Akhi's Shop

Akhi's Shop আসসালামু আলাইকুম 🧡❤️‍🩹
(7)

13/08/2024

"সংখ্যালঘু" শব্দটা
আমরা এই প্রজন্ম আর শুনতে চাই না।
যারা এই দেশে জন্মগ্রহণ করেছে ,
আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের পরিচয়💜

06/08/2024

বাংলাদেশ সংস্কারের মধ্যে আর একটা আইন কইরেন প্লিজ।

"পুরুষ নির্যাতন আইন"

ঘরে ঘরে অনেক পুরুষ নির্যাতিত, বউয়ের ভয়ে মুখ খুলে না এরা 🙂
আমি কিন্তু সিরিয়াস 🙂

এই শুটকির নাম কি বলুন 🤔🤔
07/06/2024

এই শুটকির নাম কি বলুন 🤔🤔

তিনদিনের মধ্যে সবাই চুল নখ কেটে ফেলবেন...৮ তারিখ থেকে জিলহজ মাস শুরু ইন শা আল্লাহ ... জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল ১...
05/06/2024

তিনদিনের মধ্যে সবাই চুল নখ কেটে ফেলবেন...
৮ তারিখ থেকে জিলহজ মাস শুরু ইন শা আল্লাহ ...

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল,
১০.দুরুদ পড়া
১১. অধিক পরিমাণে তওবা করা
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)
১৩. সুরা বাকারার শেষ ২আয়াত, সুরা মুলক পাঠ করা রাতে ঘুমানোর আগে
১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।
আল্লাহ্ তা' আলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন🤲🤲

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন
©️

 #প্রয়োজনীয়_কিছু_টিপস🍀 ডিম ভাজা/ ওমলেট করার সময় ঢাকনা দিয়ে ভাজলে, ডিম খুব সুন্দরভাবে ফুলে উঠে।🍀 ব্রয়লার মুরগির রান্নার আ...
01/06/2024

#প্রয়োজনীয়_কিছু_টিপস
🍀 ডিম ভাজা/ ওমলেট করার সময় ঢাকনা দিয়ে ভাজলে, ডিম খুব সুন্দরভাবে ফুলে উঠে।

🍀 ব্রয়লার মুরগির রান্নার আগে লবণ ও হলুদ মেখে তেলে ভেজে নিন কয়েক মিনিট। মাংস কষানোর সময় এই তেল ব্যবহার করুন। রান্নায় আসবে বাড়তি স্বাদ।

🍀 পায়েস রান্নার আগে চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ঘি মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর রান্না করুন পায়েস। স্বাদে অতুলনীয় হবে আইটেমটি।

🍀 পরোটা নরম করতে চাইলে ময়দার সঙ্গে খানিকটা টক দই মিশিয়ে নিন। এছাড়া ব্যবহার করুন কুসুম গরম পানি।

🍀 নুডলস সেদ্ধ হয়ে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় সেজন্য নামিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানিতে ঢেলে দিন।

🍀 করলার তিতা ভাব দূর করতে টুকরো করে কেটে লবণ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। রান্না করার আগে কচলে ধুয়ে নিন।
🍁🍁পেজটিকে বাঁচিয়ে রাখতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন 🥰🥰

#গৃহশোভা
#কিচেন_টিপস #রেসিপি #ঘরোয়াটিপস

মাছগুলো কেউ কি কেটে দিবেন? ৫ টাকা দিব 😒😒
26/05/2024

মাছগুলো কেউ কি কেটে দিবেন? ৫ টাকা দিব 😒😒

25/05/2024

আপনাদের কোন দোষ নাই!

