Jemon Khushi Temon Vlog

  • Home
  • Jemon Khushi Temon Vlog

Jemon Khushi Temon Vlog Music, Cooking, Dance, Travel, Fun, Lifestyle, and Jemon Khushi Temon. Welcome to our vlog. I know you are here to know something more about us.

We will not disappoint you even in this additional information box. So just keep reading. We are from Bangladesh and currently living in Sweden. The name "Jemon Khushi Temon" (" যেমন খুশি তেমন ") is a Bangla phrase. The meaning or translation you will get if you translate with google is "As happy as" but this is not what it actually means. In short, the meaning is "Whatever you like". That's why w

e have chosen this name. Because our vlog is not defined in a single category. Here, we will do whatever we want and we will show whatever we want to show the world. To know more about us, keep watching our vlogs. Like, comment, share, and subscribe to inspire us. Our Channels:

https://youtube.com/c/SamiumPriyaOfficial

https://youtube.com/c/jemonkhush*temonvlog

We are open to suggestions. We value your opinion. Feel free to write jemonkhush*[email protected]

Regards,
Samium & Priya

23/08/2024

আমি গর্বিত আমার দেশ বাংলাদেশ ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
*এই জাতিকে কেমনে দমাবেন!*

পানি ছাড়ছেন বন্যা হইসে।
সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে?
কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে। এছাড়াও বাংলার দামাল ছেলেরা দেশের বিভিন্ন এলাকায় বোট নিয়ে হাজির হচ্ছে।

ইঞ্জিনের জন্য তেল লাগবে?
ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্সহ অন্যান্য সংস্থা হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে বিশ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।
* সকল সরকারি ও বেসরকারি সংস্থা একদিনের বেতন দিয়ে দিচ্ছেন।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...। 💚🇧🇩
২৩-০৮-২০২৪ : ০১:৩০

(Copied)

06/08/2024

একদিনে সবার আচরণ পরিবর্তন করা সম্ভব নয়, তবে পরিবর্তনের শুরু হতে পারে আপনার থেকেই। আমাদের ছোট ছোট পদক্ষেপগুলো একত্রিত হয়ে বড় পরিবর্তন আনতে পারে। আসুন, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি:

১. আজ থেকে ট্রাফিক সিগনাল ভাঙবো না। নিয়ম মেনে চলবো, সবার নিরাপত্তা নিশ্চিত করবো। আপনার এই ছোট্ট পদক্ষেপটি সড়ক নিরাপত্তা বাড়াবে এবং ট্রাফিক জ্যাম কমাবে।

২. আজ থেকে সরকারি অফিসে কাজের জন্য কোন অনৈতিকভাবে টাকা দিব না। সৎ পথে কাজ করবো, দুর্নীতিকে না বলবো। একে অপরের প্রতি সৎ থাকলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা সহজ হবে।

৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না। আমাদের পরিবেশকে পরিষ্কার রাখবো, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বো। একটি ছোট্ট কাজ আমাদের পরিবেশকে রক্ষা করবে।

৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো। ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আপনার সাহসিকতা অন্যদেরকে অনুপ্রাণিত করবে।

৫. আজ থেকে প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করবো। সকলের হক আদায়ে সচেষ্ট থাকবো, মানবাধিকার রক্ষা করবো। অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি।

৬. আজ থেকে নিজে কোনো দুর্নীতি করবো না, অন্যকেও করার সুযোগ দিবো না। সৎ পথে চলবো, সমাজকে দুর্নীতিমুক্ত রাখবো। সৎ মানুষই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

৭. আজ থেকে আর কোনো স্বৈরাচারী যেন আমাদের বাকস্বাধীনতা কেড়ে নিতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবো। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করবো, গণতন্ত্রের পথে চলবো।

৮. আমাদের দেশের সংখ্যালঘু ভাই-বোনদের আমাদের নিজের জীবন দিয়ে আগলে রাখবো। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো, সকলকে সমান মর্যাদা দিবো। সকলের প্রতি সমান আচরণেই গড়ে উঠবে একটি সুন্দর সমাজ।

