D Sohel perves

  • Home
  • D Sohel perves

D Sohel perves Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from D Sohel perves, Digital creator, .

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপা নিয়ে করে গিয়েছি ধিক্কার....
30/04/2024

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপা নিয়ে করে গিয়েছি ধিক্কার....

24/03/2024

ইন্ডিয়ান জনগন এই মুহুর্তে বাংলা ছাড়

24/03/2024

রমজান
reels
#ইসলাম #ইসলামের_পথে_এসো #ইসলামিক_ভিডিও_🤲🕋🤲 #ইসলামিক_ভিডিও #গজলটা_অনেক_বেশি_ভালো_লাগে াংলাদেশ #গজল #মুহাম্মাদ #খলিফা #পাকিস্তান #ফিলিস্তিন #ইসরায়েল
ইমাম মাহদী মুহাম্মদ কাসীম।
#ইসলাম #ইসলামের_পথে_এসো #ইসলামিক_ভিডিও_🤲🕋🤲 #ইসলামিক_ভিডিও #গজলটা_অনেক_বেশি_ভালো_লাগে াংলাদেশ #গজল #মুহাম্মাদ #খলিফা #পাকিস্তান #ফিলিস্তিন #ইসরায়েল ‎ ‎ ‎ ‎ ‎ ‎

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...
22/03/2024

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

Collected.

কি এক মজাদার খাবার না খাইলে পস্তাবেন
22/03/2024

কি এক মজাদার খাবার
না খাইলে পস্তাবেন

12/03/2024
টমেটোর সালাদ খেতে খুবই সুস্বাধু তাও আবার সেটি যদি হয় পড়ন্ত বিকালে শুনশান পরিবেশে নির্মল আবহাওয়ায কোন এক বিলের মাঝখানে। এ...
23/02/2024

টমেটোর সালাদ খেতে খুবই সুস্বাধু
তাও আবার সেটি যদি হয় পড়ন্ত বিকালে শুনশান পরিবেশে নির্মল আবহাওয়ায কোন এক বিলের মাঝখানে।
এমন বিকাল ফিরে আসুক বার বার❤️

12/02/2024

– স্যার আপনাকে একটা কথা বলি?
– হুম বলো…
– আগে বলুন রাগ করবেন না?
– আচ্ছা ঠিক আছে।
– আমার সাথে একটু শপিংমলে যাবেন?

প্লিজ স্যার না করবেন’না। না করলে আমি কষ্ট পাব। না করার কোনো অপশন নেই! কারন দুইটা টিউশনি করিয়েই আমার লেখাপড়ার খরচ চলে। তাই আইরিনের কথামতো রাজি হয়ে গেলাম।

– আচ্ছা চলো…..
– আপনি খুব ভালো স্যার।

অবাক করার বিষয় হলো আইরিন আজকে যা কিনছে সব ছেলেদের পোশাক, তাও আবার আমার শরীরের মাপ অনুযায়ী। একবার জিজ্ঞেস করেছিলাম, – আমার শরীরের মাপ কেন?

– পরে বলবো।শপিংমল থেকে বের হয়ে একটা রিকশা নিলাম! আইরিনকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি মেসে চলে যাব। আমার পাশেই বসে আছে মেয়েটি। রিকশা যখন একটা ব্রিজের মাঝ বরাবর গেল! তখন আইরিন বলে উঠলো,

– মামা রিকশা থামান। আমি বললাম,
– এখানে আবার কি?
– স্যার ব্রিজের উপর থেকে নদীর পানি দেখবো।
– ওহ্ আচ্ছা। রিকশা থেকে নেমে কিছুদূর যাওয়ার পর, আইরিন বললো,
– স্যার আপনার হাতটা একটু ধরতে পারি?

আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম! মেয়েটা আমার হাত ধরে হাটছে! দক্ষিণের ধমকা এসে মাঝেমধ্যে ওর চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে! আমি নিরব হয়ে ভাবছি, একটা মেয়ে এতোটা সুন্দর হয় কি করে! সত্যিই তুলনা হয় না। কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম, আমরা যে, ছাত্রী আর শিক্ষক। প্রায় ১০মিনিট পর আদিবা বললো,

– স্যার আপনার জন্য! (শপিংব্যাগ’গুলো হাতে দিতে দিতে)। আমি অবাক হয়ে বললাম,
– কেন???
– গিফট্!
– আমি তোমার উপহার নিবো কেন?
– নিতে পারেন না কেন?
– কারন আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্রী!
– এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে!?
– না, তবুও সম্ভব না।
– তাইলে ওই যে নদীটা দেখছেন, ওখানে ফেলে দিন।

