The Daily Bankai

  • Home
  • The Daily Bankai

The Daily Bankai Your go-to hub for the latest anime, Marvel, DC, and gaming news!

Clevatess: The King of Magical Beasts, the Baby, and the Co**se Hero অ্যানিমে সিরিজের Season 2 ঘোষনা করা হয়েছে। নতুন সিজ...
17/09/2025

Clevatess: The King of Magical Beasts, the Baby, and the Co**se Hero অ্যানিমে সিরিজের Season 2 ঘোষনা করা হয়েছে। নতুন সিজনের নাম হবে Clevatess II: The King of Magical Beasts and the Legend of the False Hero, এবং একটি নতুন ভিজুয়াল প্রকাশ করা হয়েছে। ক্যরেক্টার ডিজাইনার Soichiro Sako এই নতুন ভিজুয়াল তৈরি করেছেন। মূল অউথার Yuji Iwahara লেখেন যে, Season 1-এর পজিটিভ রেসপন্সে তিনি অনেক খুশি হয়েছেন।

জাপানের Lifestyle ব্র্যান্ড GARRACK তৈরি করেছে Haikyuu!! থিমের দুইটি স্মার্টওয়াচ, একটি Karasuno  এবং অপরটি Nekoma হাই-স্...
17/09/2025

জাপানের Lifestyle ব্র্যান্ড GARRACK তৈরি করেছে Haikyuu!! থিমের দুইটি স্মার্টওয়াচ, একটি Karasuno এবং অপরটি Nekoma হাই-স্কুলের জার্সির রঙের ধাচে। প্রতি step count এ চলতে চলতে ঘড়ির Screen-এ ক্যারেক্টার বদলে যাবে, আর হাই ইন্টেন্সিটি exercise করলে heart rate বাড়ার সঙ্গে সঙ্গে school এর banner (Karasuno-এর ক্ষেত্রে “Fly”, Nekoma-র ক্ষেত্রে “Connect”) এ পরিবরতন হতে থাকবে। এক চার্জে এর ব্যাটজে-লাইফ প্রায় ১৪ দিন, এবং ফিটনেস ট্র্যাকিং ফিচারও রয়েছে।

ক্লাসিক Ranma ½ অ্যানিমেটির সিজন ২-র নতুন ট্রেইলার ও ভিজুয়াল প্রকাশ করা হয়েছে। স্টুডিও MAPPA তৈরি এই রিমেক সিরিজটি অক্টো...
17/09/2025

ক্লাসিক Ranma ½ অ্যানিমেটির সিজন ২-র নতুন ট্রেইলার ও ভিজুয়াল প্রকাশ করা হয়েছে। স্টুডিও MAPPA তৈরি এই রিমেক সিরিজটি অক্টোবর ৪, ২০২৫ এ রিলিজ পাবে। Rumiko Takahashi-র গল্প মূল manga কিছুটা ভিন্আন। নতুন জেনারেশনের অডিয়েন্সের জন্য এটিকে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে।

অন্যতম বৃহৎ মাঙ্গা পাইরেসি প্ল্যাটফর্ম ComicK। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৪৫ মিনিটে তাদের অফিসিয়াল ডিসকর্ড সার...
16/09/2025

অন্যতম বৃহৎ মাঙ্গা পাইরেসি প্ল্যাটফর্ম ComicK।
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৪৫ মিনিটে তাদের অফিসিয়াল ডিসকর্ড সার্ভারের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে সাইটের মালিক নিজে মেসেজ দিয়ে জানায় তারা আর অপারেট করবে না।
তারা আরও জানিয়েছে, তারা আর কখনোই ফিরবে না।

অবশেষে বাংলাদেশেও STAR Cineplex নিয়ে আসছে বহুল আকাঙ্ক্ষিত ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভিটি। ১৬ থেকে ১৮ তারিখের শোটাই...
16/09/2025