পরিবর্তন শুরু হোক আপনার থেকে। আপনার প্রতিটি পদক্ষেপ অন্যদেরকে অনুপ্রাণিত করবে। চলুন, একসাথে একটি উন্নত, সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। 💚❤️

কপি করে ছড়িয়ে দিন।

#নতুনবাংলাদেশ #পরিবর্তনশুরুহোকআমাদেরথেকে

18/07/2024

#কোটা_সংস্কার_চাই #বাংলাদেশ_কোটা_আন্দোলন #কোটা_আন্দোলন_২০২৪

27/06/2024

আজকাল সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ধরনের খ্যাতির বিড়ম্বনা। এগুলো হয়তো যুগের দাবি, তবে ক্ষণস্থায়ী। লেখাপড়া করো, জ্ঞান কামাও। কারণ জ্ঞান অর্জনের কোন শেষ নেই। টাকা অনেক ভাবেই কামানো যায়।আর আজকাল টাকা কামানোরও হাজার রাস্তা। সৎ উপায়ে পয়সা কামানো কঠিন, আর স ততায় খুব বেশি পয়সাওয়ালা হওয়াও হয়তো যায়না। তবে মনে তীব্র প্রশান্তি থাকে, যেই প্রশান্তি তোমার বাপ দাদার বিঘা বিঘা সম্পদ বেঁচেও পাবানা। পয়সা হঠাৎ গায়েব হতে টাইম লাগেনা, কিন্তু তোমার শিক্ষা আর জ্ঞান কোন দিন তোমার সংগ ছাড়বেনা।
পড়ালেখা আর জ্ঞান যে মননশীলতা তোমাকে প্রতিনিয়ত উপহার দিয়ে যাবে , তাই তোমাকে অন্য দশজনের থেকে আলাদা বানাবে।

আফরোজা প্রিয়া

আমি মিরপুর মাজার রোড এলাকার মানুষ , তাই কুরবানীর আনন্দ আমাদের এলাকার মানুষ থেকে বেশি ঢাকার আর কেউ ভালো বুঝেনা।অই মামা কত...
16/06/2024

আমি মিরপুর মাজার রোড এলাকার মানুষ , তাই কুরবানীর আনন্দ আমাদের এলাকার মানুষ থেকে বেশি ঢাকার আর কেউ ভালো বুঝেনা।
অই মামা কত কত??? জিতছো মামা জিতছো!!
গাবতলি মাজার রোড একটা আবেগের জায়গা!! এই আবেগ আমি হৃদয়ে ধারণ করি।
আমরা ঢাকার মানুষ চান্দের রাত্রে ঘুইরা বেড়াই, লাস্ট মোমেন্টে নিউ র্মার্কেটে যাই আম্মুর সেমাই আর দর্জি দোকানের জামা আনতে।আম্মু আমার চুড়ি কেনা বাকি, আম্মু টু মি বাসায় চল অনেক কাজ, আবার মেহেদিও তো লাগাইতে হইবো, উফফফফ!!!
বাসায় ফেরার পথে গরুর শিং এর বাড়ি আর ধাওয়ানি খাইতে খাইতে বাঁচা আর আম্মু আম্মু বইলা চিল্লানো। অনেক আগে একবার রিকশার পিছে গরুর বাড়িতে জেই ভয়টা পাইছিলাম। রাত তিন্টায় হলেও আব্বুর আমার টেইলার চাচার থেকে আমার ড্রেস নিয়ে আসা, কোন ভুল ভাল হইলেই হলো আমার টেইলার চাচা আর তার পুরো ইউনিটের আবার হুলস্থূল কাজ শুরু যেভাবেই হোক প্রিয়ার ড্রেস বলে কথা। আমার আব্বু রাত জেগে এই আমার জামা আনা নেয়ার তালেই ব্যস্ত থাকে। মাঝে মধ্যে রাজের পাঞ্জাবি অল্ট্রা করাতেও দিয়ে আসা টেইলার চাচার কাছে। নাহয় আমার ভাই সকালের নামাজে কি পড়বে?? আমার বিয়ের পর জোগ হলো আমার বর। আব্বু আর ভাই তার দেয়া পাঞ্জাবি টা পরে নামাজে যায় প্রায়ই। আম্মুর হাতের মুরগির কোর্মা, আর হরেক রকমের সামাই পায়েস কাস্টার্ড, ফালুদা, চটপটি। কুরবানির মাংস সব একদিকে, প্রিয়ার জন্য কুরবানী পরের দিনের নাস্তায় গরুর মগজ ভুনা আর সাদা রুটি, এটা আম্মুর বানাতেই হবে। এখনো কুরবানিতে ভাই আমার বলে রাখে মগজটা বড় আপুর। আমাদের গরু কেনা, নানা বাড়িতে গিয়ে মামাদের গরু দেখা, কাজিন্দের সাথে কত নিছে কি কালারের রে গরু তোদের?? এসব আজাইরা ্গল্প ভিডিও কলে। মামার প্রিয়ানি এই নে তর সালামি। সন্ধায় সবার মিলন, খাওয়া দাওয়া। এইতো ইদ। আমাদের ছোট্র পরিবার, আমার ভালোবাসার পরিবার। পরিবার যেখানে সেখানেই তো ঈদের আনন্দ।
ভালো থাকুক আমার, আপনার , আমাদের সবার পরিবার ও পরিজন ও ভালোবাসার বন্ধু বান্ধব।
Eid Ul Azha Mubarak 🤲🎉🌙
To be continued.............

