerce, ebay, amazon, Shopify,woocommerce, and Aliexpress or alibaba?Im a professionally | Fiverr

অসংখ্য ধন্যবাদ,,, খন্দকার আছিফুর রহমান বড় ভাই কে,,, আশা করি আপনি আমার মাথার উপরে ছাতা হয়ে থাকবেন
23/08/2023

অসংখ্য ধন্যবাদ,,, খন্দকার আছিফুর রহমান বড় ভাই কে,,, আশা করি আপনি আমার মাথার উপরে ছাতা হয়ে থাকবেন

30/10/2022
এ পি জে আবদুল কালাম
09/09/2022

এ পি জে আবদুল কালাম

ভয়ানক
09/09/2022

ভয়ানক

কবি সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু সাল
09/09/2022

কবি সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু সাল

09/09/2022

01 Education এজুখেইশন ------- শিক্ষা
02 Basic বেইসিক ----- প্রাথমিক
03 Famous ফেইমাস ----- বিখ্যাত
04 Patient ফেইশেন্ঠ ----- রোগী
05 Payment ফেইমেন্ঠ ----- পেমেন্ট
06 Special স্পেশাল ------- বিশেষ
07 Official অফিশাল ----- দাপ্তরিক
08 Interesting ইন্ঠরেস্টিং ----- মজাদার
09 Station স্টেইশন ----- স্টেশন
10 Women উইমেন ----- নারীরা
11 Woman উম্যান ----- নারী
12 Restaurant রেস্টুরন্ঠ ----- রেস্তোরা
13 Development ডিভেপমেন্ঠ ----- উন্নয়ন
14 Different ডিফরেন্ঠ ----- ভিন্ন
15 Information ইনফোমেইশন ----- তথ্য
16 Breakfast ব্র্যাকফাস্ট ----- সকালের নাস্তা
17 Original অরিজিনাল ----- আসল
18 Vegetable ভেজঠেইবল ----- শাকসবজি
19 Comfortable খমফোঠেইবল ----- আরামপ্রদ
20 Schedule শেডিউল ----- সময়সূচী
21 Able এইবল ----- সক্ষম
22 Make মেইখ ----- তৈরি করুন
23 Jewelry জুয়েলরি ----- গয়না
24 Pizza পিঠজা ----- পিজা
25 Police ফলিস ----- পুলিশ

পড়া শেষে done লিখুন

27/06/2022

ফল প্রকাশিত ~
ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল বিশ্লেষণঃ
মোট পরীক্ষার্থী ৫৬,৯৭২
মোট পাস ৫,৬২২
মোট আসন ১,৭৮৮
পাসের হার ৯.৮৭%

24/06/2022

ভাইবা অভিজ্ঞতা
২৩/০৬/২০২২
বিষয়ঃইংরেজি

অনুমতি নিয়ে ভেতরে ঢুকে সালাম দিলাম।

১ম স্যারঃ স্যার বসতে বললেন এবং সাথে সাথে আরেক স্যার কে দেখিয়ে কাগজ জমা দিতে বললেন,এবং জিজ্ঞেস করলেন অনার্স করেছি কোন সাবজেক্টে

আমিঃ ইংরেজি

১ম স্যারঃ নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন

আমিঃ বললাম

১ম স্যারঃ নিজের জেলা সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন,উপজেলাও বলবেন

আমিঃ বললাম

২য় স্যারঃ আপনি তো ইংরেজির স্টুডেন্ট, জন কিটস কে চিনেন?

আমিঃ জি স্যার চিনি। তিনি একজন কবি ছিলেন

২য় স্যারঃ আমার উত্তরের মধ্যেই জিজ্ঞেস করলেন, কোন যুগের?

আমিঃ রোমান্টিক (বলতেই দুজন স্যার একসাথে বলে উঠলেন হু হু রোমান্টিক যুগের)

২য় স্যারঃ উনার দুটা কবিতার নাম বলুন তো

আমিঃ সরি স্যার এই মুহুর্তে মনে পড়ছে না

৪র্থ স্যারঃ আচ্ছা বলুন তো, পদ্মা সেতু উদ্ভোদন হবে কবে?

আমিঃ স্যার, ২৫ জুন ২০২২ তারিখে

৪র্থ স্যারঃ সেটার ধরন কেমন?

