Tuhin Vlogs

Tuhin Vlogs Making memories and sharing smiles.
(1)

২০০২ ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো তুরস্ক এবং দক্ষিন কোরিয়া।  সেদিন খেলা শুরুর দশ সেকেন...
20/04/2024

২০০২ ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো তুরস্ক এবং দক্ষিন কোরিয়া। সেদিন খেলা শুরুর দশ সেকেন্ডের মাঝেই বল জালে জড়িয়েছিল তুরস্ক। গোলটি করেছিলেন তুরস্কের অধিনায়ক হাকান শুকুর। ওই গোলটি ছিলো বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। ম্যাচটি ৩-২ গোলের ব্যাবধানে জিতে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ পদক জিতেছিলো হাকানের নেতৃত্বাধীন তুরস্ক।

তুরস্কের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক ও হাকান শুকুর। তিনি মোট ৫১ টি গোল করেছেন দেশের জার্সিতে। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি খেলেছেন তুর্কির ঐতিহ্যবাহী ক্লাব গালাতাসারের হয়ে। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে হাকান শুকুর গোল করেছেন ২০০ এর অধিক। জিতেছেন বহু শিরোপা। যার কারনে হাকানকে গালাতাসারে ক্লাবের কিংবদন্তি বলা হয়।

আপনি কি জানেন, যে নিজেদের এই লিজেন্ডকে নিষিদ্ধ করেছে গালাতাসারে ? নিষিদ্ধ করার পিছনে রয়েছে কিছু বিশেষ কারন। ২০০৮ সালে সবধরনের ফুটবল থেকে অবসর গ্রহন করেছিলেন হাকান শুকুর। তার তিনবছর পর তিনি নাম লিখিয়েছিলেন তুরস্কের রাজনীতিতে। যোগ দিয়েছিলেন ক্ষমতাশীন রিসেপ তায়েপ এরদোয়ানের পার্টিতে। সেখানে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে কিছু বিষয়ে মনমালিন্য হওয়ায় পার্টি ছেড়ে দিয়েছিলেন হাকান শুকুর। সেই থেকে শুরু হয় হাকানের জীবনে নানা বাধা-বিপত্তি।

সেই ঘটনার পর নানা ভাবে অপদস্তের শিকার হতে থাকে হাকানের ফ্যামিলি মেম্বার এবং তার আত্মীয় স্বজনরা। সিল করে দেওয়া হয় হাকানের স্থাবর অস্থাবর একাউন্ট ব্যালেন্স সব কিছু। ফলে নিঃস্ব হয়ে পড়েন হাকান। তার নিজের ক্লাব থেকেই নিষিদ্ধ করা হয় তাকে। এই বিষয়ে গালাতাসারে থেকে বিবৃতি এসেছিলো যে তুরস্কের ক্রীড়া মন্ত্রীর নির্দেশেই নিষিদ্ধ করা হয়েছিলো হাকান কে। তবে হাকান বিশ্বাস করেন তার নিষিদ্ধ হওয়ার পেছনে এরদোয়ানের হাত আছে।

বর্তমানে হাকান অবস্থান করছেন আমেরিকায়৷ এবং সেখানে তিনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

Players with the most Goals scored in history: 1. 🇵🇹 Cristiano Ronaldo (885)2. 🇦🇷 Lionel Messi (826)3. 🇦🇹 Josef Bican (8...
20/04/2024

Players with the most Goals scored in history:

1. 🇵🇹 Cristiano Ronaldo (885)
2. 🇦🇷 Lionel Messi (826)
3. 🇦🇹 Josef Bican (805)

Players with the most Assists in history: [Opta Assists only]

1. 🇦🇷 Lionel Messi (363)
2. 🇭🇺 Ferenc Puskás (359)
3. 🇳🇱 Johan Cruyff (358)

Players with the most Dribbles Completions in history: [Since 2006-07 season by Opta]

1. 🇦🇷 Lionel Messi (2,358)
2. 🇧🇪 Eden Hazard (1,285)
3. 🇨🇵 Franck Ribéry (1,061)

Players with the most France Football Ballon d'Ors in history:

1. 🇦🇷 Lionel Messi (8)
2. 🇵🇹 Cristiano Ronaldo (5)
3. 🇳🇱 Johan Cruyff (3)

Players with the most FIFA The Best Awards in history:

1. 🇦🇷 Lionel Messi (8)
2. 🇵🇹 Cristiano Ronaldo (5)
3. 🇨🇵 Zinedine Zidane (3)

Players with the most FIFA World Cup Golden Ball Awards in history:

