03/03/2024
আজ পিকুকে সন্ধ্যের স্ন্যাক্সে বানিয়ে দিয়েছিলাম বীট-গাজরের সুপ। ভীষণ ইয়ামি হয় খেতে। বাচ্ছাদের জন্য খুব হেলদি একটা রেসিপি।
এবার কী করে বানিয়েছি বলি --
প্রথমে বীট আর গাজর টা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তার পর সেদ্ধটা পিউরি বানিয়ে নিয়েছি। প্যানে বাটার দিয়ে ২ কোয়া রসুন কুচি দিয়ে একটু ভেজে পিউরি টা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন আর গোলমরিচের গুড়ো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। একটু উষ্ণ গরম গরম খেতে ভালো লাগে। আমার মেয়ের ২.৫ বছর। দেওয়া যাবে ৮ মাস থেকে। তখন নুন টা বাদ দিতে হবে।
#রেসিপি
#বেবিরেসিপি
&mom