Pirganj Upazilla Crushes And Confession

  • Home
  • Pirganj Upazilla Crushes And Confession

Pirganj Upazilla Crushes And Confession পেইজটি আপনার পরিচয় গোপন রেখে আপনার ভালোবাসার প্রতি আপনার অনুভূতি প্রকাশ করতে সহায়তা করবে।

Confession No : 05From : তোমার প্রোফাইল পিকচারে সদ্য লাভ রিয়েক্ট দাতাTo : শান্তা (মনের অপ্সরা)😍FB ID : Nushrat Sharika ...
11/03/2021

Confession No : 05
From : তোমার প্রোফাইল পিকচারে সদ্য লাভ রিয়েক্ট দাতা
To : শান্তা (মনের অপ্সরা)😍
FB ID : Nushrat Sharika Shanta

তোমার ফেসবুক আইডিতে তোমার নিক নেম দেওয়া অপ্সরা। নামটা আমার অনেক ভালো লাগে। তুমি আমার মনের আমার কল্পনার রাজ্যের অপ্সরা।👰🏻 আসলে সত্যিই বলো তো তুমি মানুষ নাকি পরী?😦 তুমি এতো সুন্দর যে সবাই তোমার দিকে দেখে রাস্তায়। আর আমিও মাঝে মাঝে দেখার সুযোগ পাই।😔 কিন্তু সবাই দেখলে যে কান্না পায় আমার।🥺🥺
এই শোনো, তুমি বোরকা পরে বেড়াবা। তুমি দেখতে পুরাই মমের পুতুলের মতো।🥰🥰 কারো জেনো নজর না লাগে।😢😢
শুধু বলতে চাই খুব ভালোবাসি তোমায়।❤️

Confession No : 04এই যে ইতি.. ইতি মানে তো সমাপ্তি বোঝায়..তাইনা?🤗তুমি কি আমার গল্পের সমাপ্তি হবে?🙄🙄আসলে তোমার টানা চোখ এ...
11/03/2021

Confession No : 04
এই যে ইতি.. ইতি মানে তো সমাপ্তি বোঝায়..তাইনা?🤗
তুমি কি আমার গল্পের সমাপ্তি হবে?🙄🙄
আসলে তোমার টানা চোখ এতো বেশি ভালো লাগে মনে হয় সারাদিন চোখ দুটো দেখি..😅😅
আমি কে তা জানতে ইচ্ছা করছে খুব তাইনা? আমি তোমার খুব কাছের কেউ কেউ একজন..🥰 একটু খোঁজার চেষ্টা করো পেয়ে যাবে..😇
ইতি আমি তোমাকে আমার জীবনের গল্পের সমাপ্তিতে পেতে চাই..💙

Confession No : 03From : Bola Jabe NaTo : Farhana Jannat RimiTomar Hashi Boro bhalobasi!! Akta gan ache tumi sunecho to ...
11/03/2021

Confession No : 03
From : Bola Jabe Na
To : Farhana Jannat Rimi

Tomar Hashi Boro bhalobasi!! Akta gan ache tumi sunecho to taina? Gan ta tomar sathe khub jay🤗 amar khub Posonder akta gaan ata🤩 tomar oi hashi tar mayay pore gechi.😍 Accah tumi saradin ato hasho kivabe?😘 Tumi hasho jevabei sarajibon evabei hashte thako.🥰🥰
I love you so much😇
Kotha kintu ekhanei sesh noy.aro ache amake khuje nao tarpor bolbo sob kotha tomay.🤗

Confession No : 02From : মাহিয়া আফরোজTo : আশিক রাজ (আমার মনের রাজা)❤️প্রিয় ভালোবাসা,কেমন আছো তুমি?😢 খুব কথা বলতে ইচ্ছা...
11/03/2021

Confession No : 02
From : মাহিয়া আফরোজ
To : আশিক রাজ (আমার মনের রাজা)❤️

প্রিয় ভালোবাসা,
কেমন আছো তুমি?😢 খুব কথা বলতে ইচ্ছা করে তোমার সাথে। কিন্তু আমি তো নিরুপায়।🥺 আমার ইগোটা সবসময় একটু বেশি।😪 শুনেছি তোমার নাকি গার্লফ্রেন্ড আছে তাই ইগোর চাপে আর বলা হয়ে ওঠে নি। আর কখনো হবেও না মনে হয়।😔 কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর সেটা আড়াল থেকে। সারাজীবন ভালোবেসেই যাবো।❤️
জীবনে প্রথম কনফো লিখছি। আল্লাহ করুক তোমার কাছে জেনো পৌঁছে যায় এই কথাগুলো।😍😍

ইতি,
মাহিয়া

Confession No : 01From : চিনবা না।To : সামান্তা শিথি।FB ID : Shah Sumaiya Afrin Sh*theeএকদিন রাতে ফেসবুকের হোম পেজ স্ক্র...
11/03/2021

Confession No : 01
From : চিনবা না।
To : সামান্তা শিথি।
FB ID : Shah Sumaiya Afrin Sh*thee

