Channel Bimurto

  • Home
  • Channel Bimurto

Channel Bimurto Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Channel Bimurto, TV Channel, .

ফেসবুক ওপেন করলেই শুধু প্রতিবাদ, আন্দোলন আর অভিযোগ আর অর্থ কেলেঙ্কারীর ছড়াছড়ি। বৈষম্যবিরোধীদের হাহাকারে বাতাস ভারী হয়ে থ...
24/09/2024

ফেসবুক ওপেন করলেই শুধু প্রতিবাদ, আন্দোলন আর অভিযোগ আর অর্থ কেলেঙ্কারীর ছড়াছড়ি। বৈষম্যবিরোধীদের হাহাকারে বাতাস ভারী হয়ে থাকছে, বায়ু দূষণ ঘটছে। একবার ভাবি ফেসবুক একাউন্ট বন্ধ করে রাখি। আবার পরক্ষণেই ভাবি আমার বন্ধ করা না করাতে কি যায় আসে। যা হওয়ার তা হয়েছে, যা হবার তা হবেই। আমার থাকা না থাকাতে জগৎ সংসারের কিছু যায় আসে কি?

ফেসবুকে ভারতবিরোধী কথা বলায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল---------------------পর্যটক ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্...
17/09/2024

ফেসবুকে ভারতবিরোধী কথা বলায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল
---------------------
পর্যটক ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামের এক যুবকের ভিসা বাতিল করা হয়েছে। ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর হোসেন। ভারতে থেকে সেই দেশ সম্পর্কে বিরোধী মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও লাইভ করেন। রাষ্ট্রদ্রোহী দাবি করে তাৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়। এরপর রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
আলমগীর শেখের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে তিনি একটি লাইভ করেন সেখানে বলেন, "১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন। "

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা-------রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের ...
11/09/2024

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা
-------
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া ৫টি সন্তানই সুস্থ রয়েছে। আজ বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনা টিঘটে। খবর পেয়ে জন্ম নেওয়া ৫ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন।

৫ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)। এর আগেও তার দুটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল দুই বারে। এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হোন তিনি। মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। তবে আব্দুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালেয়শিয়াতে পাড়ি দেন।

এদিকে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তাঁর স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসেন। এর পর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা আসাস্বাভাবিক দেখে তাঁকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে ৫টি নবজাতক বের করা হয়। এসময় চিকিৎসকরাও অবাক হয়ে যান। রামেক হাসপাতালে এই প্রথম ৫টি সন্তান এক সঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। ৫টি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্র জানায়, এর আগেও মেরিনার দুটি কন্যা সন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া( ১০) অপরজনের নাম সুরাইয়া (০৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান , গর্ভে ২টি সন্তান থাকলেই কোনও না কোনও সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনও সমস্যা হয়নি। প্রসূতির মেরিনার। পরিবারের সদস্যরা অনেকে খুশি হয়েছে।

এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভীড় করছেন এক নজর সেই নবজাতকগুলোকে দেখার জন্য।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদের সহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লাইভ সঙ্গীতানুষ্ঠান গানের বুলবুলীতে গান পরিবেশন করলেন এ প্রজন্মর শিল্পী রূপক মণ্ডল
11/09/2024

লাইভ সঙ্গীতানুষ্ঠান গানের বুলবুলীতে গান পরিবেশন করলেন এ প্রজন্মর শিল্পী রূপক মণ্ডল

১১ সেপ্টেম্বর: ইতিহাসের এক কালো অধ্যায়আজ থেকে ২৩ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হা...
11/09/2024

১১ সেপ্টেম্বর: ইতিহাসের এক কালো অধ্যায়
আজ থেকে ২৩ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা বিশ্ববাসীর জন্য এক চরম আতঙ্কের দিন হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। এই ঘটনায় প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারায়, যা আধুনিক যুগের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
সকালের দিকে চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের দ্বারা হাইজ্যাক করা হয়। দুটি বিমান নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত করে। প্রথম বিমানটি সকাল ৮:৪৬ মিনিটে উত্তর টাওয়ারে এবং দ্বিতীয়টি ৯:০৩ মিনিটে দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। এরপর, মাত্র এক ঘণ্টার মধ্যে দুটো টাওয়ারই ভেঙে পড়ে, যা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে।
একই সময়ে, তৃতীয় বিমানটি আঘাত হানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে, এবং চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়, যখন যাত্রীরা হাইজ্যাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
এই হামলায় প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু ঘটে, যা যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে একটি অভূতপূর্ব শোকের মুহূর্ত তৈরি করে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশাপাশি আশপাশের বেশ কিছু ভবন ধ্বংস হয় এবং বড় পরিসরে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় যুক্তরাষ্ট্র।
এই হামলার পর যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামার ঘোষণা দেয়, যা “ওয়ার অন টেরর” নামে পরিচিত। এর ফলস্বরূপ আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, যা পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে চলে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার জন্য নতুন সংস্থা যেমন- ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA) গঠন করা হয়।
১১ সেপ্টেম্বরের আক্রমণের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকেনি; এটি সারা বিশ্বের নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ককে পরিবর্তিত করেছে। বিভিন্ন দেশ সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
প্রতি বছর ১১ সেপ্টেম্বরকে যুক্তরাষ্ট্রে "Patriot Day" হিসেবে পালন করা হয়, যেখানে নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষের উপর গড়ে তোলা **৯/১১ মেমোরিয়াল মিউজিয়াম** বিশ্ববাসীর জন্য এক শোকাবহ স্মৃতি হিসেবে রয়ে গেছে।
৯/১১-এর ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শান্তি ও নিরাপত্তা রক্ষায় একতাবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ।

