Spoken English

  • Home
  • Spoken English

Spoken English সবাই এই ছোট পেইজটাকে Follow দিয়ে পাশে থাকবেন 😊🫰💗

✪ Let’s talk- আসুন কথা বলি ।✪ Let’s share- এসো বিনিময় করি ।✪ Let’s get started- চলো শুরু করি ।✪ Let’s take a look- চলো এ...
13/06/2024

✪ Let’s talk- আসুন কথা বলি ।
✪ Let’s share- এসো বিনিময় করি ।
✪ Let’s get started- চলো শুরু করি ।
✪ Let’s take a look- চলো একবার দেখে নেই ।
✪ Let’s take a break - চলো একটা বিরতি নেই ।
✪ Let’s take a rest- চলো বিশ্রাম নেয়া যাক ।
✪ Let’s go by bus, ok ?- চলো বাসে যাই, ঠিক আছে?
✪ Let’s have dinner- চলো রাতের খাবার খাই ।
✪ Let’s meet on Sunday- চলো রবিবার দেখা করি ।
✪ Let’s begin- চলো শুরু করি ।
✪ Let’s study- চলো পড়াশুনা করি ।
✪ Let’s take a walk- চলো হাটা যাক ।
✪ Let’s begin the project- চলো প্রজেক্টটি শুরু করি ।
✪ Let’s clean the our room- চলো আমাদের রুম পরিষ্কার করি ।
✪ Let’s meet in front of the library- চলো পাঠাগারের সামনে দেখা করি ।
✪ Let’s discuss about this- চলো এ সম্পর্কে আলোচনা করি ।
✪ Let’s have a conversation in English - চলো ইংরেজিতে একটি সংলাপ করি ।
✪ Let's study attentively to cut a good figure- চল ভাল ফলাফলের জন্য পড়াশোনায় মনোযোগী হই
-পড়া শেষে Done লিখতে ভূলবেন না কিন্ত

🔲 Try to-চেষ্টা করুন দিয়ে  কিছু ইংরেজি বাক্য ✅Try to learn English - ইং‌রে‌জি শিখ‌তে চেষ্টা করুন। Try to learn Computer ...
12/06/2024

🔲 Try to-চেষ্টা করুন দিয়ে কিছু ইংরেজি বাক্য ✅
Try to learn English - ইং‌রে‌জি শিখ‌তে চেষ্টা করুন।
Try to learn Computer - ক‌ম্পিউটার শিখ‌তে চেষ্টা ক‌রুন।
Try to read understanding - বু‌ঝে পড়‌তে চেষ্টা ক‌রুন।
Try to help the poor - গ‌রিব‌দের সাহায্য কর‌তে চেষ্টা ক‌রুন।
Try to donate Mosque - মস‌জি‌দে দান কর‌তে চেষ্টা ক‌রুন।
Try to know English - ইং‌রে‌জি জান‌তে চেষ্টা ক‌রুন।
Try to teach others - অন্য‌দের‌কে ‌শেখা‌নোর চেষ্টা ক‌রুন।
Try to speak English - ইং‌রে‌জিতে কথা বল‌তে চেষ্টা ক‌রুন।
Try to practise English - ইং‌রে‌জি‌ চর্চা কর‌তে চেষ্টা ক‌রুন।
Try to benefit man - মানুষ‌কে উপকার কর‌তে চেষ্টা করুন।
Try to speak clearly - স্পষ্টভাবে কথা বল‌তে চেষ্টা করুন।
Try to make new sentence - নতুন বাক্য তৈ‌রি করতে চেষ্টা করুন।

60 টি গুরুত্বপূর্ণ English to Bangla অর্থ দেওয়া হলোঃ1. stand out = লক্ষণীয় হওয়া2. collaborate = সহযোগিতা করা3. ammunitio...
12/06/2024

