The Beep

The Beep your go-to source for bite-sized tech and startup updates

ইন্দোনেশিয়ার জাকার্তায় ইউনিভার্সিটাস পানকাসিলা-তে ১৯-২২ মে ২০২৫ অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্...
27/05/2025

ইন্দোনেশিয়ার জাকার্তায় ইউনিভার্সিটাস পানকাসিলা-তে ১৯-২২ মে ২০২৫ অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন (WSEEC) ২০২৫-এ বাংলাদেশের 'সিস্টেম এরর' দল স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার অর্জন করেছে। ইভেন্টটি ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) ও ইউনিভার্সিটাস পানকাসিলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এবার ১৪টি দেশের ২৯৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে ২৩৪টি দল অনলাইনে এবং ৫৯টি দল ইন্দোনেশিয়ায় সরাসরি প্রতিযোগিতা করে।

বাংলাদেশে অফিসিয়ালভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিঙ্ক, যা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ...
26/05/2025

বাংলাদেশে অফিসিয়ালভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিঙ্ক, যা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা সুবিধা দিচ্ছে। গ্রাহকরা এখন ৬,০০০ টাকার "Starlink Residential" প্যাকেজ অথবা ৪,২০০ টাকার "Residential Lite" প্ল্যানের যেকোনোটি গ্রহণ করতে পারবেন। উভয় প্যাকেজের জন্য এককালীন ইনস্টলেশন ফি ৪৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) এপ্রিল ২০২৫-এ জানিয়েছে, চলতি অর্থবছরে (২০...
20/04/2025

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) এপ্রিল ২০২৫-এ জানিয়েছে, চলতি অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯ শতাংশ হতে পারে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দেশীয় চাহিদা দুর্বল হওয়ার প্রতিফলন। ঢাকায় এডিবির আবাসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করেন এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং। তিনি বলেন, দেশি-বিদেশি প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতা দেখিয়েছে এবং কাঠামোগত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করলে তা আরও শক্তিশালী হবে। তিনি অর্থনীতিকে তৈরি পোশাকের বাইরেও বৈচিত্র্যপূর্ণ করার, বেসরকারি খাতকে উন্নত করার, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, আর্থিক খাতের সুশাসন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেন। প্রতিবেদনে বলা হয়, আগামী অর্থবছরে (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৫.১ শতাংশ হতে পারে। তবে FY2024-এর ৯.৭% থেকে FY2025-এ মুদ্রাস্ফীতি বেড়ে ১০.২% হতে পারে, যার কারণ হিসেবে পাইকারি বাজারে প্রতিযোগিতা কমে যাওয়া, পর্যাপ্ত বাজার তথ্যের অভাব, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও টাকার অবমূল্যায়নকে দায়ী করা হয়েছে।

এবার ধনকুবের ইলন মাস্ক এমন একটি রোবট উন্মোচন করেছেন যা পেশাদার শেফদের চেয়েও ভালো রান্না করে। ৫,০০০ ডলার মূল্যের এই রোবট...
15/04/2025

এবার ধনকুবের ইলন মাস্ক এমন একটি রোবট উন্মোচন করেছেন যা পেশাদার শেফদের চেয়েও ভালো রান্না করে। ৫,০০০ ডলার মূল্যের এই রোবটটির নাম কালিনা। এটি মাস্কের নতুন একটি উদ্যোগ, যা টেসলার অধীনে ফুড টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে প্রবেশ ও প্রযুক্তির উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। চীনা গণমাধ্যম সিসিটিভিকে দেয়া...
14/04/2025

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে প্রবেশ ও প্রযুক্তির উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। চীনা গণমাধ্যম সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সহায়তা করবে। ড. ইউনূস বলেন, ‘হ্যাঁ, আমরা শিখতে চাই কীভাবে সেই জগতে প্রবেশ করতে হয়। কারণ, আমরা এআই এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে অন্তর্ভুক্ত নই।’ তিনি বলেন, এটি একটি নিত্যদিনের জিনিস হবে, এআই প্রতিদিনের কাজে আসবে। তাই, যদি চীনা প্রতিষ্ঠানগুলো এসে এটি ব্যবহার করে, আমরা খুব দ্রুত এটি শিখব এবং কীভাবে পরিচালনা, ডিজাইন এবং উন্নতি করতে হয় সে বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠব।’

চার বছর বন্ধ থাকার পর আবারো নেটওয়ার্ক মনিটরিংয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে দেশের মোবাইল অপারেটররা। ডেনস ওয়েভ লেংথ ডিভি...
14/04/2025

চার বছর বন্ধ থাকার পর আবারো নেটওয়ার্ক মনিটরিংয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে দেশের মোবাইল অপারেটররা। ডেনস ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (DWDM) যন্ত্র আমদানির অনুমতি ও তা নেটওয়ার্কে বসানোর সুবিধা পেতে যাচ্ছে মোবাইল অপারেটররা—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্য দিয়ে দেশে টেলিকম সেবায় দ্রুতগতি, নিরবচ্ছিন্ন সংযোগ এবং খরচে স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পৃথিবীর চারপাশে এখন প্রচুর স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তবে এই মুহূর্তে সংখ্যাটি বিপজ্জনক পর্যায়ে রয়েছে।পৃথিবীর...
13/04/2025

পৃথিবীর চারপাশে এখন প্রচুর স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তবে এই মুহূর্তে সংখ্যাটি বিপজ্জনক পর্যায়ে রয়েছে।পৃথিবীর কক্ষপথে উপগ্রহ ও মহাকাশযানের জন্য বরাদ্দ স্থানগুলোর অতিরিক্ত ভিড়ের কারণে মানুষের মহাকাশযাত্রার ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে — এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা )-এর এক নতুন স্পেস সেফটি রিপোর্টে।

