if you do not travel,
if you do not read,
If you do not listen to the sounds of life,
If you do not appreciate yourself.
You start dying slowly :
When you kill your self-esteem,
When you do not let others help you.
You start dying slowly ;
If you become a slave of your habits,
Walking everyday on the same paths…
If you do not change your routine,
If you do not wear different colours
Or you do not speak to those you don’t know.
You start dying slowly :
If you avoid to feel passion
And their turbulent emotions;
Those which make your eyes glisten
And your heart beat fast.
You start dying slowly :
If you do not risk what is safe for the uncertain
If you do not go after a dream
If you do not allow yourself
At least once in your lifetime
To run away from sensible advice
Don't let yourself die slowly
Do not forget to be happy!
~ Pablo Neruda
Chilean poet who was awarded the Nobel Prize for Literature in 1971
"Understand that you own nothing. Everything that surrounds you is temporary. Only the love in your heart will last forever." - Rumi
"Understand that you own nothing. Everything that surrounds you is temporary. Only the love in your heart will last forever." - Rumi
“Nothing is absolute. Everything changes, everything moves, everything revolves, everything flies and goes away.”- Frida Kahlo
সাঝের বেলা মেঘলা আকাশ হাজার পাখির গান। মনটা আমার খুজে বেড়ায় আমার স্নিগ্ধ সবুজ গ্রাম।
অচেনাতে, চেনা কে খুঁজে ফেরা..
May you never be the reason why someone who loved to sing, doesn't anymore. Or why someone who dressed so uniquely, now wears plain clothing. Or why someone who always spoke so excitedly about their dreams, is now silent about them.
Quote by Sharouk Mustafa Ibrahim
মানুষগুলো পুড়ছে কাঠের টেবিল জুড়ে মানুষগুলো পুড়ছে কেবল একা – একা মানুষগুলো লুকোচ্ছে মুখ গর্ত খুঁড়ে। একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা। নদী, কিন্তু, আছেই পড়ে বনের ধারে পাথরগুলো সেই নদীটি দিচ্ছে চাপা যাতে মানুষ সহজে যায় নদীর পারে। এইভাবে সে – ই পথটি মাপা। আরেকটি পথ আছে, কেবল অনেক পথের সঙ্গে, নেহাৎ জট পাকিয়ে, নদীর পাশে মানুষ তাকে ভালোই বাসে ! এক পা বাড়ায়, দুই পা পিছে মানুষ পারে। একলা মিছেই শহর জুড়ে। একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা। “শক্তি চট্টোপাধ্যায়”
I am the still rain falling,
Too tired for singing mirth —
Oh, be the green fields calling,
Oh, be for me the earth!
“SARA”
সেই গল্পটা পূর্ণেন্দু পত্রী
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।
শেনো।
পাহাড়টা, আগেই বলেছি
ভালবেসেছিল মেঘকে
আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।
সেদিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বললে
– আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে
– আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।
ভালবাসলে নারীরা হয়ে যায় নরম নদী
পুরুষেরা জ্বলন্ত কাঠ।
সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে
পাহাড় ছিল মেঘের ঢেউ জলে।
হঠাৎ,
আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল
এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে
– ওঠ্ ছুঁড়ি! তোর বিয়ে।
এখনো শেষ হয়নি গল্পটা।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই
কিন্তু পাহাড়কে সে কোনদিনই ভুলতে পারল না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো
পাহাড়টার হাড়-পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে
শত ঝর্ণার জল।
“ শক্তি চট্টপাধ
একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো
ঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদীর মতো
নির্জন নদীর মতো,
তুমি আরো পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও
স্বাধীন স্বতন্ত্র হয়ে যাও
খণ্ড খণ্ড ইওরোপের মানচিত্রের মতো;
একা হয়ে যাও সব সঙ্গ থেকে, উন্মাদনা থেকে
আকাশের সর্বশেষ উদাস পাখির মতো,
নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো
একা হয়ে যাও।
এতো দূরে যাও যাতে কারো ডাক
না পৌঁছে সেখানে
অথবা তোমার ডাক কেউ শুনতে না পায় কখনো,
সেই জনশূন্য নিঃশব্দ দ্বীপের মতো,
নিজের ছায়ার মতো, পদচিহ্নের মতো,
শূন্যতার মতো একা হয়ে যাও।
একা হয়ে যাও এই দীর্ঘশ্বাসের মতো
একা হয়ে যাও।
“মহাদেব সাহা”
🌸
This being human is a guest house.
Every morning a new arrival.
A joy, a depression, a meanness,
some momentary awareness comes
as an unexpected visitor.