60 টি গুরুত্বপূর্ণ English to Bangla অর্থ দেওয়া হলোঃ
1. stand out = লক্ষণীয় হওয়া
2. collaborate = সহযোগিতা করা
3. ammunition = গোলাবারুদ
4. Kerb = প্রতিবন্ধক
5. calmer = শান্ত
6. room = অবকাশ, সুযোগ
7. haste = দ্রুত অগ্রসর হওয়া
8. deterioration = পতন, ক্ষয়
9. perspective = পরিপ্রেক্ষিতে
10. deficit = ঘাটতি
11. markedly = লক্ষণীয়ভাবে
12. burdensome = অসুবিধাজনক
13. subdue = দমন করা
14. stabilise = স্থির রাখা
15. imperative = বাধ্যতামূলক, অপরিহার্য
16. stabilisation = স্থিতিশীল
17.Nudge:ঠেলা দেওয়া
18.Brinkmanship:পর্ব
19.Walnut:আখরোট
20.Relentless:নিষ্করুণ/অবিরাম
31.Jaws:মুখ
32.Inescapable:অবশ্যম্ভাবী
33.Disembody:বিদেহী করা
34.Convergence:অভিসৃতি
35.Emanate:নি: সৃত হত্তয়া/উদ্ভুত হওয়া
36.Vulnerabilities:দুর্বলতা
37.Brewing:বানানোর
38.Diabolic:শয়তানসুলভ
39.Recalibrated:পুনঃক্রমাঙ্কিত
40.Hewing:কোপা ইয়া কাটা
41.Hew Down:ঘ্যাঁচ কারিয়া কাটা
42.Dragging:টেনে বের করা
44.Inexorable:অনিবার্য
45.Drag:টানা
46.Calibrate:শক্তির পরিমাপ করা
47. sink = ডুবে যাওয়া
48. turbulent sea = উত্তাল সাগর
49. floating = ভাসমান
50. utterly = সম্পূর্ণভাবে, একেবারে
51. beforehand = নির্দিষ্ট সময়ের পূর্বেই, আগে
52. deplorable = শোচনীয়, দুঃখজনক
53. unpredictable = অনিশ্চিত, অপ্রত্যাশিত
54 protagonist = প্রধান যোদ্ধা, নায়ক
55. sophisticated = অবিশুদ্ধ, অপ্রকৃত
56. unpardonable = ক্ষমাহীন
57. fringe = পাড়, কূল
58. miserable = করুন
59. primitive = প্রাচীন, প্রারম্ভিক
60. withstand = প্রতিরোধ করা, বাধা দেওয়া

GKyou know?▬►কুকুরের ঘ্রাণশক্তিমানুষের চেয়ে ২৮,০০০গুণ বেশি ।,:▬►প্রাণীদের মধ্যে বিড়ালইসবচেয়ে বেশিঘুমায় (দৈনিক ১৮ঘন্ট...
12/06/2024

GK
you know?

▬►কুকুরের ঘ্রাণশক্তি
মানুষের চেয়ে ২৮,০০০
গুণ বেশি ।,
:
▬►প্রাণীদের মধ্যে বিড়ালই
সবচেয়ে বেশি
ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা) ।
:
▬►একমাত্র স্ত্রী মশাই
মানুষের রক্ত খায়।
:
▬►মাছি মিনিটে ৮
কিলোমিটার উড়তে
পারে ।
:
▬►পুরুষ ব্যাঙই বর্ষকালে
ডাকে,আর তা শুনে
কাছে আসে স্ত্রী ব্যাঙ ।
:
▬►হামিং বার্ড পাখি
পিছনের দিকে
উড়তে পারে ।
:
▬►গিরগিটি একই সময়ে তার
চোখ দুটি দুই
দিকেই নাড়তে পারে ।
:
▬►টিকটিকি এক সঙ্গে ৩০টি
ডিম পাড়ে ।
:
▬►মাছ চোখ খোলা রেখে
ঘুমায় ।
:
▬►একমাএ পিঁপড়েই কোনদিন
ঘুমায় না
:
▬► সিডকা পোকা একটানা
১৭ বছর মাটির
নিচে ঘুমায় । তারপর মাটি
থেকে বেড়িয়ে
এসে চিতকার করতে করতে ৩
দিনের মাথায়
মারা যায় ।
:
▬►সিংহের গর্জন ৫ মাইল দূর
থেকেও শোনা
যায়।
:
▬►অনেকের ধারণা হাঙ্গর
মানুষকে হাতের
কাছে পেলে মেরে ফেলে।
কিন্তু মানুষের
হাতেই বেশী হাংগর মারা
পড়েছে।

:
▬►একটি রক্ত কনিকা
আমাদের পুরো দেহ
ঘুরে আসতে সময় নেয় ২২
সেকেন্ড।
:
▬►আপনার যদি একটা তারকা
গুনতে ১
সেকেন্ড সময় লাগে তাহলে
একটি
গ্যালাক্সির সব তারকা
গুনতে সময় লাগবে
প্রায় ৩ হাজার বছর।
:
▬►অনেকের ধারণা শামুকের
দাঁত নেই। অথচ
শামুকের ২৫ হাজার দাঁত
আছে।

:
▬►বিড়াল ১০০ রকম শব্দ করতে
পারে অথচ
কুকুর পারে ১০ রকম।
:
▬►পৃথিবীর প্রাণীদের মধ্যে
৮০ ভাগই
পোকামাকড়।
▬►একটি তেলাপোকা তার
মাথা ছাড়া ৯
দিন পর্যন্ত বেঁচে থাকতে
পারে। এরপর
তারা সাধারণত
খাদ্যাভাবে মারা যায়।

