Ghatail News24

  • Home
  • Ghatail News24

Ghatail News24 Open Now
(1)

05/08/2024

স্যালুট তোমাদের ✌️✌️🇧🇩

05/08/2024
পাখিটি হারানো গিয়েছে।  কেউ খুজে পেলে ইনবক্সে যোগাযোগ করবেন।  যারা পশু/পাখি পালন করে তারাই জানে হারানোর কষ্ট।ঠিকানা: ঘাটা...
25/04/2024

পাখিটি হারানো গিয়েছে। কেউ খুজে পেলে ইনবক্সে যোগাযোগ করবেন।

যারা পশু/পাখি পালন করে তারাই জানে হারানোর কষ্ট।

ঠিকানা: ঘাটাইল আদর্শ প্রাইমারি স্কুলের আশেপাশে।

02/03/2024

আজকে দুপুর ১টার দিকে এক ভাইকে অচেতন করে শিয়াখোল হাট থেকে ৮সিটের অটোরিকশা ও মোবাইল চুরি করে নিয়ে যায়
অটোরিকশার পিছনে আলতা দিয়ে নাম ও মোবাইল নম্বর লিখা আছে,
নাম: আলাল
মোবা:০১৭৪৬৪৭২৯৮৪ এবং গাড়ির পেছনে ডানপাশে
বামপারে মার খাওয়া আছে।
গাড়িটি হারানোর স্থান শিয়াখোলহাট ঘাটাইল টাংগাইলে, ঘাটাইল, কালিহাতি, ভুয়াপুর, গোপালপুর
এই এলাকার মধ্যে আপনারা যারা আছেন, আপনারা
পোস্টা শেয়ার করে দিবেন প্লিজ, আপনার একটা শেয়ারে হয়তো গাড়িটি পেয়ে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফুটবে।

(উপযুক্ত তথ্য দিয়ে সাহায্য করবেন)

28/01/2024

যারা বিভিন্ন প্রকারের যানবাহন চালান তাদেরকে বলছি, সকালে কুয়াশার সময় একটু সাবধানে গাড়ি চালাবেন। কারণ এই অসাবধানতার কারণে প্রাণ যায় নিরীহ বিড়াল, কুকুরের.. 🙂

18/01/2024

যেসব ছেলেরা ভিড়ের মধ্যে সুযোগ থাকা স্বত্ত্বেও অনেক সাবধানে হাঁটে, যাতে একটা মেয়ের শরীরে স্পর্শ না লাগে,নিঃসন্দেহে সেইসব ছেলেরা কোনো আদর্শবান মায়ের সন্তান!❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Monirul Islam, Md Khasru, Mohammad Mofajjol, Marziya Mitu...
08/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Monirul Islam, Md Khasru, Mohammad Mofajjol, Marziya Mitu, MD Bilail, Robin Islam, Afsana Mim, Farid Hossain, Mukta Khan, Faruk Hossain

05/01/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Minzo Sky, রানা আহমেদ, Suborna Mostufa, MD Shamim
09/12/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Minzo Sky, রানা আহমেদ, Suborna Mostufa, MD Shamim

03/12/2023

জীবন একটা রেলস্টেশনের মতো
ভীড় তো অনেক,কিন্তু সেই ভীড়ে
কেউ আপন নয়।
😅

13/08/2023

😂😂😂

আজ রাত ৯:৩০ মিনিটে ঘাটাইল বানিয়াপাড়া ব্রিজের উত্তর পাশে ২টি মটরসাইকেল দুর্ঘটনায় (২জন) তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে এবং (৩জন...
23/07/2023

আজ রাত ৯:৩০ মিনিটে ঘাটাইল বানিয়াপাড়া ব্রিজের উত্তর পাশে ২টি মটরসাইকেল দুর্ঘটনায় (২জন) তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে এবং (৩জন) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনদের বক্তব্য প্রথমে একটি লরির সাথে প্রথম একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল টি অপর মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় স্বামী স্ত্রী সহ ৪ অটোভ্যানের যাত্রী নিহত মাহিনুর রহমান(মাহিন)টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর উপজেলার সিমান্তবর...
01/06/2023

বাসের ধাক্কায় স্বামী স্ত্রী সহ ৪ অটোভ্যানের যাত্রী নিহত

মাহিনুর রহমান(মাহিন)

টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর উপজেলার সিমান্তবর্তি স্থানে বিনিময় পরিবহনের ধাক্কায় ৪ অটোভ্যানের যাত্রী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১জুন)বিকাল চারটায় এই দূর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ধনবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামি বিনিময় পরিবহনের একটি বাস দেউলাবাড়ী বাসষ্ট্রেশন সংলগ্ন নৈরকোনা নামক স্থানে এসে পৌছালে একটি যাত্রী বাহি অটোভ্যানকে অতিক্রম করার সময় পিছন থেকে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।আহত ভ্যানচালককে মারাত্বক আহত অবস্থায় মধুপুরের ফায়ারসার্ভিস কর্মিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তিনিও মারা যান বলে নিশ্চিত করেছেন ফায়ারসার্ভিস কর্মিরা।নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছেন।নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে নিহত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
এ দিকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘাতক বাসটি রাস্তার মধ্যে ফেলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়।
মধুপুর থানার এসআই আপেল মাহামুদ ঘটনার সততা স্বিকার করে বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ারসার্ভিসের একটি টিমসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা করি।ঘটনাস্থলেই নিহত ৩ জনকে রাস্তার এ দিক সে দিক পরে থাকতে দেখি।আহত একজনকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।পরে জানতে পারি সেও রাস্তায় মৃত্যূবরণ করেছেন।ময়না তদন্তের জন্য লাশগুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে।ঘাতক বাসটি আমরা জব্ধ করতে সক্ষম হলেও চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।সে রাস্তার উপর বাস রেখে দ্রুত পালিয়ে গেছে।

সংগৃহীত: পাকুটিয়া ডটকম
তারিখ-০১/০৬/২০২৩ ইং

19/05/2023
01/05/2023

শ্রমিক দিবস। মানে শ্রমিকদের অধিকার আদায়ের দিবস, এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু বর্তমানে দেশে যেভাবে শ্রমিক দিবস পালন করা হচ্ছে এতে শ্রমিকদের কোনো লাভ হচ্ছে বলে মনে হয় না। যা লাভ তা সেই উঁচু শ্রেণির লোকদেরই হচ্ছে।
শ্রমিক দিবসের নাম করে ধর্মঘট পালন করে দিনমজুর শ্রমিক ভাইদের পেটে লাথি মারা হচ্ছে। দৈনিক আয়ের অনুপাত থেকে কিছুটা কমছে।
এরপরও যদি কোনো শ্রমিক ভাই জোর করে কাজ করতে যায়, কিছু শ্রেণির লোকের কাছে কথা শুনতে হচ্ছে।

এটাই আমাদের দেশে শ্রমিক দিবস উদযাপন। শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা।

29/04/2023

এসএসসি ছোট ভাই বোনদের বলছি,
১. বাংলা গদ্যাংশ থেকে সৃজনশীল লেখার সময় মূল ভাবটুকু সবসময় বোর্ড বইয়ের আলোকে লেখবে আর পদ্যাংশ থেকে লেখার সময় মূলভাবের সাথে মিলিয়ে ২-১ কবিতার চরণ লিখলে লেখার মান বৃদ্ধি পায়। আর ২য় পত্র থেকে বহুনির্বাচনির জন্য বোর্ড বই পড়া থাকলে সব কমন থাকবে। আর সৃজনশীল এত জন্য বিগত বছরে আসা প্রশ্ন পড়লে আশা করি কমন থাকবে।