Welcome and entertain them all!
Even if they’re a crowd of sorrows,
who violently sweep your house
empty of its furniture,
still, treat each guest honorably.
He may be clearing you out
for some new delight.
The dark thought, the shame, the malice,
meet them at the door laughing,
and invite them in.
Be grateful for whoever comes,
because each has been sent
as a guide from beyond.
“Jelaluddin Rumi”
এই দূর দেশে ঝি ঝি পোকার ডাক শুনে ছোটবেলার কথা খুব মনে পরছে..ছোটবেলায় গ্রামের সন্ধ্যাটা কী অদ্ভুত সুন্দর ছিল।সন্ধ্যা শুরুর আগেই ঝি ঝি পোকা রাতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়ে যেত। বার্ষিক পরীক্ষার পর গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম।গ্রামে সন্ধ্যার আগে আগে কাজিনদের সাথে খেলা..সমবয়সী বোন আর খালাদের সাথে শুকনো চকে(ক্ষেত) বসে গল্প করা..পুকুরঘাটে হাতমুখ ধুয়ে সন্ধ্যার চা খাওয়ার জন্য অপেক্ষা করা।দাদার বাড়িতে থাকলে বড় কাকুমমা খাওয়ার ঘরে ফ্লাস্কে করে আমার আর আমার চাচাতো বোনের জন্য চা নিয়ে অপেক্ষা করতেন,আমরা ৩ জন বসে বসে চা খেতাম আর রাজ্যের গল্প করতাম।আর নানু বাসায় থাকলে শুধু আমার ছোট ও সবচেয়ে প্রিয় খালা চা খেতাম,নানু শুধু আমাদের জন্য আর আম্মুর বড় চাচার জন্য চায়ের ব্যবস্থা রাখতেন।আমরা গ্রামে গেলে নানুর বাসায় সবাই আসতেন।প্রতিদিন সন্ধ্যা
এই দূর দেশে ঝি ঝি পোকার ডাক শুনে ছোট বেলারকথা খুব মনে পরছে..ছোটবেলায় গ্রামের সন্ধ্যাটা কী অদ্ভুত সুন্দর ছিল।সন্ধ্যা শুরুর আগেই ঝি ঝি পোকা রাতের আগিমনই বার্তা নিয়ে হাজির হয়ে যেত। বার্ষিক পরীক্ষার পর গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম।গ্রামে সন্ধ্যার আগে আগে কাজিনদের সাথে খেলা..সমবয়সী বোন আর খালাদের সাথে শুকনো চকে(ক্ষেত) বসে গল্প করা..পুকুরঘাটে হাতমুখ ধুয়ে সন্ধ্যার চা খাওয়ার জন্য অপেক্ষা করা।দাদার বাড়িতে থাকলে বড় কাকুমমা ফ্লাস্ক করে আমার আর আমার চাচাতো বোনের জন্য চা নিয়ে অপেক্ষা করতেন,আমরা ৩ জন বসে বসে চা খেতাম আর রাজ্যের গল্প করতাম।আর নানু বাসায় থাকলে শুধু আমার ছোট ও সবচেয়ে প্রিয় খালা চা খেতাম,নানু শুধু আমাদের জন্য ই চায়ের ব্যবস্থা রাখতেন।আমরা গ্রামে গেলে নানুর বাসায় সবাই আসতেন।প্রতিদিন সন্ধ্যায় চায়ের আসর বসতো সাথে ঘরে ভাজা মুড
Swirls of fragrant steam
Rise from its porcelain well
A cup of love, made.
Try to travel, otherwise
you may become racist,
and you may end up believing
that your skin is the only one
to be right,
that your language
is the most romantic
and that you were the first
to be the first.
Travel,
because if you don't travel then
your thoughts won’t be strengthened,
won’t get filled with ideas.
Your dreams will be born with fragile legs and then you end up believing in tv-shows, and in those who invent enemies
that fit perfectly with your nightmares
to make you live in terror.
Travel,
because travel teaches
to say good morning to everyone
regardless of which sun we come from.
Travel,
because travel teaches
to say goodnight to everyone
regardless of the darkness
that we carry inside
Travel,
because traveling teaches to resist,
not to depend,
to accept others, not just for who they are
but also for what they can never be.
To know what we are capable of,
to feel part of a family
beyond borders,
beyond traditions and culture.
Traveling teaches us to be beyond.
Travel,
otherwise you end up believing
that you are made only for a panorama
and instead inside you
there are wonderful landscapes
still to visit.
- Gio Evan, poet and songwriter.
Translated from Italian.