কেউ আমাকে কষ্ট দিয়েছে সেটা আমরা খুব করে মনে রাখি, কিন্তু আমরাও যে কাউকে কষ্ট দিয়েছি বা তার কষ্টের কারণ হয়েছি কখনও তা কি ...
04/05/2024

কেউ আমাকে কষ্ট দিয়েছে সেটা আমরা খুব করে মনে রাখি, কিন্তু আমরাও যে কাউকে কষ্ট দিয়েছি বা তার কষ্টের কারণ হয়েছি কখনও তা কি আমরা ভাবি!!! না ভাবলে ভাবা উচিত। প্রতিশোধ চুপ থেকেও নেয়া যায় চিল্লায়েও নেয়া যায় কিন্তু তাতে লাভ কার লস কার!!! আসলে দরকার সমাধান। কোন কালে কে আপনার সাথে কি করছে তা দিয়ে তার বর্তমান যাচাই বোকামি। মানুষ পাল্টায় বদলায়, কারণ সময়, সিচুয়েশন বদলায়। আমরা অপরের ভুল, দোষ-ত্রুটি এসব নিয়ে বসে থেকে নিজের মনের শান্তি হারাম করি। যদি কিছু করতেই হয় তাহলে নিজের উপর কাজ করতে হবে, নিজেকে গ্রুম করতে হবে।এতেই আসল লাভ। এতেই আসল মজা, এতেই সাফল্য।
হ্যাপি উইকেন্ড 👌❤️☕

20/04/2024

খুব করে আমার চায়ের দেশ, পাহাড়ের দেশ সিলেট যেতে মন চাচ্ছে। খুব খুব খুউব!!!!!! আমার খুব পছন্দের জায়গা 💐

01/04/2024

মহান ১০ রাত, আল্লাহর অনেক অনেক কাছে আসার সময়। কেউ যেন বৃথা না হতে দেই। হয়তো এবারই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে আমাদের কবুল করে নেবেন। আমিন।

শবে কদরের দোয়া:
আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কী বলব?

তিনি বলেন, ‘তুমি বলো, ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ উচ্চারণ: ‘আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী’ (আরবি উচ্চারণ দেখে পড়বেন)।

অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন।’ (সুনানে তিরমিজি: ৩৫১৩)।

আমার আম্মুজান Rabeya Islam এর ছাদ বাগানের টমেটো, আরও আছে মজার মজার শাক ফল তাজা সব্জি। মা শা আল্লাহ 💜🩵❤️🩷
22/03/2024

আমার আম্মুজান Rabeya Islam এর ছাদ বাগানের টমেটো, আরও আছে মজার মজার শাক ফল তাজা সব্জি। মা শা আল্লাহ 💜🩵❤️🩷

