গল্প

গল্প সফলতা, ব্যর্থতা, জীবনযুদ্ধ, সুখ-দুঃখ, প্রেম, বাস্তবতা, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্পসমূহ।
(1)

মাঝারী কিংবা ছোট গল্প পরতে ভালোবাসেন? প্রেমের, বিস্ময়ের, ভূতের, বিজ্ঞানের, সফলতা-ব্যর্থতার, ইতিহাসের নাকি জীবনের কঠিন বাস্তবতার গল্প আপনার বেশি প্রিয়? যা চান পাবেন, সাথে থাকুন।

27/12/2024

সময় পরিস্থিতি আপনাকে সব বুঝিয়ে দিবে আসলে বাস্তবতা আর আবেগের পার্থক্য।কারন আপনি সব জানার পরেও নিজেকে মানিয়ে নিতে চাইলে ও শত চেষ্টার পরেও ব্যার্থ হবেন।কারন আপনি যাদের জন্য নিজেকে নত করলেন আপনার ভুল না হওয়ার পরেও তাদের দোষ গুলো নিজের কাঁধে নিবেন গোপন রাখবে প্রকাশ করবেন না।কিন্তু তারা কিন্তু আপানে ছেড়ে দিবে না কারন তাদের কাছে আপনার দূর্বলতা প্রকাশ পেয়েছে আপনি শত চেষ্টার পরেও তাদের কাছে আপনাকে তুচ্ছ মনে হবে।কারন আপনি সম্পর্ক গুলোকে টিকেয়ে রাখতে চাইছেন।তবে সম্পর্ক গড়া কঠিন ভাঙা সহজ।তবে সময়ে সাথে আপনাকে বাস্তবতার কাছে মাথানত করতে হবেই আজ-আর কাল তবে তখন সব ভালোবাসার সম্পর্ক গুলো দূসর মরিচিকার মতো আবারন পরে যাবে।পৃথিবীতে কিছু-সম্পর্ক চাইলেও অস্বীকার করা যায়না তেমন বর্তমান বাস্তবতায় কিছু মানুষ সম্পর্ক গুলো আরাল করতে চায়,অস্বীকার করতে চায়।তবে কিছু কথা বলতে চাইলেও বলা জায়না সমাজের কথা ভেবে নিজের আত্মাসম্মানের কথা ভেবে।।আপনি মনে রাখবে থু থু আকাশের দিকে নিক্ষেপ করে ছুরলে আপার মুখের উপরে এসেই পরবে।তবে তারা আপনাকে ভাবে মূর্খ ভাবে তাদের নিজেকে চালাক ভাবে।কারন সে প্রতিবাদ করতে পারেনা চুপচাপ সব শুনে কারন সে এমন কিছু জানে বলে সম্পর্ক গুলো ছিন্ন হয়ে যাবে।যাদের নিয়ে সম্পর্ক গড়ে উঠছে তার চাওয়া এটাই।তবে মানুষের মুখের কথার চেয়ে বিষ পৃথিবিতে আর নাই।তবে ভুল গুলো যখন বুঝতে পারে তখন কিছু আক্ষেপ ছাড়া কিছু থাকবে না সব কিছু মলিন হয়ে যাবে সচেষ্টার পরেও আর ফিরে পাওয়া যাবেনা।।

৬ মাস হলো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে ছেলে ভালো চাকরি করে আর আমি সেশন জটে আ'টকে থাকা বেকার স্টুডেন্ট। তাই যখন বললো "দেখ...
27/12/2024

৬ মাস হলো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে ছেলে ভালো চাকরি করে আর আমি সেশন জটে আ'টকে থাকা বেকার স্টুডেন্ট। তাই যখন বললো "দেখতে এসে আমাকে পছন্দ করে গেছে ছেলে ভালো(কি চাকরি করে সেটা বলেছিলো) চাকরি করে।" কথা শুনেই বোঝা যাচ্ছিলো তারও যথেষ্ট আগ্রহ আছে ব্যাপারটা খুব ইগোতে লাগলো বললাম করে ফেলো তবে।তারপর আর কি হয়ে বিয়ে।

