Only For You

Only For You Hello, this is "Kite Art" official page. thank you

05/09/2024
01/09/2024

Official Page of Kite Art. Stay Connected for Graphic Design Tips and Tutorials

আপনার চরিত্রে জুয়াড় মত কালো ইতিহাস নেই,নাই দর্শক পিটানোর মুহুর্ত,নাই ব্যবসায় অধিক লাভ কিংবা কর ফাঁকি দেওয়ার জন্য নিজের ব...
29/09/2023

আপনার চরিত্রে জুয়াড় মত কালো ইতিহাস নেই,নাই দর্শক পিটানোর মুহুর্ত,নাই ব্যবসায় অধিক লাভ কিংবা কর ফাঁকি দেওয়ার জন্য নিজের বাপের নাম পাল্টানোর মত লজ্জাজনক ঘটনা তাছাড়াও আপনার চরিত্রে নেই খেলা চলার সময় ক্যামেরায় নিজের গোপান*** দেখিয়ে ইঙ্গিত করার মত লজ্জাজনক ঘটনা!

আপনাকে আমরা ভালোবাসি আপনার খেলার জন্য,ভালোবাসি আপনার ব্যাক্তিত্বের জন্য।

Tamim Iqbal

তুর্কীরা তাদের সন্তানদের "সিংহ-বাঘ" এর পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে।কারণঃ-১- নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হ...
13/08/2023

তুর্কীরা তাদের সন্তানদের "সিংহ-বাঘ" এর পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে।কারণঃ-

১- নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হয় যার অর্থ "ভাল ছেলে" কারণ যখন তার বাবা-মা বৃদ্ধ হয়, তখন তারা তাদের জন্য শিকার করে এবং তাদের যত্ন নেয়।

২-"নেকড়ে" কখন ও তার স্বাধীনতার সাথে আপোষ করে না এবং কারও দাস হয় না, যখন সিংহ সহ প্রতিটি প্রাণীকে প্রশিক্ষণের মাধ্যমে বস করা যায়, কিন্তু নেকড়েকে করা যায়না ।

৩-নেকড়ে কখনও মৃত খাবার খায় না এবং পুরুষ নেকড়ে মহিলা নেকড়ের দিকে তাকায় না। তারা এত বিশ্বস্ত যে পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ব্যতিত অন্য কারো সাথে সম্পর্ক করেনা। এবং স্ত্রী নেকড়েও তার অংশীদার নেকড়ের অনুগত থাকে ।

09/08/2023

Don't lie (Q22:30)
Don't spy (Q49:12)
Don't insult (Q49:11)
Don't waste (Q17:26)
Feed the poor (Q22:36)
Don't backbite (Q49:12)
Keep your oaths (Q5:89)
Don't take bribes (Q27:36)
Honour your treaties (Q9:4)
Restrain your anger (Q3:134)
Don't spread gossip (Q24:15)
Think good of others (Q24:12)
Be good to guests (Q51:24-27)
Don't harm believers (Q33:58)
Don't be rude to parents (Q17:23)
Turn away from ill speech (Q23:3)
Don't make fun of others (Q49:11)
Walk in a humble manner (Q25:63)
Respond to evil with good (Q41:34)
Don't say what you won't do (Q62:2)
Keep your trusts & promises (Q23:8)
Don't insult others' false gods (Q6:108)
Don't deceive people in trade (Q6:152)
Don't take items without right (Q3:162)
Don't ask unnecessary questions (Q5:101)
Don't be miserly nor extravagant (Q25:67)
Don't call others with bad names (Q49:11)
Don't claim yourselves to be pure (Q53:32)
Speak nicely, even to the ignorant (Q25:63)
Don't ask for repayment for favours (Q76:9)
Make room for others at gatherings (Q58:11)
If enemy wants peace, then accept it (Q8:61)
Return a greeting in a better manner (Q4:86)
Don't remind others of the favours you done to them(Q2:264)
Make peace between fighting groups (Q49:9)

The best rewarding messages you can ever share!🖤

✈️ওরা ঝাঁকে ঝাঁকে দেশ ছেড়ে যাচ্ছে। ওরা যাচ্ছে প্রধানত আমেরিকায়। মনে হয় মার্কিন মুল্লুকও ওদের বাগিয়ে নেয়ার জন্য বসে আছে। ...
09/08/2023

✈️ওরা ঝাঁকে ঝাঁকে দেশ ছেড়ে যাচ্ছে। ওরা যাচ্ছে প্রধানত আমেরিকায়। মনে হয় মার্কিন মুল্লুকও ওদের বাগিয়ে নেয়ার জন্য বসে আছে।

ওরা যাচ্ছে খুব সহজে। বৃত্তি নিয়ে, টিচিং এসিস্টেন্টশিপ নিয়ে। ওরা বলে, ওরা যাচ্ছে স্বপ্নের দেশে। আমেরিকায়! ওরা কেমিস্ট্রি গ্রাজুয়েট। আমার ছাত্র। আমার রিসার্চ স্টুডেন্ট।🌟