ফেললাম না! ভাবছিলাম, যাওয়ার সময় আদিবাকে শপিংগুলো দিয়ে দিব। এই ভেবে রিকশার দিকে হেটে যাচ্ছি! এমন সময় আইরিন বলে উঠলো, – স্যার সকালে যখন আপনি আমাকে পড়াতে আসেন! তখন আপনাকে দেখে আমার খুব খারাপ লাগে! একটা শার্ট প্রতিদিন পড়ে আসেন! জুতাগুলো সেই প্রথম থেকেই দেখছি হঠাৎ মেয়েটাকে থামিয়ে দিয়ে বললাম! – ওহ্ তাহলে এজন্যেই তুমি আমাকে করুণা করছো?! দেখো তোমার ইচ্ছে না হলে আমার কাছে পড়োনা! কিন্তু আমাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই!!!

এবার মেয়েটা কেঁদে দিলো! কান্নাজড়ানো কন্ঠে বললো, – না স্যার! আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু আপনার জন্য আমার বান্ধবীরা আমাকে অপমান করে!!! কিছুদিন আগে মারিয়া বললো, তোর
স্যার সবস

খালাতো বোন অসুস্থ,বাচ্চা হবে। আমিও তারাহুড়ো করে হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি বোনের থেকেও বোনের হাজবেন্ড এর অবস্থা খারাপ...
11/02/2024

খালাতো বোন অসুস্থ,বাচ্চা হবে। আমিও তারাহুড়ো করে হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি বোনের থেকেও বোনের হাজবেন্ড এর অবস্থা খারাপ।ঘেমে চুপচুপ হয়ে আছে। আর একটু পর পর উঠে পায়চারি করছে। আবার বলতেছে কেন যে বাচ্চা নিতে বলছিলো,সব নাকি তার দোষ।
আর এসব শুনে বোন বলতেছে,এই তারে আমার সামনে থেকে সরাও,এসব আদিক্ষেতা দেখতে পারছি না।
যাক এতটুকু পর্যন্ত ঠিক ছিলো,সিজার করার জন্য অটিতে নিলো,এইদিকে একটু পর তার হাজবেন অতিরিক্ত চিন্তায় সেন্সলেস হয়ে গেছে!

কেউ না থাকলে আমি একটু গড়াগড়ি করে হাসতাম,আমার মনে হচ্ছে এই প্রথম এমন হয়েছে যে মা বাচ্চা জন্ম দিতে গিয়ে, বাবা বেহুশ 🙂

নতুন নতুন মজার গল্প পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন।

সাত হাজারের বেশি নতুন দ্বীপ আবিষ্কার করেছে জাপান। অত্যাধুনিক ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে দ্বীপগুলোর সন্ধান পেয়েছে দেশট...
01/01/2024

সাত হাজারের বেশি নতুন দ্বীপ আবিষ্কার করেছে জাপান। অত্যাধুনিক ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে দ্বীপগুলোর সন্ধান পেয়েছে দেশটি। এ কারণে দ্বীপরাষ্ট্র জাপানের মানচিত্রেও পরিবর্তন আসছে। দেশটির জিওস্পেশিয়াল ইনফরমেশন কর্তৃপক্ষ আগামী মাসে আপডেট হওয়া নতুন মানচিত্রটি প্রকাশ করবে, যাতে আবিষ্কার হওয়া দ্বীপগুলোর অন্তর্ভুক্তি থাকবে। খবর দ্য টেলিগ্রাফ, এনপিআর।

এর আগে ১৯৮৭ সালে ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করে জাপান কোস্টগার্ড। এতদিন ওই জরিপভিত্তিক মানচিত্র দিয়েই চলছিল। জাপানের মানুষ তাদের সীমানার ভেতরে থাকা সাত হাজারের মতো ছোট ছোট দ্বীপ নিয়ে তেমন জানত না। বর্তমান মানচিত্র অনুযায়ী, দেশটিতে সব মিলিয়ে দ্বীপের সংখ্যা ৬ হাজার ৮৫২। কিওদো নিউজ জানায়, আবিস্কার হওয়া দ্বীপগুলো নিয়ে জাপানের মোট দ্বীপের সংখ্যা বেড়ে হবে ১৭ হাজার ১২৫। ৩৫ বছর আগের ওই জরিপে বাদ পড়েছিল নদী ও জলাশয়ে থাকা অনেক দ্বীপ।

