Md Harun

Md Harun ⚫【💞 VILLAIN 💞】⚫
💯Official account🔐》
💝Mom Dad + Pagli 💖》
💝 love you All friends 💞》
🎂Birthday 7 April 🎂》
💝Music lover🎶》
😎 Attitude boy 🔥》

🥀মানুষের পেছনে যা হাটে তার নাম ছায়া🤔_____ আর🫣💔মানুষ যার পেছনে হাটে তার নাম মায়া 😯🫣
21/08/2024

🥀মানুষের পেছনে যা হাটে তার নাম ছায়া🤔

_____ আর🫣

💔মানুষ যার পেছনে হাটে তার নাম মায়া 😯🫣

21/08/2024

- দিন শেষে কেউ পাশে থাকে না..!💔🥀

পাবনা থেকে খুব কাছেই অসম্ভব সুন্দর যায়গা 🥰
17/08/2024

পাবনা থেকে খুব কাছেই অসম্ভব সুন্দর যায়গা 🥰

17/08/2024

আমি তারুণ্যের পক্ষে!

বিজয় তাদেরই হবে
ইনশাআল্লাহ।

গত প্রায় ৩৬ ঘন্টায় দেশের অনেক অংশই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গেছে স্টুডেন্টদের দ্বারা। একবার চিন্তা করে দেখুন এখানে কোন ...
09/08/2024

গত প্রায় ৩৬ ঘন্টায় দেশের অনেক অংশই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গেছে স্টুডেন্টদের দ্বারা।

একবার চিন্তা করে দেখুন এখানে কোন প্রকার বাজেট নেই, নেই কোন দুর্নীতি। দেশটা কত সুন্দর করে সাজাচ্ছে, স্লোলি বাট শিউরলি। একেই বলে পাওয়ার অফ স্টুডেন্ট, হ্যাটস অফ গাইস। 🤝❤️

ছবি লেখা: সংগ্রহীত

স্বাধীন বাংলার হিরোরা🫡🇧🇩
09/08/2024

স্বাধীন বাংলার হিরোরা🫡🇧🇩

09/08/2024

পুলিশ তাদের কাজে ফিরেছে।
প্রিয় ভাইয়েরা, আপনারা তাদের কাজে সহায়তা করুন। এখন পুলিশের উপর আক্রমণ করে আপনার, আমার, এ দেশের ক্ষতি ছাড়া কোন লাভ হবে না।

Photo 📸 😎✨️✅ Lunch ✅ Dinner ✅ Breakfast✅ Room Accommodation ( sharing Basis)✅ Transportation ( bus or jeep as per your p...
09/08/2024

Photo 📸 😎✨️

✅ Lunch
✅ Dinner
✅ Breakfast
✅ Room Accommodation ( sharing Basis)
✅ Transportation ( bus or jeep as per your preference)

❌ Snacks & cuisines
❌ Drinking beverages (Beer, Mineral Water)
❌ Personal expenses
❌ Travel Insurance
❌ Overstay due to any natural calamities
Note: Schools and colleges are plann

Today's Best photo ❤❤❤











sushantsabne

গোধূলি বিকেল ব্রহ্মপুত্র নদ...📌ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক..🌸🥀
09/08/2024

গোধূলি বিকেল ব্রহ্মপুত্র নদ...
📌ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক..🌸🥀

09/08/2024

এক রোড এর ভাইয়েরা আরেক রোড এর ভাই দের ধাওয়া করছে ডাকাত ভেবে 😂
কারণ সবার হাতেই লাঠি 😂
বিনোদন এর দিনরাত্রি
Btw thank you brothers 🇧🇩

এত খুশি প্রকাশ করার ভাষা আমাদের জানা  নাই 🥹🥹🥹  পানি লাগবে পানি  ❤️❤️এই সুখের অবদান সব তোমাদের 😍😍
09/08/2024