ভালো লাগলে শুধু
একটা.....thanks❤️

10/06/2024

Vacation (ভেকেইশন) = ছুটি
Valid (ভ্যালিড) = বৈধ
Validly (ভ্যালিডলি) = বৈধভাবে
Validity (ভ্যালিডিটি) = বৈধতা
Valley (ভ্যালি) = উপত্যকা
Valuable (ভ্যালিউএইবল) = মূল্যবান
Value (ভ্যালিউ) মূল্য, মান, দাম, মূল্য নির্ধারণ করা
Van (ভ্যান) = ঠেলাগাড়ি
Vanish (ভ্যানিশ) = বিলুপ্ত করা
Variable (ভ্যারিএইবল) পরিবর্তনশীল
Variation (ভেরিয়েইশন) = ভিন্নতা, পরিবর্তন
Variety (ভ্যারাইটি) = বিভিন্নতা, বৈচিত্র্য
Various (ভ্যারিয়াস) = বিভিন্ন
Vary (ভ্যারি) = ভিন্ন হওয়া
Vast (ভাস্ট) = ব্যাপক, প্রকান্ড, বিশাল
Vat (ভ্যাট) = বড় চৌবাচ্চা
Vegetable (ভেজিটেইবল) = শাকসবজি
Vehicle (ভেহিকল) = যানবাহন, গাড়ী
✅✅ Follow English Therapy and keep learning English ✅✅

Do এর পরে verb Do you work?✔️Are you work❌Are+Adjective or verb+ingAre you watching television?✔️Are you busy right now)...
01/06/2024

Do এর পরে verb
Do you work?✔️
Are you work❌
Are+Adjective or verb+ing
Are you watching television?✔️
Are you busy right now)✔️

🤍🖤
31/05/2024

🤍🖤

22/05/2024

✅পানির শতকরা পরিমান

🎯✨লালারস = 95.5-99.5%
🏄‍♀️✨পিত্তরস = 97-98%
🏄‍♂️✨গ্যাস্ট্রিক জুস = 99.45%
🏄‍♀️✨লোহিত রক্তকনিকা = 60-70%
🏄‍♂️✨মূত্র = 95% / 95-97%
🏄‍♀️✨ভিট্রিয়াস হিউমার = 99%
🏄‍♂️✨পেশি = 75%
🏄‍♀️✨এটলাস লসিকা = 94%
🏄‍♂️✨অগ্ন‍্যাশয়ে পানির পরিমাণ = 98%
🏄‍♀️✨প্রোটোপ্লাজম = 70-90%
🏄‍♂️✨সাইটোপ্লাজম = 65-96%
🏄‍♀️✨আন্ত্রিক রস = 98.5%
🏄‍♂️✨রক্তরস = 90-92%

22/05/2024

আমার ছোটবেলাকে খুব মিস করি
I miss my childhood so much

এতে বলা বলির কি আছে?
What to say about it?

ভাবতেও ভয় হচ্ছে।
It's even awful to think about.

উনি আমার কেউ হন না।
He is none to me.

এতোটা চিন্তার কিছু নেই।
Nothing to worry about.

আমাকে চিনতে পারো।
Can you recall me?

ভাবিয়া করিও কাজ।
Look before you leap.

তোমার উচিত ছিল তার সাথে দেখা করা।
You should have met him.

ঘরটি পরিস্কার করা দরকার।
The house needs to be cleaned.

এটা তার বলা উচিত হয়নি।
He shouldn't say it.

সে আজ নাও আসতে পারে।
He might not come today.

20/05/2024

👉 অসাধারন, খুব ভাল ⇨Excellent.
👉 আপনাকেও ধন্যবাদ ⇨ You're welcome.
👉 আমাকে বলুন ⇨ Please tell me.
👉 আমি জানিনা ⇨I don't know.
👉এখন বিদায় হও। ⇨ Be off now.
👉এখানে কি হচ্ছে?> What's going on here?
👉 অল্প একটু ⇨ Just a little.
👉 আমি দুঃখিত ⇨ I'm sorry.
👉 ধন্যবাদ⇨Thank you.
👉নির্বোধ ⇨Nonsense.
👉 নিশ্চয়ই ⇨Of course.
👉 পরে দেখা হবে ⇨ See you later.
👉 ফোন কর ⇨Call me.
👉 বল আমাকে ⇨Tell me.
👉 বাচাও ⇨ Help!
👉 আমি ভয় করিনা ⇨ I don't care.
👉 আর কিছুই নয় ⇨Nothing else.
👉 আর কিছু? ⇨ Anything else?
👉কোনরকম ⇨ So far, so good
👉 দেখা হবে ⇨See you around
👉 আমার অনুমান. ⇨ I guess
- পড়া শেষে Done লিখতে ভূলবেন না কিন্ত ✅
➡️

20/05/2024

Where there = যেখানে.......সেখানে
যেখানে সৃষ্টিকর্তা আছে সেখানে বিশ্বাস আছে।
Where there is God there is trust.
যেখানে ফুল আছে সেখানে স্নিগ্ধতা আছে।
Where there is flower there is greasiness.
যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে
Where there is democracy there is good governance
যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে

20/05/2024

V📑 Day নিয়ে ইংরেজিতে যতো কথা
☆Today - আজ
☆Yesterday → গতকাল ।
☆Tomorrow → আগামীকাল ।
✰Day after tomorrow → আগামী পরশু ।
✰Day before yesterday → গত পরশু ।
✰Every few days → কয়েক দিন পরপর।
✰Every other day → একদিন পরপর
✰Every two days → দুইদিন পরপর।
✰Every third day → তিনদিন পরপর ।
✰Day break → প্রভাত ।
Educative School (এডুকেটিভ স্কুল)
✰One day or other → কোনো না কোনো একদিন ।
✰Previous day → পূর্ব দিন
✰Next day → পরের দিন ।
✰By Day → দিনে বেলা।
✰Only the other day → এইতো সেই দিন ।
✰The very day → সেই দিনেই ।
✰Gala day → উৎসবের দিন ।
✰Hectic day → ব্যস্ত দিন।
✰Rag day → সমাপনী দিন ।
✰Memorable day → স্মরণীয় দিন ।
✰Carry the day → জয়লাভ করা ।
✰Day off -→ ছুটির দিন ।
✰The Other Day → সেদিন ।
✰The Very Day – সেই দিনেই ।
✰Next To Next Friday → আগামী শুক্রবারের পরের শুক্রবার
✰Day to day → দিনদিন ।
✰Day Care → দিবাকালীন তত্ত্বাবধান ।
✰Day Time → দিনের বেলা ।
✰To This Day → আজ পর্যন্ত।
✰Last night → গত রাত
✰Tonight → অদ্য রজনীতে ।
✰Tomorrow night → আগামীকাল রাত ।
✰In the morning → সকালে ।
✰In the afternoon → বিকালে ।
✰In the evening → সন্ধ্যায় ।
✰Yesterday morning → গতকাল সকাল ।
✰Yesterday afternoon → গতকাল বিকেলে ।
✰Yesterday evening → গতকাল সন্ধ্যায়
✰This morning → আজ সকালে ।
✰This afternoon → আজ বিকেলে ।
✰This evening → আজ সন্ধ্যা বেলাতে ।
✰Tomorrow morning → আগামীকাল সকাল ।
✰Tomorrow afternoon → আগামীকাল বিকাল ।
✰Tomorrow evening → আগামীকাল সন্ধ্যা ।
✰In ten days → দশ দিনের মধ্যে ।
✰The previous day → আগের দিন ।
✰The previous month → পূর্ববর্তী মাস।
✰The previous year → পূর্ববর্তী বছর ।
✰On Monday → সোমবারে ।
✰One of those days → সেই দঃখ ।
✰Night after next → কালকে রাতের পরের রাতে।
✰Biannually → ৬ মাস পরপর।
✰For years together → বছরের পর বছর ধরে।
✰Beiennially → দুই বছর পরপর।
✰A night owl → যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায় ।
✰A one-night stand → শুধুমাত্র এক রাতের জন্য দৈহিক সম্পর্ক করা।
✰fly-by-night → বিশস্ত নয় এমন ।
✰To call it a day → অবশিষ্ট দিনে জন্য কাজে বিরতি দেওয় ।

🎆

আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি 🌹I’m so impressed to see you🌿পোশাক ব্যক্তিত্বের পরিচয় বহন করে🌹Dress speaks personality.🍀...
20/05/2024

আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি
🌹I’m so impressed to see you
🌿পোশাক ব্যক্তিত্বের পরিচয় বহন করে
🌹Dress speaks personality.
🍀 মুখে মধু আন্তরে বিষ
🌹An angel face with a devil’s mind.
🌿 কিভাবে একথা বলতে পাররে?
🌺How could you say that?
🍀 কাউকে বলোনা, বলবা?
🌺Don’t tell anybody, will you?
🌿 চুপ কর, করবে কি?
🌺Shut up, will you!
🍀দুঃখিত আমি ভুল নম্বরে ফোন করেছি
🌺Sorry, I think I have the wrong number.
🌿 মানুষ যত পায়, তত চায়
🌺 The more they get, the more they want.

