Halda24

Halda24 সত্য ও সুন্দরের সাথে

15/06/2024

আমতলী জামে মসজিদের মুসল্লিদের সুবিধার্তে মসজিদটি এসি করা হয়েছে।মসজিদ পরিচালনা কমিটিকে দেশীয় পণ্য ওয়ালটনের উপর আস্হা রাখায় ধন্যবাদ জানান উত্তর ফটিকছড়িতে ওয়ালটন অনুমোদিত একমাত্র ডিলার সুরাইয়া এন্টারপ্রাইজ। সুরাইয়া এন্টারপ্রাইজ মসজিদে এসি স্হাপনে দিচ্ছে সর্বোচ্চ ডিস্কাউন্ট।

14/06/2024

ওয়ালটন ফ্রিজের ঈদুল আজহার সেরা কালেকশন গুলো নগদ ও সহজ কিস্তিতে পাবেন উত্তর ফটিকছড়িতে ওয়ালটন অনুমোদিত একমাত্র ডিলার হেয়াকো বাজারে অবস্হিত সুরাইয়া এন্টারপ্রাইজে।
বিস্তারিত জানতে ফোন-০১৯৭৮-৬৭০৬০৭(ম্যানেজার)

13/06/2024

হেয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠান "ওহাব মেডিকেল হল" ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম।

13/06/2024

ঐতিহ্যবাহী কয়লা বাজারে জমে উঠছে এক বিশাল গরু ছাগলের হাট 🐂🐃

13/06/2024

ঐতিহ্যবাহী হেয়াকো বেকের বাজারে জমে উঠছে এক বিশাল গরু ছাগলের হাট 🐂🐃

ফটিকছড়ির বনে অবমুক্ত লজ্জাবতী বানর===============================দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানরকে চট্টগ্রামের ফটিকছড়ির হা...
08/06/2024

ফটিকছড়ির বনে অবমুক্ত লজ্জাবতী বানর
===============================
দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানরকে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারী খীল বন্যপ্রাণী অভয়ারন্যে অবমুক্ত করা হয়েছে।শুক্রবার (৭ জুন) রাতে ইউএওর নির্দেশে রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বানরটি অবমুক্ত করেন।
সূত্র জানায়, কয়েকদিন আগে বৃষ্টি বাদলের দিনে একটি লজ্জাবতী একটি বানর পথ ভুলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের লোকালয়ে চলে আসে। এসময় স্থানীয় লোকজন এটিকে খাঁচায় বন্ধি করে। পরে স্থানীয় যুবক নজরুল খান জয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীরকে বিষয়টি জানান। পরে বানরটি উদ্ধারকারীদের উপস্থিতিতেই উপজেলার হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করার জন্য হাজারীখীল রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেন। শুক্রবার রাতেই তিনি বানরটি সেখানে অবমুক্ত করেন।

আগামী ২৮/৬/২৪ ইং শুক্রবার এবং ২৯/৬/২৪ ইং শনিবার দুই দিন ১,২,৯নং ওয়ার্ডের ২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত নিবন্ধিত ভোটার গনকে সকাল...
08/06/2024

আগামী ২৮/৬/২৪ ইং শুক্রবার এবং ২৯/৬/২৪ ইং শনিবার দুই দিন ১,২,৯নং ওয়ার্ডের ২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত নিবন্ধিত ভোটার গনকে সকাল ৯টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত মহিলা এবং ১২.৩০ মিনিট থেকে ৪ টা পর্যন্ত পুরুষদের মাঝে সিডিউল অনুযায়ী স্মার্ট কার্ড প্রদান করা হবে হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

08/06/2024

নিচিন্তা ঢালারমুখ জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আকতার উদ্দিন মাহমুদ পারভেজ

প্রেমের টানে ফটিকছড়ির মুনাফখিলে শ্রীলঙ্কান তরুণী.================================ফটিকছড়ির মুনাফখিলের এজাহার মিয়ার ছেলে ম...
08/06/2024

প্রেমের টানে ফটিকছড়ির মুনাফখিলে শ্রীলঙ্কান তরুণী.
================================
ফটিকছড়ির মুনাফখিলের এজাহার মিয়ার ছেলে মোহাম্মাদ মোরশেদ।কাজের সুবাদে বেশ কয়েক বছর আগে তিনি মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে পাড়ি জমান। সেখানে তার সাথে পরিচয় হয় শ্রীলঙ্কান তরুণী পচলার। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সেই প্রেম পরিণত হয়ে উপজেলার মুনাফখিলে এসে বিয়ের পিড়িতে বসেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী।