সোনা ডলার ইউরোতে ঘুষ--------------------------সহজে লুকানো, বিনিময় ও বহনযোগ্য হওয়ায় সোনা, ডলার আর ইউরোতে ঘুষ খান সরকারি আ...
09/09/2024

সোনা ডলার ইউরোতে ঘুষ
--------------------------
সহজে লুকানো, বিনিময় ও বহনযোগ্য হওয়ায় সোনা, ডলার আর ইউরোতে ঘুষ খান সরকারি আমলারা। তাদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনার বার, মার্কিন ডলার আর ইউরো উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, খোলাবাজার থেকে কারা বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে, তাদের ওপর কড়া নজরদারি জরুরি।

কুইক রেন্টালে কুইক অর্থ পাচার------ক্যাপাসিটি চার্জের নামে গেছে বিলিয়ন বিলিয়ন ডলাররেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের...
09/09/2024

কুইক রেন্টালে কুইক অর্থ পাচার
------
ক্যাপাসিটি চার্জের নামে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার
রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। আর এ কাজটি করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। এ সিন্ডিকেট বিশেষ আইনে, বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা দেয়।

বছরের পর বছর এই বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ চালানো হলেও ক্যাপাসিটি চার্জের নামে এগুলোর মালিকরা হাজার হাজার কোটি টাকা পকেটে ভরেন। ক্যাপাসিটি চার্জের টাকায় ফুলে-ফেঁপে ওঠা এই বিদ্যুৎ ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে দেন। যারা এ কাজে তাদের সহযোগিতা করেন সেই সিন্ডিকেটের প্রভাবশালীরাও বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে দিয়েছেন। এ প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, ক্যাপাসিটি চার্জের বিলের নামে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ব্যবসায়ীদের ১ লাখ ৬ হাজার কোটি টাকা দিয়েছে। যার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তৎকালীন সরকারের বিদ্যুৎ বিভাগের নীতিনির্ধারক এবং সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে যায়। ঠিক কী পরিমাণ অর্থ এখন পর্যন্ত এ কাজে বিদেশে পাচার হয়েছে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ক্যাপাসিটি চার্জ বাবদ বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলেন, ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। কিন্তু এত দিন আওয়ামী লীগ সরকার তাদের প্রিয় লোকদের আবদার পূরণে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জ দিয়েছে। এর বিনিময়ে তৎকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের সুবিধাভোগী বিদ্যুৎ ব্যবসায়ীরা অর্থ সুবিধা দিয়েছেন। তাদের মতে, বিদ্যুৎ দেওয়া ছাড়াই ক্যাপাসিটি চার্জের নামে বিল নেওয়ার মতো মারাত্মক অনিয়ম আর কিছু নেই। ক্যাপাসিটি চার্জের নামে যে বিপুল পরিামণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। কারণ, এ টাকা দেশের নাগরিকদের। তারা আরও বলেন, কোনো ধরনের টেন্ডার ছাড়া এসব রেন্টাল আর কুইক রেন্টালের লাইসেন্স তুলে দেওয়া হয় দেশের প্রভাবশালী কোম্পানিগুলোর কাছে। এর মধ্যে ছিল সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সিকদার গ্রুপ, ইউনিক গ্রুপ, বারাকাসহ অন্যান্য কোম্পানি।

মূলত আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে দায়মুক্তি আইনের আওতায় একসময়ে উচ্চমূল্যের রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল। ২০১০ সালে বলা হয়েছিল, এসব বিদ্যুৎ কেন্দ্র আপৎকালীন চাহিদা মেটানোর জন্য। কিন্তু গত দেড় দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি।

নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির-----দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ...
09/09/2024

নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির
-----
দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৮ সেপ্টেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মিসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানযটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

চিঠিতে এ-ও বলা হয়েছে, ‘ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং-বেরঙের পোস্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শণ করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোষ্টার প্রকাশ করছেন এবং ফেষ্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।’