অবশেষে বাংলাদেশেও STAR Cineplex নিয়ে আসছে বহুল আকাঙ্ক্ষিত ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভিটি।
১৬ থেকে ১৮ তারিখের শোটাইমও প্রকাশ করেছে তারা।
প্রথমে ১২ তারিখে মুক্তি পাবার কথা থাকলেও সেন্সর বোর্ডের জটিলতায় পিছিয়ে ১৬ তারিখে অবশেষে মুক্তি পেয়েছে। মুভিটি বসুন্ধরা সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ার, সিমান্ত সম্ভার হলে দেখা যাবে।
টিকেট কেনা এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন তাদের অফিসিয়াল পোস্টে।
পোস্ট লিঙ্ক: https://www.facebook.com/100064481868323/posts/1196686282490756/

EA Sports FC26 গেমের সাউন্ডট্র্যাকে প্রথমবারের মতো একটি বাংলা গান অন্তর্ভুক্ত হল—“Ki Kori” গানটি গেয়েছেন ব্রিটিশ র‍্যাপা...
16/09/2025

EA Sports FC26 গেমের সাউন্ডট্র্যাকে প্রথমবারের মতো একটি বাংলা গান অন্তর্ভুক্ত হল—“Ki Kori” গানটি গেয়েছেন ব্রিটিশ র‍্যাপার Mumzy Stranger ও বাংলাদেশি শিল্পী Muza। Muza বলেন, “গেম খেলার সময় আমার ভাষা শুনতে পাব এটা আমার কাছে স্বপ্নের মতো”।

Demon Slayer: Kimetsu no Yaiba – Infinity Castle মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রে রেকর্ড  ব্রেকিং আয় করে চলেছে। এটি কেবল প...
16/09/2025

Demon Slayer: Kimetsu no Yaiba – Infinity Castle মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রে রেকর্ড ব্রেকিং আয় করে চলেছে। এটি কেবল প্রথম সপ্তাহেই 70 million ডলার আয় করেছে। শুধু শুক্রবারেই আয় 33 million ডলার, শনিবার 21.6 million ডলার এবং রবিবার 15.4 million ডলার। এটি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ২০২৫ সালের সবচেয়ে বড় animated ফিল্ম ওপেনিং। ল্যাটিন আমেরিকায় 29 million ডলার, ইউরোপে 17.4 million ডলার, Middle East-এ 6 million ডলার এবং ভারতে 5.2 million ডলার আয়ের নতুন মাইলফলক তৈরি হয়েছে। মেক্সিকো ($9.8M), Brazil ($4.4M) সহ একাধিক দেশে এটি সর্বকালের সেরা anime opening রেকর্ড করেছে। বাংলাদেশে এখনো মুভিটি রিলিজ করা হয়নি।

জনপ্রিয় লাইট নভেল সিরিজ The Strongest Man, Born From Misfortune এর TV অ্যানিমে অ্যাডাপ্টেশন আসছে।  এই নভেলটি লিখেছে Fuku...
16/09/2025

জনপ্রিয় লাইট নভেল সিরিজ The Strongest Man, Born From Misfortune এর TV অ্যানিমে অ্যাডাপ্টেশন আসছে। এই নভেলটি লিখেছে Fukufuku (fukufuku-sensei), ইলাস্ত্রেশন করেছে Zun Nakabayashi; এটি প্রথম ২০১৭ সালে ওয়েব নভেল হিসেবে প্রকাশ পায় এবং পরবর্তীতে ২০২২ এ লাইট নভেল সংস্করণ শুরু হয়। এইটার গল্প টিপিকাল ইসেকাই লাইট নভেলের মতই একজন লোক, যার পুরনো জীবনে ঝামেলা ছিলো, এরপর সে আবার জন্ম নিবে ওভার-পাওয়ারড সব স্কিল নিয়া আর প্লট হোলে পরিপূর্ণ এক দুনিয়া রে অওরা- ফারমিং কইরা বাচায়া ফেলবে। সিরিজটির Manga পরতে চাইলে পছন্দের পাইরেটেড সাইটে ছোট করা একটা সার্চ করে ফেলুন।

Oshi no Ko অ্যানিমে সিরিজের তৃতীয় সিজন জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে। রিলিজ করা হয়েছে নতুন টিজার ভিজুয়াল এবং কাস্ট মেম্বা...
15/09/2025

