Learn and teach

  • Home
  • Learn and teach

Learn and teach let's learn together
(1)

21/03/2024

How are you all ..?

08/02/2024

ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌ
মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।

পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান
এক"শ হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন।

দুঃখিত টা মরে গেল সরির চাপে পড়ে
থ্যাঙ্ক ইউ টা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে।

শিক্ষাগুরু টিচার হল বিদ্যালয় স্কুল
না*পিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হল চুল।

পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট
বন্ধু বান্ধব ‌দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড।

অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্টস
শুশ্রু সেবা প্রদানকারি সেবিকারা নার্স।

সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং
শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং।

ভাষার পথের প্যাচালী তে রাস্তা হল রোড
চাকরি-বাকরি জব হলো আর খাবার হল ফুড।

বিজ্ঞাপনে সাবান শব্দ হল বিউটি সোপ
যাতায়াত টা জার্নি হল স্টপ হয়েছে চুপ।

ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতো হল শো
মোবাইল ফোনে এক দুইয়েরা হইল ওয়ান আর টু

বাঙালির ভাত রাইস হয়েছে প্রাইচ হয়েছে দাম
প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইল আমার নাম।

বই বিতানের নাম করনে বই হয়েছে বুক
চালক থেকে ড্রাইভার হল হাজার হাজার লোক।

এই হল আজ ভাষার প্রতি বাঙ্গালীদের টান
কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান।

ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন
নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ।

মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে
গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে।

শহীদরা যেই ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ
তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান।

ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পণ
মায়ের ভাষায় করবো মোরা সকল আলাপন।

সবাই আইডিটা ফলো করুন

05/02/2024

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন

28/01/2024

ইংরেজি উচ্চারণ প্রায় একই এমন কিছু শব্দের অর্থ🥰🥰

Deem (ডীম).....মনে করা
Dim (ডিম).....অনুজ্জ্বল

Did (ডিড্).......করেছিল
Deed (ডীড্).....কাজ/দলিল

Divers (ডাইভাজ).......কতিপয়
Diverse (ডাইভাজ).........বিভিন্ন

Decease (ডি'সিস্).........মৃত্যু
Disease (ডিজিজ)........রোগ, অসুখ

Diseased (ডি'জিড্).....রুগ্ন
Deceased (ডি'সিড্)......মৃতব্যক্তি

Dual (ডিউল্).....দ্বৈত
Duel (ডিউল্)......দ্বন্দযুদ্ধ

Dying (ডাইং).......মুমূর্ষু
Dying (ডাইং).......রং করা

Deference ('ডিফ্রান্স)........মেনে নেওয়া
Difference ('ডিফ্রানস্).........পার্থক্য
Shapla's Spoken English

26/01/2024

লেগে থাকো, তুমি জিতবে।
Keep staying, you will win.

হাসতে থাকো তুমি সুখী হবে।
Keep smiling,be happy.

তুমি যেতে থাকো, আমি পরে আসবো।
keep going, I'll come later on.

নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান
পাবে।
Keep praying, you'll get solution of all
problems.

চেষ্টা করতে থাকো, তুমি তােমার লক্ষ্য অর্জন করতে পারবে।
Keep trying you will achieve your aim.

অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল
বলতে পারবে।
keep practicing, you'll speak English
fluently.
পড়া শেষে done লিখতে ভুলবেনা কিন্তু

24/01/2024

What's your aim in life ...?