বিয়ের ছবিতে টাইমলাইন ছড়াছড়ি, বিয়ের পর কত জায়গা ঘুরতে গেলো হিসেব নাই। সব ছবিই ছাড়তো ফেসবুকে। দেখতাম সবই।তো হঠাৎ(৩ মাস পর) একদিন মেসেজ দিলো তারপর থেকে টুকটাক কথা বলতাম(তখন থেকেই সে আমার সাথে ভালো আলাপ জমিয়ে নেওয়ার চেষ্টা চালাতো)আমি প্রশ্নের উত্তর দিতাম পালটা প্রশ্ন করতাম না(অনেকে হয়তো বলতে পারেন আমি উত্তর দিতে গিয়েছি কেনো? আসলে তখনও দূর্বলতা ছিলো। তবে তাকে পাওয়ার জন্য না) সে খুব বানিয়ে বানিয়ে একটু হলে অনেক খানি বানিয়ে আমার কাছে বি'চার দিতো।

আমি পাত্তা দিতাম না তার স্বামীর সাথে মোটামুটি একটা পরিচয় হয়ে যায় ফেসবুকেই যথেষ্ট ভালো মানুষ উলটো ও অশান্তি করে সংসারে। সে সারাদিন খেচখেচ করবে স্বামী, এক দুইটার জবাব দিলেই স্বামীর দোষ।সপ্তাহে অনন্ত একদিন হলেও তাকে নিয়ে ঘুরতে যায় তাও তার মন ভরে না।স্বামীর প্রতি খা'রাপ আচরণ তার চলতেই থাকে।স্বামীকে তেমন গুরত্বই দেয় না। আমি তার স্বামীর কথা চিন্তা করি তার স্বামী আমার চেয়েও ভালো মানুষ(বেচারা)। আমাকে আমার এক্স শোনায় তাকে ডি'ভোর্স দিয়ে দিবে হ্যানত্যান আমি অবশ্য বুঝাইছিলাম না দিতে আমারে উলটা বুঝ দিয়ে দিছে।তার এসব কাহিনি দেখে চিন্তা করি আল্লাহ যা করে ভালোর জন্য করে বড় বাঁ'চা বেঁচে গেছি।

এবার আসি আমার ঘটনায় ১০-১৫ দিন ধরেই একটা মেয়ের সাথে আমার খুব ভাব হয়েছে। সে আমার পোস্টে প্রোফাইলে কমেন্ট করে আমি রিপ্লাই দেয় মেসেঞ্জারে চ্যাটিং চলে।আমি অনলাইন থেকে না যাবার আগ পর্যন্ত সে যায় না(আমার অভ্যাস রাত জাগি)। এইটা পোস্টের কমেন্টের মাধ্যমে আমার এক্স নোটিশ করেছে। সে আমাকে ইনবক্সে নানান কথা শোনাচ্ছে বি'শ্বাসঘাতক,বে'ঈমান আমি অবশ্য এসব কেয়ার করি নাই।শেষে যেটা বললো হাসি থামাতে পারলাম না!

হাজবেন্ডের সাথে কক্সবাজার আসছি গতকালরাতে তাই এখন বেশি কিছু বললাম না। ফিরে নেই তারপর তোর আরেক মাইয়া সাথে লাইন মা* রা বের করছি!😒

হোয়াট দ্যা ফাউ কথা🙄

©©©

লোকটা তার মেয়েকে বলেছিল, "কাউকে বলবে না তোমার বাবা একজন ঝাড়ুদার,তারা তোমাকে নিয়ে উপহাস করবে"তার মেয়ে এই ছবিটা সোশাল মিডি...
25/12/2024

লোকটা তার মেয়েকে বলেছিল, "কাউকে বলবে না তোমার বাবা একজন ঝাড়ুদার,তারা তোমাকে নিয়ে উপহাস করবে"

তার মেয়ে এই ছবিটা সোশাল মিডিয়ায় পোস্ট করে আর লিখে, "আমার বাবা একজন ঝাড়ুদার ও আমার গর্ব,আমি আমার বাবাকে খুব ভালোবাসি"
..এমন সন্তান সব বাবা মায়ের জন্য গর্ব❤

photo courtesy: twitter

– একদিন একজন স্বামী তার স্ত্রীকে একটি perfume গিফট করেন, তার স্ত্রী তা দেখে মহা খুশি কারণ তার স্বামী অনেক কমই তাকে কোন ক...
08/12/2024