বিগ ব্যাং বিস্ফোরণের পর মহাবিশ্বে প্রথম জ্বলে ওঠা আলোর ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স...
13/04/2025

বিগ ব্যাং বিস্ফোরণের পর মহাবিশ্বে প্রথম জ্বলে ওঠা আলোর ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীদের দাবি, বিগ ব্যাং বিস্ফোরণের ৩৩ কোটি বছর পর এই আলো নির্গত হয়েছে। সে সময় হাইড্রোজেন গ্যাসের ঘন কুয়াশার কারণে অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়া বেশ কঠিন ছিল। তবে জেডস বা জেএডিইএস-জিএস-জেড১৩-এলএ নামের এক ছায়াপথ থেকে সেই পরিস্থিতিতে কোনোভাবে এই আলো ছড়িয়ে পড়েছে। জেডস নামের ছায়াপথটি মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী ছায়াপথের মধ্যে একটি। জেমস ওয়েব টেলিস্কোপ ছবি তোলার আগে এই আলো প্রায় ১ হাজার ৩৫০ কোটি আলোকবর্ষ ভ্রমণ করে এসেছে। এই ছায়াপথটি মহাবিশ্বের মতোই বেশ প্রাচীন।

ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসর...
13/04/2025

ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসরায়েল ও সিঙ্গাপুর সরকারের নাম উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কানাডার একদল গবেষক। টরন্টো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত একাডেমিক ও সিকিউরিটি গবেষকদের সমন্বয়ে গঠিত সিটিজেন ল্যাব। তারা এক দশকেরও বেশি সময় ধরে স্পাইওয়্যার শিল্পের তদন্ত করছে। এবার তারা ইসরায়েলে প্রতিষ্ঠিত নজরদারি স্টার্টআপ প্যারাগন সলিউশনস সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তারা ছয়টি সরকারের নাম তালিকাভুক্ত করেছে, যারা প্যারাগনের নজরদারি টুল ব্যবহার করে। এর আগে জানুয়ারিতে প্রায় ৯০ জন ব্যবহারকারীকে সতর্ক করে হোয়াটসঅ্যাপ। মেটা জানায়, প্যারাগন স্পাইওয়্যারের মাধ্যমে তাঁদের ওপর নজরদারির সম্ভাবনা রয়েছে।

বৃক্ষে ফুল আসলেই ফুলের রঙ এবং ঘ্রাণে মুখরিত থাকে চারপাশ। তবে ফুলের এই সৌন্দর্য ও ঘ্রাণে ফলের মাছি বা কোয়ারেন্টাইন পেস্টে...
12/04/2025

বৃক্ষে ফুল আসলেই ফুলের রঙ এবং ঘ্রাণে মুখরিত থাকে চারপাশ। তবে ফুলের এই সৌন্দর্য ও ঘ্রাণে ফলের মাছি বা কোয়ারেন্টাইন পেস্টের আকর্ষণও বেড়ে যায় । যা ফলের উৎপাদন এবং গুণগত মান কমিয়ে দেয়।

এই সমস্যা থেকে রেহাই পেতে চাষিরা ঘনঘন কীটনাশক ব্যবহার করেন। যা একদিকে স্বাস্থ্যের ক্ষতি করে, অন্যদিকে উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রেই সঠিক মূল্যের অভাবে লোকসান গুনতে হয় চাষিদের।

চাষিদের এই সমস্যা সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’ নামে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তিনি ২০১৭ সালে এই গবেষণা শুরু করেন এবং ২০২০ সালে এই প্রযুক্তি উদ্ভাবনে চূড়ান্ত সফলতা অর্জন করেন। এই উদ্ভাবিত ট্র্যাপ ব্যবহার করে নিরাপদ আম উৎপাদন এবং কার্যকারিতা বৃদ্ধির জন্য অধিকতর গবেষণা চলমান রয়েছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের বিটুবি মার্কেটপ্লেস সারি একত্র হয়ে গঠন করেছে ‘সিল্ক গ্র...
09/04/2025

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের বিটুবি মার্কেটপ্লেস সারি একত্র হয়ে গঠন করেছে ‘সিল্ক গ্রুপ’, যা এশিয়া ও গালফ মিলে অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। যাত্রার শুরুতেই সিল্ক সৌদি সরকারের পিআইএফের সানাবিল ইনভেস্টমেন্ট ও পিটার থিয়েলের ভালার ভেঞ্চারস থেকে ১,৩০০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে। এই প্ল্যাটফর্ম এখন পর্যন্ত ছয় লক্ষাধিক খুচরা বিক্রেতা ও হোটেল-রেস্টুরেন্টকে সেবা দিয়েছে এবং ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লেনদেন সম্পন্ন করেছে। শপআপ ও সারি তাদের নিজস্ব নামে পরিচালিত হলেও সিল্কের অবকাঠামো ব্যবহার করবে এবং সিল্ক ফাইন্যান্সিয়াল গ্রুপের অর্থায়ন শাখা হিসেবে কাজ করবে। শপআপের সিইও আফিফ জামান থাকবেন সিল্ক গ্রুপের সিইও, আর সারি সিইও মোহাম্মদ আলদোসারি থাকবেন সিল্ক ফাইন্যান্সিয়ালের নেতৃত্বে।

বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্প...
09/04/2025

বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beep posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Beep:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share