Md Asraful Islam Pathor

  • Home
  • Md Asraful Islam Pathor

Md Asraful Islam Pathor সময়ের সাথে যুদ্ধ,,,,,

24/09/2024
21/12/2023

চোখের পানি খেতে ভালোই লাগে,,,,কি যে স্বাদ না খেলে বুঝবেন না।তবে চোখের পানি সবার রিজিকে থাকে না।

অতীত ভূলে গিয়ে কখনোই কিছু করা যায় না,,,।
21/08/2023

অতীত ভূলে গিয়ে কখনোই কিছু করা যায় না,,,।

04/08/2023

Rajbanshiডাক দিয়াছেন দয়াল আমারে l Dak Diyachen Doyal Amare l Basudeb Rajbanshi l nachbe banglaThank You for Visit My Channel Please Subscribe My C...

04/08/2023

.

সফল হউক,,,
16/07/2023

সফল হউক,,,

05/06/2023

বাংলাদেশ আওয়ামী লীগ, বালাগ্রাম ইউনিয়ন শাখায়,, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি।
০৫/০৬/২০২৩

09/02/2023

যোগ্যতার ফলাফল
মো আশরাফুল ইসলাম পাথর

(কিছু কিছু চাকুরীজীবিদের ব্যবহারে প্রকাশ পায় যে,তাহাদের চেয়ে বেকাররাই উত্তম সেই স্থানের জন্য)

পরীক্ষায় খারাপ রেজাল্ট হতে পারে তোমার সফলতা: এত পড়ছি তবুও ফেল করছি। দিনরাত পড়ছি, তবুও রেজাল্ট ভালো হচ্ছে না। বাবা মা এত কষ্ট করছে আমার জন্য তবুও তাদেরকে ভাল রেজাল্ট উপহার দিতে পারছি না। নাহ! আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি লুজার, আমি অপদার্থ। আমি খারাপ ছাত্র। এই কথাগুলো মাথায় আসে না এরকম কোন মানুষ নেই এ পৃথিবীতে। তুমি আমি কেউই এর বাইরে নই।

সফলতা কাকে বলে ?
কিন্তু এত হতাশা আর চিন্তার পরেও আমরা সফলতার পেছনে ছুটি। আচ্ছা, তুমি কি জান সফলতা কি? কেউ হয়তো বলবে -পরীক্ষায় ফাস্ট হওয়া, কেউ বলবে এস এস সি তে প্লাস পাওয়া, কেউ বলবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, আবার কেউ বলবে ভাল স্যালারির চাকুরী করা, গাড়ি বাড়ী করা ইত্যাদি আরো কত কি?

সফলতা কাকে বলে
সফলতা কাকে বলে
আসলে এগুলো কোনোটাই সফলতা নয়, এগুলো সফলতার অংশ মাত্র।
সফলতা নির্দিষ্ট কিছু অর্জন নয়। সফলতা একটা ভ্রমণ। আজকে যদি এইচ এস সি তে প্লাস পাওয়া তোমার কাছে সফলতা মনে হয়, তবে কালকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াটা তোমার কাছে সফলতা মনে হবে। আসলে সফলতা একটি ভ্রম বা মরীচিকা। তাই সফলতার পিছনে না ছুটে চমৎকার কিছুর পিছনে ছুট।

সত্যি বলতে আমরা অন্ধ অনুকরণ পছন্দ করি। অমুক ছেলেটি ক্লাসের ফাস্ট বয়, তাই আমাকেও ফাস্ট হতে হবে। আমার বন্ধু মেডিক্যালে পড়বে, তাহলে আমিও পড়ব।

নিজেকে আবিষ্কার কর,,
কিন্তু কখনো কি তুমি নিজেকে প্রশ্ন করেছ, কেন তুমি এটা করবে? এটার বিকল্প কি করা যায়? কোনটা আমি বেশি ভাল পারব? আমার সর্বোচ্চ ক্ষমতা কতটুকু? আমি কিভাবে সেটাকে হাসিল করবো? এই প্রশ্নগুলো কি কখনো নিজেকে করেছো? খুঁজেছ কি এগুলোর উত্তর?