22/01/2024

🌺Wait= অপেক্ষা করা।
💐Waste=অপচয় করা।
🌹Wear=পরিধান করা।
💐Work=কাজ করা।
🌺Worry=দুশ্চিন্তা করা।
🍀Write=লেখা।
🌹Wake=জাগরিত হওয়া।
🍀Walk=হাঁটা
🌺Wander=ঘুরিয়া বেড়ানো।
💐Want=চাওয়া।
🌹Warm=গরম করা।
💐Warn=সতর্ক করা।
🍀Wash=ধৌত করা।
🌺Watch =দেখা/ পাহারা দেওয়া।
💐Water=পানি দেওয়া।
🌹Weaken=দুর্বল করা।
💐Wed=বিবাহ করা।
🍀Weep=কাঁদা / কান্না করা।
🌺Weight=ওজন করা।
💐Welcome =সাদর অভ্যর্থনা দেওয়া।
🍀Whiten=সাদা করা।
🌹Widen=প্রশস্ত করা।
🍀Will=ইচ্ছা করা।
💐Win=জয় করা।
🍀Wipe=মোছা।
🌺Wish=ইচ্ছা করা।
🍀Withdraw=তুলে নেওয়া/ প্রত্যাহার করা।
💐Wither=শুকিয়ে যাওয়া।
🌹Witness=সাক্ষ্য দেওয়া।
💐Woo=প্রনয় ভিক্ষা করা।
🍀Worship=পূজা করা।
💐Wrap=ঢেকে ফেলা।

22/01/2024

মোটিভেশনাল ভাবনা - ০৩

১। আত্মবিশ্বাসী মানুষ কখনো হারে না।
Self confidence people never give up.

২। ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করুন। ইতিহাসকে নয় নিজেকে পরিবর্তন করুন।
You have failed, try again. Change yourself not history.

৩। অনেকেই পৃথিবী পরিবর্তন করতে চায়। কিন্তু নিজেকে ভুলে যায়। নিজেকে পরিবর্তন করুন, পৃথিবী এমনিতেই পরিবর্তন হবে।
Many a person wants to change the world. But they forget themselves. Change yourself, the world will change aromatically.

৪। নিজেকে আবিষ্কার করুন নতুন করে।
Discover yourself newly.

৫। মনে রাখবেন ব্যর্থতাই জীবন। ব্যর্থতার অপর পাশে আরামের জীবন বিদ্যমান।
Remember, it is failure which is life. The life of ease is existent the other side of failure.

৬। আপনি শক্তিশালী। আপনিই পারবেন অসাধ্যকে সাধন করতে। শুদ্ধ প্রয়োজন একটু বিশ্বাস আর পরিশ্রম।
You are energetic. It is you who can do impossible possible. Only need is a pice of believe and hardworking.

Next...

12/01/2024

★★👌Cannot + resist + ing = আমি আর পারছি না।

1. ইংরেজি না শিখে আর পারছি না।
I cannot resist learning English.

2. তোমাকে না ভালবেসে আর পারছি না।
I cannot resist loving you.

3. আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
I cannot resist talking to my Mom.

4. ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
I cannot resist turning on the fan.

5. ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
I cannot resist drinking cold water.

6. স্পোকেন রুলস শিখতে সুমন ভাইকে ফলো না করে আর পারছি না।
I cannot resist following Miraj Bhai to learn spoken rules.

7. আমি বাজারে না গিয়ে থাকতে পারছি না।
I cannot resist going to bazar..

11/01/2024

দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ১৪০টি গুরুত্বপূর্ণ ইংরেজি Sentence :

