Ahle Haque Media

  • Home
  • Ahle Haque Media

Ahle Haque  Media ❤️I Love Prophet Mohammed ❤️

20/01/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে । অথবা তার কোনো শারীরিক সমস্যা আছে।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।......

জাহারা হাতের ধারা গুনাহ করে   ................. ............. ।
17/01/2024

জাহারা হাতের ধারা গুনাহ করে ................. ............. ।

16/01/2024

তুমি পাও আর না পাও , চাওয়া বন্ধ করোনা , কারণ আল্লাহ যখন দিবেন, তখন আর নিতে পারবেনা, তিনার কাছে কোনো জিনিসের কমি নাই

16/01/2024
বরাক উপত্যকার প্রবাদ প্রতীম রাজনীতিবিদ প্রয়াত সাংসদ আবুল ফজল গোলাম ওসমানীর আদর্শ ও সৎ চরিত্রের  একটি উদাহরণ: নেতাদের শিক...
16/01/2024

বরাক উপত্যকার প্রবাদ প্রতীম রাজনীতিবিদ প্রয়াত সাংসদ আবুল ফজল গোলাম ওসমানীর আদর্শ ও সৎ চরিত্রের একটি উদাহরণ: নেতাদের শিক্ষণীয়:
-----------------------------------------------------------------

বরাক উপত্যকার কিংবদন্তি রাজনৈতিক নেতা আবুল ফজল গোলাম ওসমানীর নাম নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেননা । মূলত তিনি কাছাড় জেলার বড়খলা বিধানসভা সমষ্টির বুড়ীবাইল গ্রামের মানুষ । তবে পরে শিলচর ওয়াটার ওয়র্কস রোডে স্থায়ী বাড়ী করেন ওসমানী সাহেব । ওসমানী সাহেব সাহিত্য, সংস্কৃতি প্রেমী একজন বুদ্ধিজীবী ছিলেন । লন্ডন থেকে ব্যরীস্টারী পাশ করা পেশায় একজন আইনজীবী ছিলেন ।

এ এফ ওসমানী কয়েকবার কাছাড়ের বড়খলা ও বরপেটার জনিয়া বিধানসভা আসন থেকে বিধায়ক ছিলেন । তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গঠিত ইউ এম এফ দল ১৯৮৫ সালে আসাম বিধানসভা নির্বাচনে ১৭ টি আসন জিতে ছিলো । ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা তিন বার ওসমানী বরপেটা আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন ।

১৯৯৮ সালে বিজেপি দল লোকসভা নির্বাচনে ১৮২ টি আসন পায় । এনডিএ জোটের শরিকদের নিয়ে অটল বিহারী বাজপেয়ী সরকার করেন ও প্রধানমন্ত্রী হন । মাত্র ১৩ মাসের মাথায় অনাস্থা ভোটে মাত্র ১ ভোটে বাজপেয়ী সরকারের পতন ঘটে । সে সময় ওসমানী সাহেব বরপেটা আসন থেকে নির্বাচিত নির্দল সাংসদ ছিলেন । বিজেপি সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ে মরিয়া হয়ে উঠে । ওসমানীকে বেশ কয়েক কোটি টাকা ও কেন্দ্রে মন্ত্রী করার প্রতিশ্রুটি দিয়ে তাঁর ভোট বিজেপির বাজপেয়ী সরকারের পক্ষে দিতে বাজপেয়ীজি সহ গেরুয়া বাহীনির নেতারা তাঁর দ্বারস্ত হন । নির্দল সাংসদ ওসমানী ইচ্ছা করলেই বাজপেয়ীর পক্ষে ভোট দিয়ে বিজেপি সরকারকে বাঁচাতে পারতেন । নিজে কয়েক কোটি টাকা কামানো সহ ভারতের কেন্দ্রীয় সরকারের কেবিনেট মন্ত্রীর পদ লাভ করতে পারতেন । কিন্তু বিশাল অঙ্কের টাকা ও কেবিনেট মন্ত্রীর পদের তোয়াক্কা করেননি সততা ও আদর্শের মূর্ত প্রতীক আবুল ফজল গোলাম ওসমানী । তিনি বিজেপির প্রস্তাব নাকচ করেন । সংসদে বিজেপির বিরুদ্ধে ভোট দেন । আর মাত্র এক ভোটেই বিজেপি তথা বাজপেয়ী সরকারের পতন হয় । ওসমানীর কারণেই সেদিন বাজপেয়ী প্রধানমন্ত্রী পদ হারান ।

