News 24x7

News 24x7 News, International News,Media,Entertainment, events, info Bangladesh and all over the world
(3)

মাসুদ তো ভালো হয়ে গেছে ,তাহলে  রানা কেন আজ মাসুদের ভুমিকায়?গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের পরিবর্তন স্বাভাবিক, তবে এক দল ক...
25/09/2024

মাসুদ তো ভালো হয়ে গেছে ,তাহলে রানা কেন আজ মাসুদের ভুমিকায়?

গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের পরিবর্তন স্বাভাবিক, তবে এক দল ক্ষমতায় আসার পর আরেক দলকে কটাক্ষ করা বা আগের সরকারের উন্নয়নকে শূন্য হিসেবে দেখানো এখন ট্রডিশন ও এটি একটি রাজনৈতিক ও সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছ । যেখানে দলের প্রতি আনুগত্য এবং পারস্পরিক দোষারোপ সমাজের মধ্যে বিভাজন তৈরি করে ।

মিডিয়ার ভূমিকা এ ক্ষেত্রে খুবই প্রভাবশালী। মিডিয়ার নিরপেক্ষতা এবং জনসাধারণের সঠিক তথ্যপ্রাপ্তি অত্যন্ত জরুরি। মিডিয়ার দলপ্রীতি ও পক্ষপাতিত্ব জনগণকে পুরা বিভ্রান্ত করে তোলে এবং জনগন বস্তুনিষ্ট সংবাদ থেকে দুরে সরে থাকে । প্রতিটি মিডিয়া কার্টুনের মতন সরকারের জয়গান গায় আর দেশের আম জনতাকে ঐ মিথ্য সংবাদ কে সত্য বলে মানতে হয়, কারণ মিডিয়া সাধারণত রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থাকে বা তাদের এজেন্ডাকে সমর্থন করে। এর ফলে মানুষ নিরপেক্ষ এবং সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়, যা তাদের সঠিক মতামত গঠনে ব্যাঘাত ঘটায়।

সমাজের উন্নয়ন ও সঠিক দিকনির্দেশনার জন্য সরকারের উচিৎ সাদা কে সাদা বলা ও কালো কে কালো বলা আগের সরকারের কাজের মধ্যে যদি ১% ও ভাল দিক থেকে থাকে সেটাকে প্রশংসা করা । কারন কেন আমরা যেটা প্রশংসার দাবী রাখে সেটাকে স্বৃকিতি দিব না এতে ভয় কিসের?

আমরা যদি পুনরায় গতানুগগিক প্রথা চালু রেখে যাই পরে যে সরকার ই ক্ষমতায় আসবে সে সরকারও নিজের দোষ ত্রটি কে ধামাচাপা দিতে এত এত ভুল কাজের অপপ্রচার চালাবে যে প্রকৃত সত্য কোনটি সেটি থেকে জনগন গোলক ধাদায় পডবে। কেন এমন আমরা ? প্রতিবার গোলক ধাধায় কেন জনগন থাকবে কেন সব বিষয় কোলামেলা বলাহয় না ?কেন জবাব দিহীতা নাই সরকারের জনতার কাছে? গনতন্ত্র মুল সংজ্ঞা তে জনতা দেশের সেবক কে স্যার বলবে না দেশের সেবক জনতা কে স্যার বলবে ? কত বিলিয়ন ডলারের লোন /সুদ , ঠিক ই আমেরিকা নিজ স্বার্থ বাস্মবায়নে ১ মাসে চাপিয়ে দিয়ে গেল । আমেরিকা এ পর্যন্ত যে কয়টি দেশের সাথে আর্থীক বন্ধুত্ব করেছে সে দেশেকে পঙ্গু করতে আর বহি দেশের শত্রুর দরকার হয়নি !! ইমরান খান সত্য বলার জন্য আমেরিকার সিআইএ ৭ দিনে ক্ষমতা থেকে অপসারন করিয়ে বিশ্বমোডলদের ক্ষমতার জাহির করল ।
আমেরিকা আজো একটি দেশের সাথে যুদ্ধে জয়ী হয়েছে? একমাত্র ২য় বিশ্বযুদ্ধে জাপানে পারমানবিক বোমার ব্যাবহার ছাড়া । এদের কাজ যুদ্ধ পরিস্থিতি বাধিয়ে অস্ত্রের ব্যাবসা যেমন তার খেসারত দিচ্ছে ইউক্রেন ।সেম অবস্থার পুনউথ্বান দেখছি পার্বত্য অঞ্চলে । চীন পাহাড়ী নৃ গোষ্টিকে অস্ত্র ,প্রশিক্ষন দিয়ে যুদ্ধ অবস্থার সৃষ্টি করে দেখাবে যুদ্ধ সন্নিকটে তোমরা বাচতে হলে আমাদের সাথে সামরিক চুক্তি করো । রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো দেশগুলি যেমন পুতিনের আগ্রাসনের ভয়ে মোট বাজেটের ২৫% সামরিক খাতে ব্যায় করে আমেরিকার থেকে অস্ত্র কিনে মালঘর ভর্তী করেছে প্রতিটা দেশে । এতে লাভবান কে? জনতা নির্বাধ জনতা কবে আমেরিকার আগ্রাসন নীতি বুঝবি তোরা ? ভিয়েতনামের যেমন ১৬ বছর যুদ্ধ করতে হয়েছিল প্রতিটা আমেরিকার আনুগত্য পুতুল সরকার নিজেদের স্বনির্ভর জাতিতে রুপান্তরের কাজ না করে পুনরায় আরেকটি দেশের দাস্তত্ব বরন করতে যায় ? বাঙালী জাতিকে স্ব নির্ভর করা কি অনেক কঠিন কাজ ? লেখক-সঞ্জয় মিত্র