– একদিন একজন স্বামী তার স্ত্রীকে একটি perfume গিফট করেন, তার স্ত্রী তা দেখে মহা খুশি কারণ তার স্বামী অনেক কমই তাকে কোন কিছু গিফট করে থাকে, তার কিছুদিন পর স্ত্রী সেই perfume মেখে সেজেগুজে ছবি তোলার জন্য তার স্বামীর মোবাইল হাতে নিয়ে দেখতে পায় তার স্বামী অন্য একজন মহিলাকে msg করে রেখেছে "আমি আমার স্ত্রীকে তোমার ঐ perfume টি কিনে দিয়েছি যেন আমার ঘরে তোমার ঘ্রাণ পাওয়া যায় :)💔

©©

উঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিলো না। একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব? আমি বলে দিচ্ছিলা...
07/12/2024

উঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিলো না। একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব? আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে।

কথা শুরু করার পরে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ দেখলাম কথাবার্তা শুনে মনে হচ্ছিল ছেলেটা পড়াশোনা জানে খুব সুন্দর উচ্চারণ এবং সাবলীল কথাবার্তা।

সারা রাস্তা চুপচাপ দেখছিলাম, বাসার কাছে এসে নেমে জিজ্ঞেস করলাম কিসে পড়ো? উত্তর এলো এবার ক্লাস টেনে। জিজ্ঞেস করলাম ক্লাস কখন করো রিকশা চালাচ্ছো যে? উত্তর দিলো চালাই না তো আমার বাবা সব সময় চালান আজ বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি। যখন বাবা অসুস্থ থাকেন তখন আমি রিক্সা নিয়ে বের হই।

কৌতূহল বসত মুখ দিয়ে বের হয়ে গেল রিক্সা চালাতে খারাপ লাগে না? খুব সাবলীলভাবে বড় একটা হাসি দিয়ে উত্তর দিল আমার বাবাও তো চালান।❤️

ছেলেটার এক কথাতেই সবকিছুর উত্তর পেয়ে গেলাম, বড় হয়েও যেন ছেলের এই মনোভাব থাকে দোয়া করি।

©©

03/12/2024

--দাদারা বাংলাদেশে আসতে চাইতেছে,, তাদের আসতে দিন,,
--সিমান্ত ২০ মিনিটের জন্য খুলে দিন ,ওদের ভিতরে ঢুকিয়ে আবার সীমান্ত অফ করে দেন।বাকিটা আমরা দেখতেছি,, 😇
--বাংলাদেশে আসার শখ যেহেতু করতেছে আমাদেরকে আপ্যায়ন করার সুযোগ করে দিন,,

#

গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথ...
29/11/2024

গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথাও ৩ টাকা কোথাও ৫ টাকা করে নেয়।
আমরা খেয়ে বিল দেয়ার সময় সে হিসাব করল ১০ টাকা করে।
ভাবলাম ভুলে বলছে। কয়েকবার জিজ্ঞেস করে শিউর হয়ে নিলাম। ১০ টাকা করেই রাখল।

তারপর অটোতে উঠলাম। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম এখানকার সিঙ্গারা পুরি কি ১০ টাকা করে?
সে বলল "না স্যার, এইগুলা ৫ টাকা পিস"!
নতুন মানুষ দেখে একটু ব্যবসা করে নিল!