হিরো আলমকে কান ধরে উঠ-বস, এরপর যা ঘটলোবগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস করান...
08/09/2024

হিরো আলমকে কান ধরে উঠ-বস, এরপর যা ঘটলো
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস করানোর পর হামলা চালানো হয়েছে। রোববার (৮ সেপ্টেম্ব) বেলা সোয়া ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এ হামলা চালান।

জানা গেছে, রোববার দুপুরে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৩৯ জনকে আসামি করা হয়।

মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠ-বস করিয়ে ক্ষমা চাওয়ান পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন।

অক্টোবর মাস থেকে চ্যানেল বিমুর্তর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। 24 ঘন্টা নিউজের জন্য শিফট ভিত্তিক 4 জন নিউজ প্রেজেন্টা...
07/09/2024

অক্টোবর মাস থেকে চ্যানেল বিমুর্তর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে।
24 ঘন্টা নিউজের জন্য শিফট ভিত্তিক 4 জন নিউজ প্রেজেন্টার প্রয়োজন। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

চ্যানেল বিমুর্ত
ফ্লোর-6, (লিফট-7) পিজি টাওয়ার (নিউমার্কেটের উত্তরে) রাজশাহী
01842100955

সম্মানিত শিল্পীবৃন্দচ্যানেল বিমুর্তর জন্য ২ জন্য ফিমেল কণ্ঠস্বর শিল্পী প্রয়োজন।যোগাযোগ: চ্যানেল বিমুর্ত৬ ফ্লোর, পিজি টাও...
06/09/2024

সম্মানিত শিল্পীবৃন্দ
চ্যানেল বিমুর্তর জন্য ২ জন্য ফিমেল কণ্ঠস্বর শিল্পী প্রয়োজন।

যোগাযোগ:
চ্যানেল বিমুর্ত
৬ ফ্লোর, পিজি টাওয়ার (নিউ মার্কেটের উত্তরে)
রাজশাহী।
মোবাইল: ০১৭১২-১০০৯৫৫

চ্যানেল বিমুর্ত-র কার্টুন ভিডিও-র জন্য শিশু কণ্ঠস্বরশিল্পী প্রয়োজন। আগ্রহী শিশুশিল্পীগণ অভিভাবকসহ যোগাযোগ করুন।চ্যানেল ব...
06/09/2024

চ্যানেল বিমুর্ত-র কার্টুন ভিডিও-র জন্য শিশু কণ্ঠস্বরশিল্পী প্রয়োজন। আগ্রহী শিশুশিল্পীগণ অভিভাবকসহ যোগাযোগ করুন।

চ্যানেল বিমুর্ত
৭ম তলা (লিফট-6), পিজি টাওয়ার, (নিউমার্কেটের উত্তরে), রাজশাহী।
মোবাইল: 01841-100955

৯ সেপ্টেম্বর সোমবার, চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান রেকর্ডিং ও ভিডিও ধারণ অনুষ্ঠিত হবে । নিজেদের গান রেকর্ডিং ও ভি...
05/09/2024

৯ সেপ্টেম্বর সোমবার, চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান রেকর্ডিং ও ভিডিও ধারণ অনুষ্ঠিত হবে । নিজেদের গান রেকর্ডিং ও ভিডিও ধারনে আগ্রহী শিল্পীবৃন্দ যোগাযোগ করুন- চ্যানেল বিমুর্ত- 01712-100955

জাতীয় সঙ্গীত পরিবর্তন : প্রেক্ষাপট বাংলাদেশসম্প্রতি বাংলাদেশের চলমান সংকটের মধ্যে নতুন একটি প্রসঙ্গ নেট দুনিয়ায় বহুল আলো...
05/09/2024

জাতীয় সঙ্গীত পরিবর্তন : প্রেক্ষাপট বাংলাদেশ

সম্প্রতি বাংলাদেশের চলমান সংকটের মধ্যে নতুন একটি প্রসঙ্গ নেট দুনিয়ায় বহুল আলোচিত হচ্ছে। স্রোতে গা ভাসিয়ে এ বিষয়ে আমিও কিছু বলতে চাইছি।
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে এসে আজ যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে মাঠ গরম করছেন তাদের জন্য আমার এই উপস্থাপনা।

আসুন প্রথমে জেনে নিই পৃথিবীর কোন কোন দেশে বিভিন্ন সময়ে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবর্তন, স্বাধীনতা আন্দোলন, বা আধুনিকীকরণের কারণে পৃথিবীর ইতিহাসে এযাবতকাল পর্যন্ত উল্লেখযোগ্য যে কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে সেগুলি হলো-