Dr.Mohammad Said Youth Fire IT BNP Bangladesh Golam Maula RonyAndalib Rahman ParthoDonald J. TrumpJoe BidenNarendra Modi Prothom Alo

প্রকৃত বী‌রের মহৎ দিক হ‌চ্ছে ক্ষমা ক‌রে দেওয়া । ১৯৭২ সা‌লে বিশ্ব‌নেতা স্বাধীনতা বি‌রোধী লোক‌দের ক্ষমা ক‌রে যে উদাহারন ...
20/08/2024

প্রকৃত বী‌রের মহৎ দিক হ‌চ্ছে ক্ষমা ক‌রে দেওয়া । ১৯৭২ সা‌লে বিশ্ব‌নেতা স্বাধীনতা বি‌রোধী লোক‌দের ক্ষমা ক‌রে যে উদাহারন সৃ‌ষ্টি ক‌রে‌ছিল আজ তোমরাই তার মোরাল ভে‌ঙ্গে ওখা‌নে প্রসাব ক‌রে প্রমান কর‌লে ক্ষমার যোগ‌্য আস‌লেই তোমরা নও । হা‌সিনার রাজনী‌তি‌তে আ‌মি থুথু ফে‌লি । কিন্তু হাজার বছ‌রের শ্রেষ্ট বাঙালী যে তোমা‌দের স্বাধীন এক‌টি দেশ ,স্বাধীন পতাকা দি‌য়ে‌ছে তার বি‌নিম‌য়ে এটা তোমরা তা‌কে দি‌লে?

বাংলা‌দে‌শের ধ‌র্মিয় চেতনায় ক‌ট্টোর মৌলবা‌দের থাবা !যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে...
16/08/2024

বাংলা‌দে‌শের ধ‌র্মিয় চেতনায় ক‌ট্টোর মৌলবা‌দের থাবা !

যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়। কোন মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি যায়।

*চা দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছে। কারো মাথায় এটা নিয়ে ব্যাথা বেদনা নেই।

*হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী, বন্ধুবান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয়। এতে কেউই কিছু মনে করে না।

*সামাজিক কোন অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে। মুসলিম লোকটি গরু মাংস খাচ্ছে না, কারন শুধু তার বন্ধুটির জন্য।

* বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না শুধু সবার কথা ভেবে।

*অনেক হিন্দুদের বিয়েতে কাচ্চি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদা ভাবে করা হয়।( আমি নিজে স্বাক্ষী)

*পাবলিক বাসে, রিক্সায়, ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু মুসলিম। কারো কোন সমস্যা নেই।

*মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায়। দুই পক্ষই ইবাদত করছে। কারোরই কোন অসুবিধা হয়না যুগ যুগ ধরে।

বিশ্বের আর কোন দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন??

এত সুন্দর সম্প্রীতি আমার জানামতে আর কোথাও নেই। ভারতে তো তা কল্পনাও করা যায়না। তবুও এত কথা কেন? এত মিথ্যা অপপ্রচার কেন ছড়ানো হচ্ছে? কিছু মানুষ এর জন্য দায়ী। এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর। কিন্তু এরা সফল হয়নি, সফল হতে পারবেনা ইনশাআল্লাহ। কারন আমাদের দেশের মানুষ সত্যিকার অসাম্প্রদায়িক, আমরা হিন্দু মুসলিম বিভেদ করিনা। আমাদের ভিতরে ঘষেটি বেগম কারা তা সবারই যানা।
❤️❤️ আমার ছোটবেলার খেলার সাথি বান্ধবী, সহপাঠি, নিতা, তাপস,র‌ক্তিম, মি‌লি আরো আছে অনেকে যাদের কথা এখনো ভুলতে পারিনা, এরা কখনই সংখ্যালঘু হতে পারে না আমরা এক আত্মা দুইপ্রাণ হয়েছিলাম❤️❤️

প্রতিটি ধর্মে কিছু খারাপ মানুষ আছে।তাদের জন্য সবাইকে দোষ দেওয়া কি ন্যায় সম্মত?
Rtv Politics । রাজনীতি Bangladesh Nationalist Party-BNP Bangladesh Awami League Prosenjit Biswas Shahiduzzaman Shuvo Shahid Zaman

স্বাধীন দে‌শে জন্মে হিন্দ বৌদ্ধ খৃষ্টান শুধু ধর্ম ভিন্ন হব‌ার কার‌নে সংখ‌্যালঘু । নতুন স্বাধীন দে‌শে এট‌ি বলা মা‌নে নতু...
13/08/2024