অটোওয়ালা বলল যেখানে যাবেন সেখানকার ভাড়া ১৫ টাকা করে। ২ জনে ৩০ টাকা হয়। আপনি ৪০ টাকা দিয়েন।
১০ টাকা চেয়ে নিলাম।
তার সততায় মুগ্ধ হয়ে গেলাম। ভাবলাম নিক ৪০ টাকা। এটলিস্ট বলেতো নিচ্ছে।
পরে নামার পর বুঝলাম, এই যায়গার ভাড়াও কোনোভাবেই ১০ টাকার বেশি হবে না।

এর আগে কিশোরগঞ্জ নতুন নতুন আসার পর বহু রিক্সাওয়ালা ১০-২০ টাকা করে ভাড়া বেশি নিছে।
আর ভাংতি নাই বলে ১৫ টাকার যায়গায় ২০ টাকাতো কয়েকদিন পরপরই নিচ্ছে।

এক দোকানে একবার ২ জন মিলে ৭০ টাকা খেয়ে ৫০০ টাকার নোট দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যাই। ১০ মিনিট পরে আবার এসে বলি যে বাকি টাকাটা নেয়া হয়নি। সে ডিরেক্ট অস্বীকার করে।

এমনকি ৩-৪ দিন আগে ভিখারিনী কে ৫ টাকা দিব, দোকানে ১০ টাকা দিয়ে বললাম ২ টা ৫ টাকার কয়েন দেন। মহিলা বলল আমার কাছে আছে আমি দিচ্ছি। দিলাম, সে টাকা হাতে নিয়ে বলল গরীব মানুষ ৫ টা টাকা বেশি নিলাম। বুঝলাম কথা বাড়িয়ে মান ইজ্জত নষ্ট করা যাবে না। ৫ টাকাইতো।

এক ক্লিনিকের মালিক আছে পরিচিত, সে করোনায় প্রায় মরেই যাচ্ছিল। কোনোমতে বেঁচে আসছে। এসে সে ভাল হয়ে গেছে, দাড়ি টারি রেখে নামাজ কালাম পড়ে নিয়মিত।
তারপর সে ঐ দোহাই দিয়ে কসম কেটে সারাদিন মিথ্যা কথা বলে রোগীদের গলা কাটে।
(এই বিষয়ক বিস্তারিত আরেকদিন লেখা যাবে।)

এইরকম ঘটনা আরো অনেক বলা যাবে।

এমন আগাগোড়া বাটপার একটা জাতি আশা করে তাদের দেশের মন্ত্রী-এমপি-উপদেষ্টা-চেয়ারম্যান এসব পোস্টে আল্লাহর ওলী আইসা বসবে, বইসা ১০ টাকা কেজি চাল খাওয়াবে আর সবাইরে বাড়ি বাড়ি যাইয়া টাকার বান্ডিল দিয়া আসবে!!

একদম ভিখারি থেকে শুরু করে এলিট ক্লাস পর্যন্ত সবার মেন্টালিটি যেখানে একই, সে দেশ একটা মাত্র বিপ্লবে বদলাবে?! কখনোই না।

-সংগৃহীত
পিক কার্টেসী- গুগল

অসুস্থ বউ মারা যাবে জেনে সে তার জামাইকে জিজ্ঞেস করল, 'আচ্ছা, আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবা?😒জামাইও বলে ...
26/11/2024

অসুস্থ বউ মারা যাবে জেনে সে তার জামাইকে জিজ্ঞেস করল, 'আচ্ছা, আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবা?😒

জামাইও বলে দিলো যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে যাবেনা ততদিন পর্যন্ত।
কয়েকদিন পর বউ মারা গেলো।
প্রতিদিন জামাই তার বউয়ের কবর জিয়ারত করতে যেতো কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না। জামাই ভাবছে এটা কিভাবে সম্ভব? 🤔

একদিন কবরের পাশ দিয়ে জামাই হেটে যাচ্ছিলো।
সে দেখলো তার শালাবাবু বোনের কবরের ঐখান থেকে আসছে। তার হাতে খালি একটা বালতি।
সে শালাকে প্রশ্ন করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস?🤔
শালা বললো ''আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিলো প্রতিদিন উনার কবরে পানি ঢালতে। এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে''। 😇

Moral of the story: "A wife will never share her Husband even after her death."💝

একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেন না; এমনকি তার মৃত্যুর পরেও না!
©️

তারা ঢাকা থেকে এসেছে 🙂আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়া...
21/11/2024

তারা ঢাকা থেকে এসেছে 🙂
আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো?
কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার?
ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি।
আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না।
চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো।

ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু।

এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ।
ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো। ❤️

প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইলো 😭😭😭😭এই ভুল কখনই করোনা। 'স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি।'আসার সময়...
21/11/2024

প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইলো 😭😭😭😭এই ভুল কখনই করোনা। 'স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি।

'আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি
তোমার সংসার করবোনা। স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিলো।

'বাবার বাড়িতে আসা মাত্রই ভাইয়া জিঙ্গেস করলো।
কি ব‍্যপার আয়েশা তুই হঠাৎ বাড়িতে!

