3 STEAR ÑÃHÎD

  • Home
  • 3 STEAR ÑÃHÎD

3 STEAR ÑÃHÎD Description of human social work

11/02/2024
11/02/2024

বিশ্ব এসতেমা লোকে লোকারন

গাইবান্ধার গিদারীতে যাত্রী সেজে অটোরিক্সা ছিনতাই। মোঃ রোমান আকন্দ, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি।গাইবান্ধার গিদারীতে  অ...
10/02/2024

গাইবান্ধার গিদারীতে যাত্রী সেজে অটোরিক্সা ছিনতাই।

মোঃ রোমান আকন্দ, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি।

গাইবান্ধার গিদারীতে অটো চালককে খাবারের সঙ্গে ক্ষতিকর পদার্থ মিশিয়ে অটো ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

১০ ফেব্রুয়ারী শনিবার আনুমানিক এগারোটার দিকে গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনালেরছড়া গ্রামের মৃত হায়দার আলীর বাড়ী সংলগ্ন রাস্তায় এমন ঘটনা ঘটে।

ঘটনাস্তলে ৩ টা বেজে উপস্থিত হলে চোখে পড়ে জনসাধারণের ভীর। তাদের কাছে জানতে চাওয়া হলে কেউ বলতে পারেনা অজ্ঞাত ব্যক্তির নাম কিংবা বাড়ির ঠিকানা।

উপস্থিত জনসাধারণের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা বলেন শীতের সময় হওয়ায় নিত্যদিনেই রাস্তার ধারে কোন না কোন পাগল শুয়ে থাকে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকক্ষণ ধরে দেখি রাস্তার সাইটে ছেলেটি সরিষার ঘোগলার উপরে শুয়ে আছে।আমরা অনেকে মনে করলাম পাগল শুয়ে আছে। কিন্তু আসলে সে পাগল নয়। পাগলের চলাফেরার সঙ্গে তার শরীরের তেমন কোন গঠনের মিল খুঁজে পাওয়া যায় না। তাই আমরা মনে করলাম হয়তো বা কেউ এর কাছ থেকে কোন কিছু ছিন্তাই করে নিয়ে গেছে।

পরে স্থানীয় লোকজন এমন বিষয়টি বুঝতে পেরে জানাজানি হাওয়ায় সকলে চলে আসেন এবং ছেলেটিকে এ সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ছেলেটি কিছুই বলতে পারেনা। সম্ভবত তাকে খাবারের সঙ্গে অন্য কোন ক্ষতিকর পদার্থ মিশে খাওয়ানো হয়েছে।

এমন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন বলেন আজ থেকে তিন চার বছর আগেও গিদারী ইউনিয়নের আনালের ছড়া গ্রামের সাজু মিয়ার পুকুর পাড়ে মেইন রাস্তার ধারে ঝোপঝার থাকায় রাতের অন্ধকারে এমন ঘটনা হামেশায় ঘটে থাকে বলে মনে করা হয়।
কিন্তু আজকে ঘটনাটি একটু ব্যতিক্রম। যেখানে কিনা দিন দুপুরে ঘটেছে এমন মর্মান্তিক অটো চুরির ঘটনা। অনেকে বলতেছে তিন থেকে চারজন করে যাএী সেজে এভাবে অটো গাড়ি কিংবা অটোরিক্সা ছিনতাই করে ।

তাইতো এলাকাবাসীর আহব্বান গিদারী ইউনিয়নের আনলেরছড়া গ্রামের সাজু মিয়ার পুকুর পাড়ের সামনে মেইন রাস্তায় যেভাবে গাছকালাইয়ের গাছ লাগানো হয়েছে এতে করে দিনের বেলায় যেভাবে ঝোপঝাঁপ। রাতের বেলাতো আরো ভয়াবহ অবস্থা। এলাকা বাসীরও রাতের বেলা একাই পথ চলতে সংকা হয়। আর এমন জায়গায় ছিনতাই করতে তেমন কোন কষ্টই হবে না। হর হামেশায় যেভাবে দিনের পর দিন যাত্রী সেজে গরিব মানুষের পেটে লাথি দিয়ে অটো কিংবা ভ্যান গাড়ি ছিনতাই করা হচ্ছে এজন্য উপমহলের একটু দৃষ্টি দেওয়া উচিত।

10/02/2024

𝐀𝐤𝐭𝐮 𝐬𝐨𝐛𝐚𝐢 𝐬𝐚𝐩𝐩𝐨𝐭 𝐤𝐨𝐫𝐨

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when 3 STEAR ÑÃHÎD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share