🎆পড়া শেষে লিখতে done ভুলবেন না কিন্ত😍

20/05/2024

১) সাতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে।- It has been raining for seven days.
২) সে সাতদিন যাবৎ বাসায় একা। He is alone at home for seven days.
৩) সাতদিন যাবৎ আকাশ মেঘলা।- The sky is cloudy for seven days.
৪) সে সাতদিন যাবৎ ঢাকায় ।- He has been in Dhaka for seven days.
৫) সে সাতদিন যাবৎ খুবই অসুস্থ্য।- He has been very ill for seven days.
৬) সে সাতদিন যাবৎ ঘুমাইতেছে।- He has been sleeping for seven days.
৭) সে সাতদিন যাবৎ রাস্তায়।- He has been on the road for seven days.
৮) সে সাতদিন যাবৎ বেড়াইতেছে।- He has been traveling for seven days.
৯) সে সাতদিন যাবৎ রান্না করতেছে।- He has been cooking for seven days.
১০) সে সাতদিন যাবৎ কান্না করতেছে।- She has been crying for seven days.
১১) সে সাতদিন যাবৎ হাসপাতালে।- He has been in the hospital for seven days.
১২) সে সাতদিন যাবৎ বইটি পড়ছে।- He has been reading the book for seven days.
১৩) সে সাতদিন যাবৎ বইটি লিখছে।- He has been writing the book for seven days.
১৪) সে সাতদিন যাবৎ কাজটি করছে।- He has been doing the work for seven days.
১৫) সে সাতদিন যাবৎ এই বাড়িতে আছে।- He has been in this house for seven days.
১৬) সে সাতদিন যাবৎ জ্বরে ভুগতেছে।- He is suffering from fever for seven days.
১৭) সে সাতদিন যাবৎ অংক করতেছে।- He has been doing math for seven days.
১৮) সাতদিন যাবৎ সুর্যের তাপ বাড়তেছে।- The heat of the sun has been shining for seven days.
১৯) সে সাতদিন যাবৎ ইংরেজি পড়তেছে।- He has been studying English for seven days.

✪ Out of sight, out of mind– চোখের আড়াল হলে মনের আড়াল হয়।✪ May I have your attention pleaseআপনি যদি এইদিকে একটু নজর দেন✪...
20/05/2024

✪ Out of sight, out of mind
– চোখের আড়াল হলে মনের আড়াল হয়।
✪ May I have your attention please
আপনি যদি এইদিকে একটু নজর দেন
✪ I am having my heart but don’t have any sweet heart
মন আছে মনের মানুষ নেই
✪ Why you call me names?
– আমাকে গালি দিচ্ছ কেন?
✪ It has been nice having you
– আপনাকে পেয়ে ভাল লাগছিল।
✪ Oh yeah! You’re rakib
– হা-হা, মনে পরেছে। তুমি রাকিব।
✪ Many happy returns of the day
– এই দিন বার বার ফিরে আসুক
✪I’ll make you mine
– আমি তোমাকে আমার করে নিব
✪ I am looking forward to seeing you
– আমি তোমার পথপানে চেয়ে আছি
✪ How about having a cup of coffee?
– এক কাপ কফি পান করলে কেমন হয়?
✪ Don’t show your temper to me
– আমার দিকে চোঁখ পাকিয়ো না।
✪ Keep your finger down
– আঙ্গুল নামিয়ে কথা বলো।
✪ Keep your eyes down
– চোখ নামিয়ে কথা বলো।
✪ I will see you my foot
– তোমাকে দেখে নেব।
✪ You won’t get away more
– তুমি আর পার পাবে না।
✪ What the hell are you?
– তুমি কোন লাট সাহেবের বাচ্চা?
✪ What the hell are you doing?
– কি ঘোড়ার ডিম করছো?
✪ It has been so long
– কতদিন পর দেখা
✪ Anything new going on?
– নতুন কোনো খবর আছে?
✪ Who else I have?
– কে আর আমার আছে?
✪ I’m passing short time
– আমার দিনকাল ভাল যাচ্ছে না।
✪ I could not but laugh
– আমি না হেসে পারলাম না
✪ I have got nothing left to say
আমি কিছু বলার বাকি রাখি নাই
✪ Have a cup of tea at least
– অন্তত এক কাপ চা খেয়ে যান
✪ I’m dying for a cup of coffee
– আমার এক কাপ কফি না হলেই নয়
✪ I’m having trouble sleeping lately
ইদানিং আমার অনেক ঘুমের সমস্যা হচ্ছে
✪ I’ll be right back
– আমি এক্ষুণি আসছি।
✪ Oh! Friend, how can I make you understand?
হায়! বন্ধু, কিভাবে তোমাকে বুঝাবো ।

✅ যারা শেষ পর্যন্ত পড়লেন তারা "Done" লিখুন।

19/05/2024

Preposition শেখার অসাধারন একটি কবিতা.........
>>>ছন্দে ছন্দে Preposition শিখুনঃ

🏵️কিছু বাক্য যা আপনি প্রতিদিনকার কথা বলায় ব্যবহার করে থাকেন-🥀🥀★বিড় বিড় করবে না- Don't mumble.★আর কাদবে না- Don't cry aga...
19/05/2024

