Love Poem

Love Poem I want to show my poet

যে মেয়েরা ভালবেসে নদী হয়েগেছে,আর যে ছেলেরা পাখি হয়ে উড়েগেছে আকাশের দিকে ?আমি তাঁদের জন্য কবিতা লিখি...কেউ আমার নাম রেখেছ...
19/03/2023

যে মেয়েরা ভালবেসে নদী হয়ে
গেছে,
আর যে ছেলেরা পাখি হয়ে উড়ে
গেছে আকাশের দিকে ?
আমি তাঁদের জন্য কবিতা লিখি...
কেউ আমার নাম রেখেছে
"প্রেমিক"
কেউ বলেছে প্রেমিক মানেই
"প্রতারক"
"ভালোবাসা" আমি তোমার জন্যে কবিতা লিখি ... #রাজ

হয়তো সেদিন দেখা না হলেই পারতো।শহরে আজ বিরহের দাঙ্গা হত না।।  #রাজ
22/01/2023

হয়তো সেদিন দেখা না হলেই পারতো।
শহরে আজ বিরহের দাঙ্গা হত না।। #রাজ

এসো মেয়ে,এসো তুমি বুকের অতলে,কতোদিন ছোঁয়া হয় নাইওই পুষ্পিত অধরযেখানে গোলাপ ফোটেরাশিরাশি,এসো মেয়ে,ছুঁয়ে দাওনীল হয়ে জমে থা...
27/10/2022

এসো মেয়ে,এসো তুমি বুকের অতলে,
কতোদিন ছোঁয়া হয় নাই
ওই পুষ্পিত অধর
যেখানে গোলাপ ফোটে
রাশিরাশি,
এসো মেয়ে,ছুঁয়ে দাও
নীল হয়ে জমে থাকা এ শীতল অধর।
সুঘ্রাণ দেবেনা ওই চুলের তোমার ?
দেখা হয় নাই কতো কতো দিন
শত রহস্যঘন রাত্রির কাহিনী,
তাই এসো মেয়ে, আপ্লুত করো
উড়ন্ত চুলের মদিরা হাওয়ায়।
-
কুল ভেঙ্গে গেছে ?
থাক না ওসব, যাক না চলে !
সেসব কোন প্লাবন করা
চাঁদনি রাতের গল্প।
এখন এসো তুমি—
এসো তোমার রোমাঞ্চিত যমুনা
নিয়ে,
স্পর্শ করো, ছুঁয়ে দাও
আমাকে বাজাও বালিকা !
জল টলমল
তোমার ও’দুটি দিঘির জলে
ডুববো ভাসবো, ভাসবো ডুববো।
তাই এসো মেয়ে, এসো—
ভাসাও আমাকে,
ভাসাও ভাসাও ভালবাসাও।
~
এসো মেয়ে,ভাসাও আমাকে
____ #রাজ

আমাকে দুঃখের শ্লোক কেশোনাবে?কে দেখাবে আমাকে দুঃখেরচিহ্ন কী এমন,দুঃখ তো আমার সেই জন্ম থেকেজীবনেরএকমাত্র মৌলিক কাহিনী।আম...
08/10/2022

আমাকে দুঃখের শ্লোক কে
শোনাবে?
কে দেখাবে আমাকে দুঃখের
চিহ্ন কী এমন,
দুঃখ তো আমার সেই জন্ম থেকে
জীবনের
একমাত্র মৌলিক কাহিনী।
আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের গহীন বিস্তার।
দুঃখ তো আমার হাত_ হাতের
আঙুল_আঙুলের নখ
দুঃখের নিখুঁত চিত্র এ কবির
আপাদমস্তক।
আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী
নই,
দুঃখ তো সুখের মতো নীচ নয় যে,
আমাকে দুঃখ দেবে।
আমার একেকটি দুঃখ একেকটি
দেশলাই কাঠির মতন,
অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের
কালো কালো অগি্নতিলকে,
পাঁজরের নাম করে ওসব সংগোপনে
সাজিয়ে রেখেছি আমি সেফটি-
ম্যাচের মতো বুকে। #রাজ

