17/07/2024
কথা বলছে ছাত্ররা, ছাত্রীরা । আন্দোলন করছে । সে কথা, সে আন্দোলন কি এতটাই অসহনীয় যে গুলি দিয়ে থামাতে হচ্ছে ? নবম অষ্টম সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়ারা রাস্তায়, এরাও কি রাজাকার ? যে রাষ্ট্র ছাত্রছাত্রীর আবেগকে পড়তে অক্ষম বরং অসন্মান করে, সে রাষ্ট্র ব্যর্থ । যে রাষ্ট্র শিক্ষাঙ্গনে ছাত্র হত্যার বিচার করা দূরে থাক, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্র-ছাত্রীর বুকে গুলি চালিয়ে মানুষ হত্যা করে সে রাষ্ট্র একটি খুনি রাষ্ট্র ।
এ রাষ্ট্রের যেসব নাগরিক মুখে কুলুপ এঁটে নিরবতাকেই নিরাপদ ভাবছে, তারাও সমান অপরাধী । সময় কাউকেই ক্ষমা করবে না ।
m a n o j d u t t a