'কেনো আমি কি আসতেছে পারিনা।
নাকি আসা বারন আছে।

'আরে সেটা বলিনাই।
তুইতো আসার আগে বলে আসিস। কিন্তু আজ বলে আসলিনা এই জন‍্যে বললাম।

'ওহ।

'আচ্ছা তুই বিশ্রাম কর।
আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।

'এমন মুহূর্তে ভাবি বলে উঠলো,বাহ দরদ দেখি উতলে পরতেছে বোনের জন‍্যে। আমার বাবা-মা আসলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকেনা।
এই দিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে। বলছি-কি পকেটে টাকা আছে।
নাকি বাচ্ছার স্কুলে যেই টাকা দিবা সেই টাকা
নিয়ে যাচ্ছো হ‍্যা।

'ভাবির এমন কথায় ভাইয়া বললো।
আরে এমন করে বলতেছো কেনো বুজলাম না।

'তোমাকে বাজারে যেতে হবেনা।
বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে।
ওই টাকাটা নষ্ট করিওনা।

'ভাবির মুখে এই কথা গুলা শুনে কি বলবো
ভেবে পাচ্ছিনা।কারন পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া কেউ নেই।
বাবা-মা অনেক আগেই মারা গিয়েছে।

'ভাইয়া থাক বাজারে যেওনা।
আমি থাকার জন‍্যে আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম
তাই ভাবলাম ভাইয়া - ভাবিকে একটু দেখে যাই।
এখনতো দেখা হলো।
আমি চলে যাচ্ছি।

'মানে এখনি যাবি।

'হ‍্যা ভাইয়া এখনি যাইতে হবে। আচ্ছা ভাবি ভালো থাইকেন যদি সময় পান আমার বাড়িতে আসিয়েন
ঘুরতে।

'আচ্ছা।

'এর পরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম।
স্বামী আমাকে দেখে মিট-মিট করে হাসতেছে।

'হাসার কিচ্ছুনেই।
ভালোবাসি বলেই চলে আসলাম 🤗

'হ‍্যা জানিতো।
শোন তুমি রান্না বসাও আমি বাজারে থেকে
কেনা কাটা করে আসতেছি।

'আসলেই বিয়ের পরে যদি সুখের কোন স্থান থাকে সেটা স্বামীর বাড়ি।
স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুজবেন।
কে-আপন আর কে-পর বুঝা যায়।😢

🖊️সংগৃহীত

শুভ জন্মদিন গল্প page ownar,,  Md saifuzzaman ভাই,,আপনার আগামীর দিনগুলো হউক আল্লাহর রহমতে পরিপূর্ণ💝
19/11/2024

শুভ জন্মদিন গল্প page ownar,, Md saifuzzaman ভাই,,
আপনার আগামীর দিনগুলো হউক আল্লাহর রহমতে পরিপূর্ণ💝

(বাসর রাত)বিয়ে টা জোর করে দেয়া হয়। পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেইনি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছ...
19/11/2024

(বাসর রাত)

বিয়ে টা জোর করে দেয়া হয়। পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেইনি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি।

বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয়ে আমি কাঁদতে থাকি। এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য। তখন সে সান্ত্বনা দেয়। আমার স্বামী দেখতে মো-টা কা-লো এটা দেখে আরও মন ভেঙে যায়।

কলেজের সবার ক্রাশ, স্কুলের সবচেয়ে সুন্দরী, এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি। ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দেই আমাকে স্পর্শ করার চেষ্টা টাও যেনো না করে।

অবাক হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো। কেমন যেনো একটা খারাপ লাগা কাজ করলো। রাত প্রায় ৩টা বাজে তখন ঘুম আসছিলো না। হঠাৎ শুনতে পাই হাল্কা কান্নার শব্দ।