নদীর জলে পা ডুবিয়েবসেছিলে তুমিদূর থেকে মুগ্ধ চোখেতাকিয়ে ছিলাম আমি...নীলিমাঃ-তোমার ছায়া পরেছিল নদীরজলে,না দেখার ভান করেছি...
29/09/2022

নদীর জলে পা ডুবিয়ে
বসেছিলে তুমি
দূর থেকে মুগ্ধ চোখে
তাকিয়ে ছিলাম আমি...
নীলিমাঃ-
তোমার ছায়া পরেছিল নদীর
জলে,
না দেখার ভান করেছি কৌশলে,
আর চুপি চুপি বলেছি নদীর কাছে,
লুকিয়ে লুকিয়ে দেখার কি
আছে...??? #রাজ

কখনো যদি শূন্যতায়,,,,,,,,,, সীমা খুঁজে না পাও,,,,,,,, আমায় অনুভব করো,পথ হয়ে খুঁজে নিবো তোমায়,।যদি কষ্টের বিষাক্ততায়...
29/09/2022

কখনো যদি শূন্যতায়
,,,,,,,,,, সীমা খুঁজে না পাও,
,,,,,,, আমায় অনুভব করো,
পথ হয়ে খুঁজে নিবো তোমায়,।
যদি কষ্টের বিষাক্ততায়
,,,,,,,, চোখ ভিজে যায় জলে,
আমায় কাছে ডেকো,
,,,,,, জল মুছে দিবো আমি,।
যদি কখনো নিরাবতার নিস্তব্ধে
,,,,,,, একাকীত্ব অনুভব করো,
তবে আমায় জানিয়ে দিও,
সব কিছু বিসর্জন দিয়ে
,,,,,,,, ছুটে আসবো আমি,, #রাজ

উপহাসের পৃথিবীতোমাকেও উঠিয়েছিল,আমাকেও উঠিয়েছিল,পার্থক্য ছিল শুধু এতটুকুই;তোমাকে পালকি তে,আর আমাকে খাটিয়ায়।সুর দুই জায়গাত...
29/07/2022

উপহাসের পৃথিবী

তোমাকেও উঠিয়েছিল,
আমাকেও উঠিয়েছিল,
পার্থক্য ছিল শুধু এতটুকুই;
তোমাকে পালকি তে,
আর আমাকে খাটিয়ায়।
সুর দুই জায়গাতেই বেজেছিল,
পার্থক্য ছিল শুধু এতটুকুই;
এক জায়গায় আনন্দের,
আর অপর দিকে বেদনার।
দোয়া-কালাম দুই জায়গাতেই পড়েছিল,
পার্থক্য ছিল শুধু এতটুকুই;
তোমার ওখানে কাজি ছিল,
আর আমার এখানে মৌলভি।
তোমাকেও সাজিয়েছিল,
সাজিয়েছিল আমাকেও,
পার্থক্য ছিল শুধু এতটুকুই;
তোমাকে লাল বেনারশি দিয়ে,
আমাকে সাদা কাফন দিয়ে।
একটি প্রেমের সম্পর্কের
বিয়োগাত্মক যবনিকাপাত,
কি নির্মম উপহাস এই নির্দয় পৃথিবীর!!!
একদিকে প্রেমিকের শেষকৃত্য,
অন্যদিকে প্রেমিকার বিবাহ উৎসব।।।

#রাজ ।।।

মনে পড়ে বালিকা?আমি তোমার কাছে একটি  বৃষ্টিভেজা রাত চেয়ে ছিলাম,............তুমি দাওনি।বাতাসে বৃষ্টির গন্ধ নিতে চেয়ে ছিলাম...
28/07/2022

