Nayan Mia

Nayan Mia BSc Engineer(Civil)

03/04/2024

কনক্রিটের কার্যোপযোগিতা নির্ণয়ের জন্য ৫ ধরনের টেস্ট করা হয়।
There are 5 types of test to find the workability of a concrete.
1.Slump test.
2. Compacting factor test.
3.Flow table test.
4. Vebe test.
5.Kelly ball test.

19/02/2024
BNBC 2020 অনুসারে বাংলাদেশের সিসমিক জোন সমূহের এর বর্ননাঃ বিএনবিসি ২০২০ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বি...
20/12/2023

BNBC 2020 অনুসারে বাংলাদেশের সিসমিক জোন সমূহের এর বর্ননাঃ
বিএনবিসি ২০২০ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল গুলোকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে।

এগুলো হচ্ছে।
১/ কম ভূমিকম্প প্রবন অঞ্চল
২/ মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল
৩/ গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
৪/ খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল

১/ কম ভূমিকম্প প্রবন অঞ্চলঃ
বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চল , এর মধ্যে রয়েছে
বরিশাল
খুলনা
যশোর,
রাজশাহী ...
Seismic Zone Coefficient, Z= 0.12

২/ মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল
নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ এর মধ্যে রয়েছে
নোয়াখালী
ঢাকা
পাবনা
দিনাজপুর
এছাড়াও দক্ষিনাঞ্চলের কিছু অংশ যার মধ্যে সুন্দরবন অন্তর্ভূক্ত

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.2

৩/ গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
উচ্চ মধ্য ও উত্তর-পশ্চিম অংশ যার মধ্যে রয়েছে ...........
ব্রাম্মনবাড়িয়া
সিরাজগঞ্জ
রংপুর

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.28

৪/ খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
উত্তর-পূর্ব অংশ যারমধ্যে রয়েছে সিলেট , ময়মনিংহ, কুড়িগ্রাম

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.36

# Design Integrity

18/12/2023

প্রত্যেকবার কলামে শাটার লাগানোর আগে কাপ ব্রাশ গ্রাইন্ডার মেশিনে লাগিয়ে শাটার ক্নিন করতে হবে।

18/12/2023

কলাম শাটার সেন্টারিং।

Permanent fashion. I don't like this fashion.  But I have to do. A Bad journey for me. I can't  see clearly  this beauti...
12/12/2023

Permanent fashion. I don't like this fashion. But I have to do. A Bad journey for me. I can't see clearly this beautiful world without glasses.

Stirrup hook length = 10d.                     d= dia of bar.
08/12/2023

Stirrup hook length = 10d.
d= dia of bar.

Submersible Pump.
05/12/2023

Submersible Pump.

Started A New Project. একটা প্রজেক্ট এ কাজ শুরু হয় সাইটে বিদ্যুত সংযোগ করার মাধ্যমে। এর পরে আসে পানি সরবরাহের কাজ। নিচের...
02/12/2023

Started A New Project. একটা প্রজেক্ট এ কাজ শুরু হয় সাইটে বিদ্যুত সংযোগ করার মাধ্যমে। এর পরে আসে পানি সরবরাহের কাজ। নিচের ছবিতে সাবমারসিবল পাম্প বসানোর কাজ হচ্ছে।

30/11/2023

সন্তানের কাছে বৃদ্ধ বাবা-মায়ের আকুতিময় খোলা চিঠির কথাগুলো গভীরভাবে অনুধাবন করা দরকার।

প্রিয় সন্তানেরা,
তোমরা দেখছো আমি দিন দিন বুড়ো হচ্ছি। এখন, একই কথা যদি আমি বারবার বলি। দয়া করে বলোনা- -এই একই কথাটি তুমি কতবার বলবে? আমার প্রতি সদয় হও। আর মনে রেখো- তুমি যখন ছোট ছিলে- একই গল্প আমি রাতের পর রাত তোমাকে শুনিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তুমি ঘুমিয়ে পড়েছো।

যদি আমি স্নান করতে না যাই। রাগ করোনা। মনে রেখো তোমাকে একবার স্নান করাবার জন্য আমাকে শতবার নানা অজুহাত তৈরি করতে হয়েছিলো।