সফলতা পাওয়ার উপায়
তোমরা বেশিরভাগই এই প্রশ্নগুলো করতে ভয় পাও। অথচ এই প্রশ্নগুলো তোমাকে সফলতার রাস্তায় দ্রুত নিয়ে যাবে। অন্যের অনুকরণ, অনুসরণ করা ছেড়ে দাও। নিজেই নিজের নতুন রাস্তা তৈরি কর। এই পৃথিবী তোমার কাছে হেরে যাবে। সামান্য মানসিক শক্তি তৈরী কর। নিজেকে প্রশ্ন কর, নিজের বুদ্ধিমত্তাকে খুঁজে বের কর। কাজে লাগাও। যত বেশি প্রশ্ন করবে তত বেশি আইডিয়া তোমার মাথায় আসবে।

তোমার ব্রেনের পজিটিভ মেন্টাল মাসল শক্তিশালী হবে। যেহেতু ব্রেন সকল চিন্তাভাবনা আর আইডিয়ার উৎস সেহেতু ব্রেন একটু অনুপ্রেরণা আর প্রশ্ন করার ক্ষমতা পেলে এটি সুপার এক্টিভ হয়ে যাবে। ছোট থেকে ভয় পেতে পেতে, আর মানুষ কি বলবে এই ভয়ে ব্রেন ভীত হয়ে কিছুটা ডি এক্টিভ হয়ে পড়ে। একজন সফল আর ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য ঠিক এতটুকু যে সফল ব্যক্তির ব্রেন এক্টিভ। আর এটা একবার করতে পারলে কেউ তোমাকে দুর্বল করতে পারবে না। তুমি নিজেই তোমার রাস্তা তৈরী করে ফেলবে।

কিছুটা বেহায়া হওয়ার চেষ্টা কর। কে কি বলল, আর কে কি ভাবল এগুলো নিয়ে চিন্তা করা একটু একটু করে বাদ দাও। নিজেকে নিজের অভিভাবক মনে করা শুরু কর। নিজের হাত খরচ নিজেই কিভাবে করা যায় তা নিয়ে ভাব। তুমি নিজেই জান না তোমার ব্রেনের ক্ষমতা কত?

সফলতা পাওয়ার উপায়
এই পৃথিবীতে সফলতার কোনো প্রতিযোগীতা নেই। তুমি চাইলে তোমার কাংখিত স্বপ্নে সফল হতে পার। শুধু দরকার ঘুরে দাঁড়ানো আর নিজেকে প্রশ্ন করা। এই দুটি কাজ করতে পারলে তুমি এমনিতে মানসিকভাবে শক্ত হয়ে যাবে, পরিশ্রমী হয়ে পরবে। আর সেদিন বেশি দূরে নয় যেদিন তুমিও সফল ব্যক্তিদের কাতারে দাঁড়িয়ে যাবে। পরীক্ষায় খারাপ রেজাল্ট এটা একটা সময়ের স্রোত মাত্র। জীবনের টার্নিং পয়েন্ট তোমার ব্যর্থতা।

শুধু এটিকে কাজে লাগাও। তোমার কাজে অন্যরা হাসার আগে নিজেই নিজেকে নিয়ে হাসো। নিজেকে এমনভাবে প্রস্তুত কর যে অন্যের কোন কিছুতে তোমার যায় আসে না, কে কি বলল তুমি কেয়ার কর না। You don’t care. একদিনে কিছু হয় না, চেষ্টা করতে করতে হয়ে যাবে।
যার উদাহরণ একদিন তুমি নিজেই হবে,,,,।

17/12/2022
17/12/2022

16 December 2022

৩রা নভেম্বর জেল হত্যা দিবস,,, শ্রদ্ধা নিবেদন।
03/11/2022

৩রা নভেম্বর জেল হত্যা দিবস,,, শ্রদ্ধা নিবেদন।

02/11/2022

Alhamdulillah

Address


Telephone

+8801717053371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Asraful Islam Pathor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Asraful Islam Pathor:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share