নতুন এ দ্বীপগুলোর অবস্থান দক্ষিণ-পশ্চিম জাপানের নাগাসাকি অঞ্চলে।

01/01/2024

-পরীক্ষায় অংশ নিন।
মাত্র ৩০ পাইলেই A+আর ২০ পেলে পাশ।

১/ জীবনেও মানুষের গাছের ফল চু*রি করে খান নাই
= ১০মার্ক।

২/ বাবা মায়ের থেকে না বলে টাকা নেন নাই =১০

৩/ বন্ধু/বান্ধবির প্রেমে হেল্প করেন নাই =১০

৪/জীবনে একটাও প্রপোজ পান নাই= ১০

৫/ কখনো টয়লেটে বসে ফেইসবুক চালান নাই= ১০

৬/ শুয়ে শুয়ে চ্যাটিং করেন নাই =১০

৭/ জীবনেও বা***ল বলে গালি দেন নাই =১০

৮/ লাইফে কখনো স্কুলের ক্লাস ফা - কি দেন নাই =১০

৯/ পরীক্ষার হলে অন্যের খাতা দেখে লিখেন নাই =১০

বিঃদ্রঃ যারা পাস করছেন কতো নাম্বার সিরিয়ালে পাশ করেছেন বলে যাবেন।

Happy Exam. Day

আহা কি যে সুন্দর ভরে যায় অন্তরএই খানে হয় যেন.....
15/12/2023

আহা কি যে সুন্দর ভরে যায় অন্তর
এই খানে হয় যেন.....

দুরন্ত পেয়াজ একটু বেশিই দুষ্টু😀
13/12/2023

দুরন্ত পেয়াজ একটু বেশিই দুষ্টু😀

পেয়াজ দিয়ে তরকারি রান্না কি খুব দরকারিবেশি করে আলু খান ভাতের উপর চাপ কমানপেয়াজ মোরা খাব না তাতে কিছু হবে নাতৈল ছাড়া তরকা...
13/12/2023

পেয়াজ দিয়ে তরকারি রান্না কি খুব দরকারি
বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান
পেয়াজ মোরা খাব না তাতে কিছু হবে না

তৈল ছাড়া তরকারি রান্না কি খুব দরকারি
গরু ছাগল খায় না তৈল তাতে কি হয় (হেল)

ঝাল ছাড়া তরকারি রান্না করা কি খুব দরকারি
গরু ছাগল খায় না ঝাল তাতে তাদের কি হয় (বা..)
ঝাল এমন কিছুই না যে ঝাল ছাড়া মোদের চলবে না

লবন ছাড়া তরকারি খুব বেশি কি দরকারি
গরু ছাগল খায় না লবন তাতে তাদের কি হয়রে
(চরন)
চাল না হলে তরকার ঐটা বেশ দরকার
আমরা চাল ছাড়াও খেতে পারি আমরা হলাম সাহসি জাতি।

তবে তরকারি বেশ দরকারি

ঐটাও যদি না খেতে পারি তবে
কি?

তরকারি কি তরকারি রান্না করতে খুব দরকারি

08/12/2023

এভাবেই শিশুরা ধীরে ধীরে শিখবে😀😀😀

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান...
08/12/2023

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও, ডাকো। একসাথে বসে খানাপিনা করি।

কন্যারত্নটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো-“আমাদের বাড়িতে আগুন লেগেছে! দ্রুত আসুন সবাই। আগুন নিভাতে সহায়তা করুন!”
সবাই এলো না। কেউ কেউ ঝামেলা মনে করলো।
কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে।

বিকেলে খেতে বসে আশপাশে তাকিয়ে বৃদ্ধ অবাক। কাউকেই তো চেনেন না তিনি। এরা কারা?

কন্যা বাবাকে বললো-”বাবা, যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন। আত্মীয় কিংবা বন্ধু তারাই। তাই তাদেরকেই দাওয়াত করেছি।

একটা কথা সবাই মনে রাখবেন-“যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে না।”

গল্প(ইন্টারনেট হতে সংগৃহীত)

বাচ্চাদের খেলার মুহুর্ত ধরে রাখলাম কোন একদিন তাদের অনেক প্রিয় হবে এ সময়টুকু🐝🐝🐝🌻🌳
05/12/2023

বাচ্চাদের খেলার মুহুর্ত ধরে রাখলাম
কোন একদিন তাদের অনেক প্রিয় হবে এ সময়টুকু🐝🐝🐝🌻🌳

04/12/2023

বর্শা হওয়ার পরের মুহুর্ত

বোঝাতে ভুল করছি না বুঝতে ভুল করছি?একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা ...
04/12/2023

বোঝাতে ভুল করছি না বুঝতে ভুল করছি?

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when D Sohel perves posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share