Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

  • Home
  • Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ” Voice of Jahangirnagar.

দেশের একমাত্র আবাসিক উচ্চ শিক্ষাঙ্গন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় । আমরা জাহাঙ্গীরনগরিয়ান। এখানে পলাশ ফুলের প্রতিবাদী রঙ, কোকিলের নান্দনিক সুর লহরী, লাল শাপলার ফাকে অতিথি পাখির ডানা ঝাপটানো উচ্ছ্বাস। মুক্তচিন্তার সুতিকাগার, সাংস্কৃতিক রাজধানী, সবুজের মাঝে লাল ইটের বিশ্ববিদ্যালয়- আমাদের গর্ব, আমাদের অহঙ্কার।

24/06/2024

ভার্সিটিতে চান্স পাইয়া এলাকায় ঢাক ঢোল বাজাইছো, গর্বে পা মাটিতে পড়ে নাই, যারে পাইছো মোটিভেশান ঝারছো, তোমার বাপে এলাকার দোকানে অহংকার দেখাইছে। পোলা ভার্সিটি পড়ে দেইখা দোকানদার চায়ের কাপটা তিনবার মুইছা দিছে, পরাটা আরেকটু কড়া কইরা ভাইজা দিছে।

তোমার মায়ের পাশের বাড়ির ভাবীর কাছে পোলার ভার্সিটি জয়ের গাল-গল্পের কারণে, ঐ বাড়ির পোলা-মাইয়া পাঁচটা বেতের বাড়ি বেশি খাইছে। তোমার পা ধোয়া পানি খাওয়ার কথা শোনা লাগছে মায়ের কাছে।

তো, গ্রামবাসী তোমার বিরাট ভার্সিটিতে পড়ার বদৌলতে একটা বিরাট চাকরির আশা করতেই পারে৷ তাদের মধ্যে এই আশা তো তুমি দিছো, তোমার বাপের ঢাক ঢোল পেটানোই দিছে।

এখন চাকরির কথা জিজ্ঞেস করলে, তোমার ইগোতে লাগতেছে। আমারও লাগতেছে ভাই। তো, বড় চাকরি হইলে বিশাল ক্ষমতা এই জিনিস চাষা-ভূষার মাথায় কে ঢুকাইছে? তিন বেলা ভাতের স্ট্রাগল করে যে সব লোক, তাদের মধ্যে বিসিএস ক্যাডার মানেই জগতের বাদশা- এ ধারনা কে দিছে? ভার্সিটিতে পড়লেই চাকরি আর চাকরি- অক্ষরজ্ঞানহীন লোকগুলা এই থিউরি জানার জন্য শহরে এসেছিল?

গ্রামের লোকজন খারাপ। তো, দুইদিনের শহরে থাকা হে মহান গাঁইয়া, তুমি ও তোমার বাপ-চাচা ভালো হইলে, বাকি গ্রামবাসীরাও ভালো হইতো। এ কথা কও না ক্যান?

এখন, গ্রামের লোকদের একতরফা দোষ দিয়া নগরকেন্দ্রিক, এককেন্দ্রিক, স্বার্থান্ধ শহুরে ফালতু জীবনকে গ্লোরিফাই করে সাইডে চাপার ধান্ধাটা খুব বাজে লাগলো। খুব বাজে।

গ্রামে অনেক ঝামেলা আছে সত্য। অনেক বিড়ম্বনা আছে। পরের পিছে আঙুল দেয়া বহু লোক গ্রামে থাকে।

কিন্তু, এসব ঝামেলার কোন কিছুই শহুরে জীবনকে এত ব্যাপকভাবে গ্লোরিফাই করতে যথেষ্ট নয়। গ্রামের জীবনকে তাচ্ছিল্য করার জন্য যথোপযুক্ত নয়।

লেখা-Mustafa Al Hossain Akil

চাঁদ মামা আজ বড্ড একা...ক্যাফেটেরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © Chitrananda - চিত্রানন্দ
23/06/2024

চাঁদ মামা আজ বড্ড একা...
ক্যাফেটেরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
© Chitrananda - চিত্রানন্দ

অভিনন্দন মো. আব্দুল আহাদ ভাই❣️পুলিশ সুপার (SP)পাবনা জেলা। আহাদ ভাই পুলিশ বাহিনীতে তার সততা ও পেশাদারিত্বের কারণে রাষ্ট্র...
23/06/2024

