31/10/2024
একটু আধটু অভিযোগ থাকা খারাপ নয়।
'এতো ব্যস্ত! একটা ফোন করার সময় পাসনি?', 'কখন ম্যাসেজ করেছি, একটু উত্তর দিতে পারছো না?', 'কালকেও দেখা করতে পারবে না? একটুও সময় বার করতে পারবে না?'
এই ছোট ছোট অভিযোগগুলোতে বিরক্ত হতে নেই। বিরক্ত না হয়ে বোঝার চেষ্টা করতে হয়, এ'গুলো আছে কারণ উল্টোদিকের মানুষটা আপনার অনুপস্থিতিকে অভ্যেস করে নিতে চাইছে না। অভ্যাস করে নিতে চাইলে যে পারবে না, এমনটা নয়।
সম্পর্ক থেকে অভিযোগ হারিয়ে যাওয়া এক বিচ্ছিরি দীনতা জানেন। যে'দিন আপনার অনুপস্থিতি থাকবে, অথচ এই অভিযোগগুলো থাকবে না, সেদিন এই অভিযোগগুলো আর অভিযোগকারীর কথা খুব মনে পড়বে।