06/02/2024
গল্পঃ শেষ
পর্বঃ০২
লেখাঃ Nabir Hasan
-------------------------------
১০ বছর পরে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা হতে যাচ্ছে আজকে। ঠিক তার একার সাথে না, সাথে তার স্ত্রীর সাথেও আজ দেখা হবে আমার। নিজেকে ঠিক রাখাটা খুব বেশি কঠিন হয়ে যাবে? নাকি নিজেকে সামলে রাখতে পারবো?
কথাটা ভেবেই কলিজার পানি শুকিয়ে আসছে, পুরো দশটা বছর নিজেকে যেভাবে আগলে রেখেছি আজকেও আমার ওমনই থাকতে হবে। এসব কথা ভাবতে ভাবতেই রুহি তৈরি হয়ে নিলো আজকে বিকেলে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকবার রুনা, লাবিবা আর সামিয়া রুহিকে ভিডিও কল করেছে।
আসলে বান্ধুবীদেরকে না বললেও সবাই কিছুটা বুঝতে পারছে যেহেতু ইরাদ আসবে আর তার স্ত্রীও আসবে ব্যাপারটা কিছুটা রুহির জন্য বিব্রতকর হতে পারে তবুও রুহি যেনো আসে এটা কনফার্ম করার জন্য বারবার ওরা রুহিকে কল করে দেখছিলো। আর কেনই বা ইরাদের সামনে রুহি বুঝাবে ও কষ্টে আছে?
যে রুহির আত্নসম্মানের মর্যাদা দেয়নি তাকে কঠিনভাবে ভালোবাসলেও রুহি প্রকাশ করতে রাজি না। নিজেকে দুর্বল বলে আরো ১০ বছর আগেই রুহি ধরা দেয় নি যখন বাচ্চা বয়স ছিলো, নিজের ভালোবাসার মানুষকে ছাড়া সবকিছুই শূন্য লাগতো। নিজেকে সামলে নেওয়া ছিলো একহাত দিয়ে পাহাড় ধাক্কায় এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার মতো। তবুও তো রুহি থেকেছে ইরাদকে ছাড়া তাই না? আর আজ তো ইরাদ অন্যের হয়েই গেছে।
রুহির ইরাদ না ও, ও এখন অন্যজনের ইরাদ আর পরনারীর স্বামীর দিকে নজর দেওয়াটা রুহির রুচিতেই নেই, হোক না সে রুহির সবচেয়ে প্রিয় কেউ?
★
ইরাদ আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। এদিকে তমা সকাল থেকেই বেশ ব্যস্ত সে কি পড়বে না পড়বে এগুলো নিয়ে, ইরাদের স্কুল লাইফের সব বন্ধুবান্ধবদের সাথে আজ দেখা হবে। এমন না তমা ইরাদের বন্ধুদের চিনে না, সে মুটামুটি অনেককেই চিনে কিন্তু ইরাদ স্কুল জীবনে কেমন ছিলো সেটা জানার খুব ইচ্ছা তমার। নরমালি ইরাদ কিছুটা রিসার্ভড থাকে। কিন্তু ইরাদ বন্ধুদের সাথে খুব হাসে আবার মাঝে মধ্যে তমার সাথেও দুস্টুমি করে, তবে খুব কম।
এমনিতে কিছু কিছু সময় মানুষের স্বামীরা স্ত্রীদের অনেক রকম ছলাকলা দেখে আরো কাছে টেনে নেয়, খুনসুটি করে তমা ভাবে ইরাদ হয়তো অতটা রোমান্টিক না তাই সে এগুলোতে পাত্তা দেয় না কারণ বিয়ের পর থেকে তমা ইরাদকে এরকমই দেখে এসেছে। বিয়ের পর পর তমার কাছে এই জিনিস গুলো খারাপ লাগতো কিন্তু সবাই সব রকম হয় না ইরাদ হয়তো তেমনটা পছন্দ করেন