12/03/2024

আমি সবসময় আমার নিজের সাথে নিজের তুলনা করি। আমার কোন দিকটা ভালো, কোনটা খারাপ। আমার ইনার সেল্ফের সাথে আমার আউটার সেল্ফের। আমার কোনদিন হেজিটেসন হয়না আত্মসমালোচনা করতে, ভুল শুধরাতে। আমি শিখতে পছন্দ করি, জানতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি। খুব স্ট্রেইট এন্ড স্ট্রং এথিকে চলি। সঠিক বেঠিকের মাঝে বেঠিককে সঠিক বলানোর কাজ আজ অবধি আমাকে করাতে পারছে এমন কেউ এখনো এই জগতে নাই। আলহামদুলিল্লাহ। তবে চলার পথে অনেকের অপছন্দের কারণ হয়েই যাই আমরা মানুষ। পৃথিবীতে সবার পছন্দের হওয়ার জিম্মাও তো আমাদের না। পরিবার আমাকে নিয়ে খুশি, আমি পরিবার নিয়ে খুশি।এর বাইরে আমি আসলেও আর কিছু নিয়ে ভাবার সময় পাইনা। অমুকে কি করছে তমুকের কি পজিশন এসব ঘোড়ার আন্ডার বিষয় নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই।আমার ইন্টারেস্ট আমার পরিবার, জব, ক্যারিয়ার, আমার সংসার আর চ্যারিটি ওয়ার্ক। আমরা হাসবেন্ড ওয়াইফ দুজনেই চ্যারিটির কাজ করি। ভালো লাগে। আল্লাহর খুশির জন্য প্লাস নিজেদের ভালো লাগার জায়গা থেকে করি। আর এজন্যই হয়তো জীবন আমাদের কাছে উপভোগ্য। আমার কাছে জীবনের দৃষ্টিভংগি এক, অন্যজনের কাছে আরেক।তাই আমরা কাউকে কারো সাথে কম্প্যার না করি, এতে নিছক হিংসা বাড়ে। আমরা সবাই আল্লাহর নিয়ামতে খুশি থাকি। আলহামদুলিল্লাহ।
রমজান মুবারাক 🌙🌙🌙

Afroza Priya.

আমি একজন নারী হিসেবে শুধু গর্বিতই নই বরং আলহামদুলিল্লাহ অসম্ভব সৌভাগ্যবান কারণ আমার পরিবারে পুরুষরা নারীদের সম্মান, মূল্...
08/03/2024

আমি একজন নারী হিসেবে শুধু গর্বিতই নই বরং আলহামদুলিল্লাহ অসম্ভব সৌভাগ্যবান কারণ আমার পরিবারে পুরুষরা নারীদের সম্মান, মূল্যবোধ, চিন্তাশীলতা, আত্মনির্ভরশীলতা আর সাধীনতাকে অগ্রাধিকার দেয়।
এই টিপিক্যাল সোসাইটিতে যা আমার কাছে দৃষ্টান্তমূলক।

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। 💜💜💜

02/03/2024

মেলাদিন পাখি সুন্দর খাঁচায়
জানলাটাও খোলা
তবু পাখি উড়েনা
জানলা তখনো মেলা

এক পা দু পা কয় পা টয় পা যায়না পাখি আর
খাঁচার মায়ায় মরে পাখি ধুইকা ধুইকা তার
পাখি ভুলে ডানা তার মনের থেকেও বড়
এই ভেবে এক্টু আগায় দেখে আকাশ তার চেয়েও বড়
পাখি চিন্তিত, স্তম্ভিত, জীর্ণশীর্ণ, জড়োসড়ো।

তবু পাখি উড়েনা
জানলাটা আজো মেলা
এক পা দু পা কয় পা টয় পা যায়না পাখি আর
খাঁচার মায়ায় মরে পাখি ধুইকা ধুইকা তার।।

একাল যায় সেকাল যায় একদিন এক ভোরে
সেদিন প্রভাতের কিরণ পূর্বে পাখিটি গেলো উড়ে
সন্ধ্যে গড়িয়ে পাখি ঠিক ফিরলো খাঁচাপুরনো নীড়ে
এবার পাখি জ্যান্ত, প্রানবন্ত
আরেক প্রভাত কিরণে অপেক্ষারত
মনটা আজ ডানার সমান
আকাশও যেন সীমিত
তবু প্রভাত পূ্র্বেই পাখি নিথর যেন গত

