23/08/2024
আমি গর্বিত আমার দেশ বাংলাদেশ ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
*এই জাতিকে কেমনে দমাবেন!*
পানি ছাড়ছেন বন্যা হইসে।
সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে?
কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে। এছাড়াও বাংলার দামাল ছেলেরা দেশের বিভিন্ন এলাকায় বোট নিয়ে হাজির হচ্ছে।
ইঞ্জিনের জন্য তেল লাগবে?
ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্সহ অন্যান্য সংস্থা হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে বিশ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।
* সকল সরকারি ও বেসরকারি সংস্থা একদিনের বেতন দিয়ে দিচ্ছেন।
দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?
এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...। 💚🇧🇩
২৩-০৮-২০২৪ : ০১:৩০
(Copied)