০১. দক্ষিণ আফ্রিকা
০২. রাশিয়া
০৩. ইরাক
০৪. আফগানিস্তান
০৫. জিম্বাবুয়ে
০৬. মাওরিতানিয়া
০৭. শ্রীলঙ্কা
০৮. মেক্সিকো এবং
০৯. রুয়ান্ডা

এই তালিকায় প্রথমে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হলো দেশটির বর্ণবাদের অবসান পরবর্তী সময়ের পরিবর্তন। ১৯৯৭ সালে, দক্ষিণ আফ্রিকার নতুন জাতীয় সঙ্গীত গৃহীত হয়, যা দেশটির ঐক্য ও বৈচিত্র্যকে প্রতিফলিত করে। এই সঙ্গীতটি দু'টি পুরানো সঙ্গীতের মিশ্রণ—"Nkosi Sikelel' iAfrika" এবং বর্ণবাদী আমলের জাতীয় সঙ্গীত "Die Stem van Suid-Afrika"। নতুন সঙ্গীতটি পাঁচটি ভাষায় গাওয়া হয়, যা দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈচিত্র্যকে সম্মান জানায়।

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থানকারী রাশিয়া।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর, রাশিয়া ১৯৯১ সালে সোভিয়েত জাতীয় সঙ্গীত পরিবর্তন করে। তবে, ২০০০ সালে, ভ্লাদিমির পুতিনের আমলে সোভিয়েত সময়ের সুরটি পুনরায় ফিরিয়ে আনা হয়, তবে নতুন কথা সংযোজন করা হয় যা সোভিয়েত আদর্শের পরিবর্তে রুশ জাতীয়তাবাদ ও ঐতিহ্যকে গুরুত্ব দেয়।

তালিকার তৃতীয়স্থানে রয়েছে ইরাক।
ইরাকের জাতীয় সঙ্গীত কয়েকবার পরিবর্তিত হয়েছে। ১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনকালে "Ardulfurataini Watan" সঙ্গীতটি গৃহীত হয়। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর নতুন জাতীয় সঙ্গীত গৃহীত হয়—"Mawtini"। এটি ইরাকের স্বাধীনতা ও ঐক্যের বার্তা বহন করে এবং ফিলিস্তিনি কবি ইবরাহিম তুকানের লেখা।

চতুর্থ অবস্থানে আফগানিস্তান।
আফগানিস্তান বিভিন্ন সময়ে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। ১৯৭৮ সালে সোভিয়েত সমর্থিত শাসনের অধীনে একটি জাতীয় সঙ্গীত চালু করা হয়েছিল। তবে তালিবানের পতনের পর ২০০৬ সালে নতুন জাতীয় সঙ্গীত চালু হয়, যেখানে পুশতু ভাষা ও ইসলাম ধর্মকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে।

পঞ্চম দেশ জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের স্বাধীনতার পর ১৯৮০ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার সময় নতুন জাতীয় সঙ্গীত গৃহীত হয়—"Ishe Komborera Africa"। পরবর্তীতে, ১৯৯৪ সালে এটি পরিবর্তন করে "Simudzai Mureza wedu WeZimbabwe" নামে নতুন একটি সঙ্গীত চালু করা হয়, যা দেশের স্বাধীনতা এবং জাতীয় গৌরবকে উদযাপন করে।

ষষ্ঠ স্থানে রয়েছে মাওরিতানিয়া।
মাওরিতানিয়া ২০১৭ সালে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে। দেশের নতুন সংবিধানের সঙ্গে মিল রেখে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হয়। এটি পূর্বের সঙ্গীতের তুলনায় দীর্ঘ ও প্রার্থনামূলক।

সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত প্রথমে শুধুমাত্র সিংহলি ভাষায় গাওয়া হতো। তবে দেশের তামিল জনগোষ্ঠীর জন্য, ২০১৬ সালে তামিল ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া হয়। যদিও এটি মূলত ভাষাগত পরিবর্তন, এটি ঐক্য এবং সংহতির প্রতীক হিসেবে দেখা হয়েছে।

অষ্টম স্থানে রয়েছে মেক্সিকো।
মেক্সিকোতে ১৮৫৪ সালে দেশের জাতীয় সঙ্গীত "Himno Nacional Mexicano" গৃহীত হয়েছিল। এর পরে কিছু লিরিক পরিবর্তন করা হয়। বিশেষ করে সামরিক ও যুদ্ধ বিষয়ক কথা বাদ দেওয়া হয়েছিল, যা দেশটির শান্তিপূর্ণ ইমেজকে তুলে ধরে।

তালিকার নবম দেশ রুয়ান্ডা :
১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যার পর, দেশটি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে। নতুন সঙ্গীত "Rwanda Nziza" (সুন্দর রুয়ান্ডা) গৃহীত হয় ২০০১ সালে, যা নতুন যুগের আশার প্রতীক এবং দেশের পুনর্গঠন ও ঐক্যকে প্রতিফলিত করে।

