16/08/2025
#নব্বইয়ের_দশকে_গোগোল
ত্যাদর বাচ্চা কাকে বলে জানেন? না জানলে আমি তিনটের ঘটনা জানাচ্ছি।
আপনারাও কয়েকটাকে জানলে জানান।
পিকলি নামে আমার একটা বন্ধু ছিল। ওর যখন ছ বছর বয়স, তখন গড়িয়াহাটে ওর মাসির বাড়ির সিঁড়ি দিয়ে হরর মুভির বিদেশী পেত্নীদের মতো আর্চ করে উল্টো হয়ে চার হাতপায়ে হামাগুড়ি দিয়ে নামতে গিয়ে স্লিপ খেয়ে হড়কে সোজা একবারে নীচে!
পড়েই "ও মা.. ও মা.." বলে গগনভেদী চিৎকার করে সে কি কান্না! কুনুই হাঁটু সব কেটে ছড়ে একশা! এবার সেটা শুনে ওর মাসি দৌড়ে এসছে আদরের বোনঝিকে তুলতে।
এসে পিকলিকে তুলতেই পিকলি কান্না থামিয়ে মাসিকে কি মেজাজ! বলে, "তুই আমায় তুললি কেন?? আমি মাকে ডেকেছি, মা আসবে তুলতে! তুই তোলার কে??"
বলেই মাসির হাত থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে যেখান থেকে পড়েছিল, সেখানে দৌড়ে উঠে গিয়ে আবার একই ভঙ্গিতে সিঁড়ির উপর থেকে ইচ্ছে করে ওরম ভয়ঙ্কর ভাবে হড়কে ওলোটপালোট খেয়ে নীচে!
পড়েই আবার কান্না শুরু! কিন্তু অন্য কেউ এসে ওকে তুললে হবেনা, যার নাম ধরে কাঁদছে তাকে এসেই তুলতে হবে!
মাসি অত আদর করে তুলছিল, পিকলির সেটা পোষায়নি! ওর মা এসে ওকে উত্তম মধ্যম দেওয়ার পর তুলেছে।
তাতে পিকলির শান্তি! 😕
••
তবে এই নীচের ছবিটা পিকলির নয় কিন্তু! আমার। 🤨
ছোটোমামা আমার টুপিটা কেড়ে নিতেই আমি বলেছিলাম, "টুপিটা ফেরত দিবি না কাঁদবো?"
ভালো কথায় কাজ হয়নি। কিন্তু আমিও ছোটো থেকেই এক কথার মানুষ। শুরু করলাম মেঝেতে ছিটকে পড়ে সাতবাড়ি মাত করা কান্না!
শুরু করতেই সুড়সুড় করে দিয়ে দিলো টুপিটা। 😜
••
এবার আরেকটা বাচ্চার ঘটনা। এ এমন ত্যাদর যে আমার ফুল সেটিং খারাপ করে দিয়েছিল!
এই কয়েক বছর আগে একটা বিয়েবাড়িতে গিয়ে দেখি ফুচকা স্টলে একটা বিশালাকৃতি চার কি পাঁচ বছরের বাচ্চা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ছোটোবেলায় আমিও বাচ্চা ছিলাম বলে আমি জানি বাচ্চাদের সামনে বেশি আদিখ্যেতা দেখাতে নেই।
তাই চুপচাপ সাইডে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম।
হঠাৎ দেখি একটা একঘর দেখতে মেয়ে ফুচকা স্টলে এলো! সাইড থেকে পুরো সোনালী বেন্দ্রে আর সামনে থেকে দিট্টো অপর্ণা সেন!
দেখেই আমিও ফুচকা খেতে এগোচ্ছি কিন্তু মেয়েটার মাথায় কি ভীমরতি চাপলো কে জানে, ওই বাচ্চাটার একগাল টিপে ধরে বলে, "উলি বাবালে..! কিউটি বেবি লে..! পুলুপুলু.."
বলতেই দেখি বাচ্চাটা খপ্ করে ধরে নিয়েছে মেয়েটার হাতটা! ধরেই এক কামড়!
আমি দেখছি ছাড়ছেই না! পুরো চিকেনের লেগপিস কামড়ানোর মতো কামড়ে ধরে আছে হাতটা!! 🥵
আর মেয়েটা ত্রাহি ত্রাহি চিৎকার জুড়ে বলছে, "হারামির বাচ্চা! ছাড় ছাড়..."
আমি দৌড়ে গিয়ে কোনোমতে বাচ্চাটার খাবলা থেকে মুক্ত করলাম মেয়েটার হাতটা। মেয়েটা যন্ত্রনায় "ওহ্ শেট্! উফ্ আফ্ আউচ্.." এসব করছে!
আমি ব্যাপারটাকে হালকা করতে গিয়ে বললাম, "দুধের শিশু, করে ফেলেছে.. কিছু মাইন্ড করবেন না ম্যাম! আমি শুনেছি বাচ্চারা নাকি ভগবানের অবতার হয়। অবলা বাচ্চার কামড় মানে ঈশ্বরের আশীর্বাদ। আমার মনে হচ্ছে আপনি হয়তো খুব শিগগির শিব ঠাকুরের মতো লাইফ পার্টনার পেতে চলেছেন।"
বলেই নিজেকে ইন্ট্রোডিউস করালাম, "বাই দ্য ওয়ে আমি গোগোল.."
মেয়েটা যন্ত্রনাক্লিষ্ট মুখে বলে, "আমি হাসি না।"
উনি কতটা শকড্ বুঝতে পেরেই আমি বললাম, "এরম একটা অনভিপ্রেত ঘটনায় হাসবেন আর কি করে!"
মেয়েটা ততধিক বিরক্তি সহকারে বলে, "ইডিয়ট্! আমার নাম হাসিনা.. হাসিনা খাতুন।"
বলেই পিটি ঊষার মতো হেঁটে চলে গেল!
বাচ্চাটা মুডই খারাপ করে দিলো মেয়েটার! আমিও ছাড়িনি। বাচ্চাটার দিকে কটমট করে তাকিয়ে হুল দিলাম, "কামড়ে ভালো করলি না কিন্তু ভাই.."
সেটা শুনে ত্যাদর বাচ্চাটা আমার দিকেও এগোচ্ছিল! আর ওখানে দাঁড়ায় কেউ? 😕