The Daily Bankai

  • Home
  • The Daily Bankai

The Daily Bankai Your go-to hub for the latest anime, Marvel, DC, and gaming news!

From Old Country Bumpkin to Master Swordsman অ্যানিমের দ্বিতীয় সিজন আসছে ২০২৬-এ. সিজন ১ শেষ হতেই ঘোষণা এসেছে নতুন ট্রেইল...
22/06/2025

From Old Country Bumpkin to Master Swordsman অ্যানিমের দ্বিতীয় সিজন আসছে ২০২৬-এ. সিজন ১ শেষ হতেই ঘোষণা এসেছে নতুন ট্রেইলারসহ। Passione আর Hayabusa Film স্টুডিওর এই প্রজেক্টে আবার ফিরছে Beryl Gardinant, যিনি এবার লিবারিয়ন অর্ডারের নাইটদের ট্রেইনার হিসেবে থাকবেন।

Makoto Yukimura এর হিস্টোরিকাল ও ফিলোসফিকাল মাঙ্গা Vinland Saga, যেটি ২০০৫ সাল থেকে Kodansha’s Monthly Afternoon ম্যাগাজ...
22/06/2025

Makoto Yukimura এর হিস্টোরিকাল ও ফিলোসফিকাল মাঙ্গা Vinland Saga, যেটি ২০০৫ সাল থেকে Kodansha’s Monthly Afternoon ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে, অবশেষে ২৫ জুলাই, ২০২৫-এ শেষ চাপ্টার রিলিজ এর মাধ্যমে ইতি টানা হবে। প্রতিশোধ থেকে শান্তির খোঁজে থরফিনের বিশাল যাত্রা পাঠকদের মনে গভীর ছাপ রেখে গেছে। ইউকিমুরা পূর্বেই জানিয়েছিলেন—২০২৫ সালের মধ্যেই তিনি এর স্টোরি শেষ করবে।

Takahiro Hiroe-এর জনপ্রিয় অ্যাকশন মাঙ্গা Black Lagoon অবশেষে ৭ মাস পর নতুন চ্যাপ্টার নিয়ে ফিরে আসছে। দীর্ঘ বিরতির পর  ১৮...
21/06/2025

Takahiro Hiroe-এর জনপ্রিয় অ্যাকশন মাঙ্গা Black Lagoon অবশেষে ৭ মাস পর নতুন চ্যাপ্টার নিয়ে ফিরে আসছে। দীর্ঘ বিরতির পর ১৮ জুলাই, ২০২৫ এ প্রকাশ পাবে নতুন চ্যাপ্টারটি। শেষ চ্যাপ্টার বের হয়েছিল ডিসেম্বর ২০২৪-এ। এইবারের ইস্যুতে থাকছে কভার ফিচার ও কালার ওপেনিং পেজ। Black Lagoon মাঙ্গার সিরিয়ালাইজেশন ২০০২ সালে শুরু হয় এবং মাঝে মাঝেই বিরতিতে থাকলেও এর জনপ্রিয়তা হ্রাস পায়নি। এখন পর্যন্ত মাঙ্গাটির ১৩টি ভলিউম প্রকাশিত হয়েছে। ২০০৬ সালে Madhouse থেকে এসেছে টিভি অ্যানিমে এবং ২০১০-এ Roberta’s Blood Trail OVA।

Kodansha সম্প্রতি ঘোষণা দিয়েছে যে Satoru Nii-এর জনপ্রিয় মাঙ্গা Wind Breaker-এর লাইভ-অ্যাকশন ফিল্ম অ্যাডাপ্টেশন তৈরি হচ্ছ...
19/06/2025

Kodansha সম্প্রতি ঘোষণা দিয়েছে যে Satoru Nii-এর জনপ্রিয় মাঙ্গা Wind Breaker-এর লাইভ-অ্যাকশন ফিল্ম অ্যাডাপ্টেশন তৈরি হচ্ছে, যা মুক্তি পাবে ডিসেম্বর ২০২৫-এ। স্কুল-লাইফ, গ্যাং ও ড্রামা নিয়ে গড়া এই স্টোরি মাঙ্গা ও অ্যানিমে ফ্যানদের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। লাইভ-অ্যাকশনের মাধ্যমে ২০২১ থেকে সিরিয়ালাইজড হওয়া এই সিরিজের দর্শকরা নতুনভাবে কানেক্ট করতে পারবে বলে আশাবাদী নির্মাতারা।

