To earn JannaH

  • Home
  • To earn JannaH

To earn JannaH لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ

In Sha Allah
16/06/2024

In Sha Allah

15/06/2024

অপেক্ষাটা যদি হয় আল্লাহর সিদ্ধান্তের উপর। তাহলে পাওয়াটা হবে সব থেকে সেরা! 💙

14/06/2024

Assalamualaikum

A picture of the sacrificial animal purchased on Facebook saying "Alhamdulillah" is included in "Riya".(Riya means publi...
09/06/2024

A picture of the sacrificial animal purchased on Facebook saying "Alhamdulillah" is included in "Riya".

(Riya means public worship, which includes shirk)
It is posted on Facebook only to show people, and to show one's superiority, there is no other logical reason .. !!

But the sacrifice is made only for the pleasure of Allah.

May Allah grant us all the grace and guidance to understand. (Ameen :)

©️

08/06/2024

যতো যাই হোক ফজর নামাজের শান্তি আলাদা 🥶

Before sleep Dua
07/06/2024

Before sleep Dua

07/06/2024

Jummah Mubarak 💙
Don't forget to read Surah kahaf 💙

06/06/2024

Today
A person made me feel proud about my personality and feels unique.After few minutes same one broke me 💙

Allah is the only one who always right and stay with us 💙no matter how big sinner we r 💌

06/06/2024

Say➡️" Ma Sha Allah "
for your own good things and
"Barak Allah "
for others good things.

mistake❌ we usually do

05/06/2024

আমার এক সহকর্মীর খালুর তিনটা শিপ এক দিনে ডুবে যায় । ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল । কিন্তু একটা শিপও উদ্ধার হলো না । একজন কোটিপতি এক নিমিষেই নি:স্ব !

চাঁদপুরের এক ধনাঢ্য ব্যক্তি এখন নামাজ শেষে মসজিদের সামনে মুখ ঢেকে হাত পাতে । শুধুই হাত পেতে থাকে , লজ্জায় মুখে কিছু বলে না । সারাজীবন মানুষকে দেয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে । সব ভাঙতে ভাঙতে শেষমেষ ভিটে মাটিও গিলে ফেলে নদী ।

রোড এক্সিডেন্টে এক মাইক্রো বাসের সবাই স্পট ডেথ । গাড়ীতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাশ করলো । ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে বাড়ী যাচ্ছিল । ঢাকা শহরের পাঁচ তলা বাড়ীটির সব মালিক এখন কবরে । আত্নীয় স্বজনে এখন বাড়ীর দখল নিয়ে মারামারি । কার বাড়ি কে দখল নেয় !

রফিক সাহেব খুব হিসাবী লোক । সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন । বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্সুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না । এমন অসুখ ধরা পড়েছে যে, সব টাকা শেষ । এখন বাড়ী বিক্রি করতে গিয়ে বিপত্তি । ছেলেরা দিবে না । বুড়ো মানুষ বাঁচবে আর কত দিন, বাড়ী বিক্রি করে সব পথে বসবে নাকি !

এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে । আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি । নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা ! অথচ সম্পদ কখনই ভবিষ্যত নিরাপত্তার গ্যারান্টী নয় । আমরা জানি কিন্তু মানি না । সবচেয়ে রুঢ় বাস্তবতা হচ্ছে, যে যত বেশী সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, আল্লাহ তাকে তত বেশী তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন ।

আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এ ধারণাটা ভূল । আমরা ভূলে যাই আল্লাহর দয়ার কথা । আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নীচে পড়ে আছে !

সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেয়ার পথে, গাড়ীর গ্লাস নামিয়ে , ছুটে আসা সম বয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষেটা দেয়, ঐ ভিক্ষেটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতো পারতো । এবং বর্তমান অবস্হা থেকে ঐ অবস্হাতে ফেলতে খুব বেশী সময় লাগবে না যদি তিঁনি চান । আমরা অহংকার করি, আর আমরা ভুলে যাই ।

বেশীর ভাগ সম্পদশালীরা, যিনি দিয়েছেন তাঁকে ভুলে গিয়ে সম্পদ আকঁড়ে ধরে বাঁচতে চায় । অকৃতজ্ঞতা আর অহমিকায় ভোগে ।

অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ারাই আল্লাহকে বেশী ডাকে, বিনয় আর ভরসা করে শুধুই আল্লাহর ।

মানুষ বড়ই অকৃতজ্ঞ।
সূরা বনি ইসরাঈল: ৬৭, সূরা হজ্জ্ব: ৬৬, সূরা ঝুখরুফ: ৪৮ ও সূরা আদিয়াত: ৬

ভরসাকারীদের আল্লাহর উপরই ভরসা করা উচিত ।
সুরা ইব্রাহীম :১২

বয়স বেড়ে যাচ্ছে, কখন মৃত্যুর ফেরেশতা চলে আসে জানা নাই; অথচ পেছনে ফিরে তাকালে কোন নেক আমলই দেখতে পাই না...

নাতো ভালোভাবে আল্লাহর প্রশংসা করতে পারলাম, নাতো আল্লাহর ভয়ে কাঁদতে পারলাম, আর নাতো তাওবাহ করতে পারলাম!

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
◾সৌভাগ্যবান সে ব্যক্তি, যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার ‘আমাল নেক হয়েছে।
(মিশকাত:২২৭০)

আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা:) নবী করীম (সা:) থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম ও স্ব স্থান হতে নড়তে দেওয়া হবে না।

১) তার জীবন কাল কি ভাবে অতিবাহিত করেছে
, ২) যৌবনের সময়টা কিভাবে ব্যয় করেছে,
৩) ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে,
৪) তা কিভাবে ব্যয় করেছে
, ৫) সে দ্বীনের যতটুকু জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা।

প্রিয় দ্বীনী মুহতারাম,, আসুন আমরা আজ থেকেই সকল পাপ, হারাম, খারাপ কাজ,,গুনাহ থেকে তওবা করে ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং নিজেকে একজন দ্বীনদার practicing আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলি....

© সংগৃহীত

⚠️ মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা!!১. যে হারাম খাবার খায়:যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রব...
04/06/2024

⚠️ মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা!!

১. যে হারাম খাবার খায়:

যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না।' (সিলসিলাহ আল-হাদিস আস-সহিহাহ/২৬০৯)

২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী:

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না।' (মুসলিম/৬২০০)

৩. প্রতিবেশীকে কষ্টদাতা:

যার অত্যা/চার (আচরণ) থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, তিনি জান্নাতে প্রবেশ করবেন না।’ (মুসলিম/৭৪)

৪) অবাধ্য সন্তান ও দাইয়ুস:
তিন শ্রেণির লোক জান্নাতে যাবেন না। যথা:

মাতা-পিতার অবাধ্য সন্তান, দাইয়ুস (অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী-বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না) এবং পুরুষের বেশ ধারণকারী নারী।' (আহমাদ/৬০২২; হাসান)

৫. অসৎচরিত্র ও উগ্রমেজাজি:

অসৎচরিত্র ও উগ্র মেজাজি লোক জান্নাতে যাবেন না। (আবু দাউদ/৪৮০৮; সহিহ)

৬. প্রতারণাকারী শাসক:

মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে, সে তার অধীনস্তদের ধোকা দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। (বুখারি/৭১৫১)

৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী:

যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসুল! যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপুল গাছের একটি ছোট ডাল হলেও।' (মুসলিম/২৫২)

৮. খোঁটাদাতা, অবাধ্য সন্তান ও মদ্যপী:

উপকার করে খোঁটা দানকারী, মাতা-পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদপানকারী—এই তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন না।' (নাসায়ি/৫৬৭২; সহিহ)

৯. চোগলখোর:

যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশে কুৎসা রটায় (চোগলখোর) তারা জান্নাতে প্রবেশ করবেন না। (মুসলিম/১৮৯)