জাতীয় সঙ্গীত পরিবর্তনের পেছনে সাধারণত ঐতিহাসিক ও রাজনৈতিক পরিবর্তন, স্বাধীনতা, আধুনিকীকরণ, এবং ঐক্যের প্রতিফলন বড় কারণ হিসেবে কাজ করে। বিভিন্ন দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে যাতে নতুন প্রজন্মের মূল্যবোধ, ঐতিহ্য এবং বৈচিত্র্য প্রতিফলিত হয় এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।

প্রেক্ষাপট বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে আসা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিতর্কে অংশগ্রহনের পূর্বে জানতে হবে এই পরিবর্তনে আবশ্যিকতা ও প্রেক্ষাপট। পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে কি না সেই বিষগুলির উপর আলোকপাত করা বিশেষভাবে প্রয়োজন।

০১. জাতীয় ঐতিহ্য ও ইতিহাসের সংযোগ

জাতীয় সঙ্গীত একটি দেশের স্বাধীনতা সংগ্রাম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। যদি সঙ্গীতটি স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে, তাহলে তা পরিবর্তন করা অনেকের কাছে সংবেদনশীল এবং অপ্রত্যাশিত হতে পারে।
তবে, যদি বর্তমান সঙ্গীত অতীতের কোনো বিতর্কিত বা বর্ণবাদী ইতিহাসের সঙ্গে জড়িত থাকে, তাহলে পরিবর্তন গ্রহণযোগ্য হতে পারে।

২. জনগণের মতামত

জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে জনগণের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সরকার জনগণের মতামত নেয় এবং তাদের সমর্থন থাকে, তবে এটি গ্রহণযোগ্যতা পেতে পারে। তবে যদি এটি একতরফা সিদ্ধান্ত হয়, তা হলে জনগণের মধ্যে অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হতে পারে। গণভোট বা মতামত জরিপ করা হলে সিদ্ধান্তটি অধিক গ্রহণযোগ্য হতে পারে।

৩. আধুনিক মূল্যবোধ ও প্রয়োজনীয়তা

দেশের সামাজিক, রাজনৈতিক, ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ৫০ বছরে অনেক পরিবর্তিত হতে পারে। নতুন প্রজন্মের মূল্যবোধ ও ভাবনা যদি পুরানো সঙ্গীতের সঙ্গে পুরোপুরি খাপ না খায়, তবে নতুন সঙ্গীত জনগণের মধ্যে আরও ভালোভাবে গ্রহণযোগ্য হতে পারে।
যদি নতুন সঙ্গীতের বার্তা, ভাষা এবং সুর নতুন যুগের মূল্যবোধকে প্রতিফলিত করে, তবে তা হয়তো অনেকের কাছে প্রশংসিত হবে।

৪. সামাজিক ও রাজনৈতিক প্রভাব

জাতীয় সঙ্গীত পরিবর্তনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য বা সংকীর্ণ স্বার্থে নেওয়া হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। তবে, যদি এটি সমাজের সব শ্রেণির মানুষের অন্তর্ভুক্তির ভিত্তিতে নেওয়া হয় এবং সঙ্গীতটি দেশের ঐক্য, শান্তি, ও সম্মিলিত পরিচয়কে প্রতিফলিত করে, তাহলে তা অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে।

৫. সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতা

কোনো দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে গিয়ে যদি নতুন সঙ্গীতে কোনো বিশেষ ধর্ম, ভাষা বা সংস্কৃতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, তাহলে অন্য সম্প্রদায়গুলোর মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। তাই, যদি নতুন সঙ্গীতটি সকল জনগোষ্ঠীর সম্মান এবং সংবেদনশীলতা রক্ষা করে, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে।

৬. শিক্ষা ও প্রচার কার্যক্রম

জাতীয় সঙ্গীত পরিবর্তনের আগে নতুন সঙ্গীতের গুরুত্ব, বার্তা এবং তা কেন পরিবর্তন করা হচ্ছে—এগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা হলে এবং যথাযথ প্রচার চালানো হলে, তা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৭. অনুভূতির স্থায়িত্ব

যদি পুরোনো জাতীয় সঙ্গীত দীর্ঘ সময় ধরে জনগণের হৃদয়ে গভীরভাবে প্রোথিত থাকে, তবে এটি পরিবর্তন করা মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। অনেকের কাছে পুরোনো সঙ্গীতের প্রতি আবেগ থাকলে তা পরিবর্তন গ্রহণ করা কঠিন হতে পারে।

পরিশেষে বলতে চাই, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে কি না, তা বেশিরভাগই নির্ভর করবে জনগণের সমর্থন, ঐতিহ্য ও বর্তমান সমাজের প্রয়োজনীয়তার উপর। যদি এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, জনগণের মতামত ও সমর্থন নিয়ে এবং সঠিকভাবে ব্যাখ্যা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পরিবর্তন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। তবে সংবেদনশীলতা ও ঐতিহ্যকে উপেক্ষা করলে এটি বিতর্কিত হয়ে উঠতে পারে।

