05/07/2024
মেডিকেল স্টুডেন্টদের লা*শ কা*টা দেখানো হচ্ছে। লা*শ*টি ছিল একটি যুবতী মেয়ের । আমি সহ বেশকিছু মেয়ে স্টুডেন্ট সেখানে ছিলাম এবং মনোযোগ দিয়ে শিক্ষকের কার্যকলাপ দেখছিলাম। একসময় স্যার লা*শে*র মাথাটা ভা*গ করে ফেললেন। আমাদের চোখের সামনে!
আমরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে, আমাদেরই মতো একজন মেয়ে সে যাকে নিয়ে কিনা আমাদের রিসার্চ চলছে!!
আমার মন হঠাৎ কোথায় যেন হারাতে শুরু করলো। ভাবছি,, "মেয়েটা বেঁচে থাকলে কি আমার মতোই হেসে খেলে জীবন কাটাতে পারতো না?? হয়তো পড়াশোনা করতো! বড় বড় স্বপ্ন দেখতো! আনন্দ ফুর্তি করতো! জীবনের মাঝপথে কাউকে হুট করে ভালোবেসে ফেলতো!একসময় ভীষণ সাজগোজে বিয়ের পিঁড়িতে বসতো! ইশশ! তার আগেই সে বিদায়ের ঘন্টায় ছুটি নিয়ে চলে গেল!"
হঠাৎ ভাবনা থেকে বের হয়ে এলাম । এমনি এমনি বের হয়েছি?? নাহ! আমার জীবনের চরম উপলব্ধিমূলক বাক্যটি কানে এসে ঝংকার তুলেছে তখন।
মেয়েটার লাশের ভা*ঙা মাথার দিকে লক্ষ্য করে স্যার গভীর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন আমাদের দিকে,, "মেয়েরা! এইই যদি হয় শেষ পরিণতি, তাহলে ঠোঁটে লিপস্টিক লাগাও কেন??"
ব্যাস!!!! আমার জীবন বদলাতে আর কিছুর দরকার পরেনি। সেদিন ঐ একটা বাক্য আর কারও হৃদয়ে দাগ কেটেছিল কিনা জানা নেই, তবে আমাকে খুঁজে দিয়েছিল আমার মহান রবের দেখানো চিরসত্য পথ!!
প্রিয় বোন ,, আজকে তুমি পুরুষের সামনে চুল উড়িয়ে হাঁটো অথচ তোমার শেষ গন্তব্যে এই চুলই সত্তর সাপ হবে! পারফিউমের কড়া ঘ্রাণে কতো পুরুষের চরিত্র ফঁসকে দিচ্ছ, অথচ তুমি কবর সম্পর্কে জানো না তা কিন্তু নয়!!
আর কবে ফিরবে?? একবার ভাবো শুধু শেষ পরিণতির কথা!!