গতকাল বৃহস্পতিবার মোরশেদের মুনাফখিলের বাড়িতে ১লাখ ১টাকা কাবিনে এই যুগলের আকদ সম্পন্ন হয়।আজ শুক্রবার রাতে তাদের রিসিপশনের আয়োজন করা হয়।বিয়ে উপলক্ষে পচলার পরিবারের সদস্যরাও ফটিকছড়িতে এসেছেন।

এদিকে এই বিয়ের খবর চাওর হতেই লোকজন মোরশেদের বাড়িতে ভীড় করছেন।মোরশেদের পরিবার সবার কাছ থেকে দোয়া চেয়েছেন।

03/06/2024

নিত্য নতুন ডিজাইনের ওয়ালটন ফ্রিজ। স্টক শেষ হবার আগেই বিশেষ ডিস্কাউন্টে সংগ্রহ করুন আপনার পছন্দের ফ্রিজটি।রয়েছে কিস্তির সুবিধা।
উত্তর ফটিকছড়িতে ওয়ালটন অনুমোদিত একমাত্র ডিলার সুরাইয়া এন্টারপ্রাইজ।ইসলামিয়া টাওয়ার (২য় তলা), মেইন রোড, হেয়াকো বাজার,ভূজপুর,চট্টগ্রাম।
মোবাইল ০১৯৭৮-৬৭০৬০৭ (ম্যানেজার)

দালালদের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না!!==============================মোঃ কামাল উদ্দিনদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্...
02/06/2024

দালালদের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না!!
==============================
মোঃ কামাল উদ্দিন
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসী রেমিট্যান্স।দেশের অনেক বেকার যুবক প্রবাসে পাড়ি দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।তারই ধারাবাহিকতায় দেশের এক শ্রেনীর নাগরিকদের মাঝে বিদেশে পাড়ি দেয়ার ধুম পড়েছে।এটা অবশ্য খারাপ কিছু নয়!কিন্তু বিপত্তি হল এই বিদেশে পাড়ি দিতে ইচ্ছুক জনগুষ্টিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক শ্রেনীর দালাল চক্র।অনেকে বিদেশ পাড়ি দিতে বুঝে হোক, না বুঝে হোক মিথ্যা কথার ফুলঝুড়িতে আশ্বস্হ হয়ে সহায় সম্বল বিক্রী করে,এনজিওর কিস্তি নিয়ে আদম বেপারী কিংবা দালালদের হাতে টাকা তুলে দিচ্ছে।কোন ডকুমেন্ট ছাড়া,স্বাক্ষী প্রমাণ ছাড়া অনেকটা চুপিসারে লেনদেন সম্পন্ন করা হয়!কথা আর কাজে মিল না হলে ভূক্তভোগীরা মেম্বার,চেয়ারম্যানের দারস্হ হয়।এ ধরনের বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে পেয়েছি।যার বেশির ভাগই হল স্বাক্ষী- প্রমাণ ছাড়া। ভিসা নিয়ে ঘুরাঘুরি, মাসের পর মাস, বছরের পর বছর পার হয় কিন্তু ভিসা আসেনা! আবার বিদেশে পাড়ি দিলেও দেখা যায় এক কাজের কথা বলে অন্য কাজ দেয়া,ভূয়া ভিসা অথবা টূরিস্ট ভিসায় বিদেশে নিয়ে ছেড়ে দেয়া,অবৈধ পথে ইউরোপ পৌছে দেয়ার চুক্তিসহ নানা রকম অভিযোগ। আবার অনেক ভিসার চুক্তিতেই দেখা গেছে কয়েক হাত পরিবর্তন হচ্ছে।মূল আদম বেপারি থাকে পর্দার আড়ালে। সামান্য কিছু টাকার জন্য যারা এলাকার সহজ সরল লোকদেরকে বিপদে ফেলছে তাদেরকে ছাড় দেয়া উচিত নয়। দালালদের খপ্পরে পড়ে সহায় সম্বল হারিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে নিঃস শত শত পরিবার।কিন্তু যারা এদের সাথে লেনদেন করছে তাদেরকেও সর্তক থাকতে হবে।যারা বিদেশ যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে অনুরোধ আদম বেপারি কিংবা দালালদের সাথে যদি চুক্তি করতে হয় তাহলে পারলে লিখিতভাবে স্বাক্ষী প্রমাণ নিয়ে চুক্তি করবেন।অতীত ইতিহাস ভালো এলাকার এমন বিশ্বস্হ লোকদের সাথে লেনদেন করা অনেকটা নিরাপদ।
কথায় আছে ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না!