সৈয়দ শফীক, কলাম লেখক।

চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান রেকর্ডিং ও ভিডিও ধারণ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর রবিবার। নিজেদের গান রেকর্ডিং ও ভিডি...
04/09/2024

চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান রেকর্ডিং ও ভিডিও ধারণ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর রবিবার। নিজেদের গান রেকর্ডিং ও ভিডিও ধারনে আগ্রহী শিল্পীবৃন্দ যোগাযোগ করুন- চ্যানেল বিমুর্ত- 01712-100955

৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে--------------অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজা...
03/09/2024

৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে
--------------
অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।

লাগাতার শিক্ষক নির্যাতন, জোরপুর্বক পদত্যাগ-------------শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তত্ত্বাবধায়ক সরকারের সা...
02/09/2024

লাগাতার শিক্ষক নির্যাতন, জোরপুর্বক পদত্যাগ
-------------
শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। তিনি বলেছেন, বর্তমান সরকারে যারা রয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি কড়া বার্তা দিতে হবে যাতে কেউ শিক্ষকদের অপমান অপদস্ত করতে সাহস না পায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযানের এই নির্বাহী পরিচালক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর মানুষ মনে করেছিল সবাই নিজ নিজ মত প্রকাশ করতে পারবেন, প্রত্যেকে ধর্মীয় ও আদর্শিক মত প্রকাশ করতে পারবেন। কাউকে কোনো নিপীড়ন করা যাবে না। অথচ যা হচ্ছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না।

বৃক্ষমেলা ২০২৪, রাজশাহী নগর ভবন গ্রিনপ্লাজা। ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর।https://www.facebook.com/share/p/DYjpkXKCZZ...
01/09/2024

বৃক্ষমেলা ২০২৪, রাজশাহী নগর ভবন গ্রিনপ্লাজা। ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর।

https://www.facebook.com/share/p/DYjpkXKCZZtCtqqq/

নগরীতে বৃক্ষ মেলার উদ্বোধন
------------
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” – শ্লোগানে রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রেলগেট থেকে রেলি করে নগর ভবনের গ্রীন প্লাজায় এসে ফিতা কেটে বেলুন পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি ছিলেন. ডিআইজি, রাজশাহী রেঞ্জ পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ আমিনুল ইসলাম, বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, বগুড়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী।
স্বাগত বক্তব্য দেন, ্বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী মো. রফিকুজ্জামান শাহ

চল পরাণপুরে যাইকথা: হৃদয় রনিসুর ও সঙ্গীত: সৈয়দ শফীকলেবেল: বিমুর্তচল পরানপুরে যা্ইচল ভাই চল, পরানপুরে যাইচল পরানপুরে যাই-...
30/08/2024

চল পরাণপুরে যাই
কথা: হৃদয় রনি
সুর ও সঙ্গীত: সৈয়দ শফীক
লেবেল: বিমুর্ত

চল পরানপুরে যা্ই

চল ভাই চল, পরানপুরে যাই
চল পরানপুরে যাই-
ঝুম বৃষ্টি-লুটোপুটি কাদাই
টিনের চালে বৃষ্টি গান গাই
ডোবায় ডাকে কুনো ব্যাঙ
পিছল জমির আ-ই-ল্
বৃষ্টি তে ভিজি সারাদিন
খাবো মায়ের গা-ই-্‌ল্

চল পরানপুরে যাই
চল ভাই চল পরানপুরে যাই
ফসলের মাঠ, মিষ্টি দুপুর
রোদ ছায়া করে খেলা,
বৈশাখে পুতুল নাচ,
সং যাত্রা লঠিখেলা
মাটির পুতুল রঙের মেলা।
শিবপুরের হাটে মন ছুটে যায়,
চল ভাই চল, পরানপুরে যাই
চল পরানপুরে যাই।

চল পরানপুরে যাই, হৃদয় রনি Chol poranpure Jai, Hridoy Roni, Bimurto Visionচল পরানপুরে যাইশিল্পী : শারমিন ও সৈকতসুর ও সঙ্গীত: সৈয়দ শফীক0171210955Disclaimer ___...