YOASOBI-এর গান “Yuusha”, যা অ্যানিমে Frieren: Beyond Journey’s End-এর শুরুর থিম সং, ৩০ কোটি বার স্ট্রিম হয়েছে। Billboar...
19/06/2025

YOASOBI-এর গান “Yuusha”, যা অ্যানিমে Frieren: Beyond Journey’s End-এর শুরুর থিম সং, ৩০ কোটি বার স্ট্রিম হয়েছে। Billboard Japan-এর হিসাব অনুযায়ী এই স্ট্রিমগুলি এসেছে মূলত অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। গানটির YouTube ভিডিও সংস্করণেও 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে, যা এর জনপ্রিয়তার প্রতিফলন।

Teenage Mercenary (জাপানি: Nyugaku Yohei), সাউথ কোরিয়ান YC ও Rakyeon-এর জনপ্রিয় কোরিয়ান ওয়েবটুন, ২০২০ থেকে Naver-এ সিরি...
19/06/2025

Teenage Mercenary (জাপানি: Nyugaku Yohei), সাউথ কোরিয়ান YC ও Rakyeon-এর জনপ্রিয় কোরিয়ান ওয়েবটুন, ২০২০ থেকে Naver-এ সিরিয়ালাইজেশন শুরু করে বর্তমানে Line Webtoon ও LINE Manga-এ সিরিয়ালাইজ হচ্ছে । এই অ্যাকশন- স্কুল ড্রামা সিরিজই এখন TV অ্যানিমে রুপে অ্যাডাপ্ট করা হবে, যা ২০২৫ সালের ১৯ জুন ঘোষণা করা হয়েছে । সাউথ কোরিয়া ও জাপানে ইতোমধ্যেই এটি ভিউয়ারদের কাউন্টে নাম্বার 1 পজিশনে আছে এবং বছরে ১ বিলিয়ন Yen এর বেশি আয় করেছে । যা এই ওয়েবটুনের অ্যাডাপ্টেশন এর ক্রেডিবিলিটি বাড়িয়েছে।

My Hero Academia এর ফাইনাল সিজনের টিজার ট্রেইলার রিলিজ পেয়েছে। প্রিমিয়ার হবে অক্টোবর ২০২৫ থেকে। অ্যানিমেশন করছে Studio B...
16/06/2025

My Hero Academia এর ফাইনাল সিজনের টিজার ট্রেইলার রিলিজ পেয়েছে। প্রিমিয়ার হবে অক্টোবর ২০২৫ থেকে। অ্যানিমেশন করছে Studio BONES, পরিচালনায় আছেন Kenji Nagasaki আর Naomi Nakayama। আর ক্যারেক্টার ডিজাইন দিছে Yoshihiko Umakoshi আর Hitomi Odashima।

The Rising of the Shield Hero অ্যানিমের সিজন ৪ সম্প্রচার শুরু হবে ৯ জুলাই ২০২৫ থেকে।  এন্ডিং “Eien ni Ikkai no” গাইবে চি...
15/06/2025

The Rising of the Shield Hero অ্যানিমের সিজন ৪ সম্প্রচার শুরু হবে ৯ জুলাই ২০২৫ থেকে। এন্ডিং “Eien ni Ikkai no” গাইবে চিয়াই ফুজিকাওয়া । অ্যানিমেশন করছে Kinema Citrus স্টুদিও, পরিচালনা করছেন তোশি হাগা (Made in Abyss assistant director), মিউজিক এর দায়িত্বে কেভিন পেনকিন।

The Beginning After The End অ্যানিমের দ্বিতীয় সিজন Spring ২০২৬ সালে প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করছেন Keitarō Motonagaএব...
14/06/2025

