Pîccî šåbbî

  • Home
  • Pîccî šåbbî

Pîccî šåbbî Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pîccî šåbbî, Digital creator, .

18/05/2024

| তুমি
মাথাভরতি 💔তুমি💔নিয়ে আমি তোমারে খুঁজে বেড়াচ্ছি 😅

07/02/2024

🙂🥀মানুষ কখনো ইচ্ছে করে🙂🥀
বদলায় না࿐🙂🥀💔
কিছু মানুষের অবহেলা আর 🍁😳
কিছু স্মৃতি🍂
_আর পরিস্থিতি তাকে বদলাতে
🥀★─┼❤️বাধ্য★করে🥰─┼ ★❤️

07/02/2024

♡ᶫᵒᵛᵉᵧₒᵤ ♡────────ফুল প্রেম🌺───────────♡ᶫᵒᵛᵉᵧₒᵤ ♡

17/01/2024

গল্প :- পিচ্চি বউ
পর্ব :- ০২
Writer :- Kabbo Ahammad
-: আমি শাড়ী পড়াতে পারিনা।
আর বড় বড় কথা তো বলতে পারো আমি ছোট না। কাপড় টাই পড়তে পারো না। আর হ্যাঁ কাপড় পড়াতে পারলেও আমি তোমাকে কাপড় পড়িয়ে দিবোনা। নিজে পড়ে নাও। (আমি)

---বাবা, ও বাবা আপনার ছেলে আমাকে শাড়ী পড়িয়ে দেয়না। (মিরা)

--ওই চুপ করবি তুই! চুপ কর।

---অ্যা-অ্যা-অ্যা।
আমি বাবা'কে বলবো তুমি রাতে শাড়ী টেনে হিঁচড়ে খুলে এখন পড়িয়ে দিচ্ছো না! (মিরা)

--কিহ্......?
হে আল্লাহ এ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সেভেন'আপ কে বিষ ভেবে খেয়ে মরে যায়!

---অ্যা-অ্যা তুমি মরার কথা বলো কেন! আমি তোমাকে ছাড়া বাঁচবোনা। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফুটে সেটা আমার কলিজাতে ফুটে! আমি কি করবো আমি শাড়ী পড়তে পারিনা! আচ্ছা আমি পড়তেছি। তাও তুমি এমন অলক্ষণে কথা মুখেও এনো না।

(কথাটা করুণ সুরে বললো মিরা)
তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে ওঠলো, পিচ্চিটার চোখে পানি চিকচিক করছে।
তবুও নিজেকে সামলে নিয়ে বললাম।

--আচ্ছা মনে থাকে যেন নিজে শাড়ি পড়া শিখো।

---আচ্ছা আমি পড়তেছি।

বলে পিচ্চি মেয়েটা শাড়ি পড়ছে।
কিন্তু একি শাড়ি পড়ছে নাকি শরীলে কাপড় পেচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। তখন মিরা বলে উঠলো।

---আমি পড়তে পারি না। এভাবে হাসার কি হলো?

কথাটা বলার সাথে সাথেই মিরার শাড়িটা খুলে গেলো।
তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম।

--কি লজ্জা সরম কিছু মা-বাবা শিক্ষা দেয়নি?

---কেন আপনি কি কুরআন পড়তে জানেন না?

পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে ক্ষানিকটা বিস্মিত হলাম! তারপর প্রশ্ন করলাম।

--কি বলছো এসব। শাড়ি পড়ার সাথে কুরআনের কী সম্পর্ক?

