20/04/2024
২০০২ ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো তুরস্ক এবং দক্ষিন কোরিয়া। সেদিন খেলা শুরুর দশ সেকেন্ডের মাঝেই বল জালে জড়িয়েছিল তুরস্ক। গোলটি করেছিলেন তুরস্কের অধিনায়ক হাকান শুকুর। ওই গোলটি ছিলো বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। ম্যাচটি ৩-২ গোলের ব্যাবধানে জিতে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ পদক জিতেছিলো হাকানের নেতৃত্বাধীন তুরস্ক।
তুরস্কের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক ও হাকান শুকুর। তিনি মোট ৫১ টি গোল করেছেন দেশের জার্সিতে। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি খেলেছেন তুর্কির ঐতিহ্যবাহী ক্লাব গালাতাসারের হয়ে। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে হাকান শুকুর গোল করেছেন ২০০ এর অধিক। জিতেছেন বহু শিরোপা। যার কারনে হাকানকে গালাতাসারে ক্লাবের কিংবদন্তি বলা হয়।
আপনি কি জানেন, যে নিজেদের এই লিজেন্ডকে নিষিদ্ধ করেছে গালাতাসারে ? নিষিদ্ধ করার পিছনে রয়েছে কিছু বিশেষ কারন। ২০০৮ সালে সবধরনের ফুটবল থেকে অবসর গ্রহন করেছিলেন হাকান শুকুর। তার তিনবছর পর তিনি নাম লিখিয়েছিলেন তুরস্কের রাজনীতিতে। যোগ দিয়েছিলেন ক্ষমতাশীন রিসেপ তায়েপ এরদোয়ানের পার্টিতে। সেখানে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে কিছু বিষয়ে মনমালিন্য হওয়ায় পার্টি ছেড়ে দিয়েছিলেন হাকান শুকুর। সেই থেকে শুরু হয় হাকানের জীবনে নানা বাধা-বিপত্তি।
সেই ঘটনার পর নানা ভাবে অপদস্তের শিকার হতে থাকে হাকানের ফ্যামিলি মেম্বার এবং তার আত্মীয় স্বজনরা। সিল করে দেওয়া হয় হাকানের স্থাবর অস্থাবর একাউন্ট ব্যালেন্স সব কিছু। ফলে নিঃস্ব হয়ে পড়েন হাকান। তার নিজের ক্লাব থেকেই নিষিদ্ধ করা হয় তাকে। এই বিষয়ে গালাতাসারে থেকে বিবৃতি এসেছিলো যে তুরস্কের ক্রীড়া মন্ত্রীর নির্দেশেই নিষিদ্ধ করা হয়েছিলো হাকান কে। তবে হাকান বিশ্বাস করেন তার নিষিদ্ধ হওয়ার পেছনে এরদোয়ানের হাত আছে।
বর্তমানে হাকান অবস্থান করছেন আমেরিকায়৷ এবং সেখানে তিনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।