🏵️কিছু বাক্য যা আপনি প্রতিদিনকার কথা বলায় ব্যবহার করে থাকেন-🥀🥀

★বিড় বিড় করবে না- Don't mumble.
★আর কাদবে না- Don't cry again.
★সোজা হয়ে বসো- Sit up straight.
★সাবধানে! দেখে!- Watch carefully.
★লাইনটা ধরে থাকো- Hold the line.
★খাবার খাও- Have the food.
★ভালো করে চিবাও- Chew well.
★নিজের বুদ্ধি কাজে লাগাও- Use your mind

Write Done

প্যাটার্ণ দিয়ে বাক্য তৈরি করুন ……Tolerate (সহ্য করা)💠 I can tolerate - আমি সহ্য করতে পারি।💠 I can’t tolerate- আমি সহ্য ক...
19/05/2024

প্যাটার্ণ দিয়ে বাক্য তৈরি করুন ……
Tolerate (সহ্য করা)
💠 I can tolerate - আমি সহ্য করতে পারি।
💠 I can’t tolerate- আমি সহ্য করতে পারি না।
💠 I could tolerate - আমি সহ্য করতে পারতাম।
💠 I can’t but tolerate - আমি সহ্য না করে পারি না।
💠 I couldn’t but tolerate - আমি সহ্য না করে পারলাম না।
💠 I wish i could tolerate - আমি যদি সহ্য করতে পারতাম
💠 I had to tolerate - আমাকে সহ্য করতে হয়েছিল।
💠 I had to tolerate a lot of rough words
আমাকে আনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল।
💠 Why will I tolerate this? - আমি এটা কেন সহ্য করবো?
💠 How often will I tolerate? - কতবার আমি সহ্য করবো?
💠 How come will I tolerate this? - আমি এটা কিভাবে সহ্য করবো?

Phone conversation..📱➢ কে বলছেন?📱➢ Who’s speaking?📱➢ কে এটা?📱➢ Who is it?📱➢ আমি কার সাথে কথা বলছি?📱➢ Whom am I speaking ...
17/05/2024

Phone conversation..
📱➢ কে বলছেন?
📱➢ Who’s speaking?
📱➢ কে এটা?
📱➢ Who is it?
📱➢ আমি কার সাথে কথা বলছি?
📱➢ Whom am I speaking to?
📱➢ আপনি কি দয়া করে একটু ধরবেন?
📱➢ দুঃখিত, আমি ওটা বুঝতে পারি নি
📱➢ Sorry, I didn’t catch that
📱➢ ওটা আরেকবার বলবেন দয়া করে?
📱➢ Say that again, please?
📱➢আমি তোমাকে শুনতেপাচ্ছি নাঠিক মতো
📱➢ I can’t hear you very well
📱➢ দুঃখিত, এই সংযোগটি বেশ খারাপ
📱➢ Sorry, this line is quite bad
📱➢ দয়া করে একটু ধরুন
📱➢ Just a moment
📱➢ দয়া করে একটু সংযোগে থাকুন
📱➢ Hold the line, please
📱➢ আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি
📱➢ I’ll just put you through
📱➢ Could you hold on a moment, please?
📱➢ আমি আপনার কল স্থানান্তর করে দিচ্ছি এখন
📱➢ I’ll just transfer you now
📱➢ এক মিনিট ধরুন
📱➢ Hold on a minute
📱➢ আপনি যেই নাম্বারে সংযোগ চাচ্ছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি কি পরে কল করতে পারবেন দয়া করে?
📱➢ That line is engaged at the moment. Could you call back later, please?
📱➢ আমি দুঃখিত, তিনি আজকে অফিসে আসেন নি
📱➢ I’m sorry, he’s out of the office today
➢ আপনি হয়তো ভুল নাম্বারে ডায়াল করেছেন
📱➢ You may have dialed the wrong number
📱➢ আমি খুবই দুঃখিত যে আমাদের এখানে এই নামে কেউ নেই
📱➢ I’m afraid there’s no one here by that name
📱➢ আমি আসলে তোমাকে ঠিক মতো শুনতে পারছি না
📱➢ I’m afraid I can’t hear you very well
📱➢ আপনি কি দয়া করে একটু কথা বলবেন?
📱➢ Would you mind speaking up a bit, please?
📱➢ আমি কি দয়া করে একটা বার্তা রাখতে পারি?
📱➢ Can I leave a message, please?
📱➢ দয়া করে আমাকে বানানটা বলবেন?
📱➢ Could you spell that for me, please?
📱➢ আমি কি ওটার বানানটা দেখতে পারি দয়া করে?
📱➢ Can I just check the spelling of that, please?
📱➢ কল করার জন্য ধন্যবাদ
📱➢ Thank you for calling

✅পড়া শেষে Done লিখতে ভূলবেন না

প্রবাদ বাক্য :সে গোল্লায় গেছে — He has gone to dog.মানুষ যত পায় , তত চায় — The more they get , the more they want.বীরভোগ...
17/05/2024

প্রবাদ বাক্য :

সে গোল্লায় গেছে — He has gone to dog.
মানুষ যত পায় , তত চায় — The more they get , the more they want.
বীরভোগ্য বসুন্ধরী — None but the brave deserves the fair.
যারে দেখতে নারী তার চলন বাকা — Faults are thick where love is thin.
সস্তার তিন অবস্থা—Cheap and nasty.
দশের লাঠি একের বোঝা।—Many a little makes a mickle.
চুরি-বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা।—Nothing like stealing if it goes undetected.

