Hygee

Hygee One should be creating a warm atmosphere and enjoying the good things in life with good people...

18/06/2024
17/06/2024
15/06/2024

“Nothing is absolute. Everything changes, everything moves, everything revolves, everything flies and goes away.”- Frida Kahlo

What kind of a habit is breathingWhat kind of a tradition is it to keep on livingNot even a slight movement in the body ...
13/06/2024

What kind of a habit is breathing
What kind of a tradition is it to keep on living
Not even a slight movement in the body anywhere
No shadow in the eyes
The feet are stunned, they keep on moving
There is a journey, that keeps on flowing
For how many years, how many centuries
Keep on living, keep on living

Habits are such strange things……………. ….”GULZAR”

ছোটবেলা থেকেই আমার পুরোনো জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া। হোক সেটা পুরোনো খেলনা, আসবাবপত্র, চিঠি,পুরোনো ক্লাস এর বাংলা...
09/06/2024

ছোটবেলা থেকেই আমার পুরোনো জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া। হোক সেটা পুরোনো খেলনা, আসবাবপত্র, চিঠি,পুরোনো ক্লাস এর বাংলা বই বা খুব পুরোনো কোনো গাছ বা বাড়ির কোনো একপাশ যেটা হয়তো কয়েক পুরুষ ধরে অপরিবর্তীত।ইউরোপ এ আসার পর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে, এদেশের মানুষদের পুরোনো জিনিস সুন্দর করে সংরক্ষণ করে রাখার ও সম্মান করার অভ্যাস।আমি যে শহর এ থাকি সেটা ইউনেস্কো হেরিটেজ রাইট দ্বারা প্রোটেক্টেড।এখানে কোনো বাড়ি বা স্ট্রাকচার (পুরোনো)এর কিছু পরির্বতন করতে হলে সেটা ঠিক আগের মতো ই হতে হবে। ইট বা দেয়াল এর রং ও ম্যাটেরিয়াল ঠিক পুরোনো টার মতোই হতে হবে।এখানের বাড়িগুলা বাইরে থেকে দেখতে পুরোনো কিন্তু ভিতরে একদম আধুনিক সব ব্যবস্থা রাখা।প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমরা ঘুরতে বের হই,আমি চেষ্টা করি প্রতি উইকেন্ড এ শহরের বাইরে যেতে আর নতুন গ্রাম ও রাস্তা explore করতে।আমি ঘুরি আর দেখি একই জিনিসএর ভিন্ন উপস্থাপনা কী অদ্ভুত ভাবে চোখ আর মনের আরাম দেয়।আমার গ্রাম আমার ভীষন প্রিয় আর তাই মনে হয় আমি এখানের প্রতিটা বাড়ীর সাথে আমি আমার গ্রামের মিল খুঁজে পাই, পার্থক্য শুধু এখানে সবকিছু খুব গোছানো, পরিষ্কার পরিপাটি আর উন্নত।বাংলাদেশ এ ও সবাই যদি শুধু নিজের বাড়ি আর বাড়ির চারপাশ টা গুছিয়ে আর পরিষ্কার করো রাখে তাহলে ধীরেধীরে আমাদের গ্রাম গুলা ও ছবির মতো সুন্দর হয়ে যাবে।

(বি:দ্র: ছবিটা এখানকার একটা এনজিওর অফিস এর প্রায় ১০০ বছরের পুরোনো বিল্ডিং। কিন্ত ভিতরে একদম আধুনিক সব ব্যবস্থা)

06/06/2024
05/06/2024

May you never be the reason why someone who loved to sing, doesn't anymore. Or why someone who dressed so uniquely, now wears plain clothing. Or why someone who always spoke so excitedly about their dreams, is now silent about them.

Quote by Sharouk Mustafa Ibrahim

05/06/2024

ভোরের আকাশ

This tree decided to start a new life. A reminder that you can always start again.
03/06/2024

This tree decided to start a new life. A reminder that you can always start again.

31/05/2024

I am the still rain falling,

Too tired for singing mirth —

Oh, be the green fields calling,

Oh, be for me the earth!

“SARA”

30/05/2024

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।
শেনো।
পাহাড়টা, আগেই বলেছি
ভালবেসেছিল মেঘকে
আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।
সেদিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বললে
– আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে
– আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।

ভালবাসলে নারীরা হয়ে যায় নরম নদী
পুরুষেরা জ্বলন্ত কাঠ।
সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে
পাহাড় ছিল মেঘের ঢেউ জলে।
হঠাৎ,
আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল
এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে
– ওঠ্ ছুঁড়ি! তোর বিয়ে।

এখনো শেষ হয়নি গল্পটা।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই
কিন্তু পাহাড়কে সে কোনদিনই ভুলতে পারল না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো
পাহাড়টার হাড়-পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে
শত ঝর্ণার জল।
“ শক্তি চট্টপাধ্যায়”

People know your name, not your story. They’ve heard what you’ve done, but not what you’ve been through. So take their o...
29/05/2024

People know your name, not your story. They’ve heard what you’ve done, but not what you’ve been through. So take their opinions of you with a grain of salt. In the end, it’s not what others think of you but what you think of yourself that counts.