খাবারের সময় আশপাশে খাবার ছড়িয়ে নোংরা করে রাখলে- ধৈর্য্যচ্যুত হয়োনা। শুধু মনে রেখো, এক চামচ খাবার আমি ঘন্টা দুয়েক সময় নিয়ে তোমার মুখে তোলে দিয়েছিলাম।

আমি কিছু বুঝে ওঠতে না পারলে- বিরক্ত হয়োনা। একটা পাখিকে যখন তুমি সহস্রবার এটা কি , এটা কি- বলেছিলে। তোমার শৈশবে প্রতিবারই আমি আনন্দচিত্তে তার জবাব দিয়েছিলাম। আমার এই বার্ধ্যককে তুমি তোমার শৈশব মনে করো।

নতুন কোনো টেকনোলজি বুঝতে না পারলে আমাকে অজ্ঞ মনে করে অবহেলা করোনা। কয়েকটি অক্ষর শিখাতে শত শত ঘন্টা আমি তোমার সাথে ব্যয় করে পুলকিত হয়েছিলাম।

কোনো কারণে যদি আমার শরীর পরিষ্কার না থাকে। দুর্গন্ধ তোমার মনোকষ্টের কারণ হয়- সেজন্য আমি লজ্জিত। শৈশবে তোমাকে পরিষ্কার করে তোমার শরীরে যেমন খুশবু ছড়িয়ে ছিলাম- সেটুকু করার দরকার নেই। নিজ তাগিদে শুধু এতোটুকু খেয়াল রেখো-আমার বাথরুমে যাওয়া দরকার কিনা? আমার শুয়ে থাকার বিছানাটা পরিষ্কার কিনা?

দ্রুত হাঁটতে না পারলে অবহেলা করোনা। সময় আমাকে এখানে নিয়ে এসেছে। অকস্মাৎ মারা গেলে মুক্তি। কিন্তু বেঁচে থাকলে এই পথ থেকে কারো মুক্তি নেই। শুধু মনে রেখো- তোমার এক এক পা করে হাঁটার সময় আমি আমার দুহাত বাড়িয়ে দিয়েছিলাম।

কিছু মনে রাখতে না পারলে রাগ করোনা। শুধু মনে রেখো- কিছু মনে থাক বা না থাক। হৃদয়ে তোমরা আছো। তোমরা মনের মাঝে সবসময় বিরাজ করছো। সন্তান পিতা মাতার নিকট যে কি তা কোনোদিনই অনুধাবন করতে পারবেনা। যতক্ষণ না পর্যন্ত নিজে পিতা-মাতা হয়েছো।

ধন, সম্পদ, বাড়ি , গাড়ি কোনো কিছুই এখন আর তৃপ্তি দেয়না। শুধু তৃপ্তি দেয় তোমাদের সাহচর্য্য। তাই শত ব্যস্ততার মাঝেও যদি কাছে থাকো তবে একটু পাশে এসে বসো। আর যদি দূরে থাকো- তবে ফোনে একটিবার সময় করে কথা বলো। পিতামাতার কথা শুণতে না পারার শূণ্যতা কি - যারা হারিয়েছে। তারাই শুধু বুঝেছে।

দিন যত যাচ্ছে আমি দূর্বল থেকে আরো দূর্বলতর হবো। বিধাতার সবচেয়ে বড় দান হলো সন্তান। আমি হয়তো বুঝতে পারবোনা-আমার নিজের অবস্থা। কিন্তু তুমি আমার অবস্থা বুঝতে পারলেই হবে। বিধাতার সবচেয়ে বড় দান হলো সন্তান। তাই, অবহেলা না বরং জীবনের এই শেষ যাত্রায় তোমাদের ভালোবাসা নিয়েই পৃথিবী ছাড়তে চাই। এই কথাগুলো বলার আর সুযোগ পাবোনা। তাই, স্মরণশক্তি ফুরিয়ে যাওয়ার আগে, বাকশক্তি কমে যাওয়ার আগে, ইচ্ছেশক্তি দমে যাওয়ার আগেই বলে রাখলাম।

- ইতি তোমাদের বাবা-মা।

29/11/2023

Slab Shutturing

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayan Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share