1. 🇦🇷 Lionel Messi (2)
2. 🇦🇷 Diego Maradona (1)
3. 🇩🇪 Oliver Kahn (1)

Players with the most European Golden Boots in history:

1. 🇦🇷 Lionel Messi (6)
2. 🇵🇹 Cristiano Ronaldo (4)
3. 🇺🇾 Luis Suárez (2)

Players with the most MOTMs in history: [Domestic Leagues + Champions League since 2009-10 season]

1. 🇦🇷 Lionel Messi (318)
2. 🇵🇹 Cristiano Ronaldo (168)
3. 🇸🇪 Zlatan Ibrahimović (116)

Players with the most IFFHS World’s Best Playmaker Awards in history:

1. 🇦🇷 Lionel Messi (5)
2. 🇪🇦 Xavi Hernández (4)
3. 🇧🇪 Kevin De Bruyne (3)

Players with the most International Player of the Tournament Awards in history:

1. 🇦🇷 Lionel Messi (7)
2. 🇺🇾 José Nasazzi (3)
3. 🇧🇷 Pelé Arantes (2)

Players with the most Major Trophies in history:

1. 🇦🇷 Lionel Messi (44)
2. 🇧🇷 Dani Alves (43)
3. 🇪🇦 Andrés Iniesta (37)

Players with the most Individual Awards in history:

1. 🇦🇷 Lionel Messi
2. 🇵🇹 Cristiano Ronaldo
3. 🇧🇷 Ronaldo Nazário

জাতীয় পতাকার নকশার বীর মু‌ক্তি‌যোদ্ধা শিবনার‌ায়ন দাশ প্রয়াত হ‌য়ে‌ছেন  আজ সকা‌লে ।  গভীর শ্রদ্ধা জানাই ।
19/04/2024

জাতীয় পতাকার নকশার
বীর মু‌ক্তি‌যোদ্ধা শিবনার‌ায়ন দাশ প্রয়াত হ‌য়ে‌ছেন আজ সকা‌লে ।

গভীর শ্রদ্ধা জানাই ।

গ্রীষ্মকালীন আজকের হাওরের সৌন্দর্য🌿📍টাঙুয়ার হাওর,সুনামগঞ্জ।
18/04/2024

গ্রীষ্মকালীন আজকের হাওরের সৌন্দর্য🌿
📍টাঙুয়ার হাওর,সুনামগঞ্জ।

হাজার ফুলের মাঝে একটি গোলাপ গাছের চাড়া😍😍
05/04/2024

হাজার ফুলের মাঝে একটি গোলাপ গাছের চাড়া😍😍

01/04/2024

ফ্রেন্ড লিস্টের বেশিরভাগ বন্ধুদের যা হাই লেভেল এর লাইফ স্টাইল দেখি ,মাঝে মাঝে মনে হয় ওদের ধন্যবাদ জানানো উচিত আমার মতো গরীবকে ফ্রেন্ড লিস্টে জায়গা দেওয়ার জন্য!😊

শহরজুড়ে শিলাবৃষ্টি... © Collected
31/03/2024

শহরজুড়ে শিলাবৃষ্টি...

© Collected

জেনে নি কিছু শাকসবজি ও ফল এর পুষ্টি গুণাবলী ও উপকারিতা।
29/03/2024

জেনে নি কিছু শাকসবজি ও ফল এর পুষ্টি গুণাবলী ও উপকারিতা।

ভালো তরমুজ চেনার উপায়-১।তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা।বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক দিন আগে কাটা।২। চার আঙুল দ...
26/03/2024

ভালো তরমুজ চেনার উপায়-

১।তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা।বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক দিন আগে কাটা।
২। চার আঙুল দিয়ে আঘাত করলে মোটা শব্দ হলে তরমুজ পাকা চিকন শব্দ হলে তরমুজ কাচা।কারণ তরমুজ পাকলে সুগার বেড়ে মাঝে ভ্যাকিউল তৈরি হয় তাতে শব্দ বাড়ে।
৩।ভ্যারিগেটেড তরমুজ যেটা কৃষক বাংলালিংক বলে সেটার ডোরা কাটা গুলোর মাঝে ফাঁক বেশি হলে তরমুজ ভালো হবে।
৪।তরমুজ মাটির সাথে লেগে থাকা অংশ হলুদ হলে তরমুজ পাকা।ওই অংশ সবুজ হলে ওটা কাচা।
৫। হলুদাভ ফিল্ড স্পট আছে এমন তরমুজ কিনবেন।
৬।ডেনসিটি বেশি মানে সাইজের তুলনায় ওজন বেশি এমন তরমুজ কিনবেন।
৭।তরমুজের গায়ে বাদামী বর্ণের জালিকা থাকলে কিনবেন
৮। সিমেট্রিকাল সাইজ শেপ দেখে কিনবেন।
৯।ক্ষত, ডিপ্রেসড থাকলে কিনবেন না।

কোন কারনে' কোন কারনেই, ফেরানো গেলোনা তাকে, ফেরানো গেলোনা কিছুতেই।সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে, হারিয়ে গেল নিমিষে...
18/03/2024

কোন কারনে' কোন কারনেই,
ফেরানো গেলোনা তাকে, ফেরানো গেলোনা কিছুতেই।
সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে,
হারিয়ে গেল নিমিষেই!

প্রিয় খালিদ ভাই ,
সত্যিই হারিয়ে গেলেন!! আপনার সেই ভরা গলা, সরলতার প্রতিমা, ভীষণ মিস করব। অন্তিমে ভালো থাকুন। আমাদের ভালোবাসায় থাকুন। 🖤

16/03/2024

রমজানের প্রতিটি মূহুর্তেই দোয়া কবুলের সময়। আল্লাহতালা অবশ্যই দোয়া কবুল করবেন, এ আশা রেখেই দোয়া করুন

R=রোজা রাখো।A=আযান শোন।M=মসজিদে যাও।Z=যাকাত দাও।A=আমল ভালো কর।N=নামাজ আদায় কর।
15/03/2024

R=রোজা রাখো।
A=আযান শোন।
M=মসজিদে যাও।
Z=যাকাত দাও।
A=আমল ভালো কর।
N=নামাজ আদায় কর।

বাংলাদেশের মতো আনন্দ রোজার মাসে আর কোথাও নেই 🌏
13/03/2024

বাংলাদেশের মতো আনন্দ রোজার মাসে আর কোথাও নেই 🌏

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের ছেড়ে চলে গেছেন।
13/03/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের ছেড়ে চলে গেছেন।

এভাবেই দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে যাবে প্রবাসীর হেলিকপ্টার..
13/03/2024

এভাবেই দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে যাবে প্রবাসীর হেলিকপ্টার..

last minute of Sehri!
12/03/2024

last minute of Sehri!

09/03/2024

যদি আপনি কাউকে মেসেজ দেওয়ার পর সে অনলাইনে থাকা সত্বেও প্রতিবার মেসেজ সিন করতে ও মেসেজের রিপ্লাই দিতে লেইট করে তাহলে তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিন।

মনে রাখবেন যে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক সে অবশ্যই সাথে সাথে রিপ্লাই দিবে এবং সে নিজেও মেসেজ দিবে। তবুও যদি ব্যস্ত থাকে তাহলে একবার অন্তত বলবে আমি ব্যস্ত।

আপনি তখনও ইমম্যাচুর রয়ে গেলেন যখন কারো রিপ্লাই পাওয়ার জন্য আরো দুটি বাড়তি মেসেজ দিলেন। যখন আপনি নিজেও জানেন সে আপনাকে ইগ্নোর করছে তবুও জিজ্ঞেস করলেন "ইগ্নোর" করতেছো?

আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো সাথে কথা বলতে চাওয়া মানে নিজের ব্যক্তিত্বের অপমান। যে নিজেকে সম্মান দিতে জানলো না, সে কখনো সম্মান পাওয়ার যোগ্য হতে পারলো না!😊

29/02/2024

মনটা ভালো লাগতেছে— দুইটা বিড়ি তাইলে বেশি নিয়া যাই!

মনটা খারাপ লাগতেছে— দুইটা বিড়ি তাইলে বেশি নিয়া যাই!

28/02/2024

Tottenham court road

26/02/2024

Music video shooting time ( Queen Crescent)

26/02/2024

শবেবরাতে বাঙালিয়ানা আয়োজনে বাহারি স্বাদ আর বৈচিত্র্যময় চেহারার হালুয়ার চেয়ে মজার খাবার আর কি হতে পারে? হালুয়ার ব্যাপারটা শুধু স্বাদে-গন্ধেই না, বাঙালির ঐতিহ্যবাহী সব নকশায় তৈরি হালুয়া দেখতেও একটা আলাদা আনন্দ আছে। ওহাবী-সালাফীরা শবেবরাতকে বিদায়াত হারাম বলে বন্ধ করতে চাচ্ছে কারণ দুনিয়ার সকল ভালো কিছু, আনন্দময় উৎসব কিংবা মানুষে মানুষে সম্প্রীতি বাড়ে এমন সকল মঙ্গলময় যেকোন কিছুই এদের জন্য ভয়াবহ আতংক।

কিন্তু আমরা কি এতো সহজে হার মেনে নেবো? আপনাদের কাদের বাড়িতে আজ হালুয়া তৈরি হয়েছে? কমেন্টবক্সে ছবি দেন তো হালুয়ার, ছবি দেখি, শেয়ার দেই। নিজ নিজ টাইমলাইনে হালুয়া-রুটি-মাংসের ছবি পোস্ট করেন, জানান দেন আমাদের শবেবরাতের ঐতিহ্য জারী থাকবে, আয়োজন করে হালুয়া-রুটি-মাংস খাওয়া এবং পাড়াপ্রতিবেশি আত্মীয়স্বজন্রর খাওয়ানোর ঐতিহ্য জারী থাকবে। পারলে ঠেকাক ওহাবী-সালাফীর দল!

22/02/2024

The Beautiful London Zoo, Regent park

20/02/2024

মাত্তে আবার শরম কিউর!! আঞ্চলিকতা মানেই সংকীর্ণতা নয়, আঞ্চলিকতা মানে অনাধুনিকতা নয়, আঞ্চলিক ভাষার মাঝেই আছে আত্মপরিচয়!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

"মৃত্যু যার অনিবার্য, তার উচিত বিনয়ী হওয়া।" হযরত আলী (রা.)
16/02/2024

"মৃত্যু যার অনিবার্য, তার উচিত বিনয়ী হওয়া।"

হযরত আলী (রা.)

15/02/2024

তুই ব্যাডা মানুষ!

তুই পোস্ট করবি এডলফ হিটলার, বেনিতো মুসোলিনীরে নিয়া। তুই পোস্ট করবি ফিন্যান্সিয়াল সাপোর্ট পাইলে নিকোলাস টেসলা ওয়্যারলেস কারেন্ট ফ্লো করার টেকনোলজি আমরা পেতাম কিনা?

তুই চিন্তা করবি UFO ভিনগ্রহীদের বলাটা আমেরিকার চাল নাকি আসলেই এক্সিস্ট করে না?

তুই চিন্তা করবি ইউক্রেনের পর পুতিন যদি পোল্যান্ড আক্রমন করে আর ন্যাটো যদি বাড়াবাড়ি করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে কিনা? সে যুদ্ধে আমাদের কার পক্ষ নেয়া উচিত?

তুই চিন্তা করবি ডেমোক্র্যাট বাইডেনের পর রিপাবলিকান ট্রাম্প আসলে আমেরিকা আবার বিশ্বরাজনীতির ড্রাইভিং সিটে আসার সম্ভাবনা কতটুকু? আর সেটা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কি প্রভাব ফেলবে?

তুই পোস্ট করবি ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্ল্যাসিকো, বার্সেলোনা-রিয়ালের এল-ক্ল্যাসিকো, বাংলাদেশ-শ্রীলংকার নাগিন ক্ল্যাসিকো এসব নিয়ে!

তুই পোস্ট করস....
চকলেট দিবসে কেন চকলেট পেলি না,
প্রপোজ দিবসে কেন প্রপোজ পেলি না,
মেসেন্জারে কেন মেসেজ আসে না,
ক্রাশ কেন পাত্তা দেয় না!!!

এরেহহহহ!!! তোগো লজ্জা শরম নাই???

একেই বলে গণতন্ত্র (Democracy)কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জন...
13/02/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো..!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।
Collected

#লন্ডন

Congratulations to Qatar for winning Asian Cup 2023 once again. The Kings of Asia 🇶🇦✨ 𝐂 𝐇 𝐀 𝐌 𝐏 𝐈 𝐎 𝐍 𝐒 ✨       |       ...
10/02/2024

Congratulations to Qatar for winning Asian Cup 2023 once again. The Kings of Asia 🇶🇦

✨ 𝐂 𝐇 𝐀 𝐌 𝐏 𝐈 𝐎 𝐍 𝐒 ✨

|

Tuhin Vlogs

09/02/2024

The beautiful London zoo (Part-3)

08/02/2024

The beautiful London zoo (Part-2)

04/02/2024

দেশে অবিবাহিত পুরুষের হার বেশি সিলেটে। এ বিভাগের ৫৭.৪২ শতাংশ পুরুষ অবিবাহিত।

আর পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম রাজশাহী বিভাগে। এ বিভাগের ৪৩.০১ শতাংশ পুরুষ অবিবাহিত। রাজশাহীর পর অবিবাহিত পুরুষের হার সবচেয়ে কম খুলনা ও রংপুরে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuhin Vlogs:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share