২০০৯ সালের ৩১ মার্চ ৭৬ বছর বয়সে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্স হসপিটেলে বরাক উপত্যকার সর্বকালের এক সেরা তথা সৎ ও আদর্শবান রাজনৈতিক নক্ষত্র চির দিনের জন্য পরকালে পাড়ি দেন । দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বরাক উপত্যকার বর্তমান বহু বিধায়ক - সাংসদদের প্রয়াত ওসমানীর উদাহরণ থেকে কিছু শিক্ষার আছে অবশ্যই ।

ইন্ডিয়া জোটের আসন সমঝোতা _____________________________ আগত লোকসভা নির্বাচনের আসন ভাগ বাটোয়ারা চুড়ান্ত  করলো  বিরুধী ইন্ড...
16/01/2024

ইন্ডিয়া জোটের আসন সমঝোতা
_____________________________

আগত লোকসভা নির্বাচনের আসন ভাগ বাটোয়ারা চুড়ান্ত করলো বিরুধী ইন্ডিয়া জোট । কংগ্রেস ২৫৫ টি আসনে প্রতিদ্বনিদ্বতা করবে । অন্যদিকে তাদের শরিক অন্য ২৭টি দলকে ২৮৮ টি আসন ছেড়ে দিয়েছে ১৩৯ বছরের পুরানো রাজনৈতিক দল কংগ্রেস । উল্লেখ্য , স্বাধীনতার পর প্রথম বারের মত কংগ্রেস এতো কম সংখ্যক লোকসভা আসনে নির্বাচন খেলতে যাচ্ছে । বিরুধী ঐক্য মজবুত করতে ও বিজেপি বিরুধী ভোট ভাগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই কংগ্রেস এই ত্যাগের পরিচয় দিয়েছে বলে শতাব্দী প্রাচীন দলের এক সূত্র জানিয়েছে ।

দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস (শায়খে সানী) লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ যিনি সরাসরি  আওলাদে রাসূল (সাঃ) শাইখুল ইসলাম হ...
15/01/2024

দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস (শায়খে সানী) লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ যিনি সরাসরি আওলাদে রাসূল (সাঃ) শাইখুল ইসলাম হজরত মাওলানা আল্লামা হুসাইন আহমদ মাদানী (রাহঃ) এর ছাত্র। যিনি দেওবন্দে শায়েখে সানি নামে পরিচিত হজরত মাওলানা আল্লামা ক্বমর উদ্দিন সাহেব গৌরকপুরী দামাত বারাকাতুহুম হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে হাসপাতালে ভর্তি রত অবস্থায় আছেন! হযরতের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য বেশি বেশি দোয়া করুন আপনাদের সকলের কাছে দোয়া চাই হজরতের জন্য।🤲

দারুস সুন্না হাফিজিয়া মাদরাসা মুলিয়ালা পরিদর্শন করলেন মাওলানা Atm Zakaria Quasmi এলাকার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ।
15/01/2024

দারুস সুন্না হাফিজিয়া মাদরাসা মুলিয়ালা পরিদর্শন করলেন মাওলানা Atm Zakaria Quasmi এলাকার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ।

05/01/2024

কমিটি চায় ভাইরাল বক্তা, আর বক্তা চায় টাকা,আর শ্রোতারা চায় সুর, কোথায় থাকবে ওয়াজে নুর

04/01/2024

যে মানুষ আল্লাহর উপর খুব বেশি বিশ্বাস রাখে
আল্লাহ তাহার স্বপ্নের আশা পূরণ করেন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Haque Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share