Nothing anyone

  • Home
  • Nothing anyone

Nothing anyone আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
Alhamdulillah for everything ☺️☺️

31/03/2024

কি ভাবছো? হেরে গেছো? মিথ্যা অপবাদের কারণে সবাই তোমাকে নিয়ে হাসছে! নামাজ পড়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে! ইনশাআল্লাহ! 🖤

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضٰىٓ

অর্থঃ আর শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে, আপনি খুশী হয়ে যাবেন।

(আদ দুহাঃ আয়াত নং ৫)📖©️

01/03/2024

যে রব, গাছের ডালে ঘুমন্ত পাখিটাকে ও
পড়ে যেতে দেয় না,
আপনি কি করে ভাবলেন,
সেই রব, আপনাকে একা ছেড়ে দিবেন..!
সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ

01/03/2024

𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 𝑹𝒆𝒎𝒊𝒏𝒅𝒆𝒓

- সুরা কাহাফ
- বেশি বেশি ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ), দুরুদ.
- সুরা কাহাফ তেলাওয়াত করা।📖
- দোয়া কবুলের মুহুর্তে (আসর মাগরিব এর মধ্যবর্তী সময়)দোয়া। 🖤
দুরুদ :
-اللهم صل وسلم على نبينا محمد

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ🌸

- সাইয়িদুল ইস্তিগফার :🖤

-اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

- সুবহানাল্ল'হি ওয়া বিহামদিহি সুবহানাল্ল'হিল আজিম'।

-سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

-لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

19/02/2024

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

19/02/2024

আল্লাহর কসম! নিশ্চয় আল্লাহ তা’আলা তাঁর বান্দার তওবায় তোমাদের মধ্যে সেই ব্যক্তি অপেক্ষা বেশি খুশী হন, যে তার মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পায়।

[সহীহুল বুখারী ৭৪০৫, ]

19/02/2024

❎প্রচলিত কিছু শিরক❎

১.মায়ের কসম করলে শিরক হয়!

২.দু চোখের কসম করলে শিরক হয়!

৩.কুরআন এর উপর হাত রেখে কসম করলে শিরক হয়!

৪.মরা কাঠে হাত রেখে বলছি, এমন করলে শিরক হয়!

৫.কারোর মাথায় হাত রেখে কসম করলে শিরক হয়!

৬.তিন সত্যি বলে কোন কথা বললে, সত্যি বলে বিশ্বাস করলে শিরক হয়!

৭.খোদার কসম করে কোন কথা বললে শিরক হয়, কারন খোদা আল্লাহ তায়ালার কোন নাম নয়!

৮.মাটির উপর দাড়িয়ে বলছি, এমন বললে শিরক হয়!

৯.বই ছুয়ে কসম করলে শিরক হয়!

১০.মসজিদে দাড়িয়ে বলছি এমন কসম করলে শিরক হয়!

১১.পশ্চিম দিক হয়ে বলছি এরকম কসম করলে শিরক হয়!

🌺আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এসকল শিরক থেকে বাঁচিয়ে রাখুন🌺

19/02/2024

রাসূল (ﷺ) বলেছেন__
আল্লাহর কাছে সব চেয়ে ঘৃণিত ব্যাক্তি হচ্ছে তিন জন।
১/... যে ব্যাক্তি হারাম শরীফে ( কাবা শরীফ ) অন্যায় ও অপকর্মে লিপ্ত হয়।
২/...যে ব্যাক্তি ইসলামী যুগে জাহিলী যুগের প্রথা তালাশ করে।
৩/... যে ব্যাক্তি যথার্থ কারণ ব্যতীত কারো রক্তপাত দাবি করে।

~( সহীহ বুখারীঃ-- ৬৪১৬ )

আস্তাগফিরুল্লাহ্🥀

19/02/2024

নারীদের ধ্বংসের ৮টি কারণ-

১. "ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম ( ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।" -সহিহ বুখারী: ৪৮৮৬)

২. "ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।" - (বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)