বুঝতে বাকি রইলো না সে কাঁদছে। তখন প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিলো। পুরুষ হয়ে আবার নেকা কান্না কাঁদবে কেন। জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখি একদম চুপ হয়ে গেছে। আবার জিজ্ঞেস করলাম উত্তর নাই।

নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে?- "আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করিনাই কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবেনা। পরিবার থেকে বার বার মেয়ে দেখতো আর মেয়ে পক্ষ আমাকে দেখ মানা করে দিতো৷ আমি খুবই অপমানিত ফিল করতাম। তারপর বাবা মা কে অনুরোধ করি আর মেয়ে না দেখতে আমি বিয়ে করবো না। আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে। কিভাবে কি হয়েছে আমি কিছুই জানিনা। তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না। আর আপনার মতামত জানতে চাইবো সেই যোগ্যতাও আমার নাই। আমাকে সৃষ্টি করছেন আল্লাহ্ এখানে আমার কোনো হাত নাই তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয়। সবকিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি।)

উনার এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো৷ তবে তখনও উনাকে মেনে নিতে পারিনাই। এভাবেই চলতে থাকে সব। বেশ কিছুদিন পার হয়ে যায়। বন্ধুবান্ধবদের অনেকেই দেখতে চায় কিন্তু আমি লজ্জায় দেখাতাম না।

একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন? পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায়ই তাকে অ'**চার করতো। সেদিন থেকে একরকম ডিপ্রে-শনে চলে যাই। একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যাই যে হাসপাতালে এডমিট করতে হয়।

যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিলো। উনাকে একবার বলেই দিলাম গিয়ে ঘুমান উনি কোনো উত্তর না দিয়ে বসে রইলো। এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটা কমে যায়।

প্রায় ১২ঘণ্টা মৃ-ত্যুর সাথে ফাইট করি। এরপর যখন কিছুটা স্বাভাবিক হই দেখি আমার চোখের সামনে সবাই। সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে সুস্থির নিশ্বাস ছাড়লো। কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মত কাঁদছে সেই বাসর রাতের মতই।

সেদিন প্রথম বার সে আমাকে স্পর্শ করে কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই জড়িয়ে ধরি। সেদিন থেকে টানা এক সপ্তাহ সে নিজ হাতেই আমাকে খাইয়ে দিয়েছে আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিচ্ছে।

হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেনো একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে। আর যাকে একরকম ঘৃ-ণা লাগতো দেখতে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে। সেদিন খাওয়াতে যখন আসলো হাত থেকে প্লেট টা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিলো।

আমি মুচকি হেসে ডাক দিয়ে বললাম এদিকে আসেন, বসেন। এরপর আমি তাকে খাইয়ে দিলাম। সেদিনও সে আবার কান্না করে দিয়েছে। মানে এই মানুষটা শুধু কাঁদেই কাঁদেই। এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনোদিন কাঁদতে দেখি একদম ছেড়ে চলে যাবো।

সবশেষে একটা কথাই বলবোঃ- একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর।💘

কথায় - Farzana Chowdhury

স্ত্রীর সাথে সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়েছে।রাতে খুব আদর পেতে ইচ্ছে করছে।ওকে ভয়ে কিছু বলতেও পারছি না।হঠাৎ চেঁচিয়ে বললাম" ঝগড়া...
18/11/2024

স্ত্রীর সাথে সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়েছে।রাতে খুব আদর পেতে ইচ্ছে করছে।ওকে ভয়ে কিছু বলতেও পারছি না।হঠাৎ চেঁচিয়ে বললাম

" ঝগড়া করেছো ভালো কথা,খবরদার যদি আমায় টাচ করেছো তো! "

কথাটা বলতেই পাশে শুয়ে থাকা স্ত্রী সাপের মতো ফোঁস করে উঠলো।বললাম

" গায়ে গা লাগাবে না বলে দিলাম "

স্ত্রী এবার হুঙ্কার দিয়ে বললো " গা লাগালে কি করবে? "