মনে পড়ে বালিকা?
আমি তোমার কাছে একটি বৃষ্টিভেজা রাত চেয়ে ছিলাম,............তুমি দাওনি।
বাতাসে বৃষ্টির গন্ধ নিতে চেয়ে ছিলাম,............তুমি দাওনি।
দুচোখ বন্ধ করে, বৃষ্টির সাথে তোমাকে,
আর তোমার সাথে বৃষ্টিকে অনুভব করতে চেয়ে ছিলাম,..............তাও তুমি দাওনি। #রাজ

বিপরীত ভাবনাসব কিছু কি যায়রে বলাতব মুখোপানে চেয়ে রই।শরীর দু 'খানি মিলেছে কেবলিমনের পাইনি থই।মন চাই মন চাই বলে মেয়েদুনিয়া...
26/07/2022

বিপরীত ভাবনা

সব কিছু কি যায়রে বলা
তব মুখোপানে চেয়ে রই।
শরীর দু 'খানি মিলেছে কেবলি
মনের পাইনি থই।
মন চাই মন চাই বলে মেয়ে
দুনিয়া উঠালি মাথায়,
বুকে হাত দিয়ে বলতো দেখি
মিলে ছিলো যখন দেহ দু 'খানি
সুখ কি ছিলো না সেথায়?
প্রেমহীন সূখ চাইনাতো মেয়ে
চোখ জুড়ে শুধুই স্বপন
ভোরের বকুল হাতে তুলে দিয়ে
বলবে "মেয়ে তুমিই আমার ভূবন "। #রাজ

ভালোবাসা- ভালোবাসা নয় স্তনের ওপরেদাঁত?ভালোবাসা শুধু শ্রাবণের হা-হুতাশ?ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ?ভালোবাসা মানে রক্ত চে...
25/07/2022

ভালোবাসা
-
ভালোবাসা নয় স্তনের ওপরে
দাঁত?
ভালোবাসা শুধু শ্রাবণের হা-
হুতাশ?
ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ?
ভালোবাসা মানে রক্ত চেটেছে
বাঘ!
ভালোবাসা ছিল ঝর্ণার পাশে
একা
সেতু নেই আকাশে পারাপার
ভালাবাসা ছিল সোনালি
ফসলে হওয়া
ভালোবাসা ছিল ট্রেন লাইনের
রোদ।
শরীর ফুরোয় ঘামে ভেসে যায় বুক
অপর বহুতে মাথা রেখে আসে ঘুম
ঘুমের ভিতরে বারবার বলি আমি
ভালোবাসাকেই ভালবাসা
দিয়ে যাবো। #রাজ

ফুলের রানী, রূপের রানী,কোথায় তুমি যাও?তোমার সাথে সঙ্গী করে,আমায় নিয়ে যাও.....কি সুন্দর হাসি তোমার,মায়াবিথে ভরা,তোমায় পেল...
22/07/2022

ফুলের রানী, রূপের রানী,
কোথায় তুমি যাও?
তোমার সাথে সঙ্গী করে,
আমায় নিয়ে যাও.....
কি সুন্দর হাসি তোমার,
মায়াবিথে ভরা,
তোমায় পেলে সত্তি আমি,
হব দিশেহারা। #রাজ

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতেঅনাদিকালের হৃদয়-উৎস হতে।আমরা দুজনে করিয়াছি খেলাকোটি প্রেমিকের মাঝেবিরহবিধুর নয়...
14/07/2022

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল
প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর
লাজে...
- #রাজ

কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকেকিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে,ঝরাবে না শিশির।তুমি জানিবে, আমি জানিবএ প্রেম শুধু তো...
24/06/2022

কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে
কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে,
ঝরাবে না শিশির।
তুমি জানিবে, আমি জানিব
এ প্রেম শুধু তোমার আমার। #রাজ

আমি নিতে চাই খুব বেশি না,আর মোটে দুটো জন্ম।এক জনমে তোমায় ফেরাবো.....আর এক জনমে বুকে জড়াবো।এই জনমের যে ভাগাভাগির হিসেব,দু...
19/05/2022