সাংবাদিক ছৈয়দ মাসুদেরপিতার ইন্তিকাল : শোক ==================ফটিকছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্ত'র ফটিক...
01/06/2024

সাংবাদিক ছৈয়দ মাসুদের
পিতার ইন্তিকাল : শোক
==================
ফটিকছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্ত'র ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি, থানা রোড়স্থ 'এম জে লেডিস জোন'র স্বত্ত্বাধিকারী সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ মাসুদের পিতা এবং চট্টগ্রাম দারুল উলুম আলিয়া ও বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, দেশের নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমানের বড় ভাই, বিবিরহাট বাজারের প্রবীণ ব্যবসায়ী ছৈয়দ আবু জাফর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোক প্রকাশ: ফটিকছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্ত'র ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি ছৈয়দ মোহাম্মদ মাসুদ'র পিতা ছৈয়দ আবু জাফর এর মৃত্যুতে ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরীসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক-আমীন।

নানুপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল আলম=====================================ফটিকছড়ি উপজেলার ১৪নং ইউনিয়ন পরিষদের ...
01/06/2024

নানুপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল আলম
=====================================
ফটিকছড়ি উপজেলার ১৪নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউপির ১নং ওয়ার্ড থেকে দু'বারের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ তৌহিদুল আলম।
ইউপি চেয়ারম্যান নুরুন্নবী রওশন সম্প্রতি আরব-আমিরাত সফরে থাকায় তৌহিদুল আলম এ দায়িত্ব পালন করছেন।
দায়িত্বপালনে ইউনিয়নের সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদ।

হারানো বিজ্ঞপ্তি  =================হেয়াকো বেক বাজার পূর্ব পাড়াসস্হ "মরহুম আব্দুস সালাম মাস্টারের"মেয়ে মানসিক প্রতিবন্ধী ...
24/05/2024

হারানো বিজ্ঞপ্তি
=================
হেয়াকো বেক বাজার পূর্ব পাড়াসস্হ "মরহুম আব্দুস সালাম মাস্টারের"মেয়ে মানসিক প্রতিবন্ধী রোগী
দাঁতমারা চা বাগানের জি.এম এয়াকুব আলীর শালিকা এবং হেয়াকো বনানী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা আফরোজা আকতার ডলির ছোট বোন শিরিনা আক্তার কে আজ বেলা ১১ টা থেকে বাসায় খুজে পাওয়া যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে তিনি আশেপাশে কোথাও আছেন অথবা যেকোন গাড়ি ধরে আশ পাশের এলাকায় চলে যেতে পারেন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার দেখা পেয়ে থাকেন অথবা তাকে কোথাও দেখেছেন বলে মনে হয় তাহলে নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। তার একমাত্র মেয়ে এবং বাসার সকলেই অধীর আগ্রহে তাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছেন।

দয়া করে নিম্নের ছবিটি ভালভাবে লক্ষ্য করুন এবং তাকে যেখানে দেখবেন সাথে সাথেই যোগাযোগ করার বিশেষ অনুরোধ করা হয়েছে।
অভি-01833-247879
মিজান চৌধুরী সুমন :01811-988105
পোস্টটি শেয়ার করুন,যাতে পরিবার তার সন্ধান পায়!

20/05/2024

জসিম মেম্বার বাগানবাজার

20/05/2024

জেসমিন মেম্বার বাগানবাজার ইউপি

20/05/2024

নির্বাচিত হলে উত্তর ফটিকছড়িতে ফায়ার সার্ভিস স্হাপনের উদ্যোগ নেব- সৈয়দ জাহেদুল্লাহ্ কুরাইশি