এত খুশি প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই 🥹🥹🥹

পানি লাগবে পানি ❤️❤️

এই সুখের অবদান সব তোমাদের 😍😍

বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল
08/08/2024

বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল

স্বাধীনতার সুবাস! ✊🇧🇩Date : 05.08.2024, Bangladesh 🔥 Mahmud
08/08/2024

স্বাধীনতার সুবাস! ✊🇧🇩

Date : 05.08.2024, Bangladesh 🔥

Mahmud

08/08/2024

এ দেশের প্রতিটি দরিদ্র পরিবার পরের দিন আরেকটু ভালো থাকার স্বপ্ন নিয়ে রাত্রে ঘুমাতে যায়। পরিবারের যে ছেলেটি তুলনামূলক মেধাবী, স্বপ্ন পূরণের সব চাপ গিয়ে পড়ে তার কাঁধে। ছেলেটিও সানন্দে কাঁধে তুলে নেয় বাবা-মার অপূর্ণ স্বপ্নের দায়িত্ব।

সে স্কুলে যায়, পরীক্ষায় বসে, ভালো রেজাল্ট করে আর ভাবে, একদিন সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তারপর বড় চাকরি করে সকল দুঃখের অবসান ঘটাবে।

তাদের মাটির ঘরটা বিল্ডিং হবে। ঘরের সাথেই থাকবে বাথরুম। শীত কিংবা বৃষ্টির রাতে উঠোন পেরিয়ে দূরের বাথরুমে যেতে হবে না বাবা-মাকে। বাবার শুকনো গালে সুখের আলগা মাংস লাগবে। মায়ের মলিন শাড়িটা হবে উজ্জ্বল। ততদিনে ছোট বোনটাও উপযুক্ত হয়ে উঠবে। অনেকগুলো পাত্রের ভেতর থেকে বাছাই করে বোনটার জন্য নিয়ে আসবে যোগ্য রাজপুত্র।

কোনো কোনো বর্ষণমুখর সন্ধ্যায়, জানালার পাশে বৃষ্টির ছাঁট গায়ে মেখে বাবা-মা আর ছোট বোনটার সাথে মুড়িমাখা খেতে খেতে ছেলেটি তার এইসব স্বপ্নের কথা বলে। বোনটি কৈশোরিক উচ্ছলতায় লাফিয়ে উঠে বলে, সত্যিই আমাদের অমন দিন আসবে! বাবা-মা গোপনে মুখ চাওয়া-চাওয়ি করেন। তাদের চোখে টলমল করে পানি।

স্কুল পেরিয়ে ছেলেটির কলেজ জীবন শেষ হয়। ততদিনে তার গা থেকে ঝরে গেছে কৈশোরের পালক।

রাতজাগা অধ্যবসায়, পরিবার ও আত্মীয়-স্বজনের দোয়া-ভালোবাসায় ছেলেটি একদিন সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রামের বদ্ধ পুকুর ছেড়ে সে এসে পড়ে দুকূল উপচানো নদীর বুকে, যে নদী গিয়ে মিশেছে সাগরের মোহনায়।

এতদিন তার জীবন ছিল মায়ের আঁচলে বাঁধা। বাড়ির গরম ভাত খেয়ে মায়ের আঁচলে মুখ মুছে সে কলেজে যেত। এবার শুরু হয় তার পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে একলা থাকার জীবন।

মাসে মাসে বাড়ি থেকে ছেলেটির কাছে টাকা আসে। সে টাকার গায়ের লেগে থাকে বাবার ঘামের গন্ধ আর মায়ের শখের পোষা মুরগির ডিমের সৌরভ, মাসের শুরুতে যে ডিম বিক্রির টাকা বাবার হাতে তুলে দেন মা।
কিন্তু সেই অল্প কটি টাকা ক্যাম্পাসের আবাসন ও টিউশান ফি’র উদর পূর্ণ করতে পারে না। ছেলেটি এত ভালো, বাবা-মাকে সে বলেও না তার চাহিদার কথা। চুপচাপ সে বরং খুঁজে নেয় কয়েকটি টিউশনি।

সারাদিন ক্যাম্পাস করে হলে গিয়ে কোথায় একটু বিশ্রাম নেবে, নিজের পড়া পড়বে, তা না করে সে ছুটে যায় টিউশনিতে।

এভাবে, পড়া ও পরিশ্রমের ধকল নিতে নিতে মলিন হয় তার দেহের লাবণ্য আর ধূসর হতে থাকে তার স্বপ্নের পরাগ। কারণ, ততদিনে সে জেনে গেছে, এই দেশে চাকরি পাওয়া সহজ নয়। প্রশ্নফাঁস, দুর্নীতি, স্বজনপ্রীতি আর বৈষম্যমূলক কোটার ঘায়ে সংকীর্ণ তার মতো সাধারণদের চাকরির বাজার।

