Md Harun

Md Harun ⚫【💞 VILLAIN 💞】⚫
💯Official account🔐》
💝Mom Dad + Pagli 💖》
💝 love you All friends 💞》
🎂Birthday 7 April 🎂》
💝Music lover🎶》
😎 Attitude boy 🔥》

Girls DP pic🫶
29/09/2024

Girls DP pic🫶



🥀মানুষের পেছনে যা হাটে তার নাম ছায়া🤔_____ আর🫣💔মানুষ যার পেছনে হাটে তার নাম মায়া 😯🫣
21/08/2024

🥀মানুষের পেছনে যা হাটে তার নাম ছায়া🤔

_____ আর🫣

💔মানুষ যার পেছনে হাটে তার নাম মায়া 😯🫣

21/08/2024

- দিন শেষে কেউ পাশে থাকে না..!💔🥀

পাবনা থেকে খুব কাছেই অসম্ভব সুন্দর যায়গা 🥰
17/08/2024

পাবনা থেকে খুব কাছেই অসম্ভব সুন্দর যায়গা 🥰

17/08/2024

আমি তারুণ্যের পক্ষে!

বিজয় তাদেরই হবে
ইনশাআল্লাহ।

গত প্রায় ৩৬ ঘন্টায় দেশের অনেক অংশই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গেছে স্টুডেন্টদের দ্বারা। একবার চিন্তা করে দেখুন এখানে কোন ...
09/08/2024

গত প্রায় ৩৬ ঘন্টায় দেশের অনেক অংশই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গেছে স্টুডেন্টদের দ্বারা।

একবার চিন্তা করে দেখুন এখানে কোন প্রকার বাজেট নেই, নেই কোন দুর্নীতি। দেশটা কত সুন্দর করে সাজাচ্ছে, স্লোলি বাট শিউরলি। একেই বলে পাওয়ার অফ স্টুডেন্ট, হ্যাটস অফ গাইস। 🤝❤️

ছবি লেখা: সংগ্রহীত

স্বাধীন বাংলার হিরোরা🫡🇧🇩
09/08/2024

স্বাধীন বাংলার হিরোরা🫡🇧🇩

09/08/2024

পুলিশ তাদের কাজে ফিরেছে।
প্রিয় ভাইয়েরা, আপনারা তাদের কাজে সহায়তা করুন। এখন পুলিশের উপর আক্রমণ করে আপনার, আমার, এ দেশের ক্ষতি ছাড়া কোন লাভ হবে না।

Photo 📸 😎✨️✅ Lunch ✅ Dinner ✅ Breakfast✅ Room Accommodation ( sharing Basis)✅ Transportation ( bus or jeep as per your p...
09/08/2024

Photo 📸 😎✨️

✅ Lunch
✅ Dinner
✅ Breakfast
✅ Room Accommodation ( sharing Basis)
✅ Transportation ( bus or jeep as per your preference)

❌ Snacks & cuisines
❌ Drinking beverages (Beer, Mineral Water)
❌ Personal expenses
❌ Travel Insurance
❌ Overstay due to any natural calamities
Note: Schools and colleges are plann

Today's Best photo ❤❤❤











sushantsabne

গোধূলি বিকেল ব্রহ্মপুত্র নদ...📌ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক..🌸🥀
09/08/2024

গোধূলি বিকেল ব্রহ্মপুত্র নদ...
📌ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক..🌸🥀

09/08/2024

এক রোড এর ভাইয়েরা আরেক রোড এর ভাই দের ধাওয়া করছে ডাকাত ভেবে 😂
কারণ সবার হাতেই লাঠি 😂
বিনোদন এর দিনরাত্রি
Btw thank you brothers 🇧🇩

এত খুশি প্রকাশ করার ভাষা আমাদের জানা  নাই 🥹🥹🥹  পানি লাগবে পানি  ❤️❤️এই সুখের অবদান সব তোমাদের 😍😍
09/08/2024

এত খুশি প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই 🥹🥹🥹

পানি লাগবে পানি ❤️❤️

এই সুখের অবদান সব তোমাদের 😍😍

বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল
08/08/2024

বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল

স্বাধীনতার সুবাস! ✊🇧🇩Date : 05.08.2024, Bangladesh 🔥 Mahmud
08/08/2024

স্বাধীনতার সুবাস! ✊🇧🇩

Date : 05.08.2024, Bangladesh 🔥

Mahmud

08/08/2024

এ দেশের প্রতিটি দরিদ্র পরিবার পরের দিন আরেকটু ভালো থাকার স্বপ্ন নিয়ে রাত্রে ঘুমাতে যায়। পরিবারের যে ছেলেটি তুলনামূলক মেধাবী, স্বপ্ন পূরণের সব চাপ গিয়ে পড়ে তার কাঁধে। ছেলেটিও সানন্দে কাঁধে তুলে নেয় বাবা-মার অপূর্ণ স্বপ্নের দায়িত্ব।

সে স্কুলে যায়, পরীক্ষায় বসে, ভালো রেজাল্ট করে আর ভাবে, একদিন সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তারপর বড় চাকরি করে সকল দুঃখের অবসান ঘটাবে।