১০. অন্যকে নিজের পিতা পরিচয়দাতা:

যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে—অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম।’ (মুসলিম/১২১)

১১. দা/ম্ভিক ও অহংকারকারী:

যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবেন না।’ (মুসলিম/১৬৬)

১২. আল্লাহর রাসুল (ﷺ)-এর অবাধ্য করা![ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অমান্য করা]

আমার সব উম্মত জান্নাতে যাবেন, কিন্তু যিনি (জান্নাতে যেতে) অস্বীকার করেছেন,তিনি নন। সাহাবিরা বললেন,আল্লাহর রাসুল! কে অস্বীকার করেছেন? তিনি বললেন, যিনি আমার আনুগত্য করেন,তিনি জান্নাত

©️

02/06/2024

শাইখ নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ নারীদের হিজাবের জন্য ৮টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো—
০১. পর্দার কাপড় এমন হতে হবে, যা সারা শরীর ঢেকে ফেলবে।
০২. বোরকার এই কাপড়টি যেন সৌন্দর্য প্রকাশকারী না হয়। আল্লাহ তাআলা নারীদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন।
০৩. কাপড়ের পুরুত্ব যেন এতটুকু হয়, যাতে শরীরের রঙ ও অঙ্গের ধরন তুলে না ধরে।
০৪. এই কাপড়টি যেন এতটাই ঢিলেঢালা হয়, যাতে শরীরের খাঁজগুলো ফুটিয়ে না তোলে।
০৫. হিজাবটা যেন সুগন্ধিযুক্ত না হয়।
০৬. পুরুষের পোশাকের সাথে নারীদের পোশাকের যেন সাদৃশ্য না হয়ে যায়।
০৭. একইভাবে, কোনো অমুসলিমদের পোশাকের সাথেও যেন সাদৃশ্য না রাখে।
০৮. হিজাবের পোশাকটি যেন এমন না হয়, যা সাধারণত কেউ ব্যবহার করে না। অর্থাৎ ওই সমাজের জন্য এমন ইউনিক না হয়, যাতে হিজাব পরিধানকারীকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। আর এতে সে প্রসিদ্ধ হয়ে ওঠে।

বই: হিজাব–এক টুকরো ভালোবাসা
লেখক: সুলতানা খাদিজা

সীরাহ

It's Friday 💙
23/05/2024

It's Friday 💙

23/05/2024

I am collecting your Deen e frnds to increase my surrounding with islamic thoughts plz mention them 💌

💙🩵
21/05/2024

💙🩵

16/05/2024

Jummah Mubarak 💙

15/05/2024

আল্লাহ তাআলা বলেছেন :
১. মুমিন নারীগণ যেন বে-গা-না পুরুষের কাছে সৌন্দর্য প্রকাশ না করে!
وَلَا یُبۡدِینَ زِینَتَهُنَّ
(সূরা নুর : ৩১)

২. তোমরা আদি জা-হে-লি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়ো না!
وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَـٰهِلِیَّةِ ٱلۡأُولَىٰۖ
(সূরা আহযাব : ৩৩)

মূলত নিষেধাজ্ঞা হলো সৌন্দর্য প্রকাশ করার বিষয়ে। যে বোরকা-হিজাবের মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পায়, বলাবাহুল্য সেটাও নি-ষি-দ্ধ। বোরকা-হিজাব এমন হওয়া জরুরী, যাতে সৌন্দর্য প্রকাশ না পায়। বলাবাহুল্য চেহারাতেই সমস্ত সৌন্দর্য কেন্দ্রীভূত থাকে। কখনো চোখেও। এজন্য দৃষ্টিও অবনত রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন দারুল ইলম থেকে প্রকাশিত ‘হিজাব : এক টুকরো ভালোবাসা’ বইটি।
-copied

15/05/2024
Assalamualaikum 💙
06/05/2024

Assalamualaikum 💙

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when To earn JannaH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share