ওদিকে তার গ্রামের বাড়িতে ছেলের ‘সাহেব’ হওয়ার অপেক্ষায় প্রহর গোনেন বৃদ্ধ বাবা-মা। তারা স্বপ্ন দেখেন, ছেলে শিক্ষিত হয়ে চাকরি নিয়ে ফিরে আসবে, সাথে থাকবে শিক্ষার সনদ।

ছেলে তাদের একদিন সত্যিই ফিরে আসে, তবে সঙ্গে আসে মৃত্যুর সনদ। সমাজে বিরাজমান বৈষম্য দুরের আন্দোলনে শহীদ হয়েছে তাদের সন্তান। সঙ্গে সঙ্গে ধসে পড়ে বাবা-মার লালন করা অধরা স্বপ্নের প্রতিটি ইট।

কাল্পনিক হলেও অনেক পরিবারের জন্যই গল্পটি সত্য। পত্রিকার পাতায় আমরা এই গল্পের ছেলেটির মতো কত কত শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর পড়ি, কিন্তু আমরা খোঁজও রাখি না, ছেলেগুলোর ছোট্ট কাঁধে কতগুলো মানুষের স্বপ্নের বীজ বপিত ছিল।

মৃত্যু শুধু এই ছেলেগুলোকেই নিয়ে যায়নি, ধূলিস্যাৎ করে দিয়ে গেছে গোটা পরিবারকেই।

এইসব মৃত্যুর মিছিল যেন আর না হয় এদেশে, সেটাই সবার কামনা ও দোয়া। মহান আল্লাহ যেন সে দিকেই নিয়ে যান আমাদের।

The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.
08/08/2024

The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

রঙ বদলের এক অপূর্ব খেলায় মেতেছে আজ নীল রঁজক...
08/08/2024

রঙ বদলের এক অপূর্ব খেলায় মেতেছে আজ নীল রঁজক...

এই দেশ আমার,  এই দেশকে শৃংখলার মধ্যে আনার দায়িত্বটাও আমার। সমসাময়িক ট্রাফিক পুলিশ, সোনাপুর সদর নোয়াখালী।       ゚     ...
08/08/2024

এই দেশ আমার, এই দেশকে শৃংখলার মধ্যে আনার দায়িত্বটাও আমার।

সমসাময়িক ট্রাফিক পুলিশ, সোনাপুর সদর নোয়াখালী।

অপূর্ব বাংলাদেশ।💚
08/08/2024

অপূর্ব বাংলাদেশ।💚

ইতিমধ্যে বেরিয়ে পড়লো মুগ্ধ ডিংকিং ওয়াটার!𝐏𝐚𝐭𝐡𝐢𝐯𝐚𝐫𝐚 𝐓𝐨𝐮𝐫 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝟒𝐍/𝟓𝐃 @17000𝐩𝐞𝐫 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧 𝐁𝐲 𝐉𝐞𝐞𝐩@12000 𝐩𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐛𝐲 𝐁𝐮𝐬𝐃𝐚...
08/08/2024

ইতিমধ্যে বেরিয়ে পড়লো মুগ্ধ ডিংকিং ওয়াটার!

𝐏𝐚𝐭𝐡𝐢𝐯𝐚𝐫𝐚 𝐓𝐨𝐮𝐫 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝟒𝐍/𝟓𝐃
@17000𝐩𝐞𝐫 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧 𝐁𝐲 𝐉𝐞𝐞𝐩
@12000 𝐩𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐛𝐲 𝐁𝐮𝐬
𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐁𝐢𝐫𝐭𝐚𝐦𝐨𝐝𝐡
* Depart early in the morning from your location via Sindhuli BP Highway.
* Have lunch on the way.
* Explore the Terai road.
* Stay at Birtamodh.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟐: 𝐁𝐢𝐫𝐭𝐚𝐦𝐨𝐝𝐡 𝐭𝐨 𝐓𝐚𝐩𝐥𝐞𝐣𝐮𝐧𝐠
* Have an early morning breakfast at the hotel and head towards Taplejung.
* Enjoy the journey with sightseeing opportunities.
* Explore the ways of Taplejung.
* Have lunch on the way.
* Stay at Taplejung.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟑: 𝐓𝐚𝐩𝐥𝐞𝐣𝐮𝐧𝐠 𝐭𝐨 𝐓𝐡𝐮𝐥𝐨𝐩𝐡𝐞𝐝𝐢 – 𝐏𝐚𝐭𝐡𝐢𝐯𝐚𝐫𝐚
* Take a jeep to Thulofedi early in the morning (self-cost for jeep, which is 400 for going and 400 for coming back).
* Trek about 5km from Thulofedi towards Pathivara.
* After visiting Pathivara, return back to the hotel.
* Have dinner at the hotel.
* Stay at the hotel.
𝐃𝐚𝐲 𝟒: 𝐓𝐚𝐩𝐥𝐞𝐣𝐮𝐧𝐠 𝐭𝐨 𝐊𝐚𝐧𝐲𝐚𝐦
* Have an early morning breakfast at the hotel.
* Have lunch on the way.
* Explore Kanyam and the Ilam District.
* Have dinner at the hotel.
* Stay at Kanyam.
𝐃𝐚𝐲 𝟓: 𝐊𝐚𝐧𝐲𝐚𝐦 𝐭𝐨 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮
* Have breakfast at the hotel.
* Head back to Kathmandu.
* Have lunch on the way.
* Reached Kathmandu
𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞 :-
✅ Lunch
✅ Dinner
✅ Breakfast
✅ Room Accommodation ( sharing Basis)
✅ Transportation ( bus or jeep as per your preference)
𝐍𝐨𝐭 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐝 𝐢𝐧 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 😕
𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐧𝐨𝐭 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐝
❌ Snacks & cuisines
❌ Drinking beverages (Beer, Mineral Water)
❌ Personal expenses
❌ Travel Insurance
❌ Overstay due to any natural calamities/strikes

𝐒𝐚𝐧𝐬𝐡𝐫𝐞𝐞 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐀𝐧𝐝 𝐓𝐨𝐮𝐫𝐬 (𝐏𝐯𝐭. 𝐋𝐭𝐝.) 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮
Note: Schools and colleges are planning to go on a tour. Remember, we offer special discounts for schools and colleges. These special discounts will be provided for schools and colleges
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐭𝐨 𝐬𝐞𝐫𝐯𝐞, 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐨𝐮𝐫 𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭

Islamic University

me
Today,s Best Photo ❤️❤️❤️🕋🤲⭐💚💚
Miami Beach ⛱️ Florida USA 🇺🇸💖💖




























Today's the best Photo

Beautiful









































Today




















Today














































🌺∙──༅༎﷽༎༅──∙🌺



























New York City USA 🇺🇸🇺🇸 ❤️❤️❤️💜💜💜










টাইমলাইনে রেখে দিলাম এই স্বাধীনতা কোনদিন ভুলবো না!🇧🇩❤️ ০৫ আগস্ট ২০২৪
08/08/2024

টাইমলাইনে রেখে দিলাম এই স্বাধীনতা কোনদিন ভুলবো না!🇧🇩❤️
০৫ আগস্ট ২০২৪

ইন্টারনেট আসার পর থেকে এখন পযন্ত পোস্ট না করা আমি.!!🫣
28/07/2024

ইন্টারনেট আসার পর থেকে এখন পযন্ত পোস্ট না করা আমি.!!🫣

কেমন হয়েছে বন্ধুরা পিকটা
13/07/2024

কেমন হয়েছে বন্ধুরা পিকটা

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অ...
11/07/2024

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,আপনি বোরকা পড়েন না কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা)

"আমাদের সমাজের অবস্থান 😐নরম পাইলেই এই ভাবে ঘারের উপর উঠে বসে থাকে 🤪 ...
11/07/2024

"আমাদের সমাজের অবস্থান 😐
নরম পাইলেই এই ভাবে ঘারের উপর উঠে বসে থাকে 🤪 ...

🙄🫣🫣🫶🫶🫶
11/07/2024

🙄🫣🫣🫶🫶🫶

🥱🤌
05/07/2024

🥱🤌

বাস্তবতা আসলেই অনেক কঠিন 🍁🍁🍁
03/07/2024

বাস্তবতা আসলেই অনেক কঠিন 🍁🍁🍁

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Harun:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share