Oshi no Ko অ্যানিমে সিরিজের তৃতীয় সিজন জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে। রিলিজ করা হয়েছে নতুন টিজার ভিজুয়াল এবং কাস্ট মেম্বারদের নাম। নতুন চরিত্রগুলোর মধ্যে Shun Yoshizumi-র কণ্ঠ দেবেন Yuto Takenaka, আর Tetsu Urushibara চরিত্রে কণ্ঠ দিচ্ছেন Yoji Ueda। গত দু’টি সিজনে ঘটনার পরিপ্রেক্ষিতে কাহিনী এগোবে। এবারেও Doga Kobo স্টুডিও অ্যানিমেট করেছে।

Fist of the North Star স্পিন-অফ মাঙ্গা Elegy of Ken-Oh’s Army Grunts একটি নতুন শর্ট টিভি অ্যানিমে সিরিজ, যেটি জানুয়ারি ২...
15/09/2025

Fist of the North Star স্পিন-অফ মাঙ্গা Elegy of Ken-Oh’s Army Grunts একটি নতুন শর্ট টিভি অ্যানিমে সিরিজ, যেটি জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে। কাস্ট ও স্টাফের লিস্ট এখনও প্রকাশ করা হয়নি। গল্পটি ১৯৯X সাল, পারমাণবিক ধ্বংসযজ্ঞের পরকার পৃথিবীতে সেট করা, যেখানে নোবু নামের প্রধান চরিত্র Ken-Oh-এর সেনাবাহিনীতে সামান্য একজন “গ্রান্ট” হিসাবে কাজ শুরু করেন।

আজ থেকে ঠিক ৩৫ বছর আগে, ১৯৯০ সালের ১৫ সেপ্টেম্বরে Captain Planet and the Planeteers কার্টুন সম্প্রচার শুরু হয়। Ted Turne...
15/09/2025

আজ থেকে ঠিক ৩৫ বছর আগে, ১৯৯০ সালের ১৫ সেপ্টেম্বরে Captain Planet and the Planeteers কার্টুন সম্প্রচার শুরু হয়। Ted Turner এর তৈরি এই কার্টুনটি বাচ্চাদের পৃথিবীর পরিবেশ সম্পর্কে সচেতন হতে অনুপ্রেরণা দিত। বাংলাদেশ টেলিভিশনেও এই কার্টুনটি সম্প্রচার করা হত। নব্বইয়ের দশকের এই কার্টুনটি তখনকার অনেক দর্শকের মনে হয়তো এখনও দাগ কেটে আছে।
অনুষ্ঠানটিতে ৫ জন হিরো নিজেদের পাওয়ার একত্রিত করে, ক্যাপ্টেন প্ল্যানেটকে সামন করতো। ক্যাপ্টেন প্ল্যানেট ছিল একজন সুপার হিরো যে পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়তো।
একেবারে ভিন্নধর্মী এই সিরিজটিতে সব মিলিয়ে ৬ টা সিজন ছিল যেখানে এপিসোড ছিল সব মিলিয়ে ১১৩ টি।
এই সিরিজটি দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা ফাউন্ডেশন কাজ করে থাকে যার নাম ক্যাপ্টেন প্ল্যানেট ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মত বিষয় নিয়ে কাজ করে থাকে।
এখনও হয়তো এই কার্টুনের স্মরণে অনেকেই বলে উঠে "The power is yours"।

নেটফ্লিক্স ঘোষণা করেছে যে The Witcher সিরিজের Season 4 আগামী ৩০ অক্টোবর ২০২৫-এ মুক্তি পাবে। এই নতুন মৌসুমে Henry Cavill-...
14/09/2025

নেটফ্লিক্স ঘোষণা করেছে যে The Witcher সিরিজের Season 4 আগামী ৩০ অক্টোবর ২০২৫-এ মুক্তি পাবে। এই নতুন মৌসুমে Henry Cavill-এর পরিবর্তে Geralt of Rivia চরিত্রে অভিনয় করছেন Liam Hemsworth (Thor এর ছোটভাই)। Season 4-এর ঠিক পর পরেই সিরিজটির ইতি টানা হবে, কারণ Season 5 ইতিমধ্যেই চূড়ান্ত সিজন হিসেবে নিশ্চিত করা হয়েছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Bankai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share