সেদিন পাখি উড়িয়াছিল আপন ডানায় আপন মনে
উদ্দেশ্যহীন ভবঘুরে আপনি আপনা
আজ পাখি ফিরে পেলো যত তার পাওনা
হয়তো সেপারের একান্ত আপন ঠিকানা।।।

লেখা: ডা: আফরোজা প্রিয়া।
(ক্ষুদ্র প্রয়াস)

19/02/2024

বাবা-মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাইলে,অনেক সন্তান'ই তাদের বাবা-মা বদলাইতে চাইতো। কথা'টা কঠিন কিন্তু নির্মম সত্য।

করোনা পরবর্তী সময়ে একভাই একটা জব ম্যানেজ করে দেয়ার খুব আকুতি জানিয়ে ইনবক্স করছিলেন।ভদ্রলোক ৫ ভাইবোনের মধ্যে তৃতীয়।৭ বছর ইংল্যান্ডে ছিলেন।সেই সময়ের সমস্ত ইনকাম তার বাবা'র একাউন্টে পাঠিয়েছেন।তারা বাবা-মা সেই টাকায় তাদের অন্য সন্তান'দের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন ঠীকই কিন্তু যেই ছেলের টাকা,তার কোনো ব্যাবস্থা করেন নাই।

দেশে আসার পর বুঝতে পারলেন তাকে নিঃস্ব করে দিয়েছে তার'ই বাবা-মা।তার টাকায় স্ট্যাবলিশড হয়ে অন্য ভাইবোন'রাই এখন তাকে করুনার চোখে দেখে।বউ-বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে করোনার পুরোটা সময়।বাবা-মা কিংবা ভাই-বোন কেউ ফিরেও তাকায়নি একবারের জন্য।অথচ;আমরাতো জানি বাবা-মায়ের চোখে সব সন্তান'ই সমান।

আমার কাছে মনে হয় এই কথা'টা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলির মধ্যে অন্যতম একটা মিথ্যাকথা।এই দেশে বাবা-মা'য়ের কাছে সব সন্তান কখনোই সমান নয়।

কিছুদিন আগে সিঙাপুর প্রবাসীদের নিয়ে পরিচালিত একটা গ্রুপে এক বোন তার ভাইয়ের খোজ জানতে চেয়ে পোস্ট দিয়েছিলেন।

বোন লিখেছেন,তার ভাই ১১ বছর আগে সিঙাপুর যায় এবং গত ৭ বছর ধরে তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছেনা।তার ভাই তাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করতো।মেয়েটার অন্যত্র বিয়ে ঠীক হয়ে গেলে, তার ভাই নিজের বাবা-মা'কে জানায় তার৷ পছন্দের কথা এবং মেয়েকে বিয়ে করার কথা।

বাবা-মা সব শোনার পরে ছেলেকে ১০ হাজার টাকা দিয়ে ঢাকায় পাঠায় বিয়ের কেনাকাটা করার জন্য আর ওদিকে মেয়ের বাড়ী গিয়ে মেয়ের বাবা-মা'কে বলে আসে যেনো দ্রুত তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেয়া হয় ছেলে ঢাকা থেকে ফেরার আগেই।

ছেলেটা বিয়ের শপিং করে এসে জানতে পারে তার পছন্দের মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্যত্র। তার নিজের বাবা-মা'ই মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার কথা বলে এসেছেন।এই বিষয়'টা ছেলে'টা মানতে না পারলেও মুখে কিছুই বলেনি।

সে বাসায় জানায় দেশে থাকলে মেয়েকে ভুলা কঠিন,তাকে যেনো বিদেশ পাঠিয়ে দেয়া হয়।ছেলের বাবা-মা খুশিতে বাকবাকুম হয়ে ছেলেকে সিঙাপুর পাঠায়।বিদেশ যাওয়া বাবদ যেই টাকাটা খরচ হইছিলো,সেটা পাঠানোর পর ছেলে'টা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তার পরিবারের সাথে।
এখন ছেলের বাবা-মা ছেলের জন্য কাঁদে।তার বোন আকুতি জানিয়েছে যেনো তার ভাইকে খুজে দেয়া হয়।

এখানে দোষ'টা কার?কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে,সেই ক্ষমতা কি এদেশের ম্যাক্সিমাম বাবা-মা'য়ের আছে?

