OSMAN

OSMAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OSMAN, Digital creator, .
(1)

18/03/2024

আল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সহায় হোন.!

17/03/2024

শিশুরাই তো মসজিদের সৌন্দর্য, আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী মুসল্লী..!🖤

15/03/2024

- ইনশাআল্লাহ! 🤍✨

14/03/2024

পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক, ভেঙে পড়া দূর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক,আমিন!

13/03/2024

মানুষের সাথে কম মিশেন রমজান মাসে.!

🎙 আবু ত্বহা মুহাম্মদ আদনান

12/03/2024

রোজা মানে শুধুমাত্র পেটের রোজা না..!

🎙️ শায়েখ আহমাদুল্লাহ

10/03/2024

ভালো হয়ে যাবো হুজুর ভালো হয়ে যাবো, ওই কালকে তার জীবনে আসে নাই.!

🎙️ ডা.মিজানুর রহমান আজহারী

09/03/2024

Gaza: 10 year old Palestinian girl breaks down -
Palestinians deserve to have their own country.

05/03/2024

Don't be depressed,Allah is here for you ❤️

03/03/2024

May Islam spread to all parts of the world🤲

M***i Menk .

02/03/2024

Trust Allah for everything. 🤲

01/03/2024

-Don’t worry!! Allah knows what you feel inside 🤍✨

28/02/2024

We will never forget this injustice to Palestine people.

We will NEVER stop sharing
FREE PALESTINE 🇵🇸

25/02/2024

No complaints about life…🙂

24/02/2024

May all our sins be erased by the month of Ramadan.

22/02/2024

ভবিষ্যতে ও পাপ থেকে বিরত রাখেন 🤲

21/02/2024

Sister teaches her brother how to Namaz

20/02/2024

Islam is the Religion of Peace and love❤️

18/02/2024

Ya rabb, this dunya breaks me everyday. I want your hug.

How to Pray Salah, Step by Step..Step 1 – Make your intention to prayWe first began the prayer by making an intention fr...
12/02/2024

How to Pray Salah, Step by Step..

Step 1 – Make your intention to pray
We first began the prayer by making an intention from the heart to pray to Allah. As soon as you begin, your entire focus should be on the prayer itself and nothing else.

Step 2 – Raise your hands to your ears and say ‘Allahu Akbar”
The moment you say “Allahu Akbar” the prayer will officially begin. From this point forward you should focus wholeheartedly on the prayer and do your best to ignore all distractions.

Step 3 – Lower your hands and place them over your naval. Your right hand should be placed over your left hand

Step 4 – Keep your eyes focused on the ground in front of you
Prophet Muhammad (peace be upon him) said that while you praying your eyes should always look to where you will prostrate.

Although it is not obligatory, it is also highly recommended to read the following dua (supplication) after saying Allahu Akbar:

subhanakal-lahumma wabihamdika
watabarakas-muka
wataa ‘ala jadduka
wala ilaha ghayruka.

How perfect you are, O Allah. I praise you
How blessed is Your name
How lofty is Your position
And none has the right to be worshipped but You

Step 5 – Recite the opening chapter of the Qur’an
The first chapter of the Qur’an is called Surah Fatihah. You will begin by saying this Arabic phrase:

A’auodu billaahi minash-shaytaanir rajeem

‘I seek refuge in Allah from the accursed Shaytan (devil).’

And then begin to recite the chapter verse by verse in Arabic:

Bismillaahir ar-Rahmani ar-Raheem
Al hamdu lillaahi rabbil ‘alameen
Ar-Rahmani ar-Raheem
Maaliki yawmid deen
Iyyaaka na’aboodu wa iyyaaka nasta’een
Ihdeenas siraatal mustaqeem
Siraatal ladheena an ‘amta’ alayhim
Ghayril maghduubi’ alayhim waladawleen

This is the meaning of the verses from Surah Fatihah:

In the name of God, the infinitely Compassionate and Merciful.
Praise be to Allah, Lord of all the worlds.
The Most Gracious, the Most Merciful.
Master on the Day of Recompense (Judgement Day).
You alone do we worship, and You alone do we ask for help.
Guide us on the straight path,
The path of those who You have bestowed favor, not of those who have evoked [Your] anger or of those who are astray.