28/05/2024

This being human is a guest house.
Every morning a new arrival.
A joy, a depression, a meanness,
some momentary awareness comes
as an unexpected visitor.
Welcome and entertain them all!
Even if they’re a crowd of sorrows,
who violently sweep your house
empty of its furniture,
still, treat each guest honorably.
He may be clearing you out
for some new delight.
The dark thought, the shame, the malice,
meet them at the door laughing,
and invite them in.
Be grateful for whoever comes,
because each has been sent
as a guide from beyond.
“Jelaluddin Rumi”

এখানে নাম্‌ল সন্ধ্যা। সূর্য্যদেব, কোন্ দেশে কোন্ সমুদ্রপারে তোমার প্রভাত হ’ল? অন্ধকারে এখানে কেঁপে উঠ্‌চে রজনীগন্ধা, বাস...
28/05/2024

এখানে নাম্‌ল সন্ধ্যা। সূর্য্যদেব, কোন্ দেশে কোন্ সমুদ্রপারে তোমার প্রভাত হ’ল?
অন্ধকারে এখানে কেঁপে উঠ্‌চে রজনীগন্ধা, বাসরঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মত; কোন্‌‍খানে ফুটল ভোরবেলাকার কনকচাঁপা?
জাগ্‌ল কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দীপ, ফেলে দিল রাত্রে-গাঁথা সেঁউতিফুলের মালা।
এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জান্‌লা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে; সেখানে পালে লেগেচে হাওয়া।
“রবীন্দ্রনাথ ঠাকুর”

With Maryam Fatiha's Mommy – I just got recognised as one of their top fans! 🎉
25/05/2024

With Maryam Fatiha's Mommy – I just got recognised as one of their top fans! 🎉

21/05/2024

এই দূর দেশে ঝি ঝি পোকার ডাক শুনে ছোটবেলার কথা খুব মনে পরছে..ছোটবেলায় গ্রামের সন্ধ্যাটা কী অদ্ভুত সুন্দর ছিল।সন্ধ্যা শুরুর আগেই ঝি ঝি পোকা রাতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়ে যেত। বার্ষিক পরীক্ষার পর গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম।গ্রামে সন্ধ্যার আগে আগে কাজিনদের সাথে খেলা..সমবয়সী বোন আর খালাদের সাথে শুকনো চকে(ক্ষেত) বসে গল্প করা..পুকুরঘাটে হাতমুখ ধুয়ে সন্ধ্যার চা খাওয়ার জন্য অপেক্ষা করা।দাদার বাড়িতে থাকলে বড় কাকুমমা খাওয়ার ঘরে ফ্লাস্কে করে আমার আর আমার চাচাতো বোনের জন্য চা নিয়ে অপেক্ষা করতেন,আমরা ৩ জন বসে বসে চা খেতাম আর রাজ্যের গল্প করতাম।আর নানু বাসায় থাকলে শুধু আমার ছোট ও সবচেয়ে প্রিয় খালা চা খেতাম,নানু শুধু আমাদের জন্য আর আম্মুর বড় চাচার জন্য চায়ের ব্যবস্থা রাখতেন।আমরা গ্রামে গেলে নানুর বাসায় সবাই আসতেন।প্রতিদিন সন্ধ্যায় চায়ের আসর বসতো সাথে ঘরে ভাজা মুড়ি(মুড়ির মধ্যে রসুনের সুন্দর গন্ধ) আর স্পেশাল চারা বিস্কিট আর সাথে সবচেয়ে স্পেশাল হার্মলেস গ্রামের গসিপ। কি সুন্দর দিন যে ছিল..কত মায়া..কত ভালোবাসাময় জীবন ছিল।এখন আমাদের জীবনে সবকিছু আছে আল্লাহর রহমতে কিন্তু সেই কোলাহল টা নেই,ভালবাসাময় মূহুর্ত টা নেই..জীবনের স্রোতে সেই সবচেয়ে সুন্দর সময়ের সঙ্গী গুলো একেকজন একেক দেশে..শ্রদ্ধেয় গুরুজনরাও অনেকে নাফেরার দেশে চলে গেছেন..আল্লাহ যেন তাদের বেহেস্তবাসী করেন।