17/05/2024

জমে উঠেছে ঐতিহ্যবাহী বাগান বাজার গরুর হাট

10/05/2024

আজ ১০/০৫/২০২৪ তারিখ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুরের ৭নং ওয়ার্ডের চন্দ্রাখিল, বড়ুয়াপাড়ায় জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে পণ্যের বাজারজাতকরণ, উৎপাদন ও বিপননের অপরাধে "হাজী এজাহার সোপ এন্ড সন্স" সাবান কারখানায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা কারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইস্টিটিউশন আইন, ২০১৮ বিধি মোতাবেক কারখানা বন্ধ, কারখানার ও কারখানা পাশ্ববর্তী একটি গোডাউন হতে ১২০০ বস্তা সাবনসহ বিপুল পরিমান খোলা সাবান, সাবানের খালি মোড়ক, প্যাকেটিং মেশিনসহ ৩৫০টি ক্যামিকেলের ড্রাম জব্দ এবং কারখানা মালিক আমান উল্লাহ, পিতা-হাজী এজাহার মিয়া, সাং- পূর্ব ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ০১ লক্ষ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও ০৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা এনএসআই ও বিএসটিআই কার্যালয়ের প্রতিনিধি এবং ভূজপুর থানা পুলিশ উপস্থিত ছিল।

২। অভিযানে কারখানায় জব্দকৃত মালামালের বিবরণঃ
ক। সিলিকেট পূর্ব ড্রাম - ৫৪টি (প্রতিটি ড্রামে ৩৫০ কেজি সিলিকেট ধারণ করে)।
খ। পাম স্টিয়ারেট ড্রাম - ৩০টি (প্রতিটি ড্রাম ১৮৬ কেজি ধারণ করে)।
গ। সোপ অয়েল ড্রাম - প্রায় ২৩০টি (প্রতিটি ড্রাম ১৮৬ কেজি ধারণ করে)।
ঘ। কোকোনাট অয়েল ড্রাম - প্রায় ৩৫টি (প্রতিটি ড্রাম ১৮৬ কেজি ধারণ করে)।
ঙ। বর্জ্য ভর্তি ড্রাম (অব্যবহারযোগ্য)- ৩৫টি।
চ। খালি ড্রাম সংখ্যা- ৫০টি (প্রায়)।
ছ। কষ্টিক সোডা ৫০ কেজির বস্তা- ৬৯টি।
জ। সুগন্ধি জার (২৫ কেজি করে)- ৬টি
ঝ। ফোম (ফেনা) পাউডার (১০ কেজি করে)- ৪ বস্তা
ঞ। ২৫০ কেজি পর্যন্ত পরিমাপক পাল্লা- ১টি
ট। ২০ কেজি পর্যন্ত পরিমাপক পাল্লা- ১টি
ঠ। ঝালাই (প্যাকেট/ বস্তা সেলাই) মেশিন- ১টি
ড। সাবান বানানোর ডাইস (৭টি ক্যারেট পূর্ণ)- ১৫০০ পিস।
ঢ। খালি প্লাস্টিকের বস্তা - ১৫০ টি।
ণ। খালি মোড়কপূর্ণ বস্তা-৩টি (প্রতি বস্তায় ২০ কেজি মোড়ক ধারণ করে)।
ত। খোলা সাবান (২৫০ গ্রাম ওজনের) - প্রায় ২০০০ পিস।
থ। খোলা সাবান (৫০০ গ্রাম ওজনের) - প্রায় ৩০০ পিস।
দ। ১০ কেজি ওজনের সাবান ভর্তি বস্তার সংখ্যা- প্রায় ৫০টি।
ধ। ২০ কেজি ওজনের সাবান ভর্তি বস্তার সংখ্যা- প্রায় ৪৩ টি।
ন। ৩০ কেজি ওজনের সাবান ভর্তি বস্তার সংখ্যা- প্রায় ৩১টি।

উল্লেখ্য, কারখানা থেকে ৫০০ মিটার দূরে কারখানার একটি গোডাউন হতে জব্দকৃত মালামালের বিবরণ -
প। ২০ কেজি ওজনের সাবান ভর্তি বস্তার সংখ্যা- আনুমানিক ৯০০টি।
ফ। ৩০ কেজি ওজনের সাবান ভর্তি বস্তার সংখ্যা- আনুমানিক ২২০টি।
ব। খালি মোড়ক পূর্ণ বস্তা- প্রায় ৩০টি।
ভ। খালি বালতির সংখ্যা - প্রায় ৩২০টি।
ম। বস্তার সেলাই মেশিন- ১টি।