স্বাধীন দে‌শে জন্মে হিন্দ বৌদ্ধ খৃষ্টান শুধু ধর্ম ভিন্ন হব‌ার কার‌নে সংখ‌্যালঘু । নতুন স্বাধীন দে‌শে এট‌ি বলা মা‌নে নতুন বৈষম‌্য রচনা ও‌দের দি‌য়ে ।ওরা বাংলা‌দেশী । ধর্মীয় হীনতার কোন ট‌্যাগ দেবার অ‌ধিক‌ার 2.2 তে হাজা‌রো শহী‌দের র‌ক্তে অ‌র্জিত বাংলা‌দে‌শে ড. ইউনুস স‌্যারের রা‌ষ্টের প্রধান হিসা‌বে আপনার নাই। আপ‌নার স্ত্রীও তাহ‌লে সংখ‌্যালঘু থে‌কে আপনার হাত ধ‌রে এখন সংখ‌্যাগুরুর আস‌নে ? স‌রি স‌্যার অব‌জেকশন অব‌জেকশন ! হিন্দু বৌদ্ধ খৃষ্টা‌নে‌ে‌রা বাংলা‌দেশী ।

স‌ংখ‌্যালঘু ওরা !!প্রিয় ড. ইউনুস স‌্যার , আজ আপনার এক‌টি বক্তৃতায় শুনলাম সংখ‌্যালঘু‌দের নিরাপত্তা দি‌তে হ‌বে ভার‌তে অবস্...
13/08/2024

স‌ংখ‌্যালঘু ওরা !!

প্রিয় ড. ইউনুস স‌্যার , আজ আপনার এক‌টি বক্তৃতায় শুনলাম সংখ‌্যালঘু‌দের নিরাপত্তা দি‌তে হ‌বে ভার‌তে অবস্থানকারী সংখ‌্যালঘু‌দের মতন ।
স‌্যার আপ‌নিও অব‌শে‌ষে বিভাজন কর‌লেন !!
স‌্যার এ দেশ হিন্দু ,মুস‌লিম , বৌদ্ধ,খৃষ্টান সকল ধ‌র্মের মানু‌ষের ও জা‌তি হিসা‌বে বাংলা‌দেশী বা বাঙালী । স্বাধীন দে‌শে কোন বিভাজন কোন‌দিন ক‌াম‌্য নয় । দেশটা কি সংসদ ? যে সংখ‌্যাগ‌রিষ্ট ও সংখ‌্যালঘু দি‌য়ে আখ‌্যা‌য়িত কর‌বেন ?
! কর্ম স্থা‌নে বা সমা‌জে সনাতনী‌দের হিন্দুর বাচ্চা ও মালায়ন শব্দ শুন‌তে হয়‌নি এমন সনাতনী য‌দি ১% ও থে‌কে থা‌কে হয় সে চাটুকা‌রিতা কর‌ছে নতুবা ভ‌য়ে মিথ‌্যা বল‌ছে । আস‌লেই তারা এ সি‌স্টে‌মের বেড়াজা‌লে ব‌ন্দি।
সংখ‌্যালঘু দের ভোট না হ‌লে আওয়ামীলীগ ও বিএন‌পি কোন‌দিনও সংস‌দে সংখ‌্যাগ‌রিষ্ঠতা পা‌বে না ।প্রতিবার এ‌দের ঘা‌ডে বন্দুক রে‌খে গু‌লি ক‌রে‌ছে রাষ্টপরিচালক ও রাজনী‌তিি‌বি‌দেরা।
স‌্যার আজ থে‌কে প্রতি‌টি সনাতন বৌদ্ধ খৃষ্টান ধ‌র্মের না‌মের পা‌শে লি‌খে দেন সংখ‌্যালঘু। আপনার দি‌য়ে পুনরায় ও‌দের কলু‌ষিত নামকরন আসুক জা‌তি হিসা‌বে । স‌্যার যখন সাধারন মানু‌ষে এ শব্দ ব‌লে সেটা‌কে হজম ক‌রি । কিন্তু রা‌ষ্ট্রের প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা মুখ‌্য ব‌্যা‌ক্তিও য‌দি ব‌লে সংখ‌্যালঘু সে‌টি শুন‌তে রক্তক্ষরন হয়। শা‌ন্তির জন‌্য ন‌বেল বিজয়ী আপ‌নি । স‌্যার মন থে‌কে বলুন তো সংখ‌্যালঘু ব‌লে শব্দ কোন স্বাধীন ও গনতা‌ন্ত্রিক রা‌ষ্টের কোন মানু‌ষের ট‌্যাগ কি হ‌তে প‌া‌রে ? আপনিও এ‌দে‌শে জন্ম নি‌য়ে‌ছেন আ‌মিও, তেমনই ভা‌বে সনাতন ধর্ম পালনকারী রাও এ‌দে‌শের নাগ‌রিক। ওরা সনাতনী ধ‌র্মের ব‌লে কেন সংখ‌্যালঘুর কা‌লিমা নি‌বে? বি‌ভিন্ন সম‌য়ে দেশ ত‌্যাগ ক‌রে বড় এক‌টি অংশ পা‌শের দে‌শে য‌ায় এর দায়ভার কি ও‌দের? স‌্যার স‌রি আপনা‌কে সবসময় সন্মান ক‌রি ও ভিন্ন চেতনার মানুষ ম‌নে ক‌রি । আপনার মু‌খে এ শব্দ‌টি আসা ঠিক হয়‌নি । এ‌কি দে‌শের মা‌টি‌তে জন্ম একই বাতা‌সের নিশ্বাস নি‌চ্ছে ,যে কোন আন্দ‌লো‌নে সক‌লের মতন এরাও ,৭১ সা‌লে এরাও যু‌দ্ধে প্রান দি‌য়ে শহীদ । স‌্যার ওরদর প্রধান অপরাধ হল ওরা ভিন্ন ধ‌র্মের মানুষ । ধর্ম আলাদার অপরা‌ধে কেন সংখ‌্যালঘু না‌মে আখ‌্যা‌য়িত কর‌বেন । এখা‌নেই তো বৈষ‌ম্যের শুরু। কিভা‌বে গড়ব বৈষম‌্যবাদী সমাজ ব‌্যাবস্থা?