---কেন? আপনি কি জানেন না? আল্লাহতালা বলেছেন, স্বামী-স্ত্রী একে অন্যের পোষাক স্বরূপ।
"অমি ছোট মানুষ শাড়ি পড়তে পারি না, কোথায় আপনি পড়িয়ে দিবেন তা না করে,অন্য দিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধ ভাবে দেখতে পারবেন আপনি, এখানে অন্য দিকে ফিরে থাকায় কি আছে! দেন না আমাকে শাড়ি পড়িয়ে।

(কাঁদো কাঁদো ভাব নিয়ে কথাটা বললো মিরা)

পিচ্চিটার কথা শুনে আমি পিচ্চির দিকে তাকালাম। পিচ্চিটা লজ্জায় লাল হয়ে গেছে। চোখ বুজে আছে।
এবার আমি শাড়িটা খুলে, সুন্দর করে কুঁচি দিয়ে পড়িয়ে দিচ্ছি মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচ্চির সুন্দর মুখটা লাল টোমে

17/01/2024

লেখক:Pîccî Šabbîr
নিবিয়ে বালিশে মাথা রাখলাম,,
হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে
আমার বালিশে চলে আসল,,
সুজা আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে
আমাকে জরিয়ে ধরল,,
আমি সাথে সাথে ওকে আমার থেকে
ছাড়িয়ে নিলাম,,
-- এই পিচ্চি কি করছিস, তর বালিশে গিয়ে
ঘুমা ৷
-- নাহ,, আমি তোমার বুকেই ঘুমাব ৷
-- তর বালিশে গিয়ে ঘুমা বলছি ৷(ধমক
দিয়ে বাললাম)
পিচ্চিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল,,
-- আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে?
নাকি আমি শশুর আব্বাকে ডাক দিব?
আব্বুওও....
আমি আবার পিচ্চিটার মুখ চেপে ধরে
বললাম,,
-- এই পিচ্চি সয়তান্নি, কথায় কথায়
আব্বুকে ডাক দিস কেন?
|
অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে
ঘুমালাম ৷
সকালে ঘুুম থেকে উঠে মেয়েটার কান্ড
দেখে আমি অবাক হয়ে গেলাম,,

17/01/2024

পিচ্চি_বউ
লেখক: pîccî sâbbîr
পর্ব - ৪
পিচ্চিটার টোঠ আমার টোঠের একদম
কাছে নিয়ে আসল,
পিচ্চিটার নিঃশ্বাস আমার মুখের ওপর
পরছে,
পিচ্চিটা নিজের টোঠ আমার এতই কাছে
নিয়ে এল যে বুঝতেই পারছিনা কোনটা ওর
নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস,,,
আমি পিচ্চিটাকে কিছু বলতে যাব,,
তখনই খপ করে নিজের টোঠ আমার
টোঠে লাগিয়ে দিল,,
আমি মুখে কোনো শব্দ করতে পারছি
না,,
শুধু মুখ দিয়ে উমমম,,,উমম শব্দ বের হয়ে
আসছে ৷
কিছুক্ষণ পর পিচ্চিটা নিজের টোঠ সরিয়ে
আমার কপাল নিজের কপাল লাগিয়ে জুরে
জুরে হাপাতে লাগল,,
আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে
সরিয়ে নিলাম,,
হাত দিয়ে টোঠ মুছতে মুছতে বললাম,,
-- এই পিচ্চি সয়তান্নি তুই এটা কি করলি?
-- আমি যে পিচ্চি না সেটার প্রমান
দিলাম,,৷
-- সররর,,,
ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে
লামলাম,,
অনেক্ষণ ধরে বাথরুম বসে বসে মোবাইল
টিপছিলাম,,
পিচ্চিটার সামনে যেতে ইচ্ছেই করছে না,
অনেক রাগ হচ্ছে পিচ্চিটার ওপর,
এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে,,
এটা ভাবতেই সারা শরির জ্বলছে,,
আব্বুর ভয়ে পিচ্চিটাকে কিছু বলতেও
পারছি না,,
বাথরুমের বাইরে থেকে পিচ্চিটার ডাক
শুনলাম,,
ফেসবুক পেজ: নিঃস্বার্থ ভালোবাসা
-- এই যে,,, এতক্ষণ ধরে বাথরুমে কি করছ,
বেরিয়ে আসছ না কেন?
বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি?
আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল
টিপছি,,
কিছুকণ থেমে পিচ্চিটা আবার ডাকতে
লাগল,,
-- এই যে শুনচ্ছ,, বেরিয়ে আস না
পিল্জ,,,আমার একা একা ভয় লাগছে ৷
আমি মনে মনে বললাম,,
তর ভয় লাগছে তো আমি কি করব,,
কোলে নিয়ে নাচব নাকি? পিচ্চি সয়তান্নি
একটা,,৷
এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জুরে
ধাক্কা দিতে লাগল,,
-- দরজা খুলছ না কেন? পিল্জ দরজাটা
খুল,,৷
এবার পিচ্চিটা নিজে নিজেকেই প্রশ্ন করল,,
ওর কিছু হল নাতো?
-- এই কি হল দরজা খুলছ না কেন?( কান্না
করে দিল)
কান্না করছে আর জুরে জুরে বাথরুমের
দরজাটাকে টেলছে ৷
এবার আমার বেরিয়ে আসা দরকার না হলে
পিচ্চিটার কান্না শুনে আব্বু আম্মু চলে
আসবেন,,
আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম,,
আমাকে দেখেই পিচ্চিটা আমাকে শক্ত
করে জড়িয়ে ধরল,,
আর বলতে লাগল,,
-- তুমি ঠিক আছ তো?
তোমার কিছু হয় নাই তো?
এতক্ষণ দরজা আটকিয়ে কি করছিলে?
জান আমি কতটা ভয় পেয়ে গেছিলাম?
একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে,,
আমি পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে
বললাম,,
-- সত্যিই তুই একটা পিচ্চি ৷
বলেই পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা
থেকে একটা বালিশ নিয়ে সুফাতে চলে