1) অদ্ভুত! = Wonderful!
2) অনেক ধন্যবাদ। = Many many thanks/Thank
you very
much.
3) অনেক হয়েছে। = Too much.
4) অবশ্যই। = Of course.
5) অভিনন্দন! = Congratulations!
6) অভূতপূর্ব বিজয়! = What a great victory!
7) অসম্ভব! = Impossible/How absurd!
8)আচ্ছা চলি। = Ta-Ta.
9) আচ্ছা, আবার দেখা হবে। = Hope to see
you again.
10) আচ্ছা। = OK.
11) আজকের মত তাহলে আসি, স্যার। =
Good day to you, sir.
12) আপনাকে অভিনন্দন। = You are welcome.
13) আপনাকেও/ তোমাকেও! = Same to
you.
14) আপনার সুস্বাস্থ্য কামনা করি! = For
you good health!
15) আপনি আগে। = After you.
16) আপনি যদি অনুমতি দেন তো বলি। =
Allow me to say.
17) আপনি যদি এদিকে একটু নজর দেন। =
May I have your attention please.
18) আপনি যা বলেন/ আপনার যেমন
ইচ্ছে। = As you like/ As you please .
19) আবার আসবেন। = Bye bye.
20) আমাকে করতে দিন। = Allow me….
21) আমায় জ্বালাতন করো না। = Don’t
trouble/don’t tease me.
22) আমার আনন্দ। = My pleasure.
23) আমার উপর ভরসা করতে পারেন। =
Rest assured.
24) আমি এই আসছি। = Just coming.
25) আমি কি আপনার কাজে সাহায্য
করতে পারি? = Let me also help you.
26) আমি কি কিছু বলতে পারি? = Will you
please permit me to speak.
27) আমি জিতে গেছি! = Hurrah! I have
won!
28) আমি দেরি করে ফেলেছি। = I got a
little late.
29) আমি সময় মত এটা করতে পারিনি। =
I couldn’t made it that day.
30) আর একবার চেষ্টা করে দেখো। = Try
again.
31) আর কিছু [বলার আছে] = Anything else?
32) আর কিছুই নেই। = Nothing more.
33) আরে [তাই নাকি?] = Oh!
34) আসুন, আসুন! = Welcome!
35) আসুন, আসুন! = Welcome, Sir!
36) আস্তে আস্তে যাও। = Go slowly.
37) আল্লাহর তোমার মঙ্গল করুন! = May Allah
bless you!
38) আল্লাহর ধন্যবাদ! = Thank Allah!
39) আল্লাহর অসীম কৃপা! = Thank Allah!
40) আল্লাহর কৃপাতে! = By Allah grace!
41) এ আর এমন কি। = No mention.
42) এ সবই আপনার জন্য। = It’s all yours.
43) এই দিন বার বার ফিরে আসুক! = Many
happy
returns of the day!
44) এই নাও। = Take it.
45) এইযে শুনুন/ শুনুন = Hello!
46) একটু আস্তে বলবেন? = Will you please
speak slowly.
47) একটু তাড়াতাড়ি! = Hurry up, please!
48) একটু সরে বসবেন? = Will you please move.
49) একটুও নয়। = Not the least.
50) একটুও না। = Not a bit.
51) এখনি যাও। = Go at once.
52) এখান থেকে চলে যাও। = Go away.
53) এখানে অপেক্ষা কর। = Wait here.
54) এখানে থামো। = Stop here.
55) এটাকে ভেঙো না। = Don’t break it.
56) এদিকে এসো।= Come here.
57) এদিকে দেখো। = Look here.
58) ওপরে যাও। = Go up.
59) ওরে বাবা! = Oh dear!
60) কখনই নয়। = No, not at all,
61) কাছে এসো। = Come near.
62) কাজে ব্যাঘাত দিলাম ক্ষমা
চাইছি। = Sorry to have disturb you.
63) কাল দেখা হবে। = See you tomorrow.
64) কি আস্পর্ধা! = How dare he!
65) কি দুঃখ! = What a pity!
66) কি বাজে বকো! = What nonsense!
67) কি বুদ্ধি! = What an idea!
68) কি ভীষণ/ কি ভয়ানক! = How terrible!
69) কি মিষ্টি! = How sweet!