১ বছর-৩০০ কোটি বাধা পেরিয়ে অসম্ভবকে সম্ভব করার নাম বাংলাদেশ
26/08/2024

১ বছর-৩০০ কোটি বাধা পেরিয়ে অসম্ভবকে সম্ভব করার নাম বাংলাদেশ

তুমি বোঝনাকথা: আশা খানসুর ও সঙ্গীত: সৈয়দ শফীকতুমি বিরক্ত হইয়ো নাআমার প্রতি আরআমি চলে যাবোতোমার জীবন থেকেশুধু একটু মায়াকা...
20/08/2024

তুমি বোঝনা
কথা: আশা খান
সুর ও সঙ্গীত: সৈয়দ শফীক

তুমি বিরক্ত হইয়ো না
আমার প্রতি আর
আমি চলে যাবো
তোমার জীবন থেকে

শুধু একটু মায়া
কাটতে দাও তুমি
আমার হৃদয়
ভুলবেনা এই ক্ষণ

তুমি জানো তুমিও
আমাকে বোঝো না
তবুও ভালোবাসা
থাকবে চিরদিন

তোমার পথে আমি
চলতে দিলাম না
কষ্টের এ বোঝা
তুমি বাড়িয়ো না

একদিন আমরা হাসবো
ভুলে যাবো সব কথাগুলো
নিজের জীবন গড়বো
নতুন ভোরের আলোয়

তুমি জানো তুমিও
আমাকে বোঝো না
তবুও ভালোবাসা
থাকবে চিরদিন।

তুমি বোঝনা-আশা, Tumi Bojhona-Asha, Bimurto Vision,বাদ্যযন্ত্র সহযোগিতায়- কি বোর্ড- উত্তম পার্কেসন- অনুপ ঘোষাল অক্টোপ্যাড- সানু লিড গিট....

Dhandabazir Dhokai Pore, Baul Jibon-Ganer Bulbuliধান্দাবাজির ধোকায় পড়ে-বাউল জীবন-বাউল জীবনগীতিকার, রাধাবল্লভব্যানার: গান...
19/08/2024

Dhandabazir Dhokai Pore, Baul Jibon-Ganer Bulbuli
ধান্দাবাজির ধোকায় পড়ে-বাউল জীবন-

বাউল জীবন
গীতিকার, রাধাবল্লভ
ব্যানার: গানের বুলবুলী

Dhandabazir Dhokai Pore, Baul Jibon-ধান্দাবাজির ধোকায় পড়ে-বাউল জীবন-Ganer BulbuliDisclaimer ___________________ All Rights to Music Label Co. & No Copyright ...

ছাত্ররা যেভাবে একের পর এক থলের বিড়াল বের করা শুরু করেছে তাতে মনে হচ্ছে আগামীর দিনগুলিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।শি...
15/08/2024

ছাত্ররা যেভাবে একের পর এক থলের বিড়াল বের করা শুরু করেছে তাতে
মনে হচ্ছে আগামীর দিনগুলিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মুকেশ চন্দ্রের অনিয়ম ও দুর্নীতত
----------------------------------------------------------
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও যত্রতত্র ঘুষ গ্রহণ, কর্মকর্তা কর্মাচরীদের হয়রানিসহ নানা অভিযোগে অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিত শিক্ষা মন্ত্রণালয়ের আইন ও শৃঙ্খলা শাখায় কর্মরত মুকেশ চন্দ্র বিশ্বাস।
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশির্বাদপুষ্ট এই কর্মকর্তা প্রায় ৯ বছর যাবৎ শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত।১১তম ব্যাচের কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস একই পদে এই মন্ত্রণালয়ে পদোন্নতিবিহীনভাবে রয়েছেন নয় বছর।

সূত্র থেকে জানা যায়, তিনি ২০১৫ সালে ঠাকুরগাঁও এর ডিসি থাকাকালে জেলায় নানা দুর্নীতি ও ঘুষের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।তাঁর ঘুষগ্রহণের অন্যতম সহযোগী তাঁর স্ত্রী বিউটি বিশ্বাস।ভূমি অফিসের তহশীলদার, অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের অনুমোদন, হাট-ঘাট জলাশয় বন্দোবস্ত এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রহণ করতেন মোটা অঙ্কের উৎকোচ।এই বিষয়ে মন্ত্রী পরিষদ সবিচালয় ও জনপ্রশাসন সচিবালয় থেকে তার বিরুদ্ধে তদন্তে এইসব তথ্য প্রমাণিত হয়।এরপরেও তিনি একসময় রাজউক এর কর্মকর্তা থাকাকালে ঢাকায় নিজ নামে ও আত্মীয় স্বজনের নামে একাধিক প্লটের মালিক হন।এবিষযে নানা অনিয়ম ও দূর্নীতি করায় দুদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

শিক্ষা ক্যাডারের সবচেয়ে বিতর্কিত কর্মকর্তা সমিতির সাবেক মহাসচিব ও পরিচালক (প্রশাসন) শহিদুল খবির চৌধরীর সঙ্গে ছিল তার বিশেষ সখ্যতা।ফলে তার প্রতিহিংসা ও প্রতারণার ফাঁদে পড়ে সর্বসান্ত হয়েছেন অনেক কর্মকর্তা। শিক্ষা ক্যাডারের সৎ, মেধাবী কর্মকর্তাদের হয়রানি ও মিথ্যা অভিযোগ দিয়ে দণ্ডারোপের ভয় দেখিয়ে উৎকোচ গ্রহণ করেন তিনি।কোন কোন নির্দোষ কর্মকর্তাকে দণ্ড দিয়ে অমানুষিক হয়রানি অব্যাহত রেখেছেন তিনি। যেমনটি তিনি করেছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক পদে দায়িত্বপালন কালে।