As Old As Hills. ➟ পর্বতের মত প্রাচীন।As Pale As Death. ➟ মৃত্যুর মত পান্তুর।As Playful As Kitten. ➟ বিড়াল ছানার মত ক্র...
17/05/2024

As Old As Hills. ➟ পর্বতের মত প্রাচীন।

As Pale As Death. ➟ মৃত্যুর মত পান্তুর।

As Playful As Kitten. ➟ বিড়াল ছানার মত ক্রীড়ামোদী।

As Quick As Thought. ➟ চিন্তার মত গতিশীল।

As Red As Rose. ➟ গোলাপের মত লাল।

As Round As Ball. ➟ বলের মত গোল।

As Sharp As Razor. ➟ ক্ষুরের মত ধারালো।

As Silent As Grave. ➟ কবরের মত নীরব।

As Silly As A Sheep. ➟ ভেড়ার মত মূর্খ।

পড়া শেষে done লিখতে ভুলবেন

15/05/2024

#দৈনন্দিন ইংরেজি ডায়লগ
✨আসল কথা বল - Come to the point.
✨মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.
✨তুমি একটা প্রতারক - You are a cheat.
✨কি দারুণ চমক! - What a pleasant surprise!
✨অপদার্থ কোথাকার! - What a nuisance!
✨তুমি কত সুন্দর! - How beautiful you are!
✨তােমাকে আর বিশ্বাস করিনা - Don't believe you anymore.
✨কে ধারধারে! - But who cares!
✨ঐ সব বাজে কথা! - That's all nonsense!
✨তুমি আমাকে ভুল বুঝেছাে - You've understood me wrongly.
✨নিঃশ্বাস আমার তুমি! - You are in my breath!
✨সেটা ঠিক - That's quite right.
✨আসলে তা নয় - Not really.
✨অন্য কিছুই না - Nothing else.
✨এ জীবনটা ভুলে ভরা - Life is full of mistakes.

💥💥Write done

15/05/2024

ভোকাবুলারি ……..
💠 সাগর = Sea (সী)
💠 উপসাগর = Bay (বে)
💠 ছোট সাগর = Gulf (গালফ)
💠 মহাসাগর = Ocean (ওশন)
💠 সমুদ্র তীর = Coast (কোস্ট)
💠সমুদ্র তট = Sea shore (সী শোর)
💠 জোয়ার = Flow tide (ফ্লো - টাইড)
💠 ভাটা = Ebb (এব- টাইড)
💠 বজ্র = Thunder (থাণ্ডার)
💠 শিশির = Dew (ডিউ)
💠 জলবায়ু = Climate (ক্লাইমেট)
💠 তুষারপাত = Snowfall (স্নো ফল)
💠 গাঢ় কুয়াশা = Mist (মিষ্ট)
💠 তুষার = Snow (স্নো)
💠 ঝড় = Storm (স্টর্ম)
💠 হ্রদ = Lake (লেক)
💠 ঢেউ = Wave (ওয়েভ)
💠 ঝর্ণা = Spring (স্পিং)
💠 উপদ্বীপ = Peninsula (পেনিনসুলা)
💠 কুয়াশা = Fog (ফগ)
💠 শিলাবৃষ্টি = Hail (হেল)
💠 ধূলি = Dust (ডাস্ট)

11/05/2024

I'm here to + (verb)
🎯 I'm here to apply for the job = আমি এখানে চাকুরির আবেদন করতে এসেছি।
🎯 I'm here to enjoy the match = আমি এখানে খেলাটি উপভোগ করতে এসেছি।
🎯I'm here to receive my gift = আমি এখানে উপহারটি গ্রহন করতে এসেছি।
🎯 I'm here to represent my Country = আমি এখানে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি।
🎯 I'm here to learn swimming = আমি এখানে সাঁতার শিখতে এসেছি।
🎯 I'm here to plan for a journey = আমি এখানে ভ্রমনের জন্য পরিকল্পনা করতে এসেছি ।
🎯 I'm here to take a rest = আমি এখানে বিশ্রাম করবার জন্য এসেছি।
🎯I'm here to visit the museum = আমি এখানে যাদুঘর পরিদর্শনের জন্য এসেছি।
🎯 I'm here to start the job = আমি এখানে চাকুরিটি শুরু জন্য এসেছি।
🎯 I'm here to pay the electricity bill = আমি এখানে বিদ্যুত বিল পরিশোধ করতে এসেছি।