আমি নিতে চাই খুব বেশি না,
আর মোটে দুটো জন্ম।
এক জনমে তোমায় ফেরাবো.....
আর এক জনমে বুকে জড়াবো।
এই জনমের যে ভাগাভাগির হিসেব,
দুই জনমে ঠিক মিটিয়ে নেবো।
বেশি নাগো,
আর হয়ত দুটো জন্মই নেবো.....
একটা না একটায় তোমাকে তো বলো পাবো।।
#রাজ

মেয়েদের পদবী-মেয়েদের পদবীতে গোলমাল ভারী,অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি;‘আ’কার অন্ত দিয়ে মহিলা করারচেষ্টা হাসির। তাই ভূমিক...
16/05/2022

মেয়েদের পদবী
-

মেয়েদের পদবীতে গোলমাল ভারী,
অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি;
‘আ’কার অন্ত দিয়ে মহিলা করার
চেষ্টা হাসির। তাই ভূমিকা ছড়ার।
‘গুপ্ত’ ‘গুপ্তা’ হয় মেয়েদের নামে,
দেখছি অনেক চিঠি, পোস্টকার্ড, খামে।
সে নিয়মে যদি আজ ‘ঘোষ’ হয় ‘ঘোষা’,
তা হলে অনেক মেয়ে করবেই গোসা,
‘পালিত’ ‘পালিতা’ হলে ‘পাল’ হলে ‘পালা’
নির্ঘাৎ বাড়বেই মেয়েদের জ্বালা;
‘মল্লিক’ ‘মল্লিকা’, ‘দাস’ হলে ‘দাসা’,
শোনাবে পদবীগুলো অতিশয় খাসা;
‘কর’ যদি ‘করা’ হয়, ‘ধর’ হয় ‘ধরা’
মেয়েরা দেখবে এই পৃথিবীটা—“সরা”,
‘নাগ’ যদি ‘নাগা’ হয়
‘সেন’ হয় ‘সেনা’,
বড়ই কঠিন হবে মেয়েদের চেনা॥ #রাজ

আমি আর আহত হবো না,কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না।যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলা...
11/04/2022

আমি আর আহত হবো না,
কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না।
যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না।
সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দুপায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে আহত হবো না,
আর শুধু আহত হবো না।
বৃক্ষ হারালে তার সবুজ পিরান,
মৃত্তিকার ফুরালে সুঘ্রাণ,
কষ্টের ইস্কুল হলে পুষ্পিত বাগান,
আমি আহত হবো না।
পাখি যদি না দেয় উড়াল,
না পোড়ে আগুন,
অদ্ভুত বন্ধ্যা হলে উর্বরা ফাগুন,
আমি আহত হবো না।
মানুষ না বোঝে যদি আরেক মানুষ আমি আহত হবো না,
আহত হবো না।
কবিতার কসম খেলাম আমি শোধ নেবো সুদে ও আসলে,
এবার নিহত হবো ওসবের কোনো কিছুতেই
তবু শুধু আর আহত হবো না। #রাজ

আমি আজও অগোছালো,তুমি গুছিয়ে দিবে বলে।আমি আজও এক আকাশ সমান রাগ নিয়ে বসে আছি,তুমি রাগ ভাঙাবে বলে।আমি আজও আকাশের তারার ভিড়ে...
03/04/2022

আমি আজও অগোছালো,
তুমি গুছিয়ে দিবে বলে।
আমি আজও এক আকাশ সমান রাগ নিয়ে বসে আছি,
তুমি রাগ ভাঙাবে বলে।
আমি আজও আকাশের তারার ভিড়ে খুঁজে ফিরি,
তোমায় দেখতে পাবো বলে।
আমি আজও কল্পনার শহরে যাই,
তোমায় বুকে পাবো বলে।
কিন্তু
আজ আমার নিয়ম না মেনে জীবন চলে,
তুমি পাশে নেই বলে।। #রাজ

19/03/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share