গত এক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের আইন ও শৃঙ্খলা শাখায় অনুসন্ধান করে জানা যায়, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আমির হোসেন মোল্লা, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাজাহান আলী সহ আরো কর্মকর্তার নামে মনগড়া মিথ্যা অভিযোগ গঠন করে তিনি নিজেই তদন্ত করে মিথ্যা অভিযোগ দাখিল করে নিজেই নথিতে দণ্ডের সুপারিশ করেন। এই বিষয়ে জানা যায় তিনি শিক্ষামন্ত্রণালয়ের আইন ও শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব পদে চলতি দায়িত্বপ্রাপ্ত একজন যুগ্ম সচিব।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের বেশকিছু অতিরিক্ত সচিব কর্মরত থাকলেও কেন তাকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে-এই বিষয়ে প্রশ্ন করা হলে কোন পর্যায় থেকে সদুত্তর পাওয়া যায় নি।শিক্ষা মন্ত্রণালয়ের নৈরাজ্য সৃষ্টিকারী তিনি একটি গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নে দীর্ঘদিন এখানে রয়েছেন বলে জানা যায়।বিশেষ করে, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের নেপত্থ্যে ভারতীয় ঠিকাদারদের সাথে গোপন চুক্তি বাস্তবায়নে তিনি কাজ করেন।এনসিটিবির বই মুদ্রণ, কারিকুলাম বিকৃতির নেপথ্যে এক ধরণের হিন্দুত্যবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গোপন এজেণ্ডা বাস্তবায়নে তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পসমুহের কাজ শুরুর পুর্বেই আশি ভাগ অর্থ ব্যয় হয়ে যায় তারই তৎপরতায়।এ বিষয়ে পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে সংবাদ প্রচারিত হলওে কোন কার্যকর পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি।

অনুসন্ধান থেকে আরো জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের সাথে সরাসরি যুক্ত যুগ্ম সচিব মুখেশ বিশ্চাস ও তার স্ত্রী বিউটি বিশ্বাস।নগদ অর্থ ও স্বর্ণাঙ্কার সহ ডলার ও রূপীতে তিনি উৎকোচ গ্রহণ করেন।

বিশেষ সূত্র থেকে জানা যায়, স্ত্রী বিউটি বিশ্বাসের নামে কোলকাতার সল্ট লেকে এবং দুই কন্যার নামে কানাডায় বাড়ি ক্রয় করেছেন মুকেশ বিশ্বাস।নামে বেনামে রয়েছে আয় বহির্ভূত বিশাল সম্পদ।

এছাড়াও পশ্চিমবঙ্গে পরিবারের সকল সদস্যের আছে নাগরিকত্ব।শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়-দূর্নীতিতে আকষ্ঠ নিমজ্জিত একজন অসৎ কর্মকর্তা কিভাবে একই মন্ত্রণালয়ে দীর্ঘ নয় বছর কর্মরত থাকেন।এটাই আশ্চর্যের বিষয়।তাঁর ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, লোভ ও প্রতিহিংসার কারণে শত-শত কর্মকর্তা-ও.এস.ডি অবস্থায় অবসরে গেছেন।যা শিক্ষা মন্ত্রণালযের দু:শাসনের দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে তাঁর বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাক্ষাৎ পাওয়া যায় নি।

আমাদের সেবাসমূহঅডিও রেকর্ড,         ভিডিও রেকর্ড,           ওয়েলকাম টিউন রেকর্ডনির্বাচনী গান            ভযেস রেকর্ড,    ...
15/08/2024

আমাদের সেবাসমূহ
অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ওয়েলকাম টিউন রেকর্ড
নির্বাচনী গান ভযেস রেকর্ড, ডকুমেন্টারি তৈরি,
টিভি বিজ্ঞাপান ফেসবুক বিজ্ঞাপন কেবলটিভি টিভি বিজ্ঞাপন
ধর্মীয় গান রেকর্ড ভিডিও এডিটিং, মিউজিক ভিডিও নির্মাণ,
থ্রিডি নিমেশন প্রচ্ছদ ডিজাইন পোস্টার ডিজাইন
ডিজিটাল প্রিন্ট অফসেট মুদ্রণ অফসেট প্রিন্ট
----------------------------------------------------------------------
যোগাযোগ করুন-01712100955

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Bimurto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share