Mayeen Rahman

  • Home
  • Mayeen Rahman

Mayeen Rahman Creating the LEGACY. I'll show what content creation is.

11/08/2024

বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠার খুশিতে আমার হিন্দু ভাই ব্রাদাররা যেভাবে উল্লাস করেছেন, মন্দির ভাঙার খুশিতে কোনো মুসলিমকে ওভাবে উল্লাস করতে দেখি নাই, বরং সাহায্যের জন্য এগিয়ে যেতে দেখেছি।

কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা।
10/08/2024

কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা।

05/08/2024

হিন্দু -মুসলিম দাঙ্গা লাগানো চেষ্টা চলছে, মুসলিম ভাইয়েরা হিন্দু বাড়িঘর রক্ষা করেন! মনে রাখবেন এটা আমাদের সবার লড়াই। বিজয়টাও আমাদের, রক্ষার দায়িত্ব ও আমাদের।

05/08/2024

বাপ-বেটি আগস্টেই পতন। আজ থেকে আগস্ট শোকের মাস নয়, বিজয়ের মাস। আলহামদুলিল্লাহ!

05/08/2024

'আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছিল।'

সূরা ইউনুস
আয়াত -১০

02/08/2024

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়..

17/07/2024

দেশে বর্তমান যা অবস্থা, তা কিছুতেই মেনে নেওয়ার মতো না। কিছুতেই না!

চলমান কোটা আন্দোলনে সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে আছি। যেভাবে যতটুকু সাহায্য করা যায়, সেটাও করবো।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা বা যেকোনো সহায়তায় কাজে আসতে চাই।

কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায়, কিভাবে আর্থিক সহায়তা ডিস্ট্রিবিউ করা যায়, সবাই জানাতে পারেন।

আল্লাহ আপনি সহায় হোন 🙏

শিক্ষা * শান্তি * প্রগতি 😊 তাইনা?
16/07/2024

শিক্ষা * শান্তি * প্রগতি 😊 তাইনা?

16/07/2024

What kind of system is this? LOL. These MFs need a quota to land a job.

A disaster and shame for the whole society.

What's happening with the students is totally unacceptable, and we should all stand against it together

16/07/2024

F$$k quota system.

No one sees the silent struggle you endure.
13/07/2024

No one sees the silent struggle you endure.

13/07/2024

Before you ruin a girl and say later, "Ah, my family won't agree to our marriage. I'm sorry, you can live your life now, bye!"

Talk to your family first before you hop into a relationship. Be a man, don't be a gay. Or control yourself.

It's your responsibility to save a girl's character.

that's how a man should be. Being Alpha and Sigma doesn't mean you have to disrespect women. And ruin their life and flex later LOL.

These guys aren't guys anymore. They even buy Mbs with their dad's money and comment on people's posts, "Don't flex with baper taka. 😂"

Mf, these days you don't need your dad to earn money.

Earn money on your own. Be a man.

Don't be a Gay.

10/07/2024

I don't need money, I don't need a car, I don't need a house.

The only thing I need is real love.

The moment a woman says this, that guy already has a car, a house, and everything.

Few will understand.

ধানমন্ডি-২৭ এর এই বিল্ডিংটায় ১ বছর কাজ করেছিলাম একটা ফার্মেসিতে সেলসম্যান হিসেবে। এই জীবন যুদ্ধে যে কত অপমান, কত কষ্ট, ক...
09/07/2024

ধানমন্ডি-২৭ এর এই বিল্ডিংটায় ১ বছর কাজ করেছিলাম একটা ফার্মেসিতে সেলসম্যান হিসেবে। এই জীবন যুদ্ধে যে কত অপমান, কত কষ্ট, কত নির্ঘুম রাত কাটাতে হয়েছে, তা কেউ জানে না! আসলে জীবনটাই তো এমন, তাই না? কেউ কারো দুঃখের ভার নিতে চায় না। :)

