S P Tale

S P Tale Telling my story

24/04/2024
24/04/2024

পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা; অথবা অপেক্ষা। যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে নিবে, নয় মেনে নিবে। জীবন থেমে থাকবে না; কখনোই না, কারো জন্যই না।©

এই দাবদাহে, বয়স্ক রিকশা চালকদের রিকশায় যাতায়াত এড়িয়ে চলুন। তাদের দেখলে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করুন।  এই গরমে বৃদ্ধ রিক...
24/04/2024

এই দাবদাহে, বয়স্ক রিকশা চালকদের রিকশায় যাতায়াত এড়িয়ে চলুন।
তাদের দেখলে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করুন। এই গরমে বৃদ্ধ রিকশা চালক (বিশেষ করে পেডেল রিকশাচালক) অনেক কষ্টে আছেন, তাদের সহযোগিতা করুন।

24/04/2024

কেউ যদি তোমার জন্য হামাগুঁড়ি দেয়, তুমি তার জন্য হাঁটো। কেউ যদি তোমার জন্য হাঁটে, তুমি তার জন্য দৌঁড়াও। কেউ যদি তোমার জন্য দৌঁড়ায়, তুমি তার জন্য বুক চিতিয়ে লড়াই করো!

22/04/2024

মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় সন্ত্রাসবাদ। মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত।

22/04/2024

Serenity from Buriganga River.

Johu Hall.University of Dhaka.
18/04/2024

Johu Hall.
University of Dhaka.

17/04/2024

প্রকৃতির স্নিগ্ধতার অপরুপ সৌন্দর্য।
এখানে আসলে শুধু মন ছুঁয়ে যায়।

ছুটির দিনে, মন হারিয়ে, মাতাল হাওয়ায়, উড়ু উড়ু মনে, কেউ প্রকৃতি খোঁজে,কেউবা খোঁজে মনের মানুষ।
অশান্ত মনকে শান্ত করতে,এখানে আসে।

17/04/2024

আমার দেখা অনেক স্বাক্ষী, স্বাক্ষ্য দিতে গিয়ে আসামি হইছে।

আবার অনেকেই মামলার বাদী হয়েও সাজা ভোগ করসে।

ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও নাহ।
ভাবনায় গড়মিল রাখা যাবে নাহ!

সত্য সুন্দর এবং ফরমালিন মুক্ত।
সুতরাং সত্যকে আড়াল করার জন্য, বাদী ও হইয়ো নাহ,স্বাক্ষী ও হইয়ো নাহ।

15/04/2024

কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

-জালাল উদ্দিন রুমি

09/04/2024

"প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়।"

—চাণক্য

08/04/2024

কর্মের ফল আসবেই!
ক্রিয়ার যেমন সমান প্রতিক্রিয়া থাকে, এই ক্রিয়ার প্রতিক্রিয়া কেউ পরিবর্তন করতে পারে না,এখানে কোন তদবির কিংবা কালো লেনদেন চলে নাহ।
এখন আমাদের কর্ম/ক্রিয়া ভালো হলে প্রতিক্রিয়াটা ভালো আসবে আর খারাপ করলে......

তারপরেও আমরা বলি, পাপকাজ কে ঘৃণা করি পাপী কে নয়।
সব খারাপ কর্মের তো আর ক্ষমা হয় নাহ।
ভালো থাকি,ভালো রাখি।
শুভরাত্রি!

Miami, Florida 🇺🇸☀️
08/04/2024

Miami, Florida 🇺🇸☀️

New York city in winter season 🥶
08/04/2024

New York city in winter season 🥶

Most beautiful city in US Chicago Illinois USA 🇺🇸🇺🇸✅✅
08/04/2024

Most beautiful city in US Chicago Illinois USA 🇺🇸🇺🇸✅✅

08/04/2024

সমালোচনার জবাব দেওয়ার বড় অস্ত্র হচ্ছে নিজেকে শুধরে নেওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।
সমালোচনা হজম করতে শিখতে হয়।

যে যত বেশি বোবা, সে ততো বেশি শক্তিশালী।

Daly City, California 🏡 🌴
08/04/2024

Daly City, California 🏡 🌴

Chicago City Illinois United State 🇺🇸🇺🇸✅✅
07/04/2024

Chicago City Illinois United State 🇺🇸🇺🇸✅✅

New York, New York, USA
07/04/2024

New York, New York, USA

Amazing View of Chicago!
07/04/2024

Amazing View of Chicago!

Golden Gate Bridge 🌉 San Francisco, California
07/04/2024

Golden Gate Bridge 🌉 San Francisco, California

ভারতবর্ষের প্রথম সম্রাট কে ছিলেন এই নিয়ে ইতিহাসে বিতর্ক থাকলেও,  চন্দ্রগুপ্ত মৌর্য্য (সাম্রাজ্য), যিনি গ্রিকদের নিকট সান...
07/04/2024

ভারতবর্ষের প্রথম সম্রাট কে ছিলেন এই নিয়ে ইতিহাসে বিতর্ক থাকলেও, চন্দ্রগুপ্ত মৌর্য্য (সাম্রাজ্য), যিনি গ্রিকদের নিকট সান্দ্রোকোত্তোস বা আন্দ্রাকোত্তাস নামে পরিচিত ছিলেন, (৩৪০ খ্রিস্টপূর্ব-২৯৮ খ্রিষ্টপূর্ব) মৌর্য্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি বৃহত্তর ভারতের অধিকাংশকে এক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন।