আমাদের দেশে ছেলে'কে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে।সে এখন আর বাবা-মা'য়ের নাই।সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির।আর,মেয়ে বিয়ে দেয়ার পর ভাবে মেয়েই সবচাইতে আপন,সবচাইতে কাছের।

আমি বলছিনা সব বাবা-মা'ই এরকম।কিন্তু,ট্রাস্ট মি আমি আমার চারপাশে এমন অনেক বাবা-মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন জাহান্নাম হয়ে গেছে, মেয়ের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে।নিজেদের আলগা ফুটানী মারতে গিয়ে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে।

বেশিরভাগ মসজিদে-ওয়াজ মাহফিলে শুধু মা'য়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয়, ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় নাই? সেই বিষয় নিয়ে কয়জন আলাপ করেন? কয়জন মুফতি মাওলানা তাদের ওয়াজে আনেন এই কথা? হয়তো কিছু ব্যক্তি আনেন কিন্তু সংখ্যাটা খুবই কম।

আমি এমন একজন মানুষ'কে চিনি যার বাবা-মা তার সাথে এক্সট্রিম লেভেলের শয়তানী করার পরেও ভদ্রলোক যথেষ্ট যত্নশীল তাদের প্রতি।তার যত্ন যত বাড়ে,তাদের শয়তানী'র মাত্রা'ও তত বাড়ে।

সব সন্তান খারাপ হয়না আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তান'ই অমানুষ হয়না।
কর্মফল বলেও একটা কথা আছে,এটা আমরা অনেকেই ভুলে যাই।

আপনার সন্তান'ও একজন মানুষ।
তার'ও ভালো লাগা খারাপ লাগা আছে।তাকেও একটু বুঝার চেষ্টা করুন।স্বৈরাচারী মনোভাব পোষন করা বন্ধ করুন প্লিজ।

-রনি জামান

31/12/2023

We may start our new year with sadaqah in the path of Allah (SWT) because charity gives us inner peace & barkat..May Allah give us enough Rizk to do charity, hidayat to say HIS(Allah SWT) prayers, blessings to collect dua from parents, spouse & siblings and all the beloves relatives and close friends ❤️ May Allah bless each & everyone more, more & more......Ameen ❤️
I wish everyone from the very core of my heart "Happy New Year...Welcome 2024❤️”

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!রিকশ...
20/12/2023

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,
আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!

রিকশাওয়ালাঃ ভাই আমার বৌ করছে। এক সাহেবের লগে ঝগরা হইছিলো, হেয় টান দিয়া ছিরসে৷ আমার শাশুরি দিছিলো জামাডা। ভাই জানেন, আমার বৌয়ের না গুন আছে। অনেক কিছু বুঝে না ৷ তবুও আমি কিছু কই না। আমি খুব ভালা পাই তারে। আসলে বুঝি তো বাপ মারে রাইখা আমার লগে তাহে। আর আমি গরীব সামান্য রিকশা চালাইয়া দুইডা টাকা কামাই ৷ দুঃখ হয় তেমন কিছুই এহনও দিতে পারিনাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ডাইল ভাতটাও যে কি সুন্দর কইরা রান্দে।

আমিঃ আলহামদুলিল্লাহ!!! ভাইজান আপনার সুখে আমিও সুখী হলাম ৷ এখানেই রাখেন আর যেতে হবে না, ৫০ টাকা ভাঙতি দেন।

বিঃদ্রঃ ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই সে আমাকে বুঝিয়ে দিলো বউয়ের প্রতি কতটা ভালোবাসা আর শ্রদ্ধাবোধ তার ৷ সারাদিন কাজ করে ক্লান্ত হলেও বউয়ের প্রতি কতটা নমনীয় সে ৷ হতে পারো তারা স্বামী স্ত্রী গরীব ঘরের ৷ কিন্তু তাদের মাঝে থাকা ভালোবাসার পরিসীমাটা বিলগেটসের টাকার অংকের চেয়েও সীমাহীন 💜
বেঁচে থাকুক ভালোবাসাগুলো...💟
খুব সুন্দর 💙💙💙

copied from

18/12/2023
16/12/2023

Sharing some wonderful memories of Bangladesh when we visited last time..Dawatz at mama khalas places and Ammu's delicious foods and pretty gifts ❤️💝🇧🇩

