Bayezid Hossain

  • Home
  • Bayezid Hossain

Bayezid Hossain Assalamu Alaikum

এডিট কেমন হলো বন্ধুরা 🙂
23/12/2024

এডিট কেমন হলো বন্ধুরা 🙂

Perfect combination 🫶
22/12/2024

Perfect combination 🫶

Good morning.. This is bangali's Creativity 😬
22/12/2024

Good morning..
This is bangali's Creativity 😬

কতবার পড়েছি আর হেসেছি মনে নেইফুলকপি সমাচার!!একজন শখের কবি একবার ফুলকপি নিয়ে একটা কবিতা ফেসবুকে লেখেন!! এরপর যা যা হয়েছি...
19/12/2024

কতবার পড়েছি আর হেসেছি মনে নেই

ফুলকপি সমাচার!!

একজন শখের কবি একবার ফুলকপি নিয়ে একটা কবিতা ফেসবুকে লেখেন!! এরপর যা যা হয়েছিল সেটা ওনার বয়ানেই শুনুন.....

“মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিলো ফুলকপি!! কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম,

"শীতের দিনে,
তোমার কাছে,
ফুল চাইনি প্রিয়;
সময় পেলে,
রান্না করে,
ভাজা ফুলকপি দিও!!"

ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর, আমার জীবন এবং যৌবন ''ভাজা ভাজা, তিলের খাজা'' হয়ে গেছে !!

বউ আমাকে বললো:- এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছো?

আমি সরল গলায় বললাম, "কার উদ্দেশ্যে মানে?"

এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করলো!! সবমিলিয়ে প্রায় শ-পাঁচেক প্রশ্ন; সব কটা প্রশ্ন আমার মনে নেই; অল্প কয়েকটা মনে আছে যেমন:-

১. প্রথম লাইনে একটা শব্দটা আছে, "প্রিয়"!! কে তোমার প্রিয়?

২. কে তোমাকে ফুল দেয়?

৩. কেন দেয়?

৪. কীভাবে দেয়?

৪. কোথায় দেয়?

৫. দিনে কয় বার দেয়?

৬. কি ফুল দেয়?

৭. আর কি কি দেয়?

৮. কি কি দিতে বাকি রাখছে?

৯. তাজা ফুল না প্ল্যাস্টিকের ফুল?

১০. কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো?

১১. এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন?

১২. কাঁচাফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে?

১৩. অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে?

১৪. ঘরের রান্না মুখে রোচে না?

১৫. ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর অন্য কোনো গোপন অর্থ আছে?

১৬. সারাজীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি?

১৭. আর কত ফুলকপি চাও?

১৮. কবে তোমার পেট ভরবে?

১৯. বুড়ো হচ্ছো আর ক্ষিধে বাড়ছে তোমার না?

২০. পেয়েছো কি তুমি?

২১. তোমাকে কি আমি খেতে দিই না?

২২. রাস্তা ঘাটে ফুলকপি চেয়ে বেড়াও?

২৩. আজ ফেসবুকে চাইছ , কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে?

২৪. পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে?

২৫. আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না?

সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম:-

২৬. তোমার এত নোলা কেন?

আমি কোনও প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময় !!

সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ!! মাঝে বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি; মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে!! গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপকও তার গোটা জীবনে এতগুলি ফুলকপি দেখেননি!!

আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, একটু সর্দি লেগেছে!! ও পাথর মুখ করে চা বানাতে গেলো; আর আমি ভয়ে ভয়ে রইলাম!! চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে!! অশেষ কৃপায় খানিকবাদে ও আদা চা নিয়ে এলো; গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না। ফুলকপির বড়া ভেজেছি। ওটা খেয়ে তারপর চা খাও !!

পুনশ্চ:- আরেকটা প্রশ্ন ছিলো এখন মনে পড়েছে!! "কি আছে ফুলকপিতে, যা আমার নেই? (বলে কান্না)

পুনশ্চ ২ :- আরেকটা প্রশ্নও ছিল; এক্ষুনি মনে পড়লো:- "সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো? লুকিয়ে লুকিয়ে!!”

এত দূর যেহেতু আসছেন কমেন্ট টাও করে যান।

Mention  Your পক্কি মার্কা বন্ধু 🤣
19/12/2024

Mention Your পক্কি মার্কা বন্ধু 🤣

যে মানুষটা তোমাকে মুল্য দিতে গিয়ে নিজেকেই মুল্য দেওয়া ভুলে গেলো অন্তত তাকে ছেড়ে দিও না।বিশ্বাসের আকাশে যে তোমাকে চাঁদের ...
18/12/2024

যে মানুষটা তোমাকে মুল্য দিতে গিয়ে নিজেকেই মুল্য দেওয়া ভুলে গেলো অন্তত তাকে ছেড়ে দিও না।বিশ্বাসের আকাশে যে তোমাকে চাঁদের মতো কলঙ্কহীন করে রেখেছে তার বিশ্বাস ভেঙে দিও না।

ভালবেসে যে মানুষটা শুধু তোমাকেই চেয়ে গেছে, তার কাছে নিজেকে ভেঙেচুরে দাও। সুখী হতে ভরসার হাত লাগে,টাকার সুখে সুখী হতে গিয়ে তাকে ছেড়ে দিও না, যার কাছে গেলে মানসিক শান্তি লাগে তোমার। যার কাছে গেলে তোমার ভরসা খুজে পাও! সুখী হতে টাকা লাগে না,সুখী হতে মানসিক শান্তি প্রয়োজন, যে শান্তি কেবল চোখ বন্ধ করে বিশ্বাস আর ভরসার চোখে হাতে পাওয়া যায়।

যে ঘরে ভালবাসা বিশ্বাস সন্মান আর ভরসা আছে সেখানে সুখী হতে টাকার প্রয়োজন সামান্য হলেই চলে। কিন্তু অঢেল সম্পদ আর টাকা থাকলেও যেখানে ভালবাসা,বিশ্বাস ভরসা সন্মান নেই সেখানে সুখও নেই। সে ঘরে সুখ হাওয়াই মিঠাইয়ের মতো কিংবা দুরের চাঁদ হাত দিয়ে ধরতে চাওয়ার মতো। ভালবাসাহীন সম্পর্ককে থেকে মরে যাবে ভেতর ভেতর, কিন্তু টাকায় ভালবাসা কিনতে পারবে না। বাঁচার জন্য টাকার প্রয়োজন আছে ঠিক কিন্তু সেটা খুব বেশি না নয়।

সবাই সাবধান ভ*য়া*ব*হ যু*দ্ধ চলছে এখানে 😁😂
18/12/2024

সবাই সাবধান ভ*য়া*ব*হ যু*দ্ধ চলছে এখানে 😁😂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayezid Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share