After reciting Surah Fatihah, you can recite another chapter from the Qur’an. However, at a minimum you must recite Surah Fatihah in every raka’at of prayer.

Step 6 – Bow down. This is known as the ‘ruku’
As you are bowing down say ‘Allahu Akbar’. Make sure to keep your back straight, your hands on your knees, and your eyes focused on the ground where you will be prostrating.

When you are in this position you will say this sentence three times:

Subhanna rabbeeyal adheem

‘How perfect is my Lord, the Magnificen

Step 7 – Return to standing up again
As you are rising up from the ruku position to a standing position you will bring your hands to your ears and will say:

Samee Allahu leeman hameeda

‘Allah hears those who praise him’

And when you are standing upright then lower your hands to your waist and say:

Rabbana walakal hamd

‘Our Lord, to You is all praise

Step 8 – Go down to perform prostration. This is known as ‘sujud’
As you are moving into this position say Allahu Akbar.

And also make sure your forehead, nose, palms of both hands, knees, and both toes are touching the ground.

Step 9 – Say this phrase while in sujud (prostration)
Say this sentence three times:

Subhanna rabbeeyal ‘alaa

How perfect is my Lord, the Most High

Step 10 – Rise up from sujud and sit for a moment
Say Allahu akbar as you rise from sujud and then sit on your left leg. Your left foot will rest on the floor while your right foot is upright. Place your hands on your knees.

When you are in this position it is recommended to ask Allah for forgiveness. A simple and easy dua you can say is:

Rabbigh-fir lee

O my Lord, forgive me.

Step 11 – Return to the position of sujud
You will repeat step 9 again and perform a second sujud and say subhanna rabbeeyal ‘alaa three times again.

Step 12 – Arise from the sujud to return to the standing position and say Allahu Akbar
Congratulations, you have just completed one full rakah! The first rakah of every prayer is performed with these twelve steps.

When you reach the end of the second rakah you will perform the tashahud, or a step 13.

Step 13 – Perform the tashahud at the end of every two rakah
Instead of standing up after the two sujud, this time around you will sit on your legs and knees again. You will raise your right index finger and say:

At Tahiyyaatu lilaahi was Salawaatu wat tayibaatu
Assalaamu ‘alaika ayyuhan nabiyyu wa rahmatu Allahi wa barakaatuh
Assalaamu ‘alaynaa wa ‘alaa ‘ebaadillaahis saaliheen,
Ash hadu allaa ilaha illa Allah Wa ash hadu anna Muhammadan ‘abduhuu wa rasuuluh

All compliments, prayers and pure words are due to Allah.
Peace be upon you, O Prophet, and the mercy of Allah and His blessings.
Peace be upon us, and on the righteous slaves of Allah.
I bear witness that none has the right to be worshipped except Allah, and I bear witness that Muhammad is His slave and Messenger

If this is the final rakah in the prayer then you will add this part to the tashahud:

Allahumma salli ‘ala Muhammadin wa ‘ala aali Muhammad
Kamaa salayta ‘ala aali Ibraaheem wa ‘ala aali Ibrahim
Innaka Hameedun Majeed
Wa baarik ‘ala Muhammadin wa ‘ala aali Muhammad
Kamaa baarakta ‘ala Ibraaheem wa ‘ala aali Ibrahim
Innaka Hameedun Majeed

O Allah, send prayers upon Muhammad and upon the family (or followers) of Muhammad, Just as You sent prayers upon Ibrahim and the family (or followers) of Ibrahim,
Verily, you are full of Praise and Majesty.
O Allah, bless Muhammad and the family (or followers) of Muhammad as You blessed Ibrahim and the family (or followers) of Ibraaheem,
Verily, you are full of Praise and Majesty.