" লাগিয়েই দেখো,কি অবস্থা করি "

স্ত্রী আমার পে"টে হাত রেখে বললো " এইযে টাচ করলাম।কি করবে? "

" পে"টে টাচ করা তো নরমাল।কাছ ঘেঁসে শুবে না "

সঙ্গে সঙ্গে স্ত্রী গা ঘেঁসে শুলো।বললাম " আমি ভালো জন্য এখনো কিছু বললাম না।জ"রিয়ে ধরলে আর কোনো ক্ষমা করবো না "

স্ত্রী জ"রিয়ে ধরলো।এইতো, ওষুধে কাজ হচ্ছে।বললাম " বউ জন্য এই অপরাধটাও ক্ষমা করে দিলাম।বাবা মা যদি শোনে জ"রিয়ে ধরছো জন্য তোমার নাক ফা"টিয়ে দিছি তাহলে উল্টো আমাকেই মা"রবে।আর আদর করার কথা যদি কখনো মাথায় আনছো,তাইলে আজ ফাটাফাটি হয়ে যাবে।আমায় তো চিনো নাই এখনো "

স্ত্রী রাগে গিজগিজ করতে করতে আমার ঠোঁ'টে গাঢ় একটা চু"মু খেলো।অতঃপর যা হবার তাই হলো।

সবশেষে স্ত্রীকে খোঁচা দিতে বললাম " এমন বেলজ্জা মেয়ে জীবনে দেখিনাই।নিজেই ঝগড়া করে আবার নিজেই আদর করতে আসে।আমি হলে তো অন্য ঘরে ঘুমাতাম "

স্ত্রী হকচকিয়ে বললো " আমি আগে আদর করতে এসছি? "

" হ্যা।জ"রিয়ে কে ধরছে?চু"মু কে আগে খাইছে? "

স্ত্রী মুখ ভোতা করে বসে রইলো।ওর বোকা বোকা মুখ দেখে হাসিতে পেট ব্যথা ধরে গেলো।

গল্প:আদর_উশুল

15/11/2024

ফেসিস্ট বা*ল সাপোর্টার সব গুলোর ব্রেইন কি পশ্চাৎদেশেই থাকে? শিক্ষিত অশিক্ষিত সব গুলোর একি হাল, কি একটা অবস্থা।

ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা চালালে এদের সবগুলোর মধ্যে দেখতে পাবেন নির্বুদ্ধিতা, দাসত্ব আর গাণ্ডুপনা!

What a shame, and they are 20% of the of the country, like seriously?

চাইলেই - একজন নারী একজন পুরুষকে বহু রকম ভাবে তৈরি করতে পারে।একজন নারী চাইলেই - একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুত...
15/11/2024

চাইলেই - একজন নারী একজন পুরুষকে বহু রকম ভাবে তৈরি করতে পারে।

একজন নারী চাইলেই - একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে উঠাতে পারে। আবার অসম্মানের একদম নিম্ন মানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী করে গড়ে তুলতে পারে। আবার সেই নারীই একজন পুরুষকে ভিক্ষুক হিসেবে কিংবা সমাজের একদম গরীব পুরুষ হিসেবে পরিণত করতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে মা-বাবা ভাই-বোন ছাড়া করে সে একাই রাজত্ব বহণ করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের, মা-বাবা ভাই-বোন এর সাথে মিলেমিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে পরিবার ছাড়া, ঘর ছাড়া, সমাজ ছাড়া, দেশ ছাড়া করতে- বাধ্য করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর, একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে- সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে!

একজন নারী চাইলেই - শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে গড়ে তুলতে পারে। আবার চাইলেই সে নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে! শুধু কেবল রব এর হুকুমের মৃত্যু ছাড়া।

একজন নারী চাইলেই - একজন পুরুষকে বস্ত্রহীন পাগল - উম্মাদ বানিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিক ভাবেও সুস্থ করে তুলতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন করাতে পারে। আবার চাইলেই সে নারী - পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে বদলে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে জাহান্নামের বাসিন্দা বানাতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে জান্নাতের পথ খুঁজে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষের সমস্যা কারণ হতে পারে। আবার চাইলেই সে নারী - একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে।

একজন নারী চাইলেই - একজন পুরুষের সুখ হতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে - আজীবন পুরুষের জীবননাশ করতে পারে! ইত্যাদি ইত্যাদি

একজন নারীর -

শিক্ষা, চিন্তা- চেতনা, শক্তি- ক্ষমতা, ভালোবাসার মায়া - মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয়।

তাই

নারী চাইলেই - অনেক কিছু করতে পারে!