প্লিজ সং‌সিতা বন্ধ করুন
10/08/2024

প্লিজ সং‌সিতা বন্ধ করুন

সংখ‌্যালঘু‌দের উপর কেন এত নির্মম  অত‌্যাচ‌ার?১৯৭৪ সা‌লে বাংলা‌দে‌শে সংখ‌্যালঘুর হার ১৩.৭% ২০২৩ সা‌লে সেটা ক‌মে ৭% । বাব‌...
10/08/2024

সংখ‌্যালঘু‌দের উপর কেন এত নির্মম অত‌্যাচ‌ার?

১৯৭৪ সা‌লে বাংলা‌দে‌শে সংখ‌্যালঘুর হার ১৩.৭% ২০২৩ সা‌লে সেটা ক‌মে ৭% । বাব‌া দাদারা না হয় নৌকায় ভোট দিত । কিন্তু বর্তমান প্রজন্ম অ‌নেক স‌চেতন ।গত নির্বাচ‌নে ৪% সংখ‌্যালঘু যুবকেরা ভোট কে‌ন্দ্রে যায় নাই কারন তারা গনতন্ত্র নি‌য়ে প্রচুর স‌চেতন । এ সংখ‌্যালঘুরা কি মু‌ক্তিডুদ্ধ ক‌রে নি ? যে বিপ্লব ও আ‌ন্দোল‌নের মাধ‌্যমে শেখ হা‌সিনা সরকা‌রের পতন হল সেখা‌নে কি সংখ‌্যালঘু ছাত্ররা আ‌ন্দোলন ক‌রে‌নি ? ধিক দে‌শের শি‌ক্ষিত সমাজ । আপনা‌দের চো‌খের সাম‌নে জ্বল‌ছে ম‌ন্দির প‌্যা‌গোডা। সংখ‌্যালঘু‌দের বাড়ীঘর পু‌ড়ি‌য়ে ছায় ক‌রে দি‌চ্ছে।‌জোর ক‌রে মা বো‌নে‌দের তু‌লে নি‌য়ে যা‌চ্ছে আপনা‌দের স‌াম‌নে ,তবুও আপনারা কেন চুপ? আমা‌দের শি‌ক্ষিত জাগ্রত সমাজ,সু‌শিল সমাজ চো‌খের সাম‌নে এ‌হেন জঘন‌্য কর্ম দে‌খেও আপনারা চুপ থাক‌লেন । ১৯৭১ সা‌লে যে ভা‌বে মা বোন দের ধ‌রে পা‌কিস্থা‌নি হানাদা‌রেরা নির্মম অত‌্যাচার ক‌রে‌ছিল ২০২৪ সা‌লে সেই ই‌তিহা‌সের পুনরাবৃ‌ত্তি ঘটল আর দে‌শের শি‌ক্ষিত সমাজ সেট‌ি দে‌খে নিরব দর্ষকের ভু‌মিকায় । লজ্বা ! লজ্বা ! লজ্বা !! জা‌তি হিসা‌বে আমরা কোথায় নে‌মে‌ছি । আমা‌দের মুল‌্যবোধ পুরাটা বিলুপ্ত । কোথায় যা‌বে ওরা ? এক‌দি‌কে আগুন দি‌চ্ছে ম‌ন্দির ভ‌াঙ‌ছে অন‌্যদি‌কে কাট‌া তা‌রের বেড়া । রো‌হিঙ্গারা তো আশ্রয় পে‌য়ে‌ছিল আর এরা মরছে কুকুর শেয়া‌লের মতন । এটা‌কি শহীদ‌দের কাম‌্য ছিল? ঘরপে‌াড়া আগু‌নে আলু‌পে‌াড়া খা‌চ্ছে ৮০% । প্রতিবার প্রতি‌হিংসার ব‌লি এ সংখ‌্যালঘু । কেন ? কেন ? জবাব দি‌তে পার‌বেন কেহ ? আপনা‌দের সাম‌নে তা‌দের দোকান লুট ,ম‌ন্দি‌রে আগুন দি‌য়ে‌ছে ,ঘর বা‌ড়ি পু‌ড়ি‌য়ে ছারখার করে দিল । ইচ্ছা কর‌লে কি মু‌ষ্টি‌মেয় সংখ‌্যালঘু‌দের ব‌াচা‌নো যেত ন‌া? ডাকা‌তের ভ‌য়ে আজ তো সক‌লে প‌াহারা দি‌চে্ছন । আপনার‌া কি সক‌লে এক হ‌য়ে প‌ার‌তেন ন‌া এ‌দের সব বাচা‌তে? আ‌মি সকল সমন্বয়ক ও রাষ্টক্ষমতার দা‌য়িত্ব নেওয়া সক‌লের প্রতি হাত জোড় ক‌রে অনু‌রোধ করব সবঈ যখন রিফর্ম কর‌ছেন এমন এক‌টি আইন পাস ক‌রেন যেন কোন সংখ‌্যালঘু‌দের ভো‌টের অ‌ধিকার না থা‌কে । তাহ‌লে এটার হয়ত প‌রিসমা‌প্তি ঘট‌বে । দয়া ক‌রে সংখ‌্যালঘু‌দের ভো‌টের অ‌ধিকার বন্ধ করে দেন ।