17/01/2024

পিচ্চি_বউ
লেখক:pîccî šåbbî
পর্ব - ৮
-- সত্যিই তুমি আমাকে পড়িয়ে দিবে?
লজ্জায় লাল হয়ে বলল,,
--আমার কিযে লজ্জা লাগছে, আবার
খুশিও হচ্ছে ৷
-- নাহ আমি শুধু ঠিক করে দিব !
এদিকে আয়?
-- আবার তুই করে ডাকছ?
-- আচ্ছা ঠিক আছে, এদিকে আস !
পিচ্চিটা একটা হাসি দিয়ে আমার কাছে
এগিয়ে আসল,,
আমি প্রথমে পিচ্চিটার আচল ঠিক
করলাম,,
পিচ্চিটার শরিরে আমার হাত লাগতেই
পিচ্চিটা কেপে উঠল,,
তারপর পেটের নাভী সহ কিছুটা অংশ
বেরেয়ে এসেছিল সে জায়গা শাড়ি দিয়ে
ডাকতে গিয়ে আমার হাত লেগে গেল ওর
পেটে,,
পিচ্চিটা চিটকে আমার থেকে সরে পিছিয়ে
গেল,,
আমি বললাম,,
-- কি হল? এভাবে পিছিয়ে গেলে কেন?
-- কিছুনা !
বলেই পিচ্চিটা আবার আমার দিকে এগিয়ে
আসল,,
আমি এবার পিচ্চিটা যে জায়গায় হাত দিয়ে
ধরে রেখেছিল সেটা ওর হাত থেকে নিলাম,,
আমি ওর হাত থেকে নিয়ে শাড়িটা কুচি
দিতে লাগলাম,,
কুচি দিয়ে যেই ওর নাভীর নিচে গুজতে যাব
তখনই পিচ্চিটা আমার হাত ধরে ফেলল,,
-- এটা আমাকে দাও, আমি পারব !
আমি আর কিছু না বলে ওর হাতে কুচিটা
ধরিয়ে দিলাম,,
পিচ্চিটা কুচি হাতে নিয়ে বাথরুমে ডুকে গেল