09/12/2023

আপনার কাজ, আপনার সময় , আপনার মেধা, আপনার শ্রম, আপনার দক্ষতা, আপনার ক্যারিয়ারকে আপনি মূল্যায়ন না করলে পৃথিবীর অন্য কেউ তা মূল্যায়ন করবেনা। নিজেকে নিজে সবচেয়ে বেশি ভালোবাসুন। ইন শা আল্লাহ ঠকবেন না।

~~ডা: আফরোজা প্রিয়া।~~

26/08/2023

Weekend ,Rain, Singing & tea are the best combination..Isn't it?? ☂️⛈️☔🌨️☕🎼🎤

24/08/2023

মানুষের সবচেয়ে বড় গুণ হলো উত্তম চরিত্র। লাইফ পার্টনার নিয়ে ইদানীং অনেক কমপ্লেইন পোস্ট আজকাল সোস্যাল মিডিয়ায় দেখা যায়। আর সেই পোস্টগুলো দেখেই কিছু অসাধু মানুষ আপনাকে মেসেজে খুব ইম্প্রেসিভ কথা বলবে, আপনার ব্যক্তিগত বিষয়ে আগ্রহ দেখাবে। আপনিও ইমোশোনাল হয়ে অনেক কিছু বলে দিচ্ছেন। আপনি যদি কোন এবিউসিভ রিলেশনে থাকেন, তবে দেশের আইন, বিভিন্ন কাউন্সিলর আর সর্বপোরি রয়েছে আপনার পরিবার মা বাবা। তাদের সাথে পরামর্শ করুন। মানুষের উস্কানিমূলক কথা, আর আপনাকে মধুর মধুর কথা বলে পটানো মানুষ আপনার থেকে কোনদিক দিয়ে কি ধরনের ফায়দা লুটবে তা আপনি টেরও পাবেন না। লাইফ পার্টনারের সাথে ছোটখাট সমস্যা হলে তা দুজনেই সোর্ট করার চেষ্টা করুন আগে। এমন মানুষ চিনবেন কিভাবে? যেমন ধরুন, আপনার কমপ্লেইন আমার হাজবেন্ড আগের মতো আর আমাকে ভালোবাসেনা, আমার সব কিছুতে দোষ খুঁজে। তখন ওই ব্যক্তিবর্গ আপনাকে বলবে তোমাত মত সুন্দরী গুনবতি যদি আমি পেতাম কখনও এমন হতে দিতাম না। এধরণের মানুষের কোন কথায় সলিউসন নাই। শুধু দোষগুলো পয়েন্ট আউট আর হাইলাইট করা এদের কাজ। অন্যের কথায় সহজে ইম্প্রেজ হওয়া থেকে বিরত থাকুন। দিনশেষে আপনার সামী বা স্ত্রীই আপনার ভালোমন্দ সময়ের বন্ধু। তোমার জন্য হেন করতাম তেন করতাম, হেন করব তেন করব তেন করব এসব বকা মানুষ যদি জেনুইনই হতো তাহলে সে আজ আপনার সাথে আপনার হতো। They are so called bloody hypocrites, home breakers!!! বিশেষ করে মেয়েরা খুবি জলদি এসব জদু মার্কা মধুর কথায় ফাঁসে, ছেলেও আছে কিছু বেক্কেল। সময় থাকতে ব্যক্তিত্ত গড়ুন। উত্তম চরিত্র গড়ুন। নিজের ক্যারিয়ার গড়ুন। ছলাকলা শুনতে ভালো লাগলে মনে করেন চরিত্র যায় যায়, তাই এখুনি সামলান। ঈমান আর উত্তম চরিত্রের রিওয়ার্ড দুনিয়া আখিরাত উভয় জায়গায়। লাইফ পার্টনার ছাড়া অন্য কারও অকারণ প্রশংসাও ব্যক্তিত্তবান মানুষের ভালো লাগার কথা না।
খুবি আপ্সেট আমি ইদানীং অনেকগুলো ডিভোর্স নিউজে যার ম্যাক্সিমাম কারণ পরকিয়া।
আল্লাহ আমাদের হিদায়াত দিক। অসৎ সংগ ও অসৎ মানুষ থেকে ভালো মানুষকে আল্লাহ দূরে রাখুক। নিজেদের ইমান মজবুত রাখার তৌফিক দিক।
Dr. Afroza Priya.