অভিনন্দন মো. আব্দুল আহাদ ভাই❣️
পুলিশ সুপার (SP)
পাবনা জেলা।

আহাদ ভাই পুলিশ বাহিনীতে তার সততা ও পেশাদারিত্বের কারণে রাষ্ট্রপতি পদক পিপিএম(সেবা)-২০১৪ এবং গুলশান হলি আর্টিজান জঙ্গী হামলাকারীদের প্রতিরোধে নিজের জীবন বাজি রেখে সাহসিকতা বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক সাহসিকতা-২০১৬ পদকে ভূষিত হন।
তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের ২৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী। ২৫ তম বিসিএসে তিনি পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (জুবফ) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

21/06/2024

আপনার ঘুম আসছে না! তাহলে বই নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যান। দেখবেন ঘুমাতে ঘুমাতে স্বপ্ন ছুয়ে ফেলেছেন।
কেননা এই লাইব্রেরি হাজারো তরুণ তরুণী স্বপ্ন পূরণের তীর্থ স্থান।

ভিডিও: নোমান

'এশিয়া ইউনিভার্সিটি রাঙ্কিং' বাই টাইমস হায়ার এডুকেশন- ২০২৪ এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।  অভিনন্দন প্রিয় জাহাঙ...
19/06/2024

'এশিয়া ইউনিভার্সিটি রাঙ্কিং' বাই টাইমস হায়ার এডুকেশন- ২০২৪ এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অভিনন্দন প্রিয় জাহাঙ্গীরনগর ❣️

Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

'তোকে ২ দিনের মধ্যে শেষ করে দেব" বলে জাবি অধ্যাপককে হত্যার হুমকি সরকারিভাবে পাখিদের বিচরণক্ষেত্র ঘোষিত জাহাঙ্গীরনগর বিশ্...
18/06/2024

'তোকে ২ দিনের মধ্যে শেষ করে দেব" বলে জাবি অধ্যাপককে হত্যার হুমকি

সরকারিভাবে পাখিদের বিচরণক্ষেত্র ঘোষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক ভরাট করে ভবন তোলার প্রতিবাদকারী বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক জহির রায়হানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর নিজ জেলার সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই অধ্যাপক।

সাধারণ ডায়েরি (জিডি) আবেদনে অধ্যাপক জহির রায়হান জানান, ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়িতে থাকাকালে গত ১৬ জুন রাত ১১টা ৪১ মিনিটে (ঈদের আগের রাত) 017105***08 নম্বর থেকে মোবাইল ফোনে কল করে পরিচয় না দিয়ে "তোকে ২ দিনের মধ্যে শেষ করে দেব" বলে হত্যার হুমকি দেওয়া হয়।

অধ্যাপক জহির রায়হানকে হত্যার হুমকি দেওয়া মোবাইল নম্বরটি যাচাই করে দেখা যায়, এই নম্বরটি ব্যবহার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর হোসেন মিরাস।

সুত্র: দৈনিক দেশরুপান্তর।

লিংক: https://www.deshrupantor.com/517084/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়..গাছ কাটা ও জলাশয় ভরাট করা কখনো কাম্য হতে পারে না। ছবি: অরিত্র সাত্তার।
15/06/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়..
গাছ কাটা ও জলাশয় ভরাট করা কখনো কাম্য হতে পারে না।

ছবি: অরিত্র সাত্তার।

13/06/2024

বৃষ্টিবিলাসের সময়গুলো ক্যাম্পাস জীবনের স্মৃতিময় মুহূর্তগুলোর মধ্যে অমলিন হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে বৃষ্টির প্রতিটি ফোঁটা উপভোগ করার মতো। বৃষ্টিতে ভেজার মধ্যেও একটা প্রাকৃতিক আবহ ও ভালোবাসা বিদ্যমান।

ভিডিও: আরিফ ফয়সাল শাওন

Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের ( ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের  ক্লাস শুরু ২১ জুলাই, ২০২৪Jahangirnag...
12/06/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের ( ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২১ জুলাই, ২০২৪

Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

রংপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজমুদা আক্তার রিমু নামে এক ছাত্রী নি...
08/06/2024

রংপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজমুদা আক্তার রিমু নামে এক ছাত্রী নিহত হয়েছেন।
রিমু ভূতাত্বিক বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় রিমুসহ আরও ২ জন নিহত হয়েছে।
রিমু'র বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রামে।

জাতীয় পরিবেশ পদক (২০২৩) পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। অভিনন্দন ...
06/06/2024

জাতীয় পরিবেশ পদক (২০২৩) পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। অভিনন্দন স্যার। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে তিনি এ পদক পান।

05/06/2024

Jahangirnagar University one of the most beautiful campus in Bangladesh 💞

Video credit: Shabib Shihab

Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

জাহাঙ্গীরনগরের বটতলার ভর্তা, আহা! কত শত পদের ভর্তা যে সেখানে পাওয়া যায় তার কোন হিসাব নাই। এমন কোন জিনিস নাই যা দিয়ে ওখান...
03/06/2024

জাহাঙ্গীরনগরের বটতলার ভর্তা, আহা!
কত শত পদের ভর্তা যে সেখানে পাওয়া যায় তার কোন হিসাব নাই। এমন কোন জিনিস নাই যা দিয়ে ওখানে ভর্তা বানানো হয়না।
এই ভার্সিটিতে আসার আগে আমি একসাথে এত পদের ভর্তা কখনো দেখিনি। কিযে চমৎকার টেস্ট একেকটা ভর্তার।
বটতলায় খেতে বসলে মাত্র কয়েকটা ভর্তা দিয়েই দুপুরের লাঞ্চ হয়ে যায়, অনেক সময় অন্যকোন ভাজি-সবজি বা মাছ-মাংসের প্রয়োজনই হয়না। ক্যাম্পাস ছেড়ে আসার দীর্ঘ এক যুগ পরেও এখনো মাঝেমধ্যে সময় করে শুধুমাত্র এই নানা পদের ভর্তার স্বাদ নিতেই ক্যাম্পাসে যাই! 🍛🥗

ছবি ও কথা-তাওহিদুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক

#ভর্তা #ক্যাম্পাস #বটতলা #জাহাঙ্গীরনগর #জাবিয়ান

মাষ্টারপ্লান ছাড়াই শুরু হয়েছে চারুকলা বিল্ডিং এর কাজসকাল থেকে এখন পর্যন্ত কেটে ফেলা হয়েছে প্রায় অর্ধশতাধিক গাছ।সংবাদ
03/06/2024

মাষ্টারপ্লান ছাড়াই শুরু হয়েছে চারুকলা বিল্ডিং এর কাজ
সকাল থেকে এখন পর্যন্ত কেটে ফেলা হয়েছে প্রায় অর্ধশতাধিক গাছ।

সংবাদ

28/05/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাসুম ভাই পেশায় একজন বাদাম ও চিপস বিক্রেতা হলেও তার কন্ঠে অসাধারণ গান ❤️।
মাসুম ভাই ৩১তম ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র।

ভিডিও: সাগর মাহমুদ

বৃষ্টি ভেজা পিচঢালা পথ, কত শত স্মৃতিক্যাম্পাসের এমন ছবি দেখলে মনে পড়ে সেই স্মৃতি।  এখন আমাদের জন্য এ পথ কত অচেনা! আর নবী...
27/05/2024

বৃষ্টি ভেজা পিচঢালা পথ, কত শত স্মৃতি
ক্যাম্পাসের এমন ছবি দেখলে মনে পড়ে সেই স্মৃতি।
এখন আমাদের জন্য এ পথ কত অচেনা!
আর নবীন তরুণ-তরুণীর জন্য চেনা।

ছবি: শাওন জোর্দার

22/05/2024

Free Palestine...
JU students protest against Israeli aggression in Palestine.

News: Al Jazeera



Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

প্রতিবছরই বিশ্বের পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসের তালিকা প্রকাশ করে থাকে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে,  জাহাঙ্গীরনগর বিশ্ব...
13/05/2024

প্রতিবছরই বিশ্বের পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসের তালিকা প্রকাশ করে থাকে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজও সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পায়নি।

ছবি: Noor-e Rifat

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শোভন আহমেদ আর নেই। ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে তিনি মৃত্...
09/05/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শোভন আহমেদ আর নেই। ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন।

07/05/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকৃতির মাঝে যেন এক টুকরো স্বর্গ।

কৃতজ্ঞতা: জুয়েল।
#জাহাঙ্গরনগর Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