র‌বিবার থে‌কে বৃহ‌স্প‌তিবার কোলকাতা,দিল্লী‌তে আমার যে সকল বন্ধু ই‌ন্ডিয়া‌তে থাক‌বে ক‌ফি খাওয়ার জন‌্য ইনবক্স ক‌রো । জ‌ম...
18/07/2024

র‌বিবার থে‌কে বৃহ‌স্প‌তিবার কোলকাতা,দিল্লী‌তে আমার যে সকল বন্ধু ই‌ন্ডিয়া‌তে থাক‌বে ক‌ফি খাওয়ার জন‌্য ইনবক্স ক‌রো । জ‌মি‌য়ে আড্ডা হ‌বে ক‌লেজ স্ট্রিট এর ক‌ফিহাউ‌জে।। Whatsapp +8801740222277

ইন্ডিয়া থেকে আমদানীকৃত শাড়ী,থ্রিপিস ,ওয়ান পিস ,কুর্তী ,জিন্স ডেনিম ,ইনার ওয়্যার(লাক্স ,রুপা,   ব্রান্ডেড ) ২.৫ গ্রাম দুব...
16/07/2024

ইন্ডিয়া থেকে আমদানীকৃত শাড়ী,থ্রিপিস ,ওয়ান পিস ,কুর্তী ,জিন্স ডেনিম ,ইনার ওয়্যার(লাক্স ,রুপা, ব্রান্ডেড ) ২.৫ গ্রাম দুবাই গোল্ড,আমেরিকান ডাইমন্ড কাট জুয়েলারী,পন্ডস,ল্যাকমি,লরেল,ফিটমি ,জর্ডান সহ সকল কষমেটিকস বাজার চ্যালেন্জ রেটে আমাদের ইমপোরটার থেকে ক্রয় করে আপনি সহজে অনলাইন সেলিং করতে পারবেন । পন্যতে কোন প্রকার কেহ ক্লেম করলে রিটার্ন সুবিধা ৭ দিনের মধ্য ।

বিশ্ব সংসার তন্ন তন্ন ক‌রে খু‌জেও পাই‌নি ১০৮ টি।নীল পদ্ম। হয়ত বরুনারা এ জন‌্যই কথা রা‌খে না।
02/06/2024

বিশ্ব সংসার তন্ন তন্ন ক‌রে খু‌জেও পাই‌নি ১০৮ টি।নীল পদ্ম। হয়ত বরুনারা এ জন‌্যই কথা রা‌খে না।

I don't know how much I love youall I know is that I cannot live without you..
02/06/2024

I don't know how much I love you
all I know is that I cannot live without you..

সমগ্র ইউরোপের যুবসমাজ যখন ঘুমে আচ্ছন্ন ছিল তখন অভ্যুদয় হয়েছিল রেনেসার ।আজ সময় এসেছে দিন বদলের । নিজের ভাগ্যকে তো নিজেই গ...
28/12/2023

সমগ্র ইউরোপের যুবসমাজ যখন ঘুমে আচ্ছন্ন ছিল তখন অভ্যুদয় হয়েছিল রেনেসার ।আজ সময় এসেছে দিন বদলের । নিজের ভাগ্যকে তো নিজেই গড়বে এটা সকলে জানে । কিন্তু এত বাধা বিপত্তি পেরিয়ে নিজের লোভ,স্বার্থ সব ত্যাগ করে এ সমাজের হাল যদি না ধরা হয় তাহলে এ সমাজের থেকে পরবর্তী প্রজন্ম শিখবে শুধৃু সেলফি ও চ্যাট আর বাটপাড়ী । প্লিজ আপনাদের নিকট আমার অনুরোধ মিথ্যা তথ্যে এদের আর পরিচাচিত করবেন না । গুগল দেখে যদি সব শেখা যেত তাহলে বিশ্ববিদ্যালয় হত না । এদের পুজি করে যে যেভাবে পারে ভুল পথে নিয়ে এমন অবস্থানে এরা এখন সত্য কথা হাজার বল্লেও মিথ্যা ওটা । সোশ্যাল নেটওয়ার্কএর ভয়াল থাবায় এরা তীব্র নেশায় বুধ হয়ে আপনমনে ঠকছে । আমি এদেশের সন্তান হয়ে আপনাদের কাছে হাতজোড় করে বলছি অনুরোধ করে এবার থামুন । যে ভাবেই হোক এদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে । হাতে কলমে শেখাব এবার নিজের পায়ে হাটতে শেখা । আমি সকল বোন ও সমাজের টপে অবস্থান কারীদের সাহায্য চাই আসুন এদের এবার জাগাই
Social Message@followersMohsin Ul Hakim Fans ClubWebsite DevlopmentWe are all learners (WAALs) & Entrepreneurs - Global Export Import Business from India �উদ্দোক্তার স্বপ্ন পূরনের গল্প