21/08/2023

A date with my girls cm sisters👩‍❤️‍👩👩‍❤️‍👩

16/08/2023

No carb dinner
Thai clear soup..just so refreshing & mouth watering👩‍🍳

15/07/2023

Garden fresh ❤️

27/06/2023

আস্ত একটা গরু কিনে কুরবানী দিলেন। উদ্দেশ্য সারা বছর ফ্রিজে মাংস জমিয়ে রেখে রেখে খাবেন। কুরবানি কবুল হবে আপনার??? কুরবানির সহী ফজিলত, এর মাহাত্ম্য আর সুনির্দিষ্ট নিয়মাবলি জেনে তবেই কুরবানী দেই আমরা। আসুন আমরা আত্মিয়সজন, প্রতিবেশী, গরিব মানুষের হক সঠিকভাবে আদায় করি। সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করি। কুরবানী কোন লোক দেখানো সামাজিক প্রথা নয়।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাঈক।
"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।
অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আমি আাপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোন শরীক নেই, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নে‘মত এবং সাম্রাজ্য আপনারই। আপনার কোনো শরিক নেই।"
Hajj Mubarak ❤️
Eid Ul Adha Mubarak ❤️

My boro mama's family is there in Sweden with us 🥰
19/06/2023

My boro mama's family is there in Sweden with us 🥰

15/06/2023

Morning bliss, Tea, his tantrums & music ❤️🎼🎶

15/06/2023

Sveriges kultur som vi gillar och firar 🥳 🇸🇪

তুমি আমার সবটুকু জুড়ে আম্মু।মা দিবসের শুভেচছা 💌🌹
14/05/2023

তুমি আমার সবটুকু জুড়ে আম্মু।মা দিবসের শুভেচছা 💌🌹

Please step forward to do your part.
09/05/2023

Please step forward to do your part.

We can take a few of the following steps to help street workers in this hot weather. If you help at least one street worker on a daily basis, hope they can survive in this extreme weather.

Please step forward to do your part.

Distribute bottles of water: Dehydration is a serious issue during hot weather, so providing street workers with clean drinking water can help keep them hydrated.

Provide hats or umbrellas: Sun protection is essential during hot weather, and providing hats or umbrellas can help protect street workers from the sun's harmful rays.

Set up cooling stations: Consider setting up a few cooling stations in areas where street workers tend to congregate. These could be simple structures that provide shade and a cool mist of water to help workers stay cool.

Distribute heat-resistant clothing: Clothing made from lightweight, breathable fabrics can help keep street workers cool and comfortable while they work.

Offer first aid: If someone suffers from heat stroke or other heat-related illnesses, it's important to provide first aid. Consider setting up a first aid station staffed by volunteers who are trained in basic first aid.

Offer mobile health clinics: Heat-related illnesses can be serious and even life-threatening. Consider partnering with local healthcare providers to set up mobile clinics to offer medical assistance to street workers who become ill due to heat.

Provide electrolyte drinks: In addition to water, electrolyte drinks can help replenish important nutrients and minerals that workers lose through sweat. Consider distributing sports drinks or other electrolyte beverages.

Collaborate with local businesses: Partner with local businesses to provide discounts or free items to street workers during the hot weather. For example, restaurants could offer free ice water or clothing stores could offer discounts on heat-resistant clothing.

Create public awareness campaigns: Raise awareness about the challenges that street workers face during extreme heat. You can use social media, billboards, and other advertising methods to encourage people to take action to help street workers.

If you are unable to help anyone, at least share this post as much as you can.

Thanks.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jemon Khushi Temon Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jemon Khushi Temon Vlog:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share