জাবি'র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে দুই বছরে বিদেশী বৃত্তি পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে কেউ কেউ অক্সফোর্ড,...
05/05/2024

জাবি'র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে দুই বছরে বিদেশী বৃত্তি পেয়েছে ৩০ জন শিক্ষার্থী।
এর মধ্যে কেউ কেউ অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন।

04/05/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন ফুলের এক স্বর্গরাজ্য।

কৃতজ্ঞতা: আল জুবায়ের।


# Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ”

রঙ তুলিতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসক্রেডিট: মঞ্জুরুল আলম। #জাহাঙ্গীরনগর-বিশ্ববিদ্যালয় সংবাদ
03/05/2024

রঙ তুলিতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস

ক্রেডিট: মঞ্জুরুল আলম।

#জাহাঙ্গীরনগর-বিশ্ববিদ্যালয় সংবাদ

কম্পিউটার সায়েন্সে জাবি'র অধ্যাপক ড. এম শামীম কায়সার  বাংলাদেশের সেরা গবেষক নির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্ট...
02/05/2024

কম্পিউটার সায়েন্সে জাবি'র অধ্যাপক ড. এম শামীম কায়সার বাংলাদেশের সেরা গবেষক নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি'র (আআইটি) পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার রিসার্চ ডট কম জার্নালে প্রকাশিত তালিকায় কম্পিউটার সায়েন্সে বাংলাদেশের সেরা গবেষক নির্বাচিত হয়েছেন। প্রকাশিত তথ্যে ড. শামীম কায়সারের কম্পিউটার সায়েন্সে সাইটেশনের সংখ্যা ৩ হাজার ২৪১ বলে উল্লেখ করা হয়, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।

অভিনন্দন স্যার 💕

02/05/2024

কৃষ্ণচূড়ার রঙে রঙিন জাহাঙ্গীরনগর ক্যাম্পাস

তথ্যসূত্র: যমুনা টেলিভিশন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে যৌথভাবে প্রথম❣️টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্...
01/05/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে যৌথভাবে প্রথম❣️

টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রণীত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৪ এ বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকায় ২য় স্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ৩য় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

অভিনন্দন প্রাণের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️

তথ্যসূত্র:https://www.timeshighereducation.com/world-university-rankings/2024/regional-ranking?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1Cr-9qFA-pD5pd2HLOY7F1SdAfjTiWW1ThgycKlvy66Kqxnnf113jgsGQ_aem_AbwaAmS15TaPu86iKpzJNfY9uZA00MKaK9UfjuN3B60bO0o3BnbBKtu2ywZ3Q_9duC8YShZCw-egu0Zu9ZaAF4HT #!/length/25/locations/BGD/sort_by/rank/sort_order/asc/cols/stats

ফিরে যেতে চাই রঙিন সবুজ ক্যাম্পাসে 💕জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️
30/04/2024

ফিরে যেতে চাই রঙিন সবুজ ক্যাম্পাসে 💕
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️

তবুও স্বপ্ন দেখি আকাশ ভরা জোছনায়, বৈশাখী পূর্ণিমায় এখনো বুক বাধিঁ আশায়। কৃষ্ণচূড়ার রক্তিম খামে মন আজ চিঠি পাঠায় কোন...
29/04/2024

তবুও স্বপ্ন দেখি আকাশ ভরা জোছনায়, বৈশাখী পূর্ণিমায় এখনো বুক বাধিঁ আশায়।
কৃষ্ণচূড়ার রক্তিম খামে মন আজ চিঠি পাঠায় কোনো অর্বাচীন ঠিকানায়।

ছবির কারিগর: Auritro Sattar ও Chaian Mir

রাতের মায়াবী আলোয়শহীদ তাজউদ্দীন আহমেদ হল।ছবি কৃতজ্ঞতা: মাহী খন্দকার
28/04/2024

রাতের মায়াবী আলোয়
শহীদ তাজউদ্দীন আহমেদ হল।

ছবি কৃতজ্ঞতা: মাহী খন্দকার

28/04/2024

এমন বৃষ্টির অপেক্ষায় জাহাঙ্গীরনগর💕

ভিডিও: আসাদুজ্জামান আসাদ
৪১, ভূগোল ও পরিবেশ, জাবি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University News “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share