12/02/2021
RULES:-
Pirganj Upazilla Crushes And Confession পেইজে আপনাদের স্বাগতম।
পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ
১.কনফেশন পাঠানোর সময় ক্রাসের নাম,স্কুল,কলেজ,ভার্সিটি ইত্যাদির সম্পূর্ণ তথ্য দিবেন।তথ্য না জানলে ভুল তথ্য দিবেন না,এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।।
২.কনফেশন কারীর নাম সম্পূর্ণ গোপন থাকবে।তাই কেউ জিজ্ঞাস করবেন না কে অমুক পোস্ট করছে।নাম প্রকাশ কখনো হবে না।সেই ভরসা রাখতে পারলেই মেসেজ দিবেন।
৩.এডমিন দের নাম জানতে চাইবেন না অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবেন না।সময় হলে আমরাই জানাবো।
৪.কনফেশনে পরিচিত কারো নাম আসলে তাকে মেনশন করতে পারেন,শেয়ার করতে পারেন।তাহলেই পেইজ এর সার্থকতা রক্ষা হবে।
৫.কমেন্ট করুন,মজা করুন কিন্তু কোনো পারসোনাল হ্যারাসমেন্ট করবেন না।বাজে কমেন্টের কারণে ব্যান করা হবে।
৬.কনফেশন নিয়ে সমস্যা থাকলে এডমিন কে জানাবেন,এর জন্য এডমিন সর্বদা সাহায্যে প্রস্তুত।
৭.ছবি দিয়ে কনফেশন দেওয়া যাবে,এতে অন্যের প্রাইভেসি নষ্ট যেন না হয়।
৮.কনফেশন দিলে সেটা সময়মত পোস্ট করা হবে,এর জন্য বারেবারে মেসেজ দিয়ে বলতে হবে না।আমরাই সময়মত পোস্ট করে দিব।কিন্তু যদি দেখেন পোস্ট করা হয় নি তাহলে আমাদের জানাবেন।
৯.এমন আরো অনেক পেইজ আছে যেখানে সব ধরনের শব্দ ইউজ করা পোস্ট এপ্রুভ + আপত্তি সত্ত্বেও পোস্ট ডিলেট করা হয় না।এই পেইজেও লেইম কনফেশন পোস্ট করা হয় কিন্তু সেগুলো আপনাদের মত পাবলিক রাই পাঠায়।এডমিন রা তো আর এডিট করে পোস্ট করে না।একটা চিহ্ন এদিক-সেদিক হলেই তো ইনবক্স কাঁপিয়ে ফেলেন।তাই যে যেভাবে মেসেজ পাঠায় সেভাবেই পোস্ট করা হয় বরং কোন ছবির সামান্য পরিমান অশালীনতা দেখলে সেটা চেঞ্জ করে অন্য ছবি দিতে বলা হয় আপনাদের।কমেন্ট মডারেট করা হয় কোন অভদ্র শব্দ থাকলে সেটা ডিলেট করা হয়।হ্যা সব গুলা পোস্টের হয়তো করা যায় না,২-১টা বাদ যায়।আপনারা খারাপ দেখলে এডমিনদের কাছে রিপোর্ট করবেন।আর অন্য যে পোস্ট গুলা করা হয় কখনোই আমরা নিজের বলে চালিয়ে দেই না,সাথে অবশ্যই কালেক্টেড লেখা থাকে।
১০.তারপরও যাদের এই পেইজের কাজকর্ম ভালো লাগবে না তাদের জন্য আনফলো অপশন আছে😊
⚫⚫অবশেষে একটা কথা,পেইজটি সম্পূর্ণ মজার জন্য,এটাকে মজা হিসেবেই নিন।বিনোদনকে কলুষিত করবেন না😊
ধন্যবাদ❤️