18/05/2024
12/05/2024

Try to travel, otherwise
you may become racist,
and you may end up believing
that your skin is the only one
to be right,
that your language
is the most romantic
and that you were the first
to be the first.
Travel,
because if you don't travel then
your thoughts won’t be strengthened,
won’t get filled with ideas.
Your dreams will be born with fragile legs and then you end up believing in tv-shows, and in those who invent enemies
that fit perfectly with your nightmares
to make you live in terror.
Travel,
because travel teaches
to say good morning to everyone
regardless of which sun we come from.
Travel,
because travel teaches
to say goodnight to everyone
regardless of the darkness
that we carry inside
Travel,
because traveling teaches to resist,
not to depend,
to accept others, not just for who they are
but also for what they can never be.
To know what we are capable of,
to feel part of a family
beyond borders,
beyond traditions and culture.
Traveling teaches us to be beyond.
Travel,
otherwise you end up believing
that you are made only for a panorama
and instead inside you
there are wonderful landscapes
still to visit.

- Gio Evan, poet and songwriter.
Translated from Italian.

Be kind to yourself because sometimes the world will not treat you the way you want to be treated. Sometimes, the world ...
02/05/2024

Be kind to yourself because sometimes the world will not treat you the way you want to be treated.

Sometimes, the world will never adjust for you.

You have to treat yourself right,
especially when no one else can do it for you.

You have to stop expecting people to return the kindness that you show them, and you have to keep in mind that not everyone can appreciate you.

Be kind to yourself on the days where you feel like the world has forgotten you.

Be kind to yourself on the days where you feel like no one in this world cares for you.

And finally, be kind to yourself on the days where other people are treating you poorly.

Not everyone can be kind to you, but at least you try to be kind to yourself every day...

30/04/2024

Offering the best products for you. We came with Antique, Classy and Traditional Jewellery in the lo

27/04/2024

দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে-ডোবে।
আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
মেঘের উপর মেঘ করেছে,
রঙের উপর রঙ,
মন্দিরেতে কাঁসর ঘন্টা।
বাজল ঠঙ্ ঠঙ্।
ও পারেতে বিষ্টি এল,
ঝাপসা গাছপালা।
এ পারেতে মেঘের মাথায়
একশো মানিক জ্বালা।
বাদলা হাওয়ায় মনে পড়ে
ছেলেবেলার গান-
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।”

আকাশ জুড়ে মেঘের খেলা,
কোথায় বা সীমানা!
দেশে দেশে খেলে বেড়ায়,
কেউ করে না মানা।
কত নতুন ফুলের বনে
বিষ্টি দিয়ে যায়,
পলে পলে নতুন খেলা
কোথায় ভেবে পায়।
মেঘের খেলা দেখে কত
খেলা পড়ে মনে,
কত দিনের নুকোচুরি
কত ঘরের কোণে।
তারি সঙ্গে মনে পড়ে
ছেলেবেলার গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।’
মনে পড়ে ঘরটি আলো
মায়ের হাসিমুখ,
মনে পড়ে মেঘের ডাকে
গুরুগুরু বুক।
বিছানাটির একটি পাশে
ঘুমিয়ে আছে খোকা,
মায়ের ‘পরে দৌরাত্মি সে
না যায় লেখাজোখা।
ঘরেতে দুরন্ত ছেলে
করে দাপাদাপি,
বাইরেতে মেঘ ডেকে ওঠে —
সৃষ্টি ওঠে কাঁপি।
মনে পড়ে মায়ের মুখে
শুনেছিলেম গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।”

মনে পড়ে সুয়োরানী
দুয়োরানীর কথা,
মনে পড়ে অভিমানী
কঙ্কাবতীর ব্যথা।
মনে পড়ে ঘরের কোণে
মিটিমিটি আলো,
একটা দিকের দেয়ালেতে
ছায়া কালো কালো।
বাইরে কেবল জলের শব্দ
ঝুপ্‌ ঝুপ্‌ ঝুপ্‌ —
দস্যি ছেলে গল্প শোনে
একেবারে চুপ।
তারি সঙ্গে মনে পড়ে
মেঘলা দিনের গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।”

কবে বিষ্টি পড়েছিল,
বান এল সে কোথা।
শিবঠাকুরের বিয়ে হল,
কবেকার সে কথা।
সেদিনও কি এম্‌নিতরো
মেঘের ঘটাখানা।
থেকে থেকে বিজুলি কি

দিতেছিল হানা।
তিন কন্যে বিয়ে ক’রে
কী হল তার শেষে।
না জানি কোন্‌ নদীর ধারে,
না জানি কোন্‌ দেশে,
কোন্‌ ছেলেরে ঘুম পাড়াতে
কে গাহিল গান-
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।’

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hygee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share