আমার পো'ষ্টে নিজের ব'র পর্যন্ত রিয়েক্ট দেয় না 😒

24/05/2024

লিচু পাতার কোনো রেসিপি থাকলে জানাবেন, এতো দাম দিয়ে কিনে ফেলে দিতে খুব গায়ে লাগে! 🙂

অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process  জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে । 🎉ফ...
24/05/2024

অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে । 🎉

ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানিনা ।
১. প্রথমত Star ⭐️ সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার= 0.01 ডলার= 0.83টাকা।
** প্রসঙ্গত বলে রাখি Star ⭐️ কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29টা স্টারের দাম 30টাকা ।

২. এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় ।
এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।
** এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।

** অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে ।

** আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে।

** স্টিকার কমেন্টে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়েক্ট , শেয়ার এনগেজমেন্ট বাড়ায়, সেটা যেই কমেন্ট হোক না কেনো।

ফেসবুকে সবাই কমবেশি ফটো ভিডিও পোস্ট করে থাকে সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায় এর থেকে ভালো আর কি।
এবার হিংসা করে ইগনোর না করে Like, Comment করে একে অপর কে সাপোর্ট করুন। সবাই একসাথে এগোলেই তো মজা, আনন্দ। তা নয় একা খাবো, একা ঘুমাবো, একা কিনবো এইসব ©😐

Collected

👉খুবই প্রয়োজনীয় কিছু  টিপস:-------১: ডিপ ফ্রিজে আদা রসুন বাটা সংরক্ষণ করে রাখতে চাইলে সামান্য লবন ও সয়াবিন তেল মিশিয়ে রা...
23/05/2024

👉খুবই প্রয়োজনীয় কিছু টিপস:-------

১: ডিপ ফ্রিজে আদা রসুন বাটা সংরক্ষণ করে রাখতে চাইলে সামান্য লবন ও সয়াবিন তেল মিশিয়ে রাখলে আদা রসুন বাটা শক্ত হয়ে থাকেনা তাই যখন ইচ্ছে সাথে সাথে নিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন

২: লেয়ার মুরগির মাংস রান্নার সময় জয়ফল গুঁড়া মিশিয়ে নিলে মাংশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে

৩: প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংসের স্বাদ কিছুটা কমে যায় তাই মাংস রান্নার জন্য মশলা প্রথমে কষিয়ে নিয়ে তারপর মাংস দেওয়ার পর কুকারের ঢাকনা দিয়ে রান্না করুন
মাংসের স্বাদ অটুট থাকবে...😇

৪: মাংস নরম করতে কাঁচা পেঁপে বাটা ব্যবহার করলে মাংসে তেল ঝাল বেশি দিতে হয় তাই পেঁপের পরিবর্তে জয়ফন গুড়া করে দিলে মাংস নরম হওয়ার পাশাপাশি সুঘ্রাণ ও স্বাদও হয় বেশি

৫: হাঁসের মাংস রান্না করার আগে মাংস গুলো কুসুম গরম পানিতে সামান্য লবন মিশিয়ে ৩০মি: ভিজিয়ে রাখুন
৩০মি: পর মাংস গুলো লবন পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিন
এতে হাঁসের নিজস্ব একটা গন্ধ আছে তা দূর হবে এই গন্ধটা যারা পছন্দ করেন না তাদের উপকারে আসবে

৬: আমরা স্যান্ডুউইচ তৈরির সময় পাউরুটির চারপাশের ব্রাউন অংশ টুকু কেটে ফেলে দিয়ে থাকি
এই ব্রাউন অংশ টুকু ফেলে নাদিয়ে রোদে শুকিয়ে গুড়া করে ব্রেডক্রাম তৈরি করে নিতে পারি

৭: চড়া দামে বাজার থেকে এলাচ গুড়া কিনে না এনে ঘরেই তৈরি করে নিতে পারেন এলাচ গুড়া
এলাচ ব্লেন্ডারে গুড়া করে চালনি দিয়ে চেলে গুড়া ঝারে সংরক্ষণ করে রাখুন আর প্রয়োজনে ব্যাবহার করুন

৮: যে মাছের উগ্র গন্ধ ভালো লাগে না তা রান্নার সময় লেবুপাতা দিয়ে রান্না করলে সুঘ্রাণ ছড়াবে

বি: দ্র: মাছ চুলা থেকে নামানোর ৪-৫ মি: আগে লেবুপাতা দিতে হবে এর বেশি আগে দিলে রান্না তিতা হয়ে যাবে....