কিছুক্ষণ পর পিচ্চিটা বাথরুম থেকে
শাড়িটা ঠিক করে বেরিয়ে আসল,,
পিচ্চিটার চোখ দুটো লাল হয়ে অনেক
ফুলে আছে,,
-- তর....অহ সরি, তোমার চোখ মুখ
এরকম লাগছে কেন?
তুমি কি কান্না করছিলে নাকি?
-- কি বল কি, আমি কান্না করতে যাব
কেন?
-- অহ..আচ্ছা !
এতক্ষণ পিচ্চিটাকে আমি ভালকরে খেয়াল
করি নাই,,,
এখন চোখ পড়তেই আমি হা করে তাকিয়ে
রইলাম,,
পিচ্চিটাকে শাড়িতে এত সুন্দর মানিয়েছে
যে আমি লিখে বুঝাতে পারব না,,
কালো শাড়ির কালো চুলগুলা ছেড়ে
আসছে পিচ্চিটা,,
একদম মায়াবতী লাগছে পিচ্চিটাকে,,
পিচ্চিটা আমার তাকানো দেখে লজ্জা
পেল,,
-- কি দেখছ?
--(তোমাকে খুব সুন্দর লাগছে)
এই কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে
আটকে গেলাম,,
নিজেই নিজেকে বলতে লাগলাম,,
আমি এসব কি ভাবছি,, অ তো একটা পিচ্চি
মেয়ে, ও তো আমার চাচাত বোন,, আমি
তো কোনো দিনও ওকে বউ হিসেবে
মেনে নিতে পারব না,,
তাহলে কেন আমি ওর দিকে এরকম ভাবে
তাকিয়ে আছি??
পিচ্চিটা আবার বলল,
-- কি হল কি ভাবছ?
-- কিছুনা ৷
বলেই আমি বাথরুমে ডুকে গেলাম,,
ফেসবুক পেজ: নিঃস্বার্থ ভালোবাসা
শাওয়ার ছেড়ে অনেক্ষণ গোসল করলাম,,
গোসল শেষে মনে হল,,শিট আমি তো
টাওয়াল সাথে আনি নাই,,
পড়নে যে কাপর গুলা নিয়ে বাথরুমে ডুকে
ছিলাম সেগুলাও বিজিয়ে ফেলেছি,
এখন আমি বাথরুম থেকে বের হই কিভাবে?
বাথরুমের দ