70) কি লজ্জার কথা! = What a shame!
71) কি সুন্দর! = How lovely!
72) কেন হবেনা? / কেন নয়? = Why not?
73) খুব খুশির খবর! = How joyful!
74) খুব দুঃখের ব্যাপার! = How sad!
75) খুবই সুন্দর! = Excellent!
76) চুপ কর। = Keep quiet.
77) চুপ করুন! = Quiet please/ please keep quiet!
78) ছিঃ খুব পরিতাপের বিষয়! = How
disgraceful!
79) ছিঃ! = How disgusting!
80) ঠিক আছে। = It’s all right.
81) ঠিক আছে। = It’s fine/ Very fine.
82) ঠিকই তো! = Yes, it is!
83) তাই নাকি! = Is it!
84) তাড়াতাড়ি কর/ চল! = Hurry up!
85) তাতে কি হয়েছে/ ঠিক আছে। = So
what? It's ok.
86) তুমি এ কথা বলার সাহস কি করে
পাও! = How dare you say that!
87) তেমন/ বিশেষ কিছু নয়। = Nothing
special.
88) তৈরি হয়ে নাও। = Be ready.
89) থাক থাক যথেষ্ট হয়েছে। = That’s
enough.
90) থামো। = Stop.
91) দয়া করে এক গ্লাস পানি দিবে? =
Give me a glass of water please/A glass of water
please.
92) দয়া করে একটা কলম দিবে? = May I
have your pen please/Your pen please.
93) দয়া করে সময় টা বলবেন? = Time
please/What is the time please?
94) দুঃখিত। = Sorry.
95) ধন্যবাদ = Thanks.
96) নড়ো না। = Don’t move.
97) নিচে যাও। = Go down.
98) নিশ্চয়ই! = Of course!
99) নেমে যাও/ নামো। = Get down.
100) বলো। = Speak.
101) বাঃ বেশ। = Marvelous!
102) বাঃ সুন্দর। = Beautiful!
103) বাইরে অপেক্ষা করো। = Wait outside.
104) বিদায় প্রিয়। = Farewell, my love.
105) বিদায়! = Good bye!
106) বেশ/ খুব ভাল। = Very well.
107) ভালো করে পরিস্কার কর। = Clean
properly.
108) ভুল হয়ে গেছে। = It was all by mistake.
109) ভুলো না। = Don’t forget.
110) মাফ করবেন। = Excuse me/ Please excuse
me.
111) মাফ করবেন। = I beg your pardon.
112) যাই বাচ্চারা। = Good bye, children.
113) যাচ্ছি/বিদায়। = Bye Bye.
114) যেয়ো না। = Don’t go.
115) শুভ বিকাল কন্যা। = Good afternoon, my
daughter.
116) শুভ বিকাল মা। = Good afternoon,
mummy.
117) শুভ রাত্রি। = Good night.
118) শুভ সকাল পুত্র। = Good morning, my son.
119) শুভ সকাল বাবা। = Good morning, dad.
120) শুভ সন্ধ্যা কাকিমা। = Good evening,
aunty.
121) শুভ সন্ধ্যা। = Good evening, my child.
122) শুভ সন্ধ্যা। = Good evening, uncle.
123) শুরু করুন। = Go ahead.
124) শোন। = Listen.
125) সত্যি! = Really!
126) সব ঠিক আছে। = It’s fine.
127) সম্মান দেখানোর জন্য আপনাকে
ধন্যবাদ। = Thanks for this honour.
128) সর্বনাশ! = How tragic!
129) সাবধান! = Beware!
130) সাবধান। = Be careful.
131) সাবাস। = Well done!
132) সালাম/ সুপ্রভাত/ শুভরাত্রি/
শুভবিকাল। = Good mourning/ after noon/
evening/ night.
133) সুখে নিদ্রা যাও। = Sweet dreams,
darling.
134) সুন্দর হয়েছ তো! = Done wonderfully!
135) সোজা চলে যাও। = Go straight!
136) হঠাৎ যে! = What a surprise!
137) হাঁ, মশাই। = Yes sir!
138) হায়! = Alas!
139) হে আল্লাহ্! = Good Heavens!
140) হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। = Yes, of curse