৩. "ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব‍্যাভিচারিণী।" - (সহিহুল জামে: ৪৫৪০)

৪. "ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (ট‍্যটু) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।" -(সহিহ মুসলিম: ২১২৫)

৫. "অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।" - (সহিহ বুখারী: ৪৮৮৬)

৬. "ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।" -(সহিহ বুখারী: ৬৬৫৭)

৭. "ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।" - (সহিহ মুসলিম: ২৫৬৩)

৮. "ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল‍্যবান সময় নষ্ট করে।" -(সুনানে আবু দাউদ: ৪৮৭৪)

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুক,
আমিন

19/02/2024

মোটিভেশনাল কিছু আয়াতে পাক 🖤

১) আমি বললাম, আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবেনা।
➡️ আল্লাহ বলেন, বিশ্বাসীরা সফল হয় (কোরআন ২৩ঃ১)

২) আমি বললাম, আমার জীবনে অনেক কষ্ট?
➡️ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি (কোরআন ৯৪ঃ৬)

৩) আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না?
➡️ আল্লাহ্ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব ( কোরআন ৩০ঃ৪৭)

৪) আমি বললাম, আমি দেখতে খুবই কুৎসিত?
➡️ আল্লাহ্ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতেঃ(কোরআন ৯৫ঃ৪)

৫) আমি বললাম, আমার সাথে কেউ নেই?
➡️ আল্লাহ্ বলেন, ভয় করো না আমি তোমার সাথে আছি (কোরআন ২০ঃ৪৬)

৬) আমি বললাম, আমার পাপ অনেক বেশি?
➡️ আল্লাহ্ বলেন, আমি তওবাকারীদের কে ভালোবাসি (কোরআন ২ঃ২২২)

৭) আমি বললাম, আমি সবসময় অসুস্থ থাকি?
➡️ আল্লাহ্ বলেন, আমি কোরআন কে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি (কোরআন ১৭ঃ৮২)

৮) আমি বললাম, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কিছুই নেই?
➡️ আল্লাহ্ বলেন, তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় (কোরআন ৯৩ঃ৪)

৯) আমি বললাম, সফলতা অনেক দূরে?
➡️ আল্লাহ্ বলেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী (কোরআন ২ঃ২১৪)

১০) আমি বললাম, আমার জীবনে সফলতা নেই?
➡️ আল্লাহ্ বলেন, শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে ( কোরআনঃ৯৩ঃ৫)

১১) আমি বললাম, আমি সবসময় হতাশ?
➡️ আল্লাহ্ বলেন, আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না (কোরআন ৩ঃ১৩৯)

১২) আমি বললাম, আমার কোন পরিকল্পনা সফল হচ্ছে না?
➡️ আল্লাহ্ বলেন, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনা কারী (কোরআন ৩ঃ৫৪)

১৩) আমি বললাম, প্রিয় জিনিসটি পেলাম না?
➡️ আল্লাহ্ বলেন, তোমরা হয়তো এমন জিনিস কে পছন্দ করছো, যা তোমাদের জন্য অকল্যানকর (কোরআন ২ঃ২১৬)
➡️ অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে,
তার চেয়েও উত্তম।
(সূরাঃ আনফাল আয়াতঃ ৭০)

১৫) আমি বললাম, জীবনে সুখ পাচ্ছিনা?
➡️ আল্লাহ বলেন, আল্লাহ কষ্টের পরেই সুখ দেবেন (কোরআন ৬৫ঃ৭)

১৬) আমি বললাম,আমি কিছুই পাচ্ছিনা!
➡️আল্লাহ বলেন,একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে ।
অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু ।।।
--- [ সূরা আনফাল (৭০) ] ✨

19/02/2024

⭕ বেনামাজীর শাস্তিঃ😥

নামাজ ত্যাগ করলে, নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাজিল হবে...
★ দুনিয়াতে ৬টি,
★ মৃত্যুর সময় ৩টি,
★ কবরের মধ্যে ৩টি,
★ হাশরের মাঠে ৩টি।