৯: বিরিয়ানি রান্নায় স্টার মশলা/Star anise ব্যবহার করলে বিরিয়ানি বেশি সুস্বাদু হয়।©️

হলুদ জবা কে কে দেখেছেন, হাত তুলুন 😍😍
13/05/2024

হলুদ জবা কে কে দেখেছেন, হাত তুলুন 😍😍

11/05/2024

রাতের ঘুম পরিপূর্ণ হলেই জীবন সুন্দর 🙃🙃🙃

শুভ সকাল সবাইকে 💜💜
07/05/2024

শুভ সকাল সবাইকে 💜💜

শুভ অপরাহ্ন 💜
04/05/2024

শুভ অপরাহ্ন 💜

22/04/2024

শুভ সকাল সবাইকে 💚💛

এই গরমে পাখিদের খাবারের বা  পানির তৃষ্ণার জন্য, কিছুটা খাবার এবং পানি আপনার বারান্দায় দিতে পারেন💜💜পাখিরা যখন এসে খাবে এ...
21/04/2024

এই গরমে পাখিদের খাবারের বা পানির তৃষ্ণার জন্য, কিছুটা খাবার এবং পানি আপনার বারান্দায় দিতে পারেন💜💜

পাখিরা যখন এসে খাবে এর সৌন্দর্য এবং আপনার মনের শান্তি দুটোই পাবেন💕

বউ না থাকলে,একটা ছোট্ট হারপিক অন্তত দশ বছর চলতে পারে...বউ না থাকলে,একটা রুম ফ্রেশনারে সারা জীবন চলে যায়...বউ না থাকলে,এক...
14/04/2024

বউ না থাকলে,
একটা ছোট্ট হারপিক অন্তত দশ বছর চলতে পারে...

বউ না থাকলে,
একটা রুম ফ্রেশনারে সারা জীবন চলে যায়...

বউ না থাকলে,
একটা ঘর মোছা ন্যাতা অন্তত পাঁচ বছর টেকে...

বউ না থাকলে,
একটা পাতি দাঁতের ব্রাস দু বছর অব্দি চলে...

বউ না থাকলে,
ডিওর কোনো প্রয়োজনই নেই..

বউ না থাকলে,
তোয়ালে কেনার প্রশ্নই নেই। একটা গামছাই যথেষ্ট। পা মোছা গামছা, হাত মোছা তোয়ালে, মুখ মোছা টিস্যু, পিঠ মোছা টাওয়াল ইত্যাদি সমস্ত বিভাজন একটা সুতির গামছাই মেটাতে পারে।

বউ না থাকলে,
জল আর উইল্কিনশন ব্লেডেই দিয়েই দাঁড়ি কামানো যায়। ফোম লোশন ইত্যাদি নিশ্চিন্তে ভুলে যেতে পারেন...

বউ না থাকলে,
এরিয়াল, সার্ফ এক্সেল ইত্যাদির প্রয়োজন হয় না। পাঁচ টাকার রিনের গুড়ো তিন মাস চলবে...

বউ না থাকলে,
হিম্যান ওম্যান শিম্যান ইত্যাদি বিভাজনের প্রশ্ন ওঠে না। জুই ফুল গন্ধ শ্যাম্পুও অবলিলায় গায়ে মাথায় মাখা যায়... লাল লাইফবয় সাবানও খুশিতে মাখা যায়... গায়ে বা মাথায়।

বউ না থাকলে,
কোলগেটের গুঁড়োতেই কাজ চলে। নুন দেওয়া, চারকোল ঠোসা, লবঙ্গ পেষা, ফ্লোরাইড, ভিজিবল হোয়াইট ইত্যাদি পেষ্টের দরকার হয় না...

বউ না থাকলে,
জামা প্যান্ট ইস্ত্রি করানোর খরচ শূন্য. তাছাড়া ইস্ত্রি লাগে এমন জামাকাপড় কেনারও প্রয়োজন নেই। পাতি টেরিকটের শার্টেও "ও লাভলি" বলার লোক প্রচুর আছে, সবাই যদিও স্বীকার করে না শিকার হবার ভয়ে...

বউ না থাকলে,
আত্মীয় অনাত্মীয় আপ্যায়নের খরচ খুব কম...একটা ঝাল চানাচুরের প্যাকেটেই দশটা আপ্যায়নের কাজ চলে, মিষ্টি চানাচুর অনেকেই ভালো খান। সেইজন্যই ঝাল ভাবলাম...

বউ না থাকলে,
কেবল কানেকশন লাগে না। ইউটিউব আর টোরেন্ট লিঙ্ক যথেষ্ট.. আর মাঝে সাঝে বড়দের সিনেমা...

বউ না থাকলে,
হিট মর্টিন গুডনাইট অল আউট লাগে না। ডেঙ্গু ম্যালেরিয়ারও ভয় নেই। জানলাই খুলবো না তো মশা আসবে কোত্থেকে... তাছাড়া মশার পছন্দসই ইন্ডোর আগাছাও বাড়িতে থাকে না, বউ না থাকলে...

বউ না থাকলে,
ধুপকাঠি, নকুলদানা, বাতাসা, গুজিয়া, আমিষ নিরামিষ বাসন ইত্যাদি বাবদ জিরো এক্সপেন্স...

বউ না থাকলে,
ইকোপার্ক নিকোপার্ক নলবন নানা ইকো রিসোর্ট ইত্যাদি যেতে লাগে না। বুড়ো আমগাছ তলায়, আরো জনা দুই বউছাড়া বন্ধুর সাথে বসে বিশ্বভ্রমনের সুখ পাওয়া যায়! টেকনিকটা জানতে হবে শুধু...

বউ না থাকলে,
একবার মশারি টাঙালে অন্তত একমাস খোলার দরকার নেই। ধার গুটিয়ে গুটিয়ে ঠিক চালিয়ে নেওয়া যায়.. বছরে দুবার বিছানার চাদর আর বালিশের ওয়ার পাল্টানো যথেষ্ট...

বউ না থাকলে,
বাজারে যাওয়ার প্রয়োজন নেই। ডালসেদ্ধ ঘি দিয়ে আর কাটা কাতলা পেটি ভাজা খেয়ে একশো বছর সুস্থ ভাবে বাঁচা যায়। দশ রকম শাক, নানা কিসেমর ভাজা, বড়ি সুক্ত সব্জি কাসন আচার যত্তসব..

এবং আরো আরো আরো... প্রচুর আছে এই তালিকার লিষ্ট। বহুজাতিক থেকে আঞ্চলিক ব্যবসা যত, সবই টিকে আছে শুধু নারীদের ভিত্তি করেই। এবং টিকে আছি আমরাও। আমাদের গায়ে গন্ধ নেই, শার্টে রিঙ্কেল নেই, মুখে ব্রন নেই..., এও তো কোনো না কোনো নারীর খ্যাকানির ভয়েই। আমাদের রুপ, শিষ্টাচার, বা আরও যা কিছু পুরুষালি কাজকর্ম সবই তো কোনো না কোনো নারীর জন্যই। কথাতেই আছে না..

বন্যরা বনে সুন্দর
পুরুষেরা নারীর ভয়ে..

ভয়ে? নাকি ভালোবাসায়? নাকি ভক্তিতে? নাকি সবগুলো মিলে মিশেই..?

বড় জটিল এর উত্তর..
বোঝার ক্ষমতা নেই আমাদের.. বুঝে কাজও নেই..

এই বেশ টিকে আছি..🤣😜

©

সব সময়ই ভালো থাকো তোমরা ❤️‍🩹💜
31/03/2024

সব সময়ই ভালো থাকো তোমরা ❤️‍🩹💜

বন্ধুত্ব সব সময়ই একটি মিষ্টি দায়িত্ব। কখনোই সুযোগ নয়..💝

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi's Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share