💭ওদের কাউকে কাউকে জিজ্ঞেস করি, কেন দেশ ছেড়ে চলে যাচ্ছো❓ ওরা নীরব থাকে। কেউ কেউ বলে, স্যার এই দেশে কিছুই নাই।

এ দেশ এখন ওদের কাছে বধির আর বোবাদের দেশ। ওরা খুব চতুর। ওদেরকে দেশপ্রেমের কথা বললে চুপ থাকে; কি ভাবে ওরাই জানে।

ওদেরকে এখন আর কোনো কিছুই টানে না। না বিসিএস না নেতাবাজি না জন্মভূমি। এক ছাত্র তো বলেই ফেললো: স্যার আপনিও পালান।

বিশ্বাস করুন সে আমাকে চলেন বলে নাই, পালান শব্দটাই বলেছে।💔

- সংগ্রহীত

🇧🇩Bangladesh is a country to love not to live.💚

আল্লাহ আরো উত্তম পর্দা করার তৌফিক দান করুক😓একজন মেয়েকে ৫০/৬০  সাপের উপর কবর দেওয়া হয়েছিলো, ১৯৮৬ সালে করাচির এক পত্রিকায় ...
08/08/2023

আল্লাহ আরো উত্তম পর্দা করার তৌফিক দান করুক😓
একজন মেয়েকে ৫০/৬০ সাপের উপর কবর দেওয়া হয়েছিলো, ১৯৮৬ সালে করাচির এক পত্রিকায় সেই মায়ের লিখা চিঠি প্রকাশ পায়।

তিনি লিখেছিলেন,,
'আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে তাকে দাফন করার জন্য কবর খনন করা হলে সেখানে ৫০/৬০ টা সাপ কিলবিল করছে।
এই অবস্থা দেখে ২য় ৩য় বারও কবর খনন করা হয় কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল। অতপর,সকলের সাথে পরামর্শ করে ওই সাপের ওপরই কবর দেওয়া হয়েছিল।
মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অর্থাৎ আমার স্বামী নিজের মাথার চুল ছিড়া শুরু করছিলো আর বলছিল,
"আমার মেয়ে নামাজ রোজা সব কিছু করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা তা শুনিয়ে দিত, এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা"।
অথচ, আজ সে কবরে ধনুকের ন্যায় বেঁকে আছে।'
১৪ শ ১৪ হিজরি শাবান মাসে আমার এক বন্ধু সে আমাকে জানালো করোংগি এলাকার একটি ঘটনা,
আমার আত্মীয়ের এক যুবতি মেয়ে মারা গেছে, মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবাও কবরে নেমেছিল।
বাড়ি ফিরে এসে তার মনে পরে সে তার ম্যানিব্যাগ কবরে ফেলে এসেছিল যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ তাই তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়।
আবার, কবর খুড়ে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে কাঠ সরানোর পর মৃত মেয়ে অবস্থা দেখে বাবা জোরো চিৎকার করে দূরে সরে এলো, কেন চিৎকার করেছে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়,
আমি দেখেছি " তার সাদা কফনের কাপড় নেই তার মাথার চুল দিয়ে তার পা বাধা, ভয়ংকর কিছু বিচ্ছু ন্যায় প্রানি তাকে গ্রাস করে সারা দেহে লেপ্টে আছে। "
অতপর,মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম।
জানা গেলো না তার কোনো খারাপ দিক,
শুধু তার বাবা মা বলে ছিল,
" তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল ,
সে কখনিই পর্দা করেনি "।
কবরের আজাবের বই থেকে
লেখক : মাওলানা তারিক জামিল
_______
আহ, আমরা পর্দাকে কত সস্তা ভেবে নিয়েছি।
আর উম্মুল মু'মিনীনরা কিভাবে নিয়েছিলেন!
আফসোস!!!
শাহাদাতের রাতে শোকাতুরা স্ত্রীর ওড়না একটু সরে গিয়েছিল।
উসমান (রা). বললেন, “ওড়না ঠিক কর, বেগানা লোক তোমার একটা চুল দেখার চেয়ে, তীব্র মৃত্যুযন্ত্রণাও আমার জন্য অনেক সহজ।”
(শায়েখ আতিক উল্লাহ)

--- [সংগৃহীত]।

আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন...ভাল-মন্দ বুঝার তৌফিক দান করেন ❗❗❤️🥀
#আমীন #আমিন #আল্লাহুম্মা_আমীন 🤲🤲🥀

Our pride Captain Jamal Bhuiyan 🇧🇩
04/07/2023

Our pride
Captain Jamal Bhuiyan 🇧🇩

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Only For You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Only For You:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share