ঘটনা শুরু স্কুল জীবনেই, হাইস্কুলে পড়ি তখন। ক্লাস নাইনে ফেল করার পর, ঢাকায় পাড়ি জমিয়ে এই ফার্মেসিতে কাজ নিই। বেতন মাসে ৬০০০ টাকা। আমি অবশ্য টাকার পরিমাণের দিকে তাকাইনি তখন। তাকানোর সুযোগও হয়নি। পরিমাণ ছোট হলেও, মাসশেষে যে কিছু টাকা হাতে আসবে, এটাই তখন আমার কাছে অনেক বড় কিছু। তখন আমার পরিবারের আর্থিক অবস্থা এতটাই বাজে ছিলো যে, আমি নিজে ছাড়া পড়ার খরচ যে অন্য কেউ বহন করবে, এমন পরিস্থিতিও ছিলো না। তখনও ঠিক বুঝতাম না, জীবনের মানে কী?

তখনও ছিলাম বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত, এদিকে বাসায় একবেলা খাবার খেতেও হিমশিম অবস্থা। পরিবারের এই আর্থিক অভাব দেখে মাঝেমাঝে কান্না পেতো। কেঁদেও ফেলতাম অনেক সময়। আর মনে মনে সংকল্প করতাম, একদিন অনেক কিছু করতে হবে। এই পরিবারের দায়িত্ব আমাকেই নিতে হবে। পরিবারের ভরণ-পোষণ করতে হবে। যদিও বুঝতাম না, চাকরি জীবনটা কী! ফার্মেসিতে যোগ দিলাম। পাশাপাশি ধানমন্ডি ৩২ এর একটা স্কুলে ভর্তিও হলাম।

ফার্মেসিতে কাজের প্রথম দিন থেকেই অনুভব করতে শুরু করলাম, পরিবারের গুরুত্ব আসলে কতখানি। পরিবারের মানুষের মতো স্নেহশীল কেউই হয়তো হয় না। না হলো আমার কর্মক্ষেত্রে। এটা আশা করাও অবশ্য বোকামিই হবে হয়তো। কী জানি! তবে কেমন যেন অন্য নজরে দেখতো ফার্মেসির ম্যানেজার। এমনকি মালিক থেকে শুরু করে অন্যান্য কর্মচারীরাও। তখন আমার বয়স তেমন একটা বেশি না। আমি তখনো ইমম্যাচিউরড, বয়স হবে বড়জোর ১৫ কী ১৬!

আস্তে আস্তে দেখতে শুরু করলাম, আমার খাবার খাওয়াও যেন ফার্মেসির মানুষরা সহ্য করতে পারত না। আমি একটা বাচ্চা ছেলে, কিন্তু আমাকে দিয়ে কাজ করাতো নরপশুর মত। আমার ওজন মাপতো, যাতে আমি বেশি ওজনের না হয়ে যাই। কারণ, বেশি ওজন হলে আমি হয়তো ঠিকঠাক কাজ করতে পারবো না। দৈনিক ১ ঘণ্টার জন্য বিশ্রাম দিতো। যদি ঘুমিয়ে যেতাম আর উঠতাম ২০ মিনিট পরে, তাহলেও শুনতে হতো শত শত বাজে কথা আর অপমান। তখন যে কত রাত কেটেছে কান্না করতে করতে, তার হিসেব নেই! মনে পড়তো মা আর বাবার আদর।

ফার্মেসির মালিকের মেয়ে আমাকে একপ্রকার তার চাকর হিসেবেই ব্যবহার করতে চাইতো। আমাকে তার গাড়ির গেট খুলে দিতে হবে, সালাম দিতে হবে, তার সব কিছু আমাকেই বহন করতে হবে। আর কত কী! যদি কোনোটা না করতাম, বিচার দিতল ফার্মেসির ম্যানেজারকে। নাম বলতে চাইছি না এই ভদ্রলোকের, তবে তিনি আমাকে নানাভাবে অপমান করতেন। একদিন হয়েছে কী, রাত অসুস্থ হয়ে বমি করতে করতে মরে যাওয়ার অবস্থা আমার। সারা রাত হাঁপিয়ে হাঁপিয়ে কষ্টে রাতটা পার করি। আর সকালে ম্যানেজার এসে আমাকে বলে, "বমি করে কী অবস্থা বানাই রাখছো দোকানের! এগুলো পরিষ্কার করো। দোকান খুলতে হবে, কাস্টমার আসবে'।