★★★
দুনিয়াতে ৬টি আজাব হলো-
(১) বেনামাজীর হায়াত কমে যাবে।
(২) বেনামাজীর জীবনে বরকত হবে না।
(৩) বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না।
(৪) বেনামাজীর কোন দোয়া কবুল হবে না।
(৫) বেনামাজীর সব নেকী বরবাদ হবে।
(৬) বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে।

★★★
মৃত্যুর সময় ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীকে মৃত্যুর সময় অপমানিত, লাঞ্ছিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে।
(২) বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।
(৩) বেনামাজী পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।

★★★
কবরের মধ্যে ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীর কবর চেপে আসতে থাকবে এবং তাকে পিষতে থাকবে। এতে তার এক পাজরের হাঁড় আরেক পাজরের হাড়েঁর সাথে মিশে যাবে।
(২) বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
(৩) বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে।

★★★
হাশরের মাঠে তিনটি আজাব হলোঃ
(১) বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবে।
(২) বেনামাজীর ত্রিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা হিরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে। বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখবে সংগে সংগে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে।
(৩) আল্লাহ বেনামাজীর জন্য “ওয়াইল” নামক দোযখ ঠিক করে রেখেছেন।

★★★
আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন।
নামায পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে।
আসুন, আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামায সময় মতো পড়ার চেষ্টা করি।
আমিন।।।

19/02/2024

পৃথিবীর ছয় জন শ্রেষ্ট নারী ❀

১. সবচেয়ে ত্যাগি— খাদিজা (রা:) রাসূল (স:) এর প্রথম স্ত্রী

২. সবচেয়ে স্বামী ভক্ত—বিবি রাহিমা (রা:) হযরত আইয়ুব নবী (আ:) এর স্ত্রী

৩. সবচেয়ে ঈমানী শক্তি—বিবি আছিয়া (রা:) ফেরাউনের স্ত্রী

৪. সবচেয়ে পবিত্র—বিবি মারিয়ম (রা:) হযরত ঈসা (আ:) এর মাতা

৫. সবচেয়ে জ্ঞানী—আয়শা (রা:) রাসূল (স:) এর ছোট স্ত্রী

৬. সবচেয়ে পর্দাশীল— ফাতেমা (রা:)। রাসূল (স:) এর সবচেয়ে আদরের কন্যা

🖤🥀

সংগৃহীত

19/02/2024

আমরা বলি, "আমি ব্যর্থ।"
কোরআন বলে, "অবশ্যই বিশ্বাসীরা সফল হয়।"
(সুরা : মুমিনুল, আয়াত : ১)

আমরা বলি, "আমার জীবনে অনেক কষ্ট।"
কোরআন বলে, "নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।"
(সুরা : ইনশিরাহ, আয়াত : ৬)

আমরা বলি, "আমাকে কেউ সাহায্য করে না।"
কোরআন বলে, "মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।" (সুরা : রুম, আয়াত : ৪৭)

আমরা বলি, "আমি দেখতে খুবই কুৎসিত।"
কোরআন বলে, "আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।" (সুরা : ত্বিন, আয়াত : ৪)

আমরা বলি, "আমার সঙ্গে কেউ নেই।"
কোরআন বলে, "তোমরা ভয় করো না, আমি (আল্লাহ) তো তোমাদের সঙ্গে আছি। আমি শুনি এবং আমি দেখি।" (সুরা : ত্বহা, আয়াত : ৪৬)

আমরা বলি, "আমার পাপ অনেক বেশি।"
কোরআন বলে, "নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।" (সুরা : বাকারা, আয়াত : ২২২)

আমরা বলি, "আমি সব সময় অসুস্থ থাকি।"
কোরআন বলে, "আমি (আল্লাহ) কোরআন অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত.।"
(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৮২)

আমরা বলি, "কোনো কিছু আমার ভালো লাগে না।"
কোরআন বলে, "তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।" (সুরা : দুহা, আয়াত : ৫)

