08/02/2024
মেয়ে মানুষের অবার কিসের জেদ?
জে'দ থাকবে তো পুরুষ মানুষের।
মেয়ে হয়ে জন্ম নিয়েছ মানে তোমাকে সব কিছুই মুখ বুজে মেনে নিতে হবে, সব কিছুতে তোমাকেই মানিয়ে নিতে হবে, ছোট বেলা থেকে এটাই শেখানো হয়েছে,
মেয়েদের উচ্চ স্বরে কথাও বলতে নেই, হাসতেও নেই, দুঃ'খ পেলেই প্রকাশ করে কান্নাও করতে নেই, এটা খাবো না ওটা খাবো না বলতে নেই।
ছোট ভাই যখন আমার খেলনা নিয়ে কাড়াকাড়ি করছে আমি জে'দ ধরে বসে আছি কিছুতেই দিবো না বলে, মা এসে ধমক দিয়ে বলেছিলো খেলনাটা ভাইকে দিয়ে দে,
মেয়ে মানুষের অবার কিসের জেদ?
জেদ থাকবে তো পুরুষ মানুষের।
মেয়েদের ছেলে বন্ধু থাকতে নেই, কলেজ শে'ষে ক্যাম্পাসে আড্ডা দিতে নেই, নিজের মতো করে যেখানে সেখানে ঘুরে বেড়াতেও নেই, সন্ধ্যার পর বাড়ির বাহিরে যেতে নেই, কলেজ থেকে যখন বনভোজনের আয়োজন হতো, বাসায় এসে জানালে বাবা তখন কিছুতেই রাজিই হতেন না, যখন বলতাম ভাইকে কেনো তবে স্কুল থেকে বনভোজনে যেতে দিলে? বাবা তখন বুঝাতো মেয়েদের বাহিরে ঘুরার কোনো দরকার নেই, কলেজ শেষ হলে বিয়ে দিয়ে দিবো সংসার করবে, বাচ্চা-কাচ্চা মানুষ করবে আর কি লাগে,
ছেলেদের রোজগার করে সংসার চালাতে হয় তাই তাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় সে কারণেই এখানে সেখানে একটু ঘুরে বেড়াতেও দিতে হয়।
বাবা'র এসব অ'যৌ'ক্তিক কথা শুনে যখন জে'দ ধরেছিলাম ভাইকে যখন যেতে দিয়েছ তখন আমাকেও যেতে দিতে হবে, বাবা তখন বলেছিলো--
মেয়ে মানুষের অবার কিসের জেদ?
জে'দ থাকবে তো পুরুষ মানুষের।
সেই আদিকাল থেকেই মেয়েদের জীবনটা একটা ধরা বাঁ'ধা গন্ডিতে বেঁধে দিয়েছে আমাদের সমাজ আজও সে ধারাবাহিকতাতেই চলছে টুকটাক ব্যাতিক্রম ছাড়া,
সারা দুনিয়ার দিকে তাকালেই দেখতে পাওয়া যায়-- মেয়ে মানুষ আজকের দিনে দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, শিক্ষামন্ত্রী, পাইলট, ব্যাংকার, বাস চালক, রিক্সা চালক সহ আরও কত কি।
ছোট থেকে বড় সব ধরনের কর্মস্থলেই যখন মেয়েদের ভূমিকা অ'স্বী'কার্য, তখনকার সমাজব্যবস্থায়ও অনেক ঘরেই গৃহ বধূদের শিক্ষা জীবনে বাঁধা, শিক্ষিত মেয়েদের বরের মুখ থেকে কখনো কখনো শ্বশুর-শ্বাশুড়ির মুখ থেকেও শুনতে হয় তোমাকে দিয়ে চাকুরী করাবো না, এটা আমার, আমাদের ইচ্ছা।
আমি আজও বুঝতে পারি না একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানে কী? কারো সম্পত্তি হয়ে যাওয়া?
সে মেয়েটিই যখন জেদ করে বলে-- আমি অনেক ক'ষ্ট করে লেখাপড়া শিখে এতোগুলো সনদপত্র অ'র্জন করেছি ঘরে বসে থাকার জন্য নয় আমি সংসার করার পাশাপাশি চাকুরী করতে চাই, দেশ ও দশের জন্য কিছু করতে চাই, তখন-ই স্বামী নামক মালিক ভাবা লোকগুলো আবার কখনো কখনো শ্বশুর- শ্বাশুড়িরা বলে বসেন---
মেয়ে মানুষের অবার কিসের জে'দ?
জেদ থাকবে তো পুরুষ মানুষের।
"মেয়ে মানুষের অবার কিসের জে'দ?
জে'দ থাকবে তো পুরুষ মানুষের"
কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh