ZBSM

ZBSM just entertainment & news in Bangladesh.

07/04/2024
সবাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন ইনশাল্লাহ।স্কোপোলামিন (ডেভিলস ব্রিদ); বর্তমান সময়ের সবথেকে ভয়ংকর ড্রাগ’মানুষকে সম্মোহ...
02/04/2024

সবাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন ইনশাল্লাহ।

স্কোপোলামিন (ডেভিলস ব্রিদ); বর্তমান সময়ের সবথেকে ভয়ংকর ড্রাগ

’মানুষকে সম্মোহন করে সবকিছু নিয়ে যাচ্ছে কেউ’ অথবা আপনি কারো কথামত সবকিছু তার হাতে তুলে দিচ্ছেন কোনরকম প্রতিবাদ না করেই। অনেকটা যাদু-টোনা করার মত অবস্থা। এগুলো শুরুতে বিচ্ছিন্ন কিছু ঘটনা মনে হলেও ইদানিং যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আতঙ্কিত হতেই পারেন আপনি। তবে এই ঘটনাগুলোর পেছনে যাদু-টোনা বা তন্ত্রমন্ত্র কিছুই নেই, এখানে ব্যবহার করা হয়েছে ডেভিলস ব্রিদ (Devil’s Breath) বা শয়তানের শ্বাস’ নামে পরিচিত একটি ভয়ঙ্কর ড্রাগ স্কোপোলামিন (Scopolamine)।
স্কোপোলামিন আমাদের দেশের জন্য একেবারেই নতুন, ড্রাগটি দেশে ব্যপকহারে ব্যবহার না হলেও যেটুকু ব্যবহার এখন পর্যন্ত হয়েছে তাতে সর্বশান্ত হয়েছে বেশ কিছু মানুষ।

স্কোপোলামিন বা ডেভিলস ব্রিদ (Devil’s Breath) কি?
স্কোপোলামাইন
স্কোপোলামিন ভয়ংকর একটি ড্রাগ যা মাদক হিসাবে ব্যবহার হয়। উৎপত্তি ল্যাটিন আমেরিকার কলম্বিয়ায় তবে ইকুয়েডর ও ভেনিজুয়েলাতেও এই মাদকটির যথেষ্ট বিস্তার রয়েছে।
বাংলাদেশে স্কোপোলামিন (Scopolamine)
ধরুন কেউ একজন আপনার কাছে এসে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখিয়ে বলবে ”আন্টি/ভাই/আপু এই ঠিকানাটা কোথায়?” কিংবা কোন এক অসহায় ব্যক্তি একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলবে ‘বাবা, এই প্রেসক্রিপশনের ওষুধের নামটা কী? কোথায় পাওয়া যাবে?’ স্বভাবতই আপনি মানবিক বোধ থেকে তাদের সাহায্য করতে যাবেন, আর এখানেই আপনি ফেঁসে গেলেন বা ফাঁদে পা দিলেন।
ইচ্ছা করেই কাগজে লেখাগুলো ছোট করে রাখা হয় যাতে ‘সম্ভাব্য টার্গেট’ মোবাইল বা কাগজটা ভাল করে পড়ার জন্য নাক ও মুখের কাছাকাছি নিয়ে আসতে বাধ্য হয়। তাদের দেওয়া কাগজ, ফোন বা অন্যকিছু আপনি নাক, চোখমুখের কাছাকাছি ধরার সাথে সথে সেখানে লেগে থাকা স্কোপোলামিন আপনার নিঃস্বাসের সাথে গ্রহণ করে ফেললেন। এর পরে আপনার আর কিছুই করার থাকবেনা। আক্রমনটা ব্যাংকের এটিএম বুথের কি-প্যডে লেগে থাকা পাউডার থেকেও হতে পারে।
আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কী করছেন! আপনার নিজের প্রতি কোন নিয়ন্ত্রণ আপনার থাকবেনা। আপনাকে বলা মাত্র আপনি নিজ থেকেই সব করবেন। আপনার কাছে থাকা টাকাপয়সা, গহনা, মোবাইল সহ সব দিয়ে দিবেন আপনার সামনে থাকা ‘ডেভিলস ব্রিদ’ আক্রমণ চক্রের সদস্যের হাতে।
এই ছিনতাইয়ের সাথে নিযুক্ত থাকা ডেভিলস ব্রিদ আক্রমণ চক্রের সদস্যরা সাধারণত জুয়েলারি দোকান ও ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এবং অবস্থাসম্পন্ন নারী পথচারী টার্গেট করে। এই ঘটনা অনেকেই ফেইস করেছেন কিংবা ফেসবুক বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। অনেকের নিকট আত্বীয়ও এইভাবে সব খুইয়েছেন।
সবার কাছে এটা একটা গোলক ধাঁধাঁ যে এটা আসলে কী? কয়েক মুহুর্তের মধ্যে ‘চিন্তাশক্তি অকার্যকর হয়ে অনেকটা হিপনোটাইজড মত হয়ে যাওয়া এবং ভিকটিমের নিজ থেকেই সব দিয়ে দেওয়া’ কীভাবে সম্ভব?
স্কোপোলামিন (Scopolamine) এর ব্যবহার
১৯৯০ সালের দিকে এনেস্থেশিয়ার জন্য প্রথম স্কোপোলামিন ব্যবহার শুর হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইনটারোগেশন সেলে শত্রুপক্ষের আটককৃত সৈন্যদের কাছ থেকে তথ্য আদায় করার জন্য স্কোপোলামিন ব্যবহার করা হতো। ড্রাগটি ব্যবহারের ফলে ভিকটিমের চিন্তাশক্তির নিয়ন্ত্রণ আর নিজের কাছে থাকে না। ফলে ব্রেন তখন কোন মিথ্যা বলতে পারে না।
ডেভিলস ব্রিদ বা স্কোপোলামিন কিভাবে কাজ করে
স্কোপোলামিন বা ডেভিলস ব্রিদ শরীরে প্রবেশ করার সাথে সাথে মানুষের মস্তিস্কের প্রাথমিক স্মৃতি বা যাকে বলে ’ইনিশিয়াল স্টেইজ অব মেমোরি’ বলি সেটিকে ব্লক করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে সামনে দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারে না।
একই সাথে এই ড্রাগটি মস্তিক্ষের চিন্তা করার ক্ষমতাকেও ব্লক করে দেয়। ফলে শরীরে কোন প্রতিরোধ ক্ষমতা থাকে না বা বাইরের কোন আক্রমনে শরীর কোন প্রতিক্রিয়া দেখানোর মত অবস্থা থাকেনা। এ অবস্থায় ভিক্টিমের আচরন হয়ে যায় বশীভূত বা সুতায় বাঁধা পুতুলের মত!
স্কোপোলামিন কতক্ষন কার্যকারী থাকতে পারে
চামড়ার মাধ্যমে স্কোপোলামিন দেহে প্রবেশ করালে মাদকটির প্রতিক্রিয়া শরীরে শুরু হতে সাধারণত ২০ মিনিট সময় লাগে এবং তা ৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে যিনি স্কোপোলামিন গ্রহণ করলেন তিনি থাকেন গোধুলী ঘুম বা টুইলাইট স্লিপে। আর এই সময়ের মধ্যে তাকে দিয়ে সব কিছুই করানো সম্ভব। ঠিক যেন হিপনোটাইজের ফলে, শরীর ও মনের উপরে সম্পূর্ণ দখল অন্য কারো হাতে চলে যাওয়া।

এটা মন ও শরীরকে এতোটাই আচ্ছন্ন করে ফেলে যে, এতে ব্যক্তি নিজের চিন্তা শক্তি হারিয়ে অন্যের কথা মতো কাজ করতে থাকে এমনকি নিজেকে নিজে খুন করার মতো ভয়াবহ ঘটনাও ঘটতে পারে অনায়েসেই। কিন্তু যখন এই মাদকের কার্যকরীতা শেষ হয়ে যায় তখন ভিকটিম তার সাথে ঘটে যাওয়া কিছুই মনে করতে পারে না। তাই প্রতিকার পাওয়ারও কোন পথ থাকেনা।
সতর্কতা
এই সময়ে সবথেকে বেশি জরুরী নিজের সাবধানতা, তাই রাস্তাঘাটে অপরিচিত সকলের থেকে সবসময় সতর্ক থাকুন। বিশেষ করে জুয়েলারি ও ব্যাংক থেকে বের হবার সময় নারী ও পুরুষর সকলেই এই ঘটনাগুলো মনে রাখুন এবং সাবধান থাকুন। সাবধান থাকুন রিক্সার যাত্রী ও পথচারী হবার সময়েও।
বৈশ্বিক এয়ার ইনডেক্সের টপলিস্টে থাকা বসবাসের অযোগ্য দূষিত ও ধুলাময় শহরগুলোয় ডাস্ট অ্যালার্জি, মলম পার্টি, ক্লোরোফর্ম, কোডিভ ১৯ ও ডেভিলস ব্রিদ পার্টিসহ আরো যত বায়ু বাহিত অজানা সব বিপদ রয়েছে তা থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করুন।
মাক্স পড়ার এর সুবিধা হলো দুষ্কৃতিকারীরা আপনাকে সহজে টার্গেট করবে না এবং টার্গেট করলেও মাস্ক আপনাকে প্রটেকশন দিবে এবং সচেতন হলে ততক্ষণে আপনি বুঝে যাবেন যে ‘আপনার সাথে কী হতে যাচ্ছে’!
১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।
২. সব সময় মাস্ক পরবেন।
৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।
৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।
৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।
৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।
৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।
৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।
৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।
১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।
১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন
১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

সংগ্রহঃ
মুক্তপ্রাণ অনলাইন নিউজ পোর্টাল
এবং
কপি পেস্ট: ক্রম নং ১ হইতে ১৩ পর্যন্ত: ওসি হাসানুজ্জামান.
ও ফেইসবুক শেয়ার সহযোগীতায় ছোট বোন রুমানা।

বাংলাদেশের রাস্তা কাপাঁতে নিয়ে আসছে হিরো কোম্পানী HERO XTREME 125R সিসি মোটরসাইকেল।আশা করা যাচ্ছে ২০২৪ সালের রমজান ঈদ...
28/01/2024

বাংলাদেশের রাস্তা কাপাঁতে নিয়ে আসছে হিরো কোম্পানী HERO XTREME 125R সিসি মোটরসাইকেল।আশা করা যাচ্ছে ২০২৪ সালের রমজান ঈদের আগেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।মোটরসাইকেল বাইক প্রেমীদের জন্য শেয়ার করলাম।বাংলাদেশের বাজারে এই বাইকের দাম ১৫৫০০০/- থেকে ১৬০০০০/- হতে পারে।

31/12/2023

"আলহামদুলিল্লাহ" সকল শুভাকাংঙ্খীদের অগ্রিম ইংরেজি নববর্ষের ২০২৪ এর শুভেচ্ছা । নতুন বছরের প্রত্যেকটি দিন হোক সুন্দর ও আনন্দময়।জীবনের সকল হতাশা ও ব্যর্থতা পেরিয়ে নতুন বছরে আপনার পথে সফলতা এবং খুশির প্রতিষ্ঠা হোক। দূর হউক সকল দুঃখ ও অসুখ, এবং আসুক এক নতুন দিনের সাথে নতুন উৎসাহ। সকলের জন্য শুভ কামনা ও শুভ নতুন বছর।

আলহামদুলিল্লাহ আজ আমার বড় মেয়ে জেবা সামিহা ঢাকা খিলক্ষেত "অন্বেষা হাই স্কুল" নার্সারি থেকে প্রথম শ্রেনীতে উর্ত্তীণ হয়েছে...
28/12/2023

আলহামদুলিল্লাহ আজ আমার বড় মেয়ে জেবা সামিহা ঢাকা খিলক্ষেত "অন্বেষা হাই স্কুল" নার্সারি থেকে প্রথম শ্রেনীতে উর্ত্তীণ হয়েছে। মেয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল মেধা তালিকায় ২য় স্থান লাভ করেছে। আমি একজন বাবা হিসেবে তার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি পাশাপাশি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহ যেন সর্বদা তাকে সুস্থ রাখেন ।

09/12/2023

ব্রেকিং নিউজ
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষনা দেওয়ার মাত্রই পেঁয়াজের কেজি ২৫০ টাকা...

02/12/2023

ব্রেকিং নিউজ....

একাত্তর টিভিতে নিউ মিডিয়া, অনলাইন পোর্টাল ও বার্তা বিভাগে নিউজরুম এডিটর, কনটেন্ট প্রডিউসার, গ্রাফিক্স ডিজাইনার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার (SEO), কনটেন্ট মনিটাইজেশন স্ট্রাটিজিস্ট (CMS) এবং নিউজরুম কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হবে।নূন্যতম স্নাতকোত্তর ও দুই বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের জীবন বৃত্তান্ত [email protected] তে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত...একাত্তর টিভি স্ক্রলের তথ্যযোগে চোখ রাখুন...

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের চূড়ান্ত  প্রার্থী তালিকা ঘোষণা...
26/11/2023

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা...

15/11/2023

ব্রেকিং নিউজ
আগামী ২০২৪ সালে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

17/10/2023

কিছু সরকারি কর্মচারীদের আচারণ দেখলে মনে হয়.. মুই কি হনু রে... মনে রাখতে হবে আপনারা জনগনের সেবক। আপনাদের বেতনের টাকা আসে দেশের জনগনের ট্যাক্সের টাকায়। তাই নিজেকে রাজা না ভেবে জনগনের সেবক ভাবেন।আর কত?

16/10/2023

মাগুরার স্টার নেটওয়ার্ক ক্যাবেলের স্বত্বাধিকারী নিমাই দত্ত আর নেই।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উজ্জ্বল দত্তের বাবা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও স্টার নেটওয়ার্ক ক্যাবেলের স্বত্বাধিকারী নিমাই দত্ত (৮২) রবিবার (১৫ অক্টোবর) রাত ১১টায় তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি মাগুরার ঐতিহ্যবাহী দত্ত পরিবারের সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় মাগুরা শহরের সাতদোহা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। একাত্তর টিভি পরিবার তার মৃত্যুতে শোকাহত এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ।

https://ekattor.tv/news/article?article_id=41232%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF...
18/03/2023

https://ekattor.tv/news/article?article_id=41232%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4&fbclid=IwAR1nnUJOvllss2uLSWtgmwfWupf8zV6cM8cW6wib2GVJaAoZgJMOQkTau2I

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্....

03/10/2022

ব্রেকিং নিউজ.. সয়াবিন তেলের দাম কমলো ১৪ টাকা, আগামীকাল ০৪.১০.২২ইং রোজ মঙ্গলবার থেকে কার্যকর।

01/10/2022

ব্রেকিং নিউজ..কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।

২১ শে নভেম্বর ২০২২ইং হইতে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ফুটবল ম্যাচ সিডিউল...বিস্তারিত লিংকে....https://www.google.com/search?...
17/07/2022

২১ শে নভেম্বর ২০২২ইং হইতে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ফুটবল ম্যাচ সিডিউল...
বিস্তারিত লিংকে....

https://www.google.com/search?q=qatar+world+cup+schedule+&ei=NK7TYqrTG8fn4-EP8o6PyA0&ved=0ahUKEwiqvZ_np__4AhXH8zgGHXLHA9kQ4dUDCA4&uact=5&oq=qatar+world+cup+schedule+&gs_lcp=Cgdnd3Mtd2l6EAMyBQgAEIAEMgUIABCABDIFCAAQgAQyBQgAEIAEMgUIABCABDIFCAAQgAQyBQgAEIAEMgUIABCABDIFCAAQgAQyBQgAEIAEOgcIABBHELADOgUIIRCgAToICCEQHhAWEB06BwghEAoQoAE6BAghEBVKBAhBGABKBAhGGABQowZYxhxg4iVoAXABeACAAacBiAGBCpIBAzQuOJgBAKABAcgBCMABAQ&sclient=gws-wiz =lg;/m/0fp_8fm;2;/m/030q7;mt;fp;1;;

ব্রেকিং নিউজ.....কোরবাণী ঈদের  ট্রেনের অগ্রিম টিকিটঃ ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাই...
22/06/2022

ব্রেকিং নিউজ.....

কোরবাণী ঈদের ট্রেনের অগ্রিম টিকিটঃ ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে।

এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই।

যেসব এলাকা থেকে ঈদের অগ্রিম টিকিট দেওয়া হবে....
কমলাপুর প্রধান রেল স্টেশন থেকে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট; কমলাপুর শহরতলী প্লাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট; বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট; তেজগাঁও থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট; ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহন ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট; ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট এবং জয়দেবপুর রেল স্টেশন থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
উল্লেখ্য যে, সকল রুটের অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং অর্ধেক টিকিট অনলাইনে দেওয়া হবে। শুধু মাত্র ঈদ স্পেশালের টিকিট অনলাইনে দেওয়া হবে না, কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ZBSM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share