মনে ভুলে একবারও সে জিজ্ঞেস করেনি, আমি কেমন আছি না কী হয়েছিল রাতে। তখন সেখানে টয়লেট পরিষ্কার করা ছাড়া সবই করতে হতো। ফ্লোর মোছা, চা বানিয়ে দেয়া, প্লেট ধোয়া থেকে শুরু করে সবকিছু। অথচ আমার রোলটা কিন্তু ছিলো সেলসম্যান! জানিয়ে রাখি, এই বিল্ডিংয়েই আমার বাবা কাজ করতো ১০ হাজার টাকা বেতনে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফার্মেসি থেকে, রাত ১১টা থেকে ২টা পর্যন্ত পড়াশোনা করতাম। কারণ, এবার আর নাইনে ফেল করা যাবে না।

আরও কত কত কী কাহিনী! যা বললে, অনেকেই হয়তো চোখের পানি আটকে রাখতে পারবেন না। তবে, জীবন কত বৈচিত্রময়! না? আজকে ওই বিল্ডিং এর পার্কিং এ আমার কোটি টাকার গাড়ি পার্ক করা। কিভাবে হলো? কিভাবে বদলে গেলো চিত্র? ধৈর্য্য! আল্লাহ সব দেখে, আল্লাহ সব জানে। তার উপর বিশ্বাস রাখুন, আর নিজের কাজের উপর বিশ্বাস রাখুন। আর হ্যাঁ, সুপ্রার পাশের গাড়িটা ফার্মেসির মালিকের গাড়ি। এটা তো মাত্র জীবনের ৫%! আরো ৯৫% বলা বাকি।

কে আমি?

কী আমার পরিচয়?

আমি কী করি?

আমার বাবা কি ঘুষখোর?

কোথায় আমার অবস্থান?

আমি বাপের টাকায় চলি কি না?

সব ব্যাপারেই আসছে আমার পরের ভিডিওতে। সব প্রশ্নের উত্তর দেবো এবার। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চলুন জলদি। ইউটিউবে Mayeen Rahman লিখে সার্চ দিলেই চলে আসবে।

The questions will be answered.

and The legacy will be served.

Peace.

Self Made.
08/07/2024

Self Made.

If you know, you know 😉
07/07/2024

If you know, you know 😉

07/07/2024

Success isn't defined by money, at least not to me.

But you do need a lot of money because, without it, you can't survive.

Don't say you don't need money because money doesn't buy happiness.

You can't say driving a Porsche isn't fun until you buy one, haha!

Loosers. 🤡

07/07/2024

START...

Start where you are.

Start making progress.

Start with what you have.

Start with all of your insecurities.

Start with what you already know. Start moving towards your goals.

Start and make mistakes.

Start small. Start now.

I decided to open a Telegram last morning, I opened it and now we're almost close to 5K people. See how fast I am?

Do you understand?

Just start.

GM.
07/07/2024

GM.

If I open a course and sell it for 10K taka, you guys will buy it. But when I'm trying to teach everything I know for fr...
06/07/2024

If I open a course and sell it for 10K taka, you guys will buy it. But when I'm trying to teach everything I know for free, you're not joining! 😂

What's the issue with you guys? Don't miss the opportunity this time! Join here and stop being a brokie. Link in the Comment section 👇🏻

06/07/2024

I don't watch football.

I don't watch cricket.

I don't care what's happening in Bangladesh.

I don't care who's dating whom.

The only thing I care about is money.

That’s why I earn money.

No matter why you’re still a brokie.

The goal is personal.     ゚
04/07/2024

The goal is personal.

30/06/2024

The Craziest BMW i8 in Bangladesh 🇧🇩 | 4K | Mayeen Rahman

আজ সন্ধ্যে ৬ টা 👿
30/06/2024

আজ সন্ধ্যে ৬ টা 👿

29/06/2024

See you all tomorrow at 6PM sharp! 🔥

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mayeen Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mayeen Rahman:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share