মানবিকতার ধর্ম কোথায় আজ!ধীরে ধীরে আমরা এক দুঃসময়ের দিকে যাচ্ছি। এক অদ্ভুত সেলফি প্রজন্ম, Selfish প্রজন্ম হয়ে যাচ্ছে।আমাদ...
28/12/2023

মানবিকতার ধর্ম কোথায় আজ!
ধীরে ধীরে আমরা এক দুঃসময়ের দিকে যাচ্ছি। এক অদ্ভুত সেলফি প্রজন্ম, Selfish প্রজন্ম হয়ে যাচ্ছে।
আমাদের তরুণ-তরুণী, কিশোর-কিশোরীরা ফোনের মাঝে মাথা গুঁজে পড়ে আছে। তাদের মাথা আর সোজা হবে বলে মনে হচ্ছে না।
একটা সময় ছিল, আমরা খুব ন্যাচারাল ছিলাম। ছিলাম প্রকৃতির কাছে। বৃষ্টি এলে আমাদের দল বেঁধে ভিজতে হতো। সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ দল বেঁধে দেখতাম। অথবা খুব গরমের রাতে সবাই একসাথে ঘরের বাইরে চলে আসতাম। অথবা ছাদে যেতাম। পাশের ঘরের চাচা উনার বিখ্যাত আবহাওয়া রিপোর্ট শুরু করতেন; পূর্ব দিক থেকে হাওয়া বইছে, ঘন্টাখানেকের মধ্যে দখিনের মেঘ ভারী হবে। দুটি মিলে বৃষ্টি হওয়ার চূড়ান্ত সম্ভবনা রয়েছে! ইত্যাদি, ইত্যাদি। আমরা শুনতাম। ভালো লাগতো।
আমাদের হাতে ফোন ছিল না। আমরা গল্প করতাম সামনা-সামনি বসে। আমাদের সময় ছিল একে অপরের জন্য। ব্যাট আর বলে আমাদের বিকেলগুলো গেছে। আমাদের ছুটির দুপুরগুলো পুকুরে দাপিয়ে বেড়িয়েছে। দিনগুলো গোসল করে চোখ লাল করে ফেলেছে! অনেকদিন পর দেখা হওয়া আত্মীয়কে যেতে দিতে মন চাইতো না। আবার কবে দেখা হবে, আবার কবে কথা হবে! বৃষ্টির দিনগুলোতে আশেপাশের সবাই একসাথে হয়ে কেরাম খেলার মাঝে যে আনন্দ, এর থেকে বড় আনন্দ আর কিবা হতে পারতো!
এখন সময় সুবিধার না। সুবোধেরা পালিয়ে বেড়াচ্ছে। আমরা আমাদের সকল শক্তি, জ্ঞান, বুদ্ধি ইনভেস্ট করছি শিল্পায়নের জন্য। যেখানে উল্টো হওয়ার কথা ছিল। কথা ছিল আমরা যেহেতু মানুষ, তাই মানবিক হব। যান্ত্রিক বা পাশবিক হব না। কিন্তু খুব তাড়াতাড়ি, কিছু বুঝে উঠার আগেই আমরা একটি সেলফি প্রজন্ম হয়ে গেছি। অসুস্থ মায়ের পাশে থেকে সেবা করার বদলে, সন্তানেরা একটি সেলফি তুলে ‘আমার মা অসুস্থ সবাই দোয়া করবেন’ ক্যাপশান দিয়ে দায়িত্ব শেষ করে। হসপিটালে মৃত্যু শয্যায় আত্মীয়-স্বজনদের এই সেলফির প্রয়োজন নেই, ফেসবুকের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন, সন্তানদের হাত। তাদের একমাত্র চাওয়া এই হাত যেন তাদের কপালে থাকে, হাতে থাকে, স্পর্শে থাকে পরম মমতায়।
আমরা যেখানে বেসিক মানবিক আবেগ আর অনুভূতিগুলোকে হত্যা করছি, সেখানে বড় বড় মানবিকতার আশা করতেও ভয় হচ্ছে। সেই মানবিকতাও আমরা দেখে এসেছি আমাদের লাইফ টাইমে।
যখন কাজী নজরুল ইসলাম জীবন সঙ্গী হিসেবে বেছে নেন প্রমীলা দেবীকে, যখন একজন ধার্মিক হিন্দু, পরিবার নিয়ে দাওয়াত খেতে যান মুসলমান বন্ধুর ঘরে কোরবানী ঈদে। যখন আমাদের ধার্মিক মুসলমান বন্ধুরা সব রকম সাহায্য করে পূজা মণ্ডপে, হিন্দু বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। যখন কোনো মুসলমান স্বামী ফজরের নামাজ আদায় করে জায়নামাযে বসে থাকে, প্রিয়তমা স্ত্রী গুন গুন করে রবীন্দ্রনাথের কোনো গান গেয়ে চা নিয়ে আসে, ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে…! তখন আমাদের ধর্মও থাকে, মানবিকতাও থাকে।
আর যখন আমরা এই দুইয়ের সহবস্থান ধরে রাখতে রাখতে পারি না, যখন আমরা শুধু ধার্মিক হওয়ার জন্য পাশবিক হয়ে যাই, তখন ধর্মও থাকে না, মানবিকতাও থাকে না।
আমি একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে বড় হয়েছি। যেখানে অনেক হিন্দুদের অবদান। আমি যে স্কুলে পড়েছি, সে স্কুলের জায়গা একজন হিন্দু দিয়েছেন। আমি যে হাই স্কুলে পড়েছি তার প্রতিষ্ঠাতা একজন হিন্দু। যে কলেজে পড়েছি, সেটিরও। যে শিক্ষকেরা পড়িয়েছেন অনেকেই হিন্দু ছিলেন। ক্লাস টুতে যে আমি ‘মুসলমান’ শিশুটি কোন কারনে কেঁদে বুক ভাসাই, ‘হিন্দু’ শিক্ষিকা সে আমাকে কোলে তুলে সান্তনা দেন, আদর করেন, কান্না থামান। সেখানে হিন্দু-মুসলমান থাকে না। সেখানে সন্তান আর মায়ের মায়া থাকে। সেখানে মানুষ থাকে, সেখানে থাকে মানবতা।
আসুন সকলে মিলে সেই সব মানবতার গল্প বলি। মানবিক হই। একটি মানবিক পৃথিবীর খুব প্রয়োজন, প্রয়োজন মানবিক প্রজন্মের।