প্রতিটা নারীর প্রেম হোক - তার সংসার।

প্রতিটা নারীর ভালোবাসা হোক- তার আপন প্রিয় স্বামী। প্রতিটা নারীর মায়ার বাঁধন হোক - তার বুকে আগলে রাখা ধন - প্রিয় সন্তান।

নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস - তুমি সব সময় "তোমার সৌন্দর্য" তোমার সকল গুণ দিয়ে আগলে রাখবে।

নারীর সৌন্দর্য হোক -

নারীর অসাধ্য সাধনকারী -

গৃহময়ী হোক - নারীর নেতৃত্ব -

10/11/2024

--সেই ই প্রকৃত বিচারক যে অপরাধী কে শাস্তি দিতে গিয়ে কেঁদে ফেলে,,
--কারন, মানুষ জন্ম থেকে অপরাধী হয় না,,, পরিস্থিতি মানুষ কে অপরাধী তৈরি করে,,

সরাসরি না বলেও পিতা-মাতাকে যেভাবে বুঝিয়ে দিবেন যে, আপনি বিয়ে করতে চান।১/ নিয়মিত রাতে গোসল করা শুরু করবেন। ভেজা লুঙ্গি সব...
07/11/2024

সরাসরি না বলেও পিতা-মাতাকে যেভাবে বুঝিয়ে দিবেন যে, আপনি বিয়ে করতে চান।

১/ নিয়মিত রাতে গোসল করা শুরু করবেন। ভেজা লুঙ্গি সবাইকে দেখিয়ে মেলে দিবেন।

২/ রাতে গভীর ঘুমের ভান করে, জোরে জোরে মেয়েদের নাম ধরে ডাকতে শুরু করবেন।

৩/ মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, কয়েকদিন মন খারাপের ভাব নিয়ে থাকবেন। কেউ প্রশ্ন করলেও উত্তর দিবেন না। দুয়েকবার বলতে পারেন, কিচ্ছু ভালো লাগে নাহ্!

৪/ রাতে সবাই ঘুমিয়ে পড়লে চিৎ-কার করে বলতে থাকবেন, আমি আর পারছি না। হে আল্লাহ, আমাকে শ:য়:তা:নে:র হাত থেকে বাঁচা ও।

৬/ মাঝে-মধ্যে ঘর ছেড়ে কোথাও চলে যাবেন। বলবেন, বাড়িঘর আর ভাল লাগছে না। রাতে ফিরতে দেরি করবেন। বলবেন, ঘরে ফিরে কী করবো? ঘরে আছেটা কি? 🙂

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে এরচেয়ে বেশি কিছুই চায়না। বিশ্বাস করুন আর কিচ্ছু না।পুরুষ তার পছন্দের নারীর কাছে এরক...
05/11/2024

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে এরচেয়ে বেশি কিছুই চায়না। বিশ্বাস করুন আর কিচ্ছু না।

পুরুষ তার পছন্দের নারীর কাছে এরকম বিশ্বস্ততা পেলে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে। সে কোনো স্বার্থ ছাড়া পুরো পৃথিবীর বিপক্ষে চলে যেতে প্রস্তুত থাকবে।

আপনাকে শুধু এতটুকু ভরসা দিতে হবে- আমি শুধুমাত্র একান্তই তোমার। আমার তোমার সঙ্গ ছাড়া আর কোনো পুরুষের সঙ্গ চাইনা। ক্লান্তিতে মাথা ঠেকাতে আমার আজীবন তোমার কাঁধ টাই চায়।
- Ashraf Ahmed

Address


Alerts

Be the first to know and let us send you an email when গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্প:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share