Saeed Zaman

Saeed Zaman Simple life

23/04/2024
22/04/2024

Come along for a fun-filled journey through the London Marathon 2024! Watch as thousands of people walk 5 miles from Greenwich Park, and join in the festive spirit. Don't miss out on the fun – click play and enjoy the show!

Come along for a fun-filled journey through the London Marathon 2024! Watch as thousands of people walk 5 miles from Gre...
21/04/2024

Come along for a fun-filled journey through the London Marathon 2024! Watch as thousands of people walk 5 miles from Greenwich Park, and join in the festive spirit. Don't miss out on the fun – click play and enjoy the show!

"Come along for a fun-filled journey through the London Marathon 2024! Watch as thousands of people walk 5 miles from Greenwich Park, and join in the festive...

20/04/2024

Experience the breathtaking beauty of Cherry Blossom season in London with our latest vlog! Subscribe now to immerse yourself in the wonder of Cherry Blossom in London!

আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান। তাকে মন ও মননে বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিন...
17/04/2024

আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান। তাকে মন ও মননে বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন। তাকে বুঝান ভালো শিক্ষা,ভালো রেজাল্ট করার থেকে বেশি গুরুত্বপূর্ণ | নিউজ পেপার এ প্রকাশিত সমস্ত শিক্ষার্থীর সফলতার গল্প সত্য হয় না |

তাকে বলেন,যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন। তাকে শিখান একমাত্র ধার্মিক ব্যক্তি এ দিনশেষে শান্তিতে মরতে পারে | অসৎ উপার্জন চিরস্থায়ী হয় না |

তাকে বলেন, কোন দেশেই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর চীনের মহাপ্রাচীর কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়। তার মধ্যে যেন স্বপ্ন তৈরি হয় যে আমি লুক্সেমবার্গকে আমার দ্বিতীয় বাড়িটি বানাবো যে দেশের জিডিপি কানাডা আমেরিকা থেকেও বেশি |

বাচ্চাকে অভাব শিখাবেন কিন্তু তা পালন করা শেখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

এই পোস্ট সবাই বুঝতে পারবে না, বোঝার ক্ষমতা থাকা কথাও না, আমরা আমাদের চিন্তার শৃংখলায় আবদ্ধ সেখান থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা খুব কম মানুষের আছে ❤️

(কপি পোস্ট)

Cherry Blossom...
16/04/2024

Cherry Blossom...

এই আইডিটা একটা ফ্রড... আমার ছবি নিয়ে তার পেজে পোষ্ট দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স উইদাউট এক্সাম.. আবার আমাদের গ্রুপেই পোষ্ট দ...
13/04/2024

এই আইডিটা একটা ফ্রড... আমার ছবি নিয়ে তার পেজে পোষ্ট দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স উইদাউট এক্সাম.. আবার আমাদের গ্রুপেই পোষ্ট দিচ্ছে...
সোশ্যাল মিডিয়াতে আমরা কেউই নিরাপদ না.. আপনার ছবি নিয়ে স্ক্যামাররা ব্যবহার করছে ইচ্ছেমতো...

10/04/2024

ইদ মোবারক...
লন্ডনে ইদের জামাত... আলহামদুলিল্লাহ...

10/04/2024

ইদের চাঁদ রাতে, গ্রীন স্ট্রীট লন্ডন...

The earth laughs in flowers...
08/04/2024

The earth laughs in flowers...

ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অত...
04/04/2024

ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!

২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অতিষ্ট হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার পর বাবা নামের ওই মানুষটির কতোই-না আকুতি!

বুধবার (৩ এপ্রিল ২০২৪) ভোরে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর এলাকায় ছেলে কাউসারের মরণছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার পাশের রুমে গভীর ঘুমে থাকা ছেলেকে কুড়াল দিয়ে কোপাতে থাকেন। কুড়ালের আঘাতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না, আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগোর কাছে!

আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানী থেমে যায় মুহূর্তেই। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদতে থাকেন বাবা নামের ওই মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন, কলিজার টুকরো, মানিক-রতন। কিন্তু শেষরক্ষা হয়নি। ততোক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য।

আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার ফাঁসি হবে, কারোর কথা-ই শুনছেন না বাবা। বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালোবাসি। আমার বাবাডারে ছাইড়া আমি কই যামু, আমার আর বাইচ্চা থাইক্কা লাভ নাই! ছেলের লাশের কাছে বসে বাবার এমন আকুতি আর্তনাথে আশপাশের মানুষজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি!

ঠিক এমন সময় পুলিশ হাজির। ছেলের মৃত্যু শোকে বাবা হাউ-মাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি, নেশার টাকা জোগাড় কইড়া দিতে না পারায়। আমারে জেল দেন, ফাঁসি দেন। আমারে থানায় লইয়া যান!

এ সময় নিজ ইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউ-মাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন- বাবা তোমারে আমি মারতে চাই নাই! তোমারে আমি কথা দিয়া গেলাম, সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাডার হত্যাকান্ডের বিনিময়ে হলেও যেন দেশে মরননেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার!

বাবা আমার খুব কষ্ট লাগতাছে, বাবা আমার বুকটা ছিড়া যাইতাছে তোমার লেইগা। তোমারে কই পামু আমি বাবা। তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমু একলা একলা? পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমন সব কথা আর দুই চোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই...!!!

Snow in London
11/12/2022

Snow in London

08/12/2022

আলহামদুলিল্লাহ
অনেক দিন পর ভাল একটা দিন।

08/12/2022

২ সপ্তাহে ৪ টিকেট...
লন্ডনে গাড়ি চালানো মানে পুরাই আতংক...


07/12/2022

ইউকে তে GP এপয়ন্টমেন্ট অভিজ্ঞতা...
একটা ব্লাড টেষ্ট করাতে হবে... অনলাইনে এপয়ন্টমেন্ট নিতে হবে.. ২২ দিন পরের সিরিয়াল...
😂😂😂

ডাক্তার আসিবার পুর্বেই রোগী সুস্থ হয়ে গেল...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Saeed Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share