✅ পড়া শেষে একটি লাইক এবং কমেন্টে Done লিখুন

#ইংরেজি_শিখার_সহজ_পদ্ধতি
#ইংরেজি_শিখুন_সহজ_পদ্ধতিতে
#ইংরেজি_শিখার_সহজ_মাধ্যম
#ইংলিশে_কথা_বলার_সহজ_উপায়
#কিভাবে_অল্প_দিনে_ইংরেজি_শিখবো













#ইংলিশ_থেরাপি

#ইংরেজি
#ভোকাবুলারি

11/01/2024

ইংরেজিতে গালি দিলে কিভাবে বুঝবেন...?

শিখে নিন কাজে আসবে

ইংরেজিতে ৫০টি গালি!
এবার গালি হবে আনলিমিটেড
1. Stupid - বেকুব
2. Rascal - বদমাশ
3. Cad - লুচ্ছা
4. Incaution - বেয়াক্কেল
5. Witless - বুদ্ধিহীন
6. Devil - শয়তান
7. Demon - শয়তান
8. Lucifer - শয়তান
9. Imp - শয়তানের বাচ্চা
10. Fool - বোকা
11. Chuckle-headed - বোকা
12. Dumbb - বোবা/বোকা
13. B***y - বোকালোক
14. Dullardb- বোকালোক
15. Foolish - নির্বোধ
16. Idiot - নির্বোধ/গাধা
17. Nincompoop - আহাম্মক
18. Impudent - বেহায়া
19. Barefaced - নির্লজ্জ
20. Shameless - লজ্জাহীন
21. Absurd - অদ্ভুত
22. Rubbish - আবর্জনা
23. Cruel - নিষ্টুর
24. Oaf - গন্ডমূর্খ
25. Ass - গর্দভ
26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল
27. Nasty - বিশ্রি
28. Sinner - পাপী
29. Yahoo - নরপশু
30. Graceless - হতচ্ছাড়া
31. Lascivious - লম্পট
32. Cheater - প্রতারক
33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর
34. Dissolute - চরিত্রহীন
35. Senseless - অচেতন
36. Nonsense - আজেবাজে কথা
37. Irrational - বিচার শক্তিহীন
38. Thick-head - মাথামোটা
39. Thick-skinned - গন্ডালের চামড়া
40. Black sheep - কুলাংগার
41. Bastard - জারজ সন্তান
42. Go to the hell - যাহান্নামে যাক
43. Son of a bitchb - কুকুরের বাচ্চা
44. Young devil - শয়তানের বাচ্চা
45. Kick ass - পাছায় লাথি মারা
46. Scoundrel - খচ্চর/বজ্জাত
47. Damn it - গোল্লায় যাও/জাহান্নামে যাও
48. Criminal - গুরু অপরাধী
49. Oh s**t - ফালতু জিনিস
50. Who the hell are you? - ঐ শালা তুই কে

পড়া হলে Done লিখবেন।।।।

10/01/2024

সহজে ইংরেজি শিখতে পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ।

❤️কিছু ইংরেজি শর্ট ডায়ালগ! ❤️
🎯 What’s up – কি খবর?
🎯 Carry on – চালিয়ে যাও!
🎯 Wow – বাহ, দারুন তো!
🎯 My goodness! – একি!
🎯 How come – কি ব্যাপার?
🎯 What a mess! – কি এক ঝামেলা!
🎯 Oh s**t! – ধ্যাত্তেরি!
🎯 Yes, go on – হ্যাঁ, বলতে থাকো!
🎯 Oh dear! – বলো কি!
🎯 Hi guys – হ্যালো বন্ধুরা!
🎯 Good job! – সাবাশ!
🎯 So what? – তাতে কি?
🎯 Oh, no! – এ হতে পারেনা!
🎯 Pay attention! – মনোযোগ দাও!
🎯 Definitely – অবশ্যই!
🎯 Let it pass – ছেড়ে দাও!
🎯 Obviously – অবশ্যই!
🎯 I’m off – আমি গেলাম।
🎯 It’s your turn – এবার তোমার পালা!
🎯 As if – যেন, কি যে হতো!
🎯 What a surprise!- হটাৎ যে!
🎯 Go to the devil! – গোল্লায় যাক!
🎯 What about you? – তোমার খবর কি?
🎯 so so – মোটামোটি
🎯 So be it – তবে তাই হোক
🎯 Who cares! – কার কি যায় আসে!
🎯 I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
🎯 It is you, I see! – আরে তুমি যে!
🎯 Excuse me – এই যে শুনুন!
🎯 Not a bit – একটুও না
✍️✍️ পড়া শেষে Done লিখুন

10/01/2024

★ten O'clock =দশটা বাজে
★5 a.m = ভোর পাঁচটা
★5 p.m =বিকাল পাঁচটা
★at ten =দশটায়
★before ten =দশটার আগে
★after ten = দশটার পরে
★between five and seven =পাঁচটা থেকে সাতটার মাঝামাঝি
★Till ten =১০ টা পর্যন্ত
★until = যতক্ষণ না পর্যন্ত
★5 (minutes) past ten =দশটা পাঁচ(মিনিট)
★5 (minutes) to ten= দশটা বাজতে পাঁচ মিনিট বাকি
★half past ten= সাড়ে দশটা
★a quarter past ten =সোয়া দশটা
★a quarter to ten =পৌনে দশটা
★ten thirty =সাড়ে দশটা
I will have been reading till ten.
(আমি ১০টা পর্যন্ত পড়তে থাকব)
Now it is a quarter to eight.
(এখন পৌনে আটটা বাজে)
Then it was a quarter past five.
(তখন সময় ছিল সোয়া পাঁচটা

09/01/2024

Let's know each other .