আমরা বলি, "বিজয় অনেক দূরে।"
কোরআন বলে, "জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে।" (সুরা : বাকারা, আয়াত : ২১৪)

আমরা বলি, "আমার জীবনে কোনো খুশি নেই।"
কোরআন বলে, "শিগগির তোমার রব তোমাকে (এতো) দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।"
(সুরা : দুহা, আয়াত : ৫)

আমরা বলি, "আমি সব সময় হতাশ।"
কোরআন বলে, "আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না। তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।" (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)

আমরা বলি, "আমার কোনো পরিকল্পনা সফল হয় না।"
কোরআন বলে, "আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।"
(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৪)

19/02/2024

আমি কেঁদেই ফেলছি😭😭... আপনারাও একটু মনটাকে হালকা করে মন দিয়ে পড়ুন....
আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই...

👉যে আমার শত্রু ছিলো, সেও আমাকে দেখতে আসবে..

👉বাড়ি ভরা কত মানুষ, কত হৈ চৈ থাকবে কিন্তু আমি আর বলবো না....
মা এত হৈ চৈ ভালো লাগছে না, বাড়ি থেকে চলে গেলাম, একটু পর ফিরে আসবো...

👉কিছু মানুষ পানি গরম দিচ্ছে আর কিছু মানুষ খাটিয়া আনতে গেল। একদল গেল কবর খুড়তে। তখন হয়তো আর বলবো না,.... মা, অমুক মারা গেছে, কবর খুড়তে গেলাম।

👉এক সময় বাঁশ ও কাটা হলো। বাড়ির আঙিনায় এনে বাঁশগুলো টুকরা টুকরা করে কাটছে। পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য... এমন কি কবরও খোড়া হয়ে গেলো....

👉কিছু মানুষ আমাকে এক কোনে নিয়ে একটা মশারী টাঙিয়ে গোসল দিবে...তখন উঠে আর বলবো না পানিটা বেশ গরম হয়েছে, আর একটু ঠাণ্ডা করে নাও....

👉গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে.... তখন আর বলবো না মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে...

👉একসময় কান্নাকাটি বেশ বেড়ে গেলো কারণ এখন আমাকে মাটি দেবার জন্য নিয়ে যাবে। এমন কি কাধে উঠিয়েও ফেললো। তারপর সেই ঘরটার সমনে দিয়ে নিয়ে যাবে যে ঘরে আমি নাকি সারাটা জীবন কাটিয়েছি.....

👉একসময় রাস্তায় আনা হবে। মা জননী পিছে পিছে এসে খুব কাঁদবে কিন্তু আর বলতে পারবো না... মা, অমুক জায়গায় যাচ্ছি, চিন্তা করো না একটু পরই ফিরে আসছি.....
অতঃপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাটা দিবে কবরস্থান এর দিকে, পাশে শত শত মানুষও হাটবে.... কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি একটু চিন্তা করতে পারি কি আমরা ??

👉এমন করে তো আমিও অনেক বার আস ছিলাম অন্য একজন এর লাশ নিয়ে, আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায় এর দেশে রেখে আসতে মুহূর্তগুলি চিন্তা করতে খারাপ লাগে তাই না কিন্তু এই টা যে সত্য কারন আল্লাহ বলেন:>জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে (সুরা আন-কাবুত-৫৭)..

👉কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম, আজ সবাই আমাকেই লাশ বলে ডাকছে.. এইভাবে কিছুক্ষণ হাটার পর আমাকে কবরস্থানের এক পাশে নামাবে কারণ আমার জন্য সবাই নামাজ পরবে মানে জানাজার নামাজ এইভাবে আমিও কতজনের নামাজ পরছিলাম আজ সবাই আমার জন্য পরবে..

👉একসময় নামাজ পড়া শেষ হবে আমাকে আবার কাধে করে কবরের পাশে আনা হবে.... তারপর কিছু মানুষ হাতে হাতে ধরে আমাকে কবরে না

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nothing anyone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share