begum24.com

begum24.com This is community based online daily published from london,serving to the community,part of london t

31/12/2023
যখন  #বেথেলহ্যামে ছিলাম, তখন দেখেছি  #প্রকৃতির এতো রুপ, রস, সৌন্দর্যের সব টুকু যেন  #আল্লাহপাক ঢেলে দিয়েছেন। এতো সুন্দর ...
24/12/2023

যখন #বেথেলহ্যামে ছিলাম, তখন দেখেছি #প্রকৃতির এতো রুপ, রস, সৌন্দর্যের সব টুকু যেন #আল্লাহপাক ঢেলে দিয়েছেন। এতো সুন্দর ছিম ছাম গোছানো শহর, মন প্রাণ ভরে যায়। পাশাপাশি ঐতিহ্যবাহী বেথেলহ্যাম গীর্জা আর মসজিদ অবস্থান। ফিলিস্তিন মিউনিপ্যাল কর্পোরেশনের ঠিক উলটো দিকেই নবী হযরত ইসা আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই বেথেলহ্যামে #খ্রিস্টান #মুসলমান সহ নানা ধর্মের ও জাতির লোক ভ্রমণের জন্য আসছেন, যাচ্ছেন। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে নিজ নিজ ভাষায় শ্রদ্ধা ও হ্নদয়ের আকুতি ঢেলে দিচ্ছেন।
আঁকা বাঁকা উচু পাহাড় ডিঙ্গিয়ে সমতল ভুমি আর শহর যেন প্রকৃতি তার নিজ হাতে সাজিয়ে রেখেছেন। চোখে না দেখলে বিশ্বাস করা যায়না বা যা বর্ণনার অতীত। ইসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যে গীর্জায় যান, সেই গীর্জার ভেতরেই রয়েছে মুসলমানদের জন্য নামাযের স্থান। এতো সুন্দর সহাবস্থান….
পশ্চিমতীরের আজকের নিদারুণ অবস্থায় চোখের পানি কেবল ঝড়ে পরে-
আল্লাহুম্মাহফিজহুম মিন ইমামিহিম, ওয়ামিন খালফিহিম, ওয়ামিন আইমানিহিম, ওয়ামিন শিমালিহিম
আল্লাহুম্মাহফিজ মসজিদিল আকসা
আল্লাহুম্মাহফিজিল মুসলিমিনা ফি ফিলিস্তিন
https://mixam.co.uk/print-on.../65569ee7182815012436130f...

১৬৮ সূর্যসেন হল,  #ঢাকাবিশ্ববিদ্যালয়। আমার বিশ্ববিদ্যালয় জীবনের অনেক সুখ-দুঃখের, নানান চড়াই-উৎড়াইয়ের স্মৃতি জড়িত। আমার ব...
24/12/2023

১৬৮ সূর্যসেন হল, #ঢাকাবিশ্ববিদ্যালয়। আমার বিশ্ববিদ্যালয় জীবনের অনেক সুখ-দুঃখের, নানান চড়াই-উৎড়াইয়ের স্মৃতি জড়িত। আমার বিশ্ববিদ্যলয় জীবনের প্রথম বর্ষের অর্ধেকের বেশী সময় কাল এই সূর্যসেন হলের ১৬৮ নম্বর রুমেই কেটেছে। এই রুমেই নিয়মিত আসতেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মালেক রতন, আখতারুজ্জামান, খায়রুজ্জামান খোকন সহ আরও অনেকেই।
মূলতঃ অগ্রজ সৈয়দ সাজিদুর রহমান ফারুকের আহবানেই এই রুমে আমি সরাসরি #সিলেট থেকে (রাতের মেইলে সকালে) #ঢাকা এসেই উঠি। তখন সাজিদুর রহমান ফারুক রুমে ছিলেন না। কোন এক হোটেলে নূরুল ফজল বুলবুল, রাউফুন বসু নিয়া সহ ছিলেন। কিন্তু সংবাদ বাহক আমাকে যথাযথভাবেই সংবাদ পৌছে দিয়েছিলেন। ১৬৮ নম্বর রুমে ঢুকেই মনটা আনন্দে ভরে গেলো। কারণ সেই রুমে তখন অবস্থান করছিলেন আরেক অগ্রজ সালেহ আহমেদ রাণু। রাণু আমাকে সব সময় মামা বলে সম্বোধন করতেন অত্যন্ত শ্রদ্ধার সাথে, যেন উনার একেবারে আপন মামা হিসেবে। তার কারণ হলো আমার আব্বাকে উনারা সবাই (ভাই বোন) নানা বলে সম্বোধন করতেন। সেই সুবাধে সালেহ আহমেদ আমাকে মামা বলে ডাকতেন। সেই সময় উনার সহপাঠী গ্রুপ #সাইকোলজির তিথিদের পুরো গ্রুপ আমাকে উনার আপন মামা মনে করতেন, কারণ রাণু সেভাবেই উনাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যেকারণে উনাদের সবাই বেশ সমীহ এবং স্নেহও করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালিন সময়ে সামরিক শাসনের যাতাকলে পরে অনেক তিক্ত অভিজ্ঞতা যেমন আছে, তেমনি অনেক মধুর আনন্দময় স্মৃতিও রয়েছে, সেই সাথে সূর্যসেন হল কেন্দ্রিক সিট সমস্যার নিষ্টুর এবং তিক্ত অভিজ্ঞতাও রয়েছে, যদিও আল্লাহপাক আমাকে উনার বিশেষ রহমত এবং দয়া দ্বারা সেই সব বিরূপ অবস্থা থেকে মিরাকলভাবেই উদ্ধার সহ সব সুষ্টু ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ পাকের হাজারও লাখো শোকরিয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে সালেহ আহমেদ রাণুর সাথে আমার আর দেখা সাক্ষত হয়নি। অথচ দীর্ঘদিন দুজন একই রুমে, একই হলে নানা স্মৃতি নিয়ে কাঠিয়েছি। ঢাকা শহরে অনেক জায়গা দুজন বেরিয়েছি। রানু #রোটার‍্যাক্ট ক্লাব করতেন। বলা যায় অনেকটা জোর করেই আমাকে রোটার‍্যাক্ট আন্দোলনে জড়িত করেছিলেন। দুজন এক সাথে ভ্যালেরির সাথে মিলে অনেক #চক্ষুশিবির, ব্লাড ডোনেশন প্রোগ্রাম করেছি।
চাকরি জীবনে যখন উনি এমসি কলেজের #প্রফেসর হয়ে আসেন, পরে প্রিন্সিপ্যালের দায়িত্ব পালন করেন-তখন তৃতীয় মাধ্যমে উনি একবার যোগাযোগ করেছিলেন। আমি আমার সাধ্যমতো সমস্ত ক্ষমতাপ্রয়োগ করে উনার জন্য কাজ করেছি। ইচ্ছা ছিলো দেশে গেলে সাক্ষাত করব, অনেক জমানো কথা দুজনে আলাপ করব।
সোশ্যাল মিডিয়ায় উনাকে সরব দেখেছি মাঝে মধ্যে। কখনও অসুস্থ্যতার খবর শুনিনি। সেদিনই জানলাম, উনি অসুস্থ্য ছিলেন। আল্লাহপাকের ডাকে উনি চির নিন্দ্রায় চলে গেছেন। মেধাবী এক শিক্ষককে জাতি হারালো।
আমরা অনেক দলীয় ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে দাফন করতে দেখেছি। সালেহ আহমেদ রানুর মতো মেধাবী প্রিন্সিপ্যালকে রাষ্ট্রীয় মর্যাদায় এজাতির দাফন করা উচিৎ ছিল। কেননা জাতির বুদ্ধিজীবী-জাতির বিবেক, মানুষ গড়ার কারিগরদেরকেও জাতি যদি সম্মান না দেয়, তাহলে আর কাকে দেবে..
আল্লাহপাক উনাকে #জান্নাতের সর্বোচ্চ আসনে #অধিষ্ঠিত করুন-এই আমাদের প্রার্থনা। আর পরিবারকে দান করুন ছবরে জামিল। #আমিন ছুম্মা আমিন।

07/11/2022

‘আমার মন খারাপ’-ছেলেটি সাহসী কাজ করেছে

07/11/2022

জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

22/10/2022

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে

04/09/2022

কবিতা।।দুঃখ ফেরি

03/09/2022

ধৈর্যশক্তি-সাহস-সততা দিয়েই কনা আজ সফল

26/08/2022

মিশেল ব্যাচলেটের কনফারেন্স।মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জায়গায় বাংলাদেশ নেই

22/08/2022

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধ হবে কবে?

18/08/2022

বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২

18/08/2022

কুলাউড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ

09/08/2022

বঙ্গমাতার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব

09/08/2022

অবসরের ইঙ্গিত সেরিনা উইলিয়ামসের

09/08/2022

বেগম মুজিব পদক পেলেন সেলিমা আহমাদ এমপি

02/08/2022

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের বাসিন্দা আলেয়া বেগম (৭৪)। তার স্বামী স্বামী জব্বার খাঁ মারা যাওয়ার পর ই.....

28/07/2022

সাহসী নারী পারিশা

22/07/2022

জন্ম নিয়ন্ত্রণ: দায়িত্ব কি শুধু নারীর?

09/07/2022

অসন্তুষ্টি থেকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলাকারী আগে থেকেই আবেকে হত.....

03/07/2022

বাংলাদেশ এবং বিশ্বের আজকের সর্বশেষ সংবাদ নিয়ে দ্য লন্ডন টাইমসের আজকের সংবাদ

03/07/2022

ডাক্তার।জরায়ুতে সমস্যা

02/07/2022

নড়াইলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল আনা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কোনো শিক্ষার্থীর কা.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when begum24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share