18/07/2024
আপডেটঃ শহীদ আবু সাঈদ ভাইয়ের জন্য ফান্ডরেইজ আজ রাত ১০:৩০টায় ক্লোজ করে দেয়া হল, এ পর্যন্ত প্রাপ্ত মোট ফান্ডের বিবরণঃ
BKash : 714735 tk
Nagad: 168705 tk
Rocket: 63923 tk
Bank: 93880 tk
Paypal: ~9000 tk
Total: 1050243 (Ten Lakh Fifty Thousand Two Hundred Forty Three Tk)
আমরা শহীদ আবু সাঈদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি। সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছিঃ
১। শহীদ আবু সাঈদের পরিবারের ঘর মেরামত করে দেয়া
২। গরু কিনে দেয়া
৩। জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়া (যেহেতু ভাইয়ের পিতা কৃষক) এবং
৪। তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করার বিষয়ে সাহায্য করার ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ্।
তার পরিবারের সাথে আমাদের টিমের আলোচনা চলছে, আমাদের ভলান্টিয়ার আগামীকাল তাদের সাথে সরাসরি দেখা করতে যাবেন। এবং সর্বোপরি যে সিদ্ধান্তে তাদের প্রয়োজন সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেওয়ার চেষ্টা করা হবে বলে আমরা আশাবাদী। পেইজে নিয়মিত আপডেট দিয়ে দেওয়া হবে এ নিয়ে।
আরও বেশ কয়েকজনের শহীদ হওয়ার ঘটনা আমরা জেনেছি। আমরা আগামীকাল ইনশা আল্লাহ্ সবার জন্যই একই সাথে ফান্ডরেইজ করে তাদের পরিবারবর্গের সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্রয়োজন অনুসারে দেয়ার চেষ্টা করব বলে পরিকল্পনা করেছি।
(নিজেদের টাইমলাইনে যারা কপি পেস্ট করেছি তারা ক্লোজড পোস্ট শেয়ার করে দেই বা কপি পেস্ট করে জানিয়ে দেই।)
Thanks a lot to "Help_BUETian". Keep it up...
কমেন্টের হ্যাশট্যাগ কাউন্ট করেনা ফেসবুক অ্যালগোরিদম। কাজেই পোস্ট করুন।
#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