আমিঃ দ্বিতল বিশিষ্ট

৪র্থ স্যারঃ উনি কিছু একটা বলেছিলেন,আমার মনে নেই ঠিক। তবে, আরেকটু গভীরে জানতে চাচ্ছিলেন

আমিঃ স্যার, উপরে সড়ক পথ নিচে রেললাইন

৪র্থ স্যারঃ আচ্ছা মোট কত টাকার মত খরচ হয়েছে বলতে পারবেন?

আমিঃ প্রায় ৩০ হাজার কোটি স্যার

৪র্থ স্যারঃ অনেক্ক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে বললেন এই টাকা টা কোথা থেকে এসে?বা কোন দেশ সাহায্য করেছে? আরো কিছু পেচিয়ে জিজ্ঞেস করছেন।

আমিঃ মাথা হ্যাং হয়ে গেছে, দুইটা ভুল উত্তর দিছি, ম্যাম আর স্যাররা আমার দিকে তাকাচ্ছিলেন শুধু, ১ম একটা বললাম ভুল ছিল, পরের বার আবারও ভুল করলাম, তারপর তাড়াহুড়ো করে বললাম সরি স্যার সরি স্যার "বাংলাদেশ সরকার"

আমার কান্ড দেখে স্যার ম্যাডাম হাসা শুরু করছেন আর আমিও মুখ ঢেকে হেসে দিছি🙈

৪র্থ স্যারঃ তাহলে ১ম বার ভুল করলেন কেনো?

আমিঃ স্যার, টেনশনে সব উলট পালট হয়ে গেছে😷

স্যার+ম্যাডামঃ টেনশনের কি আছে?
ম্যাডামঃ আপনি তো অনেক ভালো বলেছেন তাহলে টেনশনের কি?

(আমি ম্যাডামকে ধন্যবাদ দিলাম)

আমিঃ স্যার, ভাইবা দিতে গেলে এমনিতেই একটু আধটু টেনশন কাজ করে।

৪র্থ স্যারঃ আপনি কি মাস্টার্সে পড়ছেন?

আমিঃ এইতো কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো স্যার

১ম স্যারঃ আপনি কোথা অনার্স করেছেন(মাই সেলফে বলেছিলাম হয়তো খেয়াল ছিল না)

আমিঃ বললাম

১ম স্যারঃ এর আগে কখনো ভাইবা দিয়েছেন?

আমিঃ দিয়েছি স্যার, ২০১৮ সালে প্রাইমারিতেই

১ম স্যারঃ জব টা হলো না কেনো?

উত্তরের আগেই

৪র্থ স্যারঃ ভাইবা দিছেন নাকি রিটেন ই হয়নি?

আমিঃ (২উঃ একসাথে) স্যার রিটেনে মার্ক কম ছিল, পরের উত্তর, স্যার ভাইবা দিয়েছিলাম

১ম স্যারঃ আপনি তো ইংরেজি থেকে অনার্স করেছেন তাহলে বাচ্চাদের একটা ক্লাস নিন তো এখন

আমিঃ অবাক হয়ে, স্যার এখন😳

১ম স্যারঃ হা,মনে করুন আমরাই স্টুডেন্ট, আমাদের ক্লাস নেন

ম্যাডামঃ একটু ক্লিয়ার করে বললেন,এই ধরুন "মাই ফ্যামিলি" একটা টপিক, এটার উপর ক্লাস নেন।

আমিঃ মোটামুটি কোনোরকমে ক্লাস নিলাম।

১ম স্যারঃআচ্ছা আপনি আসুন

আমিঃ দাড়াতে দাঁড়াতে সালাম দিলাম, তখন,,,,,,

৪র্থ স্যারঃ ইনশাআল্লাহ দেখা হবে, কর্মক্ষেত্র থাকলে

আমিঃ ইনশাআল্লাহ থ্যাংকু ইউ স্যার বলে সালাম দিয়ে বেরিয়ে আসলাম

Collected

Matrix and Determiners
20/06/2022

Matrix and Determiners

20/06/2022

আমি বুয়েটে সমাজবিজ্ঞান 🙃 আপনি

ম্যাট্রিক্স ও নির্ণায়ক পরিচিতি
20/06/2022

ম্যাট্রিক্স ও নির্ণায়ক পরিচিতি

Matrix and Determinants | class 12 | HSC and Admission Test | ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্লাস

বন্যা কবলিত মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর সদস্যরা
19/06/2022

বন্যা কবলিত মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর সদস্যরা

16/06/2022

LL.B অর্থ কি ?????

এলএল.বি পড়েন এমন অনেকেই LL.B অর্থ জানেন না।
এমনকি LL.B পাশ করেছেন এমন অনেকেও এর অর্থ
জানেন না। বিভিন্ন ভাইভা পরীক্ষায় এ প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় কিন্তু বেশীর ভাগই ভুল উত্তর দেন।
অনেকে উত্তর দেন
এর অর্থ - “Bachelor of Laws”

যখন জিজ্ঞাসা করা হয়- L দুইটি কেন? অথবা কোন L এর পরে ফুলস্টপ হবে?
তখন আর সঠিক উত্তর পাওয়া যায় না।

সঠিক উত্তর হলো-

১. LL.B হচ্ছে Latin দু’টি শব্দ Legum Baccalaureus-এর সংক্ষিপ্তরূপ যার ইংরেজি অর্থ Bachelor of Laws।

২. Legum শব্দটি বহুবচনমূলক শব্দ। এর একবচন হলো lex.

৩. Lex শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Law (আইন) এবং Legum শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Laws (আইনসমূহ)।

৪. Latin নিয়ম অনুযায়ী কোনো শব্দের abbreviation
(সংক্ষিপ্তরূপ) করার সময় একবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি একবার লেখা হয়, কিন্তু বহুবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি দুই বার লেখা হয়।
যেমন- Book এর সংক্ষিপ্তরূপ = B; কিন্তু Books এর সংক্ষিপ্তরূপ = BB.

কাজেই Lex এর সংক্ষিপ্তরূপ= L; এবং Legum এর সংক্ষিপ্তরূপ = LL.

যেহেতু দুইটি L দিয়ে একটি শব্দ বোঝানো হচ্ছে তাই প্রথম L এর পরে ফুল স্টপ নেই। শুধু দ্বিতীয় L এর পরে ফুলস্টপ হবে।

৫. Latin শব্দ Baccalaureus-এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Bachelor. ইংরেজিতে Bachelor শব্দটির উৎপত্তিই হয়েছে Baccalaureus শব্দ থেকে...।
সুতরাং LL.B-র সঠিক Elaboration হচ্ছে Legum Baccalaureus যার ইংরেজি হবে Bachelor of Laws.

****** English ভাষায় শব্দটি অবশ্যই Laws হবে।
Law বললে ভুল হবে, কারণ Legum শব্দটি Plural.
সুতরাং Bachelor of Law সঠিক নয়।

সঠিক হলোঃ Bachelor of Laws

15/06/2022

RIP Umbrella 😃😄

আল কোরআন ♥️
15/06/2022

আল কোরআন ♥️

বাংলাদেশের প্রাচীন জনপদ
15/06/2022

বাংলাদেশের প্রাচীন জনপদ

https://youtu.be/oI7HO6Khzewক্লিক করুন ম্যাট্রিক্স ও নির্ণায়কHSC and Admission
15/06/2022

https://youtu.be/oI7HO6Khzew

ক্লিক করুন

ম্যাট্রিক্স ও নির্ণায়ক

HSC and Admission

ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কিভাবে করবো!
15/06/2022

ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কিভাবে করবো!

ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কীভাবে সম্ভব?এসএসসি,এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষা প্রস্তুতি।

15/06/2022

প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ
ভাইবা অভিজ্ঞতা:
রাহিবুল হাসান
১৩-০৬-২০২২
লালমনিরহাট জেলা

সালাম দিয়ে প্রবেশ করলাম।
DC স্যার : বসুন।

বসলাম

DC স্যার কাগজগুলো DPEO স্যার ও আইডি কার্ড PTI Super স্যারকে দিতে বললো, দিলাম।

DC স্যার: কোথায় পড়াশোনা করেছেন? আর কোন বিষয়ে?
আমি: স্যার কারমাইকেল কলেজে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে।

DC স্যার: ও আচ্ছা পদার্থবিজ্ঞান বিষয়ে পড়েছেন, বলুন তো আইনস্টাইনের theory of relativity কি?

আমি: নিশ্চল ও সচল বস্তুর তুলনাকে বোঝায়

এবার আমার সাক্ষর একটা কাগজে দিতে বললেন।

DC স্যার: বলুন ফটোইলেকট্রিক ক্রিয়া কি???