তাদের মাটির ঘরটা বিল্ডিং হবে। ঘরের সাথেই থাকবে বাথরুম। শীত কিংবা বৃষ্টির রাতে উঠোন পেরিয়ে দূরের বাথরুমে যেতে হবে না বাবা-মাকে। বাবার শুকনো গালে সুখের আলগা মাংস লাগবে। মায়ের মলিন শাড়িটা হবে উজ্জ্বল। ততদিনে ছোট বোনটাও উপযুক্ত হয়ে উঠবে। অনেকগুলো পাত্রের ভেতর থেকে বাছাই করে বোনটার জন্য নিয়ে আসবে যোগ্য রাজপুত্র।

কোনো কোনো বর্ষণমুখর সন্ধ্যায়, জানালার পাশে বৃষ্টির ছাঁট গায়ে মেখে বাবা-মা আর ছোট বোনটার সাথে মুড়িমাখা খেতে খেতে ছেলেটি তার এইসব স্বপ্নের কথা বলে। বোনটি কৈশোরিক উচ্ছলতায় লাফিয়ে উঠে বলে, সত্যিই আমাদের অমন দিন আসবে! বাবা-মা গোপনে মুখ চাওয়া-চাওয়ি করেন। তাদের চোখে টলমল করে পানি।

স্কুল পেরিয়ে ছেলেটির কলেজ জীবন শেষ হয়। ততদিনে তার গা থেকে ঝরে গেছে কৈশোরের পালক।

রাতজাগা অধ্যবসায়, পরিবার ও আত্মীয়-স্বজনের দোয়া-ভালোবাসায় ছেলেটি একদিন সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রামের বদ্ধ পুকুর ছেড়ে সে এসে পড়ে দুকূল উপচানো নদীর বুকে, যে নদী গিয়ে মিশেছে সাগরের মোহনায়।

এতদিন তার জীবন ছিল মায়ের আঁচলে বাঁধা। বাড়ির গরম ভাত খেয়ে মায়ের আঁচলে মুখ মুছে সে কলেজে যেত। এবার শুরু হয় তার পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে একলা থাকার জীবন।

মাসে মাসে বাড়ি থেকে ছেলেটির কাছে টাকা আসে। সে টাকার গায়ের লেগে থাকে বাবার ঘামের গন্ধ আর মায়ের শখের পোষা মুরগির ডিমের সৌরভ, মাসের শুরুতে যে ডিম বিক্রির টাকা বাবার হাতে তুলে দেন মা।
কিন্তু সেই অল্প কটি টাকা ক্যাম্পাসের আবাসন ও টিউশান ফি’র উদর পূর্ণ করতে পারে না। ছেলেটি এত ভালো, বাবা-মাকে সে বলেও না তার চাহিদার কথা। চুপচাপ সে বরং খুঁজে নেয় কয়েকটি টিউশনি।

সারাদিন ক্যাম্পাস করে হলে গিয়ে কোথায় একটু বিশ্রাম নেবে, নিজের পড়া পড়বে, তা না করে সে ছুটে যায় টিউশনিতে।

এভাবে, পড়া ও পরিশ্রমের ধকল নিতে নিতে মলিন হয় তার দেহের লাবণ্য আর ধূসর হতে থাকে তার স্বপ্নের পরাগ। কারণ, ততদিনে সে জেনে গেছে, এই দেশে চাকরি পাওয়া সহজ নয়। প্রশ্নফাঁস, দুর্নীতি, স্বজনপ্রীতি আর বৈষম্যমূলক কোটার ঘায়ে সংকীর্ণ তার মতো সাধারণদের চাকরির বাজার।

ওদিকে তার গ্রামের বাড়িতে ছেলের ‘সাহেব’ হওয়ার অপেক্ষায় প্রহর গোনেন বৃদ্ধ বাবা-মা। তারা স্বপ্ন দেখেন, ছেলে শিক্ষিত হয়ে চাকরি নিয়ে ফিরে আসবে, সাথে থাকবে শিক্ষার সনদ।

ছেলে তাদের একদিন সত্যিই ফিরে আসে, তবে সঙ্গে আসে মৃত্যুর সনদ। সমাজে বিরাজমান বৈষম্য দুরের আন্দোলনে শহীদ হয়েছে তাদের সন্তান। সঙ্গে সঙ্গে ধসে পড়ে বাবা-মার লালন করা অধরা স্বপ্নের প্রতিটি ইট।

কাল্পনিক হলেও অনেক পরিবারের জন্যই গল্পটি সত্য। পত্রিকার পাতায় আমরা এই গল্পের ছেলেটির মতো কত কত শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর পড়ি, কিন্তু আমরা খোঁজও রাখি না, ছেলেগুলোর ছোট্ট কাঁধে কতগুলো মানুষের স্বপ্নের বীজ বপিত ছিল।

মৃত্যু শুধু এই ছেলেগুলোকেই নিয়ে যায়নি, ধূলিস্যাৎ করে দিয়ে গেছে গোটা পরিবারকেই।

এইসব মৃত্যুর মিছিল যেন আর না হয় এদেশে, সেটাই সবার কামনা ও দোয়া। মহান আল্লাহ যেন সে দিকেই নিয়ে যান আমাদের।

The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.
08/08/2024

The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

রঙ বদলের এক অপূর্ব খেলায় মেতেছে আজ নীল রঁজক...
08/08/2024

রঙ বদলের এক অপূর্ব খেলায় মেতেছে আজ নীল রঁজক...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Harun:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share