17/01/2024

পিচ্চি_বউ
লেখক:pîccî šåbbî
পর্ব - ৭
-- আমরা যেকটা দিন একসাথে থাকব,
সেকটা দিন কি আমরা স্বামী স্ত্রীদের
মত থাকতে পারি না?
-- মানে...? তুই কি বলতে চাইছিস?
-- আরে আমি তোমার কাছে স্ত্রীর
অধিকার চাই নাই,
আমি বলছি আমরা স্বামী স্ত্রীদের মত
ব্যবহার করতে পারি কি না?
পিল্জ আমার এই শেষ ইচ্ছাটা রাখ,,৷
পিচ্চিটা প্রায় কেদেই দিল,,
-- আচ্ছা ঠিক আছে !
-- সত্যিই...!
-- হুম...
পিচ্চিটা আমার হাত হালকা জড়িয়ে ধরে
বলল,,
-- Thank you....
রিক্সা এসে আমাদের বাড়িতে দাড়াল,,
ঘড়ে ডুকে অবাক হয়ে গেলাম,,
চাচা,চাচি,শিহাব আরও অনেকই আমাদের
ড্রইং রুমে বসে আছে,
পিচ্চিটা ওর আম্মু আব্বুকে দেখে দৌরে
গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল,,
তারপর ওর আম্মুকে ছেরে ওর আব্বুকে
জুড়িয়ে ধরার সাথে সাথেই কান্না করে
দিল,,
চাচা বললেন,
-- আরে পাগলী মেয়ে কাদছিস কেন?
-- বাবা ত,তুমি কেমন আছ উহুহুহুহু,,?
(পিচ্চিটা হয়তো ওর বাবাকে একটু বেশিই
ভালবাসে তাই এরকম ভাবে কান্না করছে)
-- হা হা হা,,, দেখ পাগলী মেয়ের কান্ড,
আমি ভাল আছি রে মা, তুই কেমন আছিস?
(মুখে হাসি দিলেও চোখ দিয়ে পানি ঠিকই
পড়ছে)
-- ভ,ভাল,,,! বলেই আবার ডুকরে ডুকরে
কান্না করতে লাগল ৷
চারিপাশে দেখলাম পিচ্চিটার কান্না দেখে
সবার চোখে পানি চলে এসেছে ,
আমার ওদের দেখে কোনো কষ্ট হচ্ছে
না, কারণ আমি জানি আর কয়েকমাস পর
পিচ্চিটা ওর আম্মু আব্বুর কাছে চলে যাবে,
তাই আমার তেমন কষ্ট হচ্ছে না ৷
চাচা পিচ্চিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে
আর শান্তনা দিচ্ছেন,
এবার পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে
কপালে একটা চুমু খেলেন ৷
পিচ্চিটা এবার কিছুটা শান্ত হল,,
আম্মু আমাকে ইশারায় বললেন চাচ
চাচিকে সালাম করতে,
আমি এগিয়ে গিয়ে চাচা চাচিকে সালাম
করলাম,,
এবার আব্বু পিচ্চিটাকে বললেন,
-- যাও মা, ব্যাগ পত্র গুছিয়ে নাও, আজ
তোমরা তোমাদের বাড়ি যাচ্ছ, তোমার
আব্বু আম্মু তোমাদের নিতেই এসেছেন,,
পিচ্চিটা একবার আমার দিখে তাকিয়ে
উপরে রুমে যেতে লাগল,,
আব্বু আমাকে বললেন,,
-- কিরে তুই দাড়িয়ে আছিস কেন?
ব্যাগ পত্র গুছিয়ে নে, তোদের গ্রামে
গিয়ে 4-5 দিন থাকতে হবে ৷
আমি অবাক হয়ে বললাম,,
-- আব্বু আমাকেও যেতে হবে নাকি?
চাচা বললেন,
-- হ্যা.. বাবা ! বিয়ের পর শশুর বাড়ি গিয়ে
কয়েকদিন থাকতে হয়, এটা নিয়ম !
আর তছাড়া তুমি যেখানে যাচ্ছ সেটা ত শুধু
তোমার শশুর বাড়ি না, তোমার নিজেরও
বাড়ি ৷
-- চাচা বলছিলাম কি আমি না গেলে কি হয়
না?
আব্বু বললেন,,
-- না

17/01/2024

.
লেখক:pîccî šåbbîr
পর্ব - ৬
এখন আমি কি করি?
সবাই আমার দিকে রাগী চোখে তাকিয়ে
আছে,,
আমি বললাম,
-- কিরে তরা এভাবে মাঝরাস্তায় দাড়িয়ে
আছিস কেন?
সায়ান-- এদিকে যাওয়ার সময় তকে আমরা
পিছন থেকে কত ডেকেছি তুই শুনলি না
কেন?(রেগে)
-- অহহ...তরা ডেকেছিলি, আমি হয়তো
শুনতে পারি নাই,,!
রিহান -- কি রে মামা,,পিছনে সুন্দরি
মাইয়াটা কে?(আমাকে চোখ টিপে বলল)
আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম,,
সায়ান-- হ্যা রে মেয়েটা কে?
আমি কিছু বলছি না দেখে পিচ্চিটাই বলল,,
-- আমি ওর ব....
পিচ্চিটাকে বলতে না দিয়ে আমি বললাম,,
-- অ আমার চাচাত বোন ৷
পিচ্চিটা আবার কান্না শুরু করে দিল,,
-- এএএএএ... তুমি আমাকে আবার বোন
বলছ,, আমি বাড়িতে গিয়ে শশুর আব্বাকে
সব বলব ৷ নিজের বউকে বোন বলা হচ্ছে,,

আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠল,,
"বউউউ"
সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে
রইল,,
ওরা আমাকে প্রশ্ন করতে যাবে তখনই
আমি বললাম,,
-- বাড়ি থেকে ফিরে এসে সব বলছি?
এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে
আসলাম,,
-- এই পিচ্চি নামম,, বাড়ি চলে এসেছি ৷
পিচ্চিটা বাইক থেকে নামতেই আমি বাইক
আবার স্টার্ট দিলাম,,
পিচ্চিটা বলল,,
-- বাসায় কবে ফিরবে?
-- সেটা তকে বলে যেতে হবে নাকি?
(রেগে)
বলেই বাইক চালিয়ে চলে আসলাম
বন্ধুদের কাছে,,
বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখণ যে
বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই,,
বাসাতে ডুকতেই দেখি আব্বু ড্রইং রুমের
সুফাতে বসে আছেন,,
আমাকে দেখে আব্বু সুফা থেকে ওঠে এসে
আমার সামনে দাড়ালেন,
তারপর বললেন,
-- তর কি কান্ডজ্ঞান বলতে কিছু নেই?
-- আব্বু.....
-- চুপ কর(ধমক দিয়ে) ঘড়ে যে তর একটা
বউ আছে সেদিকে কি খেয়াল আছে? মেয়েটা সেই
কখন থেকে না খেয়ে তর জন্য বসে আছে,
আর তুই সারাদিন বখাটেদের মত ঘুড়ে
বেরাচ্ছিস,,
আর নিজের ফোনটাও অফ করে রাখছিস?
আমি মাথা নিচু করে বললাম,
-- ফোনে চার্জ ছিল না, তাই আপনা
আপনিই অফ হয়ে গেছে !
আম্মু এসে বললেন,,
-- যা রুম থেকে বউমাকে নিয়ে আয় !
মেয়েটা সেই কখণ থেকে তর জন্য অপেক্ষা
করে বসে আছে ৷
আমি রুমে ডুকার আওয়াজ পেয়ে পিচ্চিটা
বেলকুনি থেকে দৌরে আমার কাছে এসে
বলল,,
-- তুমি চলে এসে.....
-- ঠাসসসস..
পিচ্চিটা গালে হাত দিয়ে আমার দিকে
প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে,,
আমি বললাম,,
--এই পিচ্চি তকে কে বলেছে আমার জন্য
না খেয়ে বসে থাকতে?
পিচ্চিটার চোখের পানি গড়িয়ে পড়ল,,
আমি আবার বললাম,,
-- আজ শুধু তর জন্য আব্বু জীবনে এই

14/01/2024

-- সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন "
-- ভালোবাসার জন্য রূপ নয়...!
একটা সুন্দর মনের প্রয়োজন....!! ❤️💝

14/01/2024

𝚕𝚒𝚏𝚎 𝚒𝚜 𝚜𝚑𝚘𝚛𝚝,𝚖𝚊𝚔𝚎 𝚒𝚝 𝚎𝚙𝚒𝚌 🖤🥀
🖤🥀জীবন সংক্ষিপ্ত,এটি মহাকাব্য করুন

14/01/2024

.
আমি Signal সেটা বড় কথা নয়।🤕
বড় কথা হলো আপনি বানান টা ভুল পড়ছেন 🐸🤣🙄

14/01/2024

কাউকে মিথ্যা বলে খুশী করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। ┉┅━❀🔷🖤🔷❀━┅┉এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না।┉┅━❀🔷🖤🔷❀━┅┉

14/01/2024

কাটবে রাত, আসবে প্রভাত।
যাক, মুছে যাক, পুরাতন সব দুঃখ।
নতুন বছর নতুন আশা,
সঙ্গে থাকুক ভালোবাসা।
❤️🥰🥀

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pîccî šåbbî posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share