আমি অই মুহুর্তে মনে করতে পারছিলাম না তাই বলছি দুঃখিত স্যার এই মুহুর্তে মনে করতে পারছি না। উনি নিজে আবার বুঝিয়ে দিলেন আমি বললাম জি স্যার এটাই।

[ আলোক রশ্মি যখন কোনো ধাতবপৃষ্ঠে আপতিত হয় তখন ধাতবপৃষ্ঠের ইলেকট্রন আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। যখনই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতবপৃষ্ঠে তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তখনই ইলেকট্রন ধাতবপৃষ্ঠ থেকে মুক্ত হয় বা বেরিয়ে আসে। এ ঘটনাকে ফটোইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়।]

DC স্যার: বোস আইনস্টাইন কনডেনসেট কি?
বোস কোন দেশের বিজ্ঞানী?
এটাও পারি নি।

[পদার্থের একটি অবস্থা যখন তরলীভূত বোসন গ্যাস পরম শুন্য তাপমাত্রার খুব কাছাকাছি তাপমাত্রায় (অর্থাৎ ০ কেলভিন বা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে) ঠাণ্ডা করা হয়। এই অবস্থায় বোসনের একটি বৃহৎ অংশ সর্বনিম্ন কোয়ান্টাম অবস্থা দখল করে, এবং এই মুহূর্তে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম ঘটনা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে ওঠে। অতিরিক্ত লঘু ঘনত্বের গ্যাসকে (সাধারণ গ্যাসের ঘনত্বের এক শত-সহস্রাংশ) অতি কম তাপমাত্রায় ঠাণ্ডা করে এটি তৈরি করা হয়। ঘনীভূত অবস্থার অদ্বিতীয় ধর্মাবলীর জন্য লেনে হাউ দেখিয়েছেন যে আলো হয় থেমে যাবে অথবা এর গতি তাৎপর্যপূর্ণ ভাবে কমে গিয়ে ১৭ মিটার প্রতি সেকেন্ড হয়ে যায় এবং এর ফলে প্রতিসরাঙ্ক অত্যন্ত বেশি হয়ে যায়।
বোস ভারতীয় বিজ্ঞানী ছিলেন ]

DC স্যার: অভিকর্ষজ ত্বরণ g এর মান বলুন

আমি : ৯.৮১ মিটার পার সেকেন্ড স্কয়ার

DPEO স্যার এবার বাংলায় আমার নাম লিখতে বললেন খাতায় হয়তো লেখা চেক করার জন্য এমন টা বললেন।

DPEO স্যার: শব্দ কোন মাধ্যমে বেশি চলে
আমি: কঠিন মাধ্যমে

DC স্যার: পদার্থের অবস্থা কয়টি ও কি কি?
আমি : পদার্থের অবস্থা তিনটি। কঠিন, তরল বায়বীয়।

ডিসি: রিডিং পড়ুন

৫ম শ্রেণীর ইংরেজি বইয়ের preface ছিলো
৩-৪ টা বাক্য বলতেই থামিয়ে দিলো।

ডিসি: আচ্ছা, আপনি আসুন।
আমি: আস সালামু আলাইকুম স্যার বলে বের হয়ে চলে আসলাম

ভাইভা ক্যান্ডিডেটঃ রাকিবুল ইসলাম

05/06/2022

এবছরও হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা....

কি ফুল
04/06/2022

কি ফুল

তিনদিনে ঢাবির ৩ শিক্ষার্থীর মৃত্যু..
02/06/2022

তিনদিনে ঢাবির ৩ শিক্ষার্থীর মৃত্যু..

নতুন শিক্ষা ব্যবস্থা
01/06/2022

নতুন শিক্ষা ব্যবস্থা

বনভোজনগোলাম মোস্তফানুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছেআম বাগিচার তলায় যেন তারা হেসেছে।রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছ ধুম,ব...
01/06/2022

বনভোজন
গোলাম মোস্তফা

নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।
রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছ ধুম,
বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।
বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে,
বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে।
বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে,
ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে।
কেউবা বসে হলদি বাটে কেউবা রাঁধে ভাত,
কেউবা বলে দুত্তুরি ছাই পুড়েই গেল হাত।
বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাঁধা,
তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা।
কোর্মা পোলাও কেউবা রাঁধে, কেউবা চাখে নুন,
অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন।
রান্না তাদের শেষ হল যেই, গিন্নী হল নুরু,
এক লাইনে সবাই বসে করলে খাওয়া শুরু।
ধূলোবালির কোর্মা-পোলাও আর সে কাদার পিঠে,
মিছিমিছি খেয়া সবাই, বলে- বেজায় মিঠে।
এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে,
পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে

৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন মোঃ বেলায়েত শেখ!
20/05/2022

৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন মোঃ বেলায়েত শেখ!

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২০২১-২২
15/05/2022

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২০২১-২২

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি ২০২১-২২ । সাত কলেজের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা ....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Virtual Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share