২. ইংরেজি ২য় পত্রের জন্য অবশ্যই বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলা দেখে যাবা। আর সাথে বোর্ড থেকে যে ২য় পত্র বই দেয়া হয়েছে তা দেখে যাবা। তাহলে ২য় পত্র নিয়ে আশা করি বেশি প্রবলেম ফেস করতে হবে না।

৩. উচ্চতর গণিত বোর্ড বইয়ের মেথ গুলা করলেই যথেষ্ট।

৪. পদার্থবিজ্ঞান সম্পূর্ণ তোমার বেইসিক এর উপর ডিপেন্ড করবে।

আর খাতা অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন করবে। খাতা যত পরিষ্কার হবে নাম্বার তত বেশি। আশা করি নির্দেশনা গুলা মানলে উপকৃত হবা।

বঙ্গবাজার অগ্নিকান্ড
05/04/2023

বঙ্গবাজার অগ্নিকান্ড

সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ধৈর্য্য ধারন করার তাওফিক দান করুন।বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে আমর...
04/04/2023

সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।
আল্লাহ ব্যবসায়ী ভাইদের ধৈর্য্য ধারন করার তাওফিক দান করুন।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে আমরা গভীর ভাবে শোকাহত।

21/02/2023

২১ শে ফেব্রুয়ারী আ'ন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকল ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্র'দ্ধা ও ভালোবাসা !!!

পরিশেষে ২১ শে ফেব্রুয়ারী নিয়ে কিছু কথা -
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভা'ষা শ'হীদদের প্রতি রইলো বি'নম্র শ্র'দ্ধা ।
২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙালীদের জন্য একটি গৌরবময় উজ্জ্ব'ল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রা'জপথে জী'বন দিতে হয়েছিলো সালাম, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেক কেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা ভাষা বলছি ও লিখছি। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বিরল দৃ'ষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙা'লীরাই। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্ম'রণ করেনা। ২১শে ফেব্রুয়ারি দিনটি স্বী'কৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। সারা বিশ্বই দিনটি স্ম'রণ করে আর সকলে একি সুরে গেয়ে ওঠে______
"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি!"

08/02/2023

**এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
**এবার সারা দেশে পাসের হার ৮৫.৯৫ শতাংশ
**ঢাকায় পাসের হার ৮৭.৮৩, জিপিএ-ফাইভ ৬২,৪২১
**সিলেটে পাসের হার ৮১.৪০, জিপিএ-ফাইভ ৫৪,৮৭১
**রাজশাহীতে পাসের হার ৮১.৫৯, জিপিএ-ফাইভ ২১,৮৫৫
**চট্টগ্রামে পাসের হার ৭৮.৭৬, জিপিএ-ফাইভ ১২,৬৭০
**কুমিল্লায় পাসের হার ৯০.৭, জিপিএ-ফাইভ ১৪,৯৯১
**বরিশালে পাসের হার ৮৬.৯৫, জিপিএ-ফাইভ ৭,৩৮৬
**যশোরে পাসের হার ৮৩.৯, জিপিএ-ফাইভ ১৮,৭০৬
**দিনাজপুরে পাসের হার ৭৯.০৬, জিপিএ-ফাইভ ১১,৮৩০
**ময়মনসিংহে পাসের হার ৭৭.৩, জিপিএ-ফাইভ ৭,১৭৯

30/12/2022

ঘাটাইলের ৫টি ইউনিয়নের নির্বাচনের ফলাফলঃ
🌹-----বিজয়ী হয়েছে----🌹
(১)-- সন্ধানপুর: নৌকা।
(২)-- ধলাপাড়া: নৌকা।
(৩)-- রসুলপুর: নৌকা।
(৪)-- লহ্মিন্দর: নৌকা।
(৫)-- সংগ্রামপুর: ঘোড়া (আ'লীগের বিদ্রোহী প্রার্থী)।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghatail News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share