The ‘tasleem’: after reciting the second part of the tashahud, you will say the “tasleem.”

The tasleem is to look to your right and say:

Assalamu alaykum wa rahmatu Allah

And then to look to the left and say it again:

Assalamu alaykum wa rahmatu Allah

Upon saying the tasleem the prayer will have come to an end.

The Next Step :

Now you know how to perform a rakah – one unit of prayer. The next step is to combine 2, 3, or 4 rakah together to complete one salah. We’ll cover that in the next chapter.

10/02/2024

Alhamdulillah 🌸✨

08/02/2024

𝐖𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐅𝐨𝐫 𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 - 🌸🖤

06/02/2024

Close your eyes and feel this recitation🖤💖

05/02/2024

Dear Allah -

04/02/2024

In sha Allah ❤️

02/02/2024

- রাতের বিশ্ব ইজতেমা ময়দান! মাশা'আল্লাহ 🖤🌸

Bangladesh 🇧🇩

30/01/2024

ভুয়া! ভুয়া! সাকিব হয়তো জীবনে ও ভাবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন একটি দিন দেখতে হবে তার জীবনে।

সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের সেরা একজন অলরাউন্ডার..!
তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যর্থতা [ ভুল ] ছিলো হচ্ছে ২০২৩ বিশ্বকাপের আগে টি-স্পোর্টস'কে দেওয়া সাক্ষাৎকারে তার ঠিমমেট তামিমের সম্পর্কে উল্টো পাল্টা কথা খোলামেলা মিডিয়ায় সামনে উপস্থাপন করা।সে একবার ও মনে করলো ভবিষ্যতে কথা যে একই সাথে তাকে তামিমের সাথে একই ড্রেসিংরুম শেয়ার করতে হবে।তা না হলে সে কখনে এমন কথাগুলা ওপেনলি বলতো না।

দলে থাকতে হলে ১০০% ফিট হওয়া চাই সাকিবের মতে কিন্তু ঠিক'ই এখন সেই হাফ-ফিট হয়ে খেলে যাচ্ছে বিপিএলে [ হোক সেটা ম্যানেজমেন্ট এর চাপে বা অন্য কারো চাপে]। এখন তার ক্ষেত্রে উক্তিটি যাচ্ছে না..?

এর ফলে শুরু হয় অতখন থেকে ফ্যান ব্যাজে উল্টো পাল্টা বুলিং কখনো সাকিবের পক্ষে কখনো তামিমের পক্ষে।

সাকিব ২০২৩ বিশ্বকাপে মাঝে হঠাৎ দেশে এসে একা একা অনুশীলন করেছিলেন স্যার ফাহিমের সাথে যাতে করে ভালো পারমর্ম করতে পারে বিশ্বকাপের বাকি কয়েকটা ম্যাচে। অনুশীলন শেষে সাকিব মাঠ থেকে বের হওয়ার সময় ভুয়া ভুয়া বলে শ্লোগান দিচ্ছিল অনেকজন সমর্থন। ভুয়া শব্দ তেমন'ই পরিচিত নয় বাংলাদেশ ক্রিকেটার'রা [ শুনতে ]। এর পর থেকে শুড়ু হয়ে গেলো সাকিবের বিরুদ্ধে ভুয়া ভুয়া শ্লোগান দেওয়া।

এই [২০২৪] বিপিএলে সাকিব মাঠে নামার সময় গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া বলে চিৎকার করছিলো!
নিজের চোখের সমস্যা এবং ব্যাটিংয়ে অফ ফর্মে থাকার কারণে দলের কথা চিন্তা করে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলো। তবুও দর্শকরা তাকে ভুয়া ভুয়া বলে ডাকলো।

আজকে দুপুরে প্রায় ঘন্টাখানেক একা একা ব্যাটিং অনুশীলন করেছেন। ব্যাটিং অনুশীলনের ভিডিও দেখে স্পষ্ট বুঝা যাচ্ছিলো সাকিবের সমস্যা হচ্ছে। তবুও দীর্ঘ সময় ব্যাটিং প্র‍্যাক্টিস করেছেন।