ক। বর্ণিত প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের ভূয়া রেজিস্ট্রেশন নম্বর ও স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায়) বাজারজাত করে থাকে।
খ। কারখানার ও কারখানার পাশ্ববর্তী গোডাউন বন্ধ ঘোষণাসহ সকল মালামাল অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করার নির্দেশ দেন এবং ভূজপুর ইউপি চেয়ারম্যান এবং বিএসটিআইয়ের জিম্মায় জব্দ কৃত মালামাল রক্ষণাবেক্ষণ ও ভূজপুর থানা পুলিশকে জব্দকৃত মালামালের নিরাপত্তা প্রদানের লিখিত আদেশ প্রদান করেন।
গ। কারখানা হতে বিভিন্ন রকমের ১২টি বল সাবান সিলগালে করে বিএসটিআই প্রতিনিধি সংগ্রহ করেন এবং পরীক্ষাগারে সাবানের মান যাচাই-বাছাই শেষে বিএসটিআই, মহাপরিচালকের নির্দেশে এ বন্ধ কারখানা ও গোডাউন এবং জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বিএসটিআই, প্রতিনিধি সূত্রে জানা যায়।
ঘ। বর্তমানে কারখানা ও কারখানা পাশ্ববর্তী গোডাউনে তালা বদ্ধ করে ভূজপুর থানা পুলিশের হেফাজতে চাবি প্রদান করা হয়েছে।
ঙ। কারখানা মালিক নগদ ০১ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করে যা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে উপজেলা সহকারী কমিশনার ভূমি সূত্রে জানা যায়।
চ। অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উপজেলা প্রশাসন প্রেস রিলিজ উল্লেখ করেন কারখানা ও গোডাউনে সংরক্ষিত আনুমানিক ২৭,৬০০ কেজি বল সাবান জব্দ করা হয় (যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা)।
ছ। বর্ণিত সাবান কারখানার বর্জ্য পার্শ্ববর্তী কৃষিজমি ও পুকুরের পানিতে মিশে পরিবেশের ও জীব বৈচিত্র্যের ক্ষতিসাধনসহ কৃষি জমির ঊর্বরতা হ্রাস করছে মর্মে প্রতীয়মান।

08/05/2024

হেয়াকো সুরাইয়া এন্টারপ্রাইজে ওয়ালটন ফ্রিজ পাচ্ছেন সহজ কিস্তিতে

03/05/2024

উৎসবমূখর পরিবেশে সরাসরি ব্যালেটের মাধ্যমে ১নং ওয়ার্ডস্হ পূর্বসোনাই সমাজের সর্দার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।১১৩ জন ভোটারের মধ্যে ৯৬ জন তাদের পছন্দসই প্রতীকে ভোট প্রদান করেন। ৩ জন প্রার্থীর মধ্যে বই মার্কা নিয়ে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে ২ বছরের জন্য সর্দার নির্বাচিত হলেন মোঃ দাউদুল ইসলাম।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার সাংবাদিক কামাল উদ্দিন এবং সহকারি কমিশনার ছিলেন ইবরাহীম খলিল।সার্বিক সহযোগীতা করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

02/05/2024

অবশেষে রহমতের বৃষ্টি

শ/ঙ্কা  কাটিয়ে উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী চিকনছড়া মঙ্গলবার এবং বাগানবাজারে শুক্রবার গরুরহাট বসবে বলে জানিয়েছেন ইজারাদার...
28/04/2024

শ/ঙ্কা কাটিয়ে উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী চিকনছড়া মঙ্গলবার এবং বাগানবাজারে শুক্রবার গরুরহাট বসবে বলে জানিয়েছেন ইজারাদারগণ।সমঝোতা

এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা!গ্রেফতার আবু তাহের বলেন‘তাকে ১ বছর আগে হত্যা করা উচিত ছিল===============================ফটিকছ...
27/04/2024

এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা!গ্রেফতার আবু তাহের বলেন‘তাকে ১ বছর আগে হত্যা করা উচিত ছিল
===============================
ফটিকছড়িতে নুর হোসেন নামে এক 'বৈদ্য'কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে দশটার উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি বৈদ্যের কাজ করতেন। অভিযুক্ত আবু তাহেরের বাড়ি ওই এলাকার খান মোহাম্মদ পাড়ায়।
স্থানীয়রা জানান, হঠাৎ মানুষের আওয়াজ শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নুর হোসেন বৈদ্য পড়ে আছে। সবাই বলছে তাকে নাকি দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে কয়েকজনকে দিয়ে অটোরিকশা করে স্থানীয় একটি হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই। পরে অভিযুক্ত আবু তাহেরকে খুনের কাজে ব্যবহৃত দা'সহ গ্রেফতার করা হয়। নুর হোসেন একজন কবিরাজ। তিনি তাবিজ যাদু-টুনা এসব করতেন। অন্যদিকে আবু তাহেরের দাবি, নুর হোসন তাকে তাবিজ ও যাদু-টুনা করে পাগল করে দিয়েছে। তাই সেই ক্ষোভ থেকে নুর হোসেনকে দা গিয়ে কুপিয়েছে।
ওসি আরও বলেন, যতটুকু যেনেছি আসামি আবু তাহেরের বংশগতভাবে মাথায় একটু মানসিক সমস্যা আছে। ঘটনার পর আমরা তাকে একটি ঘরে দরজা বন্দী করে প্রায় এক ঘন্টা কৌশলে অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। তখন তার হাতে দা'টি ছিল। সে আগেও এরকম করেছে বলে শুনেছি। তার যখন হাতে টাকা পয়সা থাকে না তখন মানসিকভাবে উশৃংখল হয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের পুলিশকে জানায়, 'তাকে আরও দশ বছর আগে থেকে হত্যা করা উচিত ছিল। সে আমাকে তাবিজ করে পাগল বানিয়ে দিয়েছে।' নুর হোসেনের পরিবারের দায়ের করা মামলায় আসামি তাহেরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

