
27/05/2025
ইন্দোনেশিয়ার জাকার্তায় ইউনিভার্সিটাস পানকাসিলা-তে ১৯-২২ মে ২০২৫ অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন (WSEEC) ২০২৫-এ বাংলাদেশের 'সিস্টেম এরর' দল স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার অর্জন করেছে। ইভেন্টটি ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) ও ইউনিভার্সিটাস পানকাসিলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এবার ১৪টি দেশের ২৯৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে ২৩৪টি দল অনলাইনে এবং ৫৯টি দল ইন্দোনেশিয়ায় সরাসরি প্রতিযোগিতা করে।