🧿Sir Wait...... Your Facebook ID Can Be Hacked Any Moment.🧿 Writer-Sanjay Mitra   , Sir As a Cyber Security Specialist i...
26/12/2023

🧿Sir Wait...... Your Facebook ID Can Be Hacked Any Moment.🧿 Writer-Sanjay Mitra , Sir As a Cyber Security Specialist its my Duty to Create Awareness inside Daily Computer Users .

আপনার ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষা করার জন্য হ্যাকিং থেকে আপনার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট, ইমেল পাসওয়ার্ড এবং অ্যান্ড্রয়েড ডিভাইস সুরক্ষিত করা অপরিহার্য। এই দিকগুলির নিরাপত্তা বাড়াতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস রয়েছে:
১. শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড:
• আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড তৈরি করুন৷ সাধারণ পাসওয়ার্ড বা জন্মদিন, নাম, বা পোষা প্রাণীর নামের মতো ব্যক্তিগত তথ্য ব্যবহার করা এড়িয়ে চলুন।
• বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষরের সংমিশ্রণ ব্যবহার করুন।
• আপনার পাসওয়ার্ডগুলি নিরাপদে তৈরি এবং সংরক্ষণ করতে একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার কথা বিবেচনা করুন৷
২.টু-ফ্যাক্টর প্রমাণীকরণ (2FA):
• যেখানেই সম্ভব দুই-ফ্যাক্টর প্রমাণীকরণ সক্ষম করুন। এটি আপনার পাসওয়ার্ড ছাড়াও আপনার মোবাইল ডিভাইসে পাঠানো একটি ওয়ান-টাইম কোডের মতো দ্বিতীয় যাচাইকরণ ধাপের প্রয়োজনের মাধ্যমে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে।
৩. নিয়মিত আপডেট করুন:
•আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইমেল এবং অ্যান্ড্রয়েড ডিভাইস সফ্টওয়্যার আপ টু ডেট রাখুন৷ আপডেটে প্রায়ই নিরাপত্তা প্যাচ অন্তর্ভুক্ত থাকে যা পরিচিত দুর্বলতা থেকে রক্ষা করে।
৪. ফিশিং প্রচেষ্টা থেকে সাবধান:
• আপনার লগইন শংসাপত্র বা ব্যক্তিগত তথ্যের জন্য জিজ্ঞাসা করা ইমেল, বার্তা বা কল থেকে সতর্ক থাকুন৷ কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে প্রেরকের পরিচয় যাচাই করুন।
৫. নিরাপদ ইমেল অ্যাকাউন্ট:
• আপনার ইমেল অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং সমর্থিত হলে 2FA সক্ষম করুন৷
• সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা প্রেরকদের কাছ থেকে সংযুক্তি ডাউনলোড করা এড়িয়ে চলুন।
৬.সুরক্ষিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট:
• জনসাধারণের কাছে দৃশ্যমান ব্যক্তিগত তথ্যের পরিমাণ সীমিত করতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপনার গোপনীয়তা সেটিংস সামঞ্জস্য করুন৷
• অপরিচিত ব্যক্তির কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ বা সংযোগ গ্রহণের বিষয়ে সতর্ক থাকুন।
৭.অ্যান্ড্রয়েড ডিভাইস নিরাপত্তা:
• আপনার ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে একটি লক স্ক্রীন পিন, প্যাটার্ন বা বায়োমেট্রিক প্রমাণীকরণ (আঙুলের ছাপ বা মুখের স্বীকৃতি) সেট আপ করুন৷
• শুধুমাত্র Google Play এর মতো অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন এবং অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা এড়িয়ে চলুন।
৮. নিরাপত্তা সফ্টওয়্যার ইনস্টল করুন:

• আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং নিরাপত্তা সফ্টওয়্যার ব্যবহার করে ম্যালওয়্যার এবং অন্যান্য নিরাপত্তা হুমকি সনাক্ত এবং প্রতিরোধ করার কথা বিবেচনা করুন৷
৯. সুরক্ষিত ওয়াই-ফাই সংযোগ:
• সর্বজনীন Wi-Fi নেটওয়ার্কগুলির সাথে সংযোগ করা এড়িয়ে চলুন, কারণ তারা আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে৷ আপনি যদি অবশ্যই পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন তবে অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করুন।
১০. নিয়মিতভাবে অনুমতি পর্যালোচনা করুন:
• পর্যায়ক্রমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ্লিকেশানগুলিকে দেওয়া অনুমতিগুলি পর্যালোচনা করুন এবং ব্যক্তিগত ডেটাতে কোনও অপ্রয়োজনীয় অ্যাক্সেস প্রত্যাহার করুন৷
১১.. আপনার ডেটা ব্যাকআপ করুন:
• নিয়মিত আপনার গুরুত্বপূর্ণ ডেটা এবং ফাইলগুলিকে নিরাপদ স্থানে ব্যাক আপ করুন৷ নিরাপত্তা লঙ্ঘন বা ডিভাইস হারানোর ক্ষেত্রে, এটি নিশ্চিত করে যে আপনি মূল্যবান তথ্য হারাবেন না।
এই অনুশীলনগুলি বাস্তবায়ন করে, আপনি আপনার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট, ইমেল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারেন, হ্যাকিং এবং আপনার ব্যক্তিগত তথ্যে অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকি হ্রাস করতে পারেন৷ সর্বদা সতর্ক থাকুন এবং সম্ভাব্য হুমকি থেকে এগিয়ে থাকার জন্য সর্বশেষ নিরাপত্তা অনুশীলন সম্পর্কে আপডেট করুন।

সতর্কবানী , আপনারা অবহিত আছেন যে আমাদের ন্যাশনাল ডাটাবেজ ইতিমধ্যে হ্যাকড হয়েছে ,আপনার এই তথ্য দিয়ে আপনার নামে ১৯টি সিম ও আপনার ব্যাংক একাউন্টের সিগনেচার বা ডিলেস হ্যাক করা অসম্ভব না । এমনকি আপনার মোইল সিম ক্লোন করে আপনার বিকাশ/


রকেট/নগদের ভান্ডার খালি করা একজন প্র্রফেশনাল হ্যাকারের তুডিরকাজ। আপনার বাংকডিটেলস সোশ্যালমিডিয়া সাইটে/ই-কমার্স সাইটে এভেলএভেল । একজন হ্যাকার ফিশিং মেইলে/এসএমএস/ব্লাঙক কলের মাধ্যমে অাপনার ল্যাপটপ/ডেস্কটপ/মঠোফোনের পুরা নিয়ন্ত্রন নিবে হ্যাকার । এখন আপনার অনলাইন ব্যাংকিং থেকে মানি ট্রান্সফার বা এফএমএস একাউন্ট(বিকাশ/নগদ/রকেট) মুহুতে সিমক্লোনিং /আপনার মোবাইরের পুরা নিয়ন্ত্রন নিয়ে আপনার একাউন্ট খালি করা খুল যা সিম সিম এর মতন। এমন কি ইভিএম এর সকল নিয়ন্ত্রন হ্যাকার নিতে পারে যে কোন সময় ও ইচ্ছামতন জনপ্রতিনিধিকে জনতার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যামে তার নিজস্ব প্রতিনিধিকে ভোটে জেতানোর প্রমান আমরা রাশিয়ান হ্যাকারের দ্বারা ট্রাম্প কে জয়লাভ করাতে দেখেছি । সুতারাং একটি হ্যাকার গ্রুপের কাছে ন্যাশনাল ডাটাবেজের সকল তথ্য ও উপাত্ত ব্যাবহার করে বড অংকের টাকার মাধ্যমে যে কোন প্রতিনিধি কে জনপ্রতিনিধি নিবাচিত করা হাতের তুডি ব্যাপার । এখন সিদ্ধান্ত অাপনার । অনুগ্রহ করে কোন আপরিচিত ইমেইল /এসএমএস/কল থেকে বিরত থাকুন । ৫ মিনিট আপনার সিম কাজ না করলে দ্রুত ব্যাংক ও মোবাইল ফাইনান্স কে অবহিত করুন । সাইবার ক্রাইমটিমের সহায়তা নিন । অাপনাকে সচেতন করা আমার কাজ । আর বাকিটা আপনার, , , , , , , .Sanjay Mitra

সাইবার জগতে নিরাপদ হোক আপনার পথচলা । ফেসবুক হ্যাক/সোশ্যাল মিডিয়ার একাউন্ট হ্যাক হয়েছে এমন হলে কোন প্রতারকের খপ্পরে না পড...
21/12/2023

সাইবার জগতে নিরাপদ হোক আপনার পথচলা । ফেসবুক হ্যাক/সোশ্যাল মিডিয়ার একাউন্ট হ্যাক হয়েছে এমন হলে কোন প্রতারকের খপ্পরে না পডে সাথে সাথে একজন ভাল সাইবার স্পেশালিষ্ট এর পরার্শ নিন । ভুলেও টাকা ও পাসওয়ার্ড শেয়ার করবেন না । আপনি কি সাইবার ভিকটিম তাহলে সাইবার ক্রাইম ডিভিশন আছে আপনার সাথে । একটুও ভয় না পেয়ে যে কোন পরামর্শ পেতে আমাকে ইনবক্স করুন । ভিকটিম এর সাহায্যে সর্বদা নিবেদিত
Cyber Police Centre, CID, Bangladesh Police@followers@highlightGlobal Export Import Business from India �Inbox

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 24x7:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share