24/04/2024

হেয়াকো বেক বাজারে জমে উঠছে গরু ছাগলের হাট

Singer 𝗥𝗲𝗰𝗵𝗮𝗿𝗴𝗲𝗮𝗯𝗹𝗲 𝗙𝗮𝗻এই লোডশেডিং আর প্রচন্ড গরমে আপনার প্রিয় পরিবারকে অসহনীয় গরম থেকে মুক্ত করতে সিঙ্গার ব্রান্ডের ম...
23/04/2024

Singer 𝗥𝗲𝗰𝗵𝗮𝗿𝗴𝗲𝗮𝗯𝗹𝗲 𝗙𝗮𝗻
এই লোডশেডিং আর প্রচন্ড গরমে আপনার প্রিয় পরিবারকে অসহনীয় গরম থেকে মুক্ত করতে সিঙ্গার ব্রান্ডের মুভিং ফ্যানটি এক কথায় অসাধারণ। ৪৫° রোটেশন সবদিকে ঘুরে ঘুরে বাতাস দিবে। উপর নিচে ৬০° উঠানো-নামানো যাবে।

এই রিচার্জেবল ফ্যানের সবচেয়ে বড় সুবিধা হল এটা একই সাথে বিদ্যুৎ এবং সোলারে চলবে। বিশেষ পরিস্হিতিতে বিদ্যুৎ না থাকা অবস্হায় এই ফ্যান থেকে মোবাইলে চার্জ দেয়া যাবে। এছাড়া সাথে রয়েছে এলইডি লাইট। সব জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন। এই রিচার্জেবল ফ্যানটি রান্নাঘর বেডরুম, বসার ঘর, ডাইনিং রুম ও অফিসের ডেস্কে ব্যবহার করতে পারবেন।মূল্য ১৬" ৫ পাখা-৫,৯৯০/-
১২" ৩ পাখা-৪,৪৯০/-

📣পন্যের বিবরণঃ
✅ ফুল চার্জে ৫-৭ ঘন্টা একটানা ব্যবহার করতে পারবেন
✅ স্পিড লেভেল: নরমাল/মিডিয়াম/ফুল স্পিড
✅ নরমাল স্পিডে: ৫-৭ ঘণ্টা
✅ মিডিয়াম স্পিডে: ৫-৬ ঘণ্টা
✅ ফুল স্পিডে: ৩-৪ঘণ্টা+ চলবে
✅ ৩/৫ পাখা
✅ শব্দহীন মোটর
✅ ব্যাটারির ক্যাপাসিটি ৪০০০ এম্পিয়ার
✅ ব্যাটারি : Lithium
✅ চার্জিং: Type C & Micro USB
✅ ফ্যানের সাইজ: 12/16 Inch

হেয়াকোসহ এবং আশে-পাশের এলাকায় হোম ডেলিভারির সুবিধা। অডার করতে সরাসরি কল করুন ফোন:- 01978-670607(সুমাইয়া ইলেকট্রনিক্স)

18/04/2024

হেয়াকো মোহাম্মদপুর নুরানী মাদরাসার মাহফিলে বক্তব্য রাখেন দাতঁমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম সাহেব।

আসন্ন হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর নির্বাচনে সহ- সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও পল্লী ডায়াগনস্টি...
17/04/2024

আসন্ন হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর নির্বাচনে সহ- সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও পল্লী ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক ইমাম হোসেন চৌধুরী।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Halda24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share