যেই মানুষটা আজকে এতোক্ষণ ব্যাটিং প্র‍্যাক্টিস করলো সে একটা ওভার ও খেলতে আসলো না। রিপন এবং হাসানকেও তার আগে ব্যাটিং করতে পাঠিয়ে দিলো।

আপনি মানেন অথবা না মানেন ব্যাটিংয়ে আসলে এই ভুয়া ভুয়া ধুয়ো সাকিবের উপর কিছুটা হলেও প্রভাব ফেলেছে। তা না হলে এটলিস্ট হাসান আর রিপনের আগে সাকিব ব্যাটিং করতে আসতো।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর চোপড়া পর্যন্ত এই ভুয়া ভুয়া শব্দের প্রতিবাদ জানিয়েছে।
সে এটাও বলেছে ভারতে কোহলির অনেক হেটার্স আছে কিন্তু কখনো তারা কোহলিকে নিজেদের হোম গ্রাউন্ডে ভুয়া ভুয়া বলে বিদেশী প্লেয়ারদের সামনে অপমান করে না।
আসলেই একবার ভেবে দেখুন সাকিবের মতো দেশ সেরা প্লেয়ার মাঠে নামার পর ই আমরা যে এই ব্যঙ্গাত্মক আচরণ করি সেগুলো কি বিদেশী প্লেয়ারদের চোখে পড়ে না? আমাদের দর্শকদের নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় না কিংবা সাকিবের রেপুটেশন ডাউন হয় না?

আমরা হয়তো ভুলে যাই সাকিব শুধু ব্যাটসম্যান না বাংলাদেশের এক নম্বর বোলার ও। তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেটের মালিক। কিন্তু সাকিব ব্যাট হাতে খারাপ করলেই সাকিবকে অন্যদের সাথে তুলনা করে ছোট করি।

যেই ছেলেটা ক্যারিয়ারের শুরু থেকে মাঠে দাপট দেখিয়ে এসেছে সে এখন মাঠে আপনাদের কারণে ব্যাটিংয়ে নামলে কুনো ঠাসা হয়ে থাকে।
বিশ্বকাপ তো বহু আগেই শেষ ভাই৷ এই লড়াই আর কতদিন চালাই যাবেন?

মনে রাইখেন এই সাকিবের কারণেই আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে বাংলাদেশের লাল সবুজের পতাকাটা এখনো দেখতে পারেন। সে অবসর নিলে এইভাবে নিজের দেশের পতাকা দেখার সৌভাগ্য সবসময় হবে না [ অদুর ভবিষ্যতে ও আসে কিনা সন্দেহ ]।

পরবর্তী প্রজন্ম এক বিশ্বয়কর বালকের ইতিহাস পড়ে জানতে পারবে, বাংলাদেশের হয়ে বিশ্ব ক্রিকেটের শাসন করেছিলো একজন'ই সাকিব আল হাসান। ক্রিকেটাঙ্গ'নে এই বাংলায় একটা সাহসী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সাকিব আল হাসান ছিলো। অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যেতেন ওই একজন'ই।যে কি-না কারো অন্যায়ের প্রতি বাঁধা দিতে কোনো দ্বিধাবোধ করতেন না..!

সর্বশেষ একটা অনুরোধ সবার কাছে Shakib Al Hasan [ ভুয়া ভুয়া ] ডাকা বন্ধ করুন, অনেক হয়েছে। দিন শেষে সাকিব আমাদের। তাদের শেষ সময়ে খেলাটা উপভোগ করুন।

Shakib al Hasan 👑🐐

দেশের প্রথম ক্রিকেট হিরো আশরাফুল ফিক্সিং করেই খলনায়কে পরিণত হয়েছিলেন। মাশরাফি তার আত্মজীবনীতে আশরাফুলকে ট্যাগ দিয়েছিলেন ...
26/01/2024

