24/06/2022
ভাইবা অভিজ্ঞতা
২৩/০৬/২০২২
বিষয়ঃইংরেজি
অনুমতি নিয়ে ভেতরে ঢুকে সালাম দিলাম।
১ম স্যারঃ স্যার বসতে বললেন এবং সাথে সাথে আরেক স্যার কে দেখিয়ে কাগজ জমা দিতে বললেন,এবং জিজ্ঞেস করলেন অনার্স করেছি কোন সাবজেক্টে
আমিঃ ইংরেজি
১ম স্যারঃ নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন
আমিঃ বললাম
১ম স্যারঃ নিজের জেলা সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন,উপজেলাও বলবেন
আমিঃ বললাম
২য় স্যারঃ আপনি তো ইংরেজির স্টুডেন্ট, জন কিটস কে চিনেন?
আমিঃ জি স্যার চিনি। তিনি একজন কবি ছিলেন
২য় স্যারঃ আমার উত্তরের মধ্যেই জিজ্ঞেস করলেন, কোন যুগের?
আমিঃ রোমান্টিক (বলতেই দুজন স্যার একসাথে বলে উঠলেন হু হু রোমান্টিক যুগের)
২য় স্যারঃ উনার দুটা কবিতার নাম বলুন তো
আমিঃ সরি স্যার এই মুহুর্তে মনে পড়ছে না
৪র্থ স্যারঃ আচ্ছা বলুন তো, পদ্মা সেতু উদ্ভোদন হবে কবে?
আমিঃ স্যার, ২৫ জুন ২০২২ তারিখে
৪র্থ স্যারঃ সেটার ধরন কেমন?
আমিঃ দ্বিতল বিশিষ্ট
৪র্থ স্যারঃ উনি কিছু একটা বলেছিলেন,আমার মনে নেই ঠিক। তবে, আরেকটু গভীরে জানতে চাচ্ছিলেন
আমিঃ স্যার, উপরে সড়ক পথ নিচে রেললাইন
৪র্থ স্যারঃ আচ্ছা মোট কত টাকার মত খরচ হয়েছে বলতে পারবেন?
আমিঃ প্রায় ৩০ হাজার কোটি স্যার
৪র্থ স্যারঃ অনেক্ক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে বললেন এই টাকা টা কোথা থেকে এসে?বা কোন দেশ সাহায্য করেছে? আরো কিছু পেচিয়ে জিজ্ঞেস করছেন।
আমিঃ মাথা হ্যাং হয়ে গেছে, দুইটা ভুল উত্তর দিছি, ম্যাম আর স্যাররা আমার দিকে তাকাচ্ছিলেন শুধু, ১ম একটা বললাম ভুল ছিল, পরের বার আবারও ভুল করলাম, তারপর তাড়াহুড়ো করে বললাম সরি স্যার সরি স্যার "বাংলাদেশ সরকার"
আমার কান্ড দেখে স্যার ম্যাডাম হাসা শুরু করছেন আর আমিও মুখ ঢেকে হেসে দিছি🙈
৪র্থ স্যারঃ তাহলে ১ম বার ভুল করলেন কেনো?
আমিঃ স্যার, টেনশনে সব উলট পালট হয়ে গেছে😷
স্যার+ম্যাডামঃ টেনশনের কি আছে?
ম্যাডামঃ আপনি তো অনেক ভালো বলেছেন তাহলে টেনশনের কি?
(আমি ম্যাডামকে ধন্যবাদ দিলাম)
আমিঃ স্যার, ভাইবা দিতে গেলে এমনিতেই একটু আধটু টেনশন কাজ করে।
৪র্থ স্যারঃ আপনি কি মাস্টার্সে পড়ছেন?
আমিঃ এইতো কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো স্যার
১ম স্যারঃ আপনি কোথা অনার্স করেছেন(মাই সেলফে বলেছিলাম হয়তো খেয়াল ছিল না)
আমিঃ বললাম
১ম স্যারঃ এর আগে কখনো ভাইবা দিয়েছেন?
আমিঃ দিয়েছি স্যার, ২০১৮ সালে প্রাইমারিতেই
১ম স্যারঃ জব টা হলো না কেনো?
উত্তরের আগেই
৪র্থ স্যারঃ ভাইবা দিছেন নাকি রিটেন ই হয়নি?
আমিঃ (২উঃ একসাথে) স্যার রিটেনে মার্ক কম ছিল, পরের উত্তর, স্যার ভাইবা দিয়েছিলাম
১ম স্যারঃ আপনি তো ইংরেজি থেকে অনার্স করেছেন তাহলে বাচ্চাদের একটা ক্লাস নিন তো এখন
আমিঃ অবাক হয়ে, স্যার এখন😳
১ম স্যারঃ হা,মনে করুন আমরাই স্টুডেন্ট, আমাদের ক্লাস নেন
ম্যাডামঃ একটু ক্লিয়ার করে বললেন,এই ধরুন "মাই ফ্যামিলি" একটা টপিক, এটার উপর ক্লাস নেন।
আমিঃ মোটামুটি কোনোরকমে ক্লাস নিলাম।
১ম স্যারঃআচ্ছা আপনি আসুন
আমিঃ দাড়াতে দাঁড়াতে সালাম দিলাম, তখন,,,,,,
৪র্থ স্যারঃ ইনশাআল্লাহ দেখা হবে, কর্মক্ষেত্র থাকলে
আমিঃ ইনশাআল্লাহ থ্যাংকু ইউ স্যার বলে সালাম দিয়ে বেরিয়ে আসলাম
Collected