10/06/2024
Coca cola পৃথিবীর কোন দেশেই কোক বোতলজাত করে বিক্রি করে না । এরা বিক্রি করে syrup, beverage base আর concentrates.
পরবর্তীতে বিভিন্ন দেশের কিছু কম্পানি ওদের থেকে এসব কিনে নিয়ে স্টিল ওয়াটার কিংবা স্পার্কলিং ওয়াটারের সঙ্গে মিশিয়ে, ওদের মানদন্ড অনুযায়ী কোক তৈরি করে এবং ওদের ট্রেডমার্ক দিয়ে বোতলজাত করে ।
এই লোকাল বোতলজাতকারীদের কোকাকোলা বলে 'Bottling partner', যেটি হতে হলে কোকাকোলা কে একটা চড়া এমাউন্ট টাকা দিয়ে একটা রাইট কিনে নিতে হয়, এবং নির্দিষ্ট প্রডাকশন ক্ষমতা ও মানদন্ড রক্ষা করতে হয় ।
বটলিং পার্টনার এবং কোকাকোলার ভিতর এই বিজনেস স্কিম কে পুরোপুরি ফ্র্যানচাইজ ও বলা যাবে না, আবার সাপ্লাই চেইন ও বলা যাবে না । এটাকে বলা হয় 'হাইব্রিড সিস্টেম ' । কোকাকোলা এটাকে বলে ' দ্যা কোকাকোলা সিস্টেম ' । ( ফ্রানচাইজিকে বছর বছর ফি দিতে হয় কিনা জানতে পারিনি )
কোকাকোলা বটলিং পার্টনারের টেরিটরি তে ডিরেক্টলি কিছু ইনভেস্ট করে । যেমন বিভিন্ন সুপার শপ, রেস্টুরেন্ট এর সাথে চুক্তি । লোকাল ব্রান্ড অ্যাম্বাসেডর সহ আরও নানান উপায়ে ।
বাংলাদেশে কোকাকোলার সার্টিফাইড Bottling partner হলো 2 টা । ABDUL MONEM BEVERAGE LTD. আর Coca cola Beverage Bangladesh Ltd. আর ব্রান্ড অ্যাম্বাসেডর হলো তাহসান আর অর্নব । আর PEPSICO এর Bottler হলো TRANSCOM BEVERAGE LTD.
যারা ফিলিস্তিনের ভাইদের প্রতি সহমর্মিতার জন্যে কোক বর্জন করেছিলো, তাদের কে খুব বাজে ভাবে portray করেছে কোকাকোলার বর্তমান এ্যাড। বর্জনকারীদের ছাপরি টাইপ লোক দিয়ে, এবং এই খবরকে আকাশকুসুম বলে সরাসরি বর্জনকারীদের বিবেচনাবোধের উপর প্রশ্ন তুলে দিয়েছে। তবে এটুকু ক্লিয়ার, এবার আগুন বেশ ভালোভাবেই লেগেছে ।
Abdul Monem এর আরও কিছু প্রোডাক্ট হলো Igloo Ice cream, Igloo sugar, AM rice bran oil. ইত্যাদি ইত্যাদি। এমনেই বললাম আরকি 🤧
©️ Gzm Mahbubur Rahman Tahmid