দেশের প্রথম ক্রিকেট হিরো আশরাফুল ফিক্সিং করেই খলনায়কে পরিণত হয়েছিলেন। মাশরাফি তার আত্মজীবনীতে আশরাফুলকে ট্যাগ দিয়েছিলেন
' বিশ্বাসঘাতক। '

কারণ আশরাফুল ক্রিকেটে ফিক্সিং করে দেশের সাথে প্রতারণা করেছিলেন ।

এই একইভাবে দেশের ক্রিকেটের জন্য ইনজুরি নিয়ে খেলে দেশের অনেক ক্রিকেটারই দেশপ্রেমিক তকমা পেয়ে গেছিলেন।

তাদের মধ্যে 'দেশের ক্যাপ্টেন খ্যাত' মাশরাফিকে রীতিমত দেশপ্রেমিক ট্যাগ দেওয়া হয়েছিলো । কারণ হাঁটুতে কয়েকবার অস্ত্রপাচার করেও, স্কচ টেপ পেঁচিয়ে অসহ্য ব্যথা সহ্য করে তিনি খেলেছেন । লড়াই করেছেন।

এটুকুতে সবার আবেগ ছিলো । এটুকুতে আবেগ কাজ করা লজিক্যাল ছিলো ।

এটা আমরা দেশের জন্য ম্যাশ এর উৎস্বর্গ হিসেবে ধরেছিলাম।

কিন্তু পারফর্ম হারানোর পরও এখন বিপিএল খেলে যাওয়ার লজিক কি?

২০১৯ সালের বিশ্বকাপে বাজে পারফর্মার হওয়ার কারণে ' ক্যাপ্টেন কোটা ' বদনাম নিয়ে দল থেকে বাদ পড়েছেন ।

এখন আবার ক্যাপ্টেন কোটা নিয়ে খেলা মানে একটা উঠতি প্লেয়ারের সুযোগ নষ্ট করা, একটা নতুন নেতৃত্ব দেওয়া প্লেয়ারের সামনে আসার পথ বন্ধ করে দেওয়া ।

ম্যাশ এর খেলা নিয়ে সিলেটের মালিক বলতেছেন,

' আমার টিম, আমার টাকা, আমি যাকে খুশি তাকে খেলাবো, মানুষ এই নিয়ে কেনো কথা বলছে । '

তারমানে আমার টাকা থাকলে আমি ইচ্ছেমত আমার একটা টিম সাজাইতে পারি!

এটা একধরনের স্বেচ্ছাচারিতাই বলা যায় । কিন্তু ম্যাশের তো এই স্বেচ্ছাচারিতায় সায় দেওয়ার কথা না । আবেগকে পশ্রয় দেওয়ার কথা না ।

এতই যদি দলের পরামর্শ লাগে তিনি দলের সাথে কোচ হিসেবেও থাকতে পারতেন অথবা দলের মেন্টর হিসেবেও...

ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনি শেষের দিকে এসে স্লো খেলতে শুরু করলেন,দল থেকে বাদ পড়লেন, তার বিদায়টা সম্মানজনকভাবে মাঠ থেকে হয় নি ।

গুণীজন বলেন, কোথাও কখন প্রবেশ করতে হবে এবং কখন বের হয়ে যেতে হবে এটুকু বোঝা জরুরী... নাহয় সম্মানহানি হইতে পারে।

আমাদের আসলে জীবনে সিনেমার নায়কদের মতো ঠিক সময়ে এন্ট্রি নিতে,পারফর্ম করতে হয় সাধ্যমত, আবার ঠিক সময়ে বিদায় নিতে হয়...

নাহয় ভিলেনের মতো ধরা খাইয়া একসময় শুনতে হয়,

" সম্মান নিজের হাতে তুলে নিবেন না.....

Be careful of where you do prostration (Sajda)
26/01/2024

Be careful of where you do prostration (Sajda)

23/01/2024

শাসকের আইন মানা ফরজ,তবে কোন শাসকের?

শাইখুল হাদীস মুফতি জসিম উদ্দিন রাহমানি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when OSMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share