অশোক বা মহান অশোক, গ্রিক নাম পিওদাসেস, ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন। তাঁকে একজন "সর্বভারতীয় সম্রাট" বলা যায়।

দিগ্‌বিজয়ী গ্রিকবীর আলেকজান্ডার দ্য গ্রেটের মনোবাসনা ছিল, পৃথিবীর প্রতিটি অংশকেই তিনি জয় করে নেবেন। প্রাচীনকালের ভারতবর্ষ আয়তনে ছিল বিশাল, ধনসম্পদেরও ছিল না কোনো কমতি। তাই, বাকি সকলের মতো আলেকজান্ডারেরও দৃষ্টি পড়েছিল এই ভূমির উপরে।

তবে, ভারতবর্ষের ধূসর মাটিতে তার ক্ষমতাকাল বেশিদিন স্থায়ী হয়নি। তিনি ভারতবর্ষ ত্যাগ করার পর সেই সুযোগের সদ্ব্যবহার করেন চন্দ্রগুপ্ত মৌর্য। দাঁড় করালেন এক সেনাবাহিনী, হারালেন নন্দ রাজবংশকে। এভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরেই লৌহ যুগে মৌর্য রাজবংশের গোড়াপত্তন। খ্রি.পূ. ৩২২ অব্দ থেকে খ্রি.পূ. ১৮৫ অব্দ পর্যন্ত ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিমের বৃহৎ এক অংশ ছিল তার শাসন আওতায়।

প্রাচীন ভারতবর্ষের পূর্বদিকে সিন্ধু-গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই মৌর্য সাম্রাজ্য। পাটলিপুত্র ছিল এর রাজধানী।

ক্ষমতার সমন্বয়সাধন
নিজ সাম্রাজ্যের সীমানা বিস্তারে চন্দ্রগুপ্ত ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। তাই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মিত্র তৈরিকরণ, রাজনৈতিক কূটকৌশল, এবং যুদ্ধ-বিগ্রহের পন্থা অবলম্বন করেছিলেন। দীর্ঘ ২৪ বছর সিংহাসনে আসীন থেকে সফলতার সাথে রাজ্যভার সামলেছেন তিনি। খ্রি.পূ. ৩২৩ অব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর ব্যাক্ট্রিয়া ও সিন্ধু নদ পর্যন্ত তার সাম্রাজ্যের পূর্বদিকের অংশ পর্যন্ত দখল নেন আলেকজান্ডারের সেনাপতি প্রথম সালোকাস নিকাটোর। খ্রি.পূ. ৩০৫ অব্দে নাট্যমঞ্চে রোমাঞ্চকরভাবে আবির্ভাব ঘটে চন্দ্রগুপ্তের। তিনি প্রথম সালোকাস নিকাটোরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন।

সেই যুদ্ধে পরাজয় বরণ করার পর সালোকাস চন্দ্রগুপ্তকে আরাকোশিয়া, গেদ্রোসিয়া, ও পারোপামিসাদাইসহ সিন্ধু নদের পশ্চিমদিকের বিস্তীর্ণ অঞ্চল চন্দ্রগুপ্তের হাতে তুলে দেন। সেই সাথে নিজ কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিয়ে দিতেও বাধ্য হন তিনি।

চন্দ্রগুপ্তকথা গ্রন্থ থেকে জানা যায়, প্রথমদিকে চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের ফৌজ ধননন্দের সাথে যুদ্ধে পরাজয় বরণ করলেও পরবর্তীতে বেশ কয়েকটি যুদ্ধে ধন নন্দ ও তার সেনাপতি ভদ্রশালাকে যুদ্ধে হারান তারা। এরপর গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নগরী পাটলিপুত্র অবরোধ করলে ধন নন্দ পিছু হঠতে বাধ্য হন। খ্রি.পূ. ৩২১ অব্দ নাগাদ নন্দ সাম্রাজ্য হটিয়ে মগধে মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। হয়ে যান পুরো সাম্রাজ্যের সম্রাট। চাণক্যের রাজনৈতিক কূটকৌশলের আরও বিস্তৃত বর্ণনা পাওয়া যায় বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটকে।

মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠায় চাণক্যের ভূমিকা
চাণক্যের সাথে মৌর্য সাম্রাজ্য ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি ছিলেন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা। সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ ‘অর্থশাস্ত্র’ তাঁরই হাতেই রচিত। এই চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও সুপরিচিত ছিলেন। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য এই সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। প্রাচীন লোককথা অনুসারে, নন্দ রাজবংশের সম্রাট ধননন্দ একবার অপমান করেছিলেন চাণক্যকে। এর প্রতিশোধ হিসেবে তিনি নন্দ সাম্রাজ্যকে ধসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স AI দিয়ে বানানো চন্দ্রগুপ্ত ও হেলেনার ছবি।

06/04/2024

আপনি যাদের কাছের মানুষ মনে করেন,
সবাই কি সত্যিকারের কাছের মানুষ হতে পারে???

06/04/2024

খুব কাছের মানুষ ও একটা সময় দূরে চলে যায় এবং নরপিশাচের ভুমিকা পালন করে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when S P Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share