08/01/2024

would you mind = যদি কিছু মনে না করেন

would you mind to take a cup of tea= যদি কিছু মনে না করেন এক কাপ চা হোক।
would you mind to open the window = যদি কিছু মনে না করে জানালাটা খুরে দিবেন কি?
would you mind to close the door = যদি কিছু মনে না করেন দরজা টা বন্ধ করে দিবেন কি?
would you mind to give me the pen = যদি কিছু মনে না করেনকলম টা আমায় দিবেন কি?

Now your turn.....

07/01/2024

👉 Heart's content - তৃপ্তি সহকারে।
👉 Bill - পাখির ঠোঁট।
👉 Hand over - হস্তান্তর করা।
👉 Look for - সন্ধান করা।
👉 Run down - গড়িয়ে পড়া।
👉 Professional goon - পেশাদার গুন্ডা।
👉 Ready wit- উপস্থিত বুদ্ধি।
👉 Turn out - পরিণত হওয়া।
👉Sheer grief - নিদারুণ শোক।
👉 Trifling matter - তুচ্ছ বিষয়।
👉 Boldly move - সাহসের সাথে চলাফেরা করা।
👉 Golden hue- সোনালী আভা।
👉 Much- awaited - বহুল প্রতীক্ষিত।
👉 Rain in torrent- প্রবল বৃষ্টি হওয়া।
👉 Drenched in rain - বৃষ্টিতে ভিজে।
👉 Shiver in cold - শীতে কাঁপা।
👉 Arrow - তীর।
👉 Pierce - বিদ্ধ করা।
👉 Sword - তরবারি।
👉 Cane - বেত।
👉 Paid a heavy price- খেসারত দেওয়া।
👉 Silly joke - নির্বোধ রসিকতা।
👉 Great toil - প্রচুর পরিশ্রম করা।
👉 Broken heartedly - ভাঙা হৃদয় নিয়ে।
👉 Deep love - গভীর মমতা।
ফেসবুক থেকে সংগ্রহীত হয়েছে।

23/12/2023

কিছু ⇨A few.
কিছু কম ⇨A little.
কিছু মনে করনা ⇨ Never mind.
কেন নয়? ⇨ Why not?
চিন্তা করনা ⇨ Don't worry.
চেষ্টা করে দেখ ⇨ Take a chance.
ঠিক আছে ⇨Okay.
তাই নাকি ⇨Really?
তাড়াতাড়ি⇨Hurry!
থাম! ⇨Stop!
ধন্যবাদ⇨Thank you.
নির্বোধ ⇨Nonsense.
নিশ্চয়ই ⇨Of course.
পরে দেখা হবে ⇨ See you later.
ফোন কর ⇨Call me.
বল আমাকে ⇨Tell me.
বাচাও ⇨ Help!
এখন বিদায় হও। ⇨ Be off now.
এখানে কি হচ্ছে?> What's going on here?
অল্প একটু ⇨ Just a little.
অসাধারন, খুব ভাল ⇨Excellent.
আপনাকেও ধন্যবাদ ⇨ You're welcome.
আমাকে বলুন ⇨ Please tell me.
আমি জানিনা ⇨I don't know.
আমি দুঃখিত ⇨ I'm sorry.
আমি ভয় করিনা ⇨ I don't care.
আর কিছুই নয় ⇨Nothing else.
আর কিছু? ⇨ Anything else?
কোনরকম ⇨ So far, so good
দেখা হবে ⇨See you around
আমার অনুমান. ⇨ I guess..
After reading write Alhamdulillah

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn and teach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share