The Beginning After The End অ্যানিমের দ্বিতীয় সিজন Spring ২০২৬ সালে প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করছেন Keitarō Motonagaএবং অ্যানিমেশন করছে Studio A-Cat। মূল গল্পের তত্ত্বাবধানে আছেন লেখক TurtleMe নিজেই। ওয়েব নভেল ও কমিক মিলিয়ে বিশ্বব্যাপী এর রিডারের সংখ্যা ৬১.৮ মিলিয়নেরও বেশি।
জনপ্রিয় মানহওয়া হওয়ায় Solo Leveling এর মত The Beginning After The End থেকেও দর্শকদের অনেক বেশি প্রত্যাশা ছিলো। কিন্তু, এর অ্যাাভারেজ অ্যাানিমেশনের দরুন অ্যানিমে ওয়াচারদের এক্সপেকটেশন পূরন করতে পারেনি।

জনপ্রিয় শোনেন মাঙ্গা Kaiju No. 8 মাত্র দুই চ্যাপ্টার পর শেষ হতে চলেছে। চ্যাপ্টার ১২৮ ও ১২৯ যা জুনের শেষ বা জুলাইয়ের শুর...
07/06/2025

জনপ্রিয় শোনেন মাঙ্গা Kaiju No. 8 মাত্র দুই চ্যাপ্টার পর শেষ হতে চলেছে। চ্যাপ্টার ১২৮ ও ১২৯ যা জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে প্রকাশিত হবে, তা দিয়ে ইতি টানা হবে এই মাঙ্গার। ২০২০ সালে শুরু হওয়া এই সিরিজটির ১৮ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।
Kaiju No. 8 অ্যানিমের সিজন ২ প্রিমিয়ার হবে ১৯ জুলাই, ২০২৫, এবং তার আগে ৫ জুলাই একটি স্পেশাল এপিসোড রিলিজ পাবে।
#怪獣8号

জনপ্রিয় ভিডিও গেম Death Stranding- এবার আসছে অ্যানিমে ফরম্যাটে। সম্প্রতি হিদেও কোজিমা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভ...
07/06/2025

জনপ্রিয় ভিডিও গেম Death Stranding- এবার আসছে অ্যানিমে ফরম্যাটে। সম্প্রতি হিদেও কোজিমা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষায়, এটি এমন একটি প্রজেক্ট যা শুধু সিনেমার মতো অ্যানিমেশনেই তুলে ধরা সম্ভব — এমনকি তার লক্ষ্য এটিকে কান বা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারজয়ী পর্যায়ে নিয়ে যাওয়া।
স্টুডিও বা রিলিজ ডেট এখনো ঘোষণা হয়নি, তবে এটি A24 প্রযোজিত লাইভ-অ্যাকশন ফিল্ম ও আসন্ন গেম সিক্যুয়েল Death Stranding 2: On the Beach–এর সঙ্গে মিলিয়ে রিলিজ করে কোজিমার ইউনিভার্সকে আরও এক্সপ্যান্ড করবে।

জনপ্রিয় অ্যানিমে সিরিজ Dr stone এর Season 4 এর দ্বিতীয় কোরের ট্রেইলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই কোরটি ১০ জুলাই, ২০২৫-এ...
05/06/2025

জনপ্রিয় অ্যানিমে সিরিজ Dr stone এর Season 4 এর দ্বিতীয় কোরের ট্রেইলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই কোরটি ১০ জুলাই, ২০২৫-এ প্রিমিয়ার হবে। নতুন ওপেনিং থিম "SUPERNOVA" গেয়েছেন KANA-BOON, এবং এন্ডিং থিম "no man's world" গেয়েছেন Otoha। এই কোরে নতুন চরিত্র হিসেবে চেলসি চাইল্ড (ভয়েস: মেগুমি হান) ও লিওনার্ড (ভয়েস: রেইগো ইয়ামাগুচি) যুক্ত হয়েছেন। স্টুডিও TMS এন্টারটেইনমেন্ট অ্যানিমেশনটি প্রযোজনা করছে, এবং এটি সিরিজের চূড়ান্ত সিজন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Bankai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share