ইংরেজিতে কখন, কি বলবেন…………..✪ কারো সাথে পরিচিত হলে- Hello,  Nice to meet you.✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!...
06/05/2024

ইংরেজিতে কখন, কি বলবেন…………..
✪ কারো সাথে পরিচিত হলে- Hello, Nice to meet you.
✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)
✪ কারো কথা বুঝতে পারলে - I see/ I understand/ I got it
✪ কারো কথা বুঝতে না পারলে - Sorry?
✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry, I regret – আমি অনুতপ্ত।
✪ অভিনন্দন জানাতে- Best wishes - (শুভ কামনা)
✪ ধন্যবাদ জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ।)
✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm extremely well (আমি বেশ ভাল আছি)
✪ কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse Me – শুনুন, Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।
✪ কাউকে অপেক্ষা করতে বললে - Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)
✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)
✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)
✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?
✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।
✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?
✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up - কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?
✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্যকর

05/05/2024

আমি যত তাড়াতাড়ি সম্ভব যাবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗴𝗼 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব খাবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗲𝗮𝘁 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗺𝗲𝗲𝘁 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব লিখবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝘄𝗿𝗶𝘁𝗲 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব পড়বো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗿𝗲𝗮𝗱 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব আসবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗰𝗼𝗺𝗲 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝘀𝗲𝗲 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব পাঠাবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝘀𝗲𝗻𝗱 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲.
আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি তদন্ত করবো।
𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗶𝗻𝘃𝗲𝘀𝘁𝗶𝗴𝗮𝘁𝗲 𝘁𝗵𝗶𝘀 𝗺𝗮𝘁𝘁𝗲𝗿 𝗮𝘀 𝘀𝗼𝗼𝗻 𝗮𝘀 𝗽𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲....

পড়া শেষে Done লিখতে ভূলবেন না।

04/05/2024

আমি কফির চেয়ে চা পছন্দ করি।
I prefer tea to Coffee.

আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি।
I prefer chicken to beef.

আমি ঝালের চেয়ে টক পছন্দ করি।
I prefer sour to pungent.

আমি শার্টের চেয়ে পান্জাবী পছন্দ করি।
I prefer panjabi to shirt.

আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি।
I prefer Cricket to Football.

আমি মেসির চেয়ে রোনালদোকে পছন্দ করি।
I prefer Ronaldo to Messi.

আমি মোবাইলের চেয়ে কম্পিউটার পছন্দ করি।
I prefer computer to mobile.

আমি লালের চেয়ে কালো পছন্দ করি।
I prefer black to red.

আমি স্প্যানিশ এর চেয়ে ইংলিশ পছন্দ করি।
I prefer English to Spanish.

আমি জুস এর চেয়ে কোকাকোলা পছন্দ করি।
I prefer Coca-cola to juice.

পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন। ✅
💕

03/05/2024

★Why to read = কেন পড়তে হবে?
★Why to write = কেন লিখতে হবে?
★Why to learn = কেন শিখতে হবে?
★Why to teach = কেন শেখাতে হবে?
★Why to go = কেন যেতে হবে?
★Why to come = কেন আসতে হবে?
★Why to talk = কেন বলতে হবে?
★Why to walk- কেন হাঁটতে হবে?
★Why to stop = কেন থামতে হবে?
★Why to see = কেন ‌দেখতে হবে?
★Why to hear = কেন শুনতে হবে?
★Why to sit down = কেন বসতে হবে?
★Why to stand up = কেন দাঁড়াতে হবে?
পড়া শেষ Done লিখতে ভুলবেন না।

03/05/2024

📑He is shouting.=সে চিৎকার করছে।
📑He is working.=সে কাজ করছে।
📑He is cleaning.=সে পরিস্কার করছে।
📑He is sleeping.=সে ঘুমাচ্ছে।
📑He is coming.=সে আসছে।
📑He is helping.=সে সাহায্য করছে।
📑He is waiting.=সে অপেক্ষা করছে।
📑He is trying. =সে চেষ্টা করছে।
📑He is reading.=সে পড়ছে।
📑He is learning.=সে শিখছে।
📑He is playing.=সে খেলছে।
📑She is going.=সে যাচ্ছে।
📑He is practicing.=সে অনুশীলন করছে।
📑She is working.=সে কাজ করছে।
📑He is studying.=সে পড়াশোনা করছে।
📑She is cooking.=সে রান্না করছে।
📑He is talking.=সে কথা বলছে।
📑She is watching._সে দেখছে।
📑He is visiting.=সে পরিদর্শন করছে।
📑He is swimming.=সে সাঁতার কাটছে।
📑He is doing.=সে করছে।
📑He is listening.=সে শুনছে।
📑He is speaking.=সে কথা বলছে।

পড়া শেষে Done লিখতে ভুলবেন না কিন্তু।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share