একদিন রাতে ফেসবুকের হোম পেজ স্ক্রল করতে ধরে একটা পেজ সামনে আসে। ক্লিক করে দেখি পেজটা আর কারো নয় তোমার ছিল।😍😍 সেদিনই তোমাকে প্রথম দেখেছিলাম তোমার পেজের মাধ্যমে।🥰🥰 তোমাকে দেখে আমি এক নিমিষের জন্য হারিয়ে গিয়েছিলাম কল্পনার রাজ্যে।😌😌 প্রথম কোনো মেয়েকে দেখে আমার মনে হয়েছিল এবার আমার জীবনে প্রেম এলো বুঝি।🥳 পরে তোমার ব্যাপারে খোঁজ নিতে শুরু করলাম। আর জানতে পারলাম তুমি পুরাই অন্য রকম। পীরগঞ্জ জাতির ক্রাশ তুমি।😩 ভয় ভয় করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তুমি এক্সেপ্টও করলা।🤩 সেই তখন থেকে তোমার ছবি দেখে দেখে আমার দিন রাত কাটানো শুরু।😇 এরপর একদিন তোমার মাই ডে দেখে জানতে পারলাম তোমার নাচের অনুষ্ঠান আছে।🔥 তারপর খোঁজ নিয়ে জানলাম সেটা কোথায়। ৩ ঘন্টা জার্নি করে জীবনে প্রথমবার পীরগঞ্জে গিয়েছিলাম সেদিন। আর সেই অনুষ্ঠানে তোমার নাচ দেখে এলাম। প্রথমবার তোমাকে দেখার ফিলিংসটা ছিল অন্যরকম।🤗🤗 যা বলে বোঝানো সম্ভব নয়। 💓💓
তুমি কোনো সময় স্মার্ট, কোনো সময় উপন্যাসের নায়িকা, কখনো বা লেডি কিলারের মত। তুমি একদম অন্য রকম।🥰 তোমার কাছে বার্তাটা পৌঁছানোর কোনো উপায় পাচ্ছিলাম না। তাই সার্চ দিয়ে পীরগঞ্জের কয়েকটা পেজ পেলাম আর এই পেজে জলদি করে আমার মনের কথাগুলো লিখে দিলাম। জানি না তোমার কাছে কথাগুলো পৌঁছাবে কিনা। কিন্তু বিশ্বাস করো তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোলাগা।❤️❤️
আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে?😢
থাকলে কি যে করবো জানি না। তবে আমি সত্যিই তোমাকে অনেক বেশি পছন্দ করি।🥺🥺
আচ্ছা আমার ভালোলাগাটা কি ভালোবাসায় পরিণত হবে না??🙄
উত্তরের অপেক্ষায় রইলাম। 😇😇

ইতি,
একটু খোঁজার চেষ্টা করিও প্লিজ।😔😔

RULES:-Pirganj Upazilla Crushes And Confession পেইজে আপনাদের স্বাগতম।পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ১.কনফেশন ...
12/02/2021

RULES:-

Pirganj Upazilla Crushes And Confession পেইজে আপনাদের স্বাগতম।
পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ

১.কনফেশন পাঠানোর সময় ক্রাসের নাম,স্কুল,কলেজ,ভার্সিটি ইত্যাদির সম্পূর্ণ তথ্য দিবেন।তথ্য না জানলে ভুল তথ্য দিবেন না,এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।।

২.কনফেশন কারীর নাম সম্পূর্ণ গোপন থাকবে।তাই কেউ জিজ্ঞাস করবেন না কে অমুক পোস্ট করছে।নাম প্রকাশ কখনো হবে না।সেই ভরসা রাখতে পারলেই মেসেজ দিবেন।

৩.এডমিন দের নাম জানতে চাইবেন না অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবেন না।সময় হলে আমরাই জানাবো।

৪.কনফেশনে পরিচিত কারো নাম আসলে তাকে মেনশন করতে পারেন,শেয়ার করতে পারেন।তাহলেই পেইজ এর সার্থকতা রক্ষা হবে।

৫.কমেন্ট করুন,মজা করুন কিন্তু কোনো পারসোনাল হ্যারাসমেন্ট করবেন না।বাজে কমেন্টের কারণে ব্যান করা হবে।

৬.কনফেশন নিয়ে সমস্যা থাকলে এডমিন কে জানাবেন,এর জন্য এডমিন সর্বদা সাহায্যে প্রস্তুত।

৭.ছবি দিয়ে কনফেশন দেওয়া যাবে,এতে অন্যের প্রাইভেসি নষ্ট যেন না হয়।

৮.কনফেশন দিলে সেটা সময়মত পোস্ট করা হবে,এর জন্য বারেবারে মেসেজ দিয়ে বলতে হবে না।আমরাই সময়মত পোস্ট করে দিব।কিন্তু যদি দেখেন পোস্ট করা হয় নি তাহলে আমাদের জানাবেন।

৯.এমন আরো অনেক পেইজ আছে যেখানে সব ধরনের শব্দ ইউজ করা পোস্ট এপ্রুভ + আপত্তি সত্ত্বেও পোস্ট ডিলেট করা হয় না।এই পেইজেও লেইম কনফেশন পোস্ট করা হয় কিন্তু সেগুলো আপনাদের মত পাবলিক রাই পাঠায়।এডমিন রা তো আর এডিট করে পোস্ট করে না।একটা চিহ্ন এদিক-সেদিক হলেই তো ইনবক্স কাঁপিয়ে ফেলেন।তাই যে যেভাবে মেসেজ পাঠায় সেভাবেই পোস্ট করা হয় বরং কোন ছবির সামান্য পরিমান অশালীনতা দেখলে সেটা চেঞ্জ করে অন্য ছবি দিতে বলা হয় আপনাদের।কমেন্ট মডারেট করা হয় কোন অভদ্র শব্দ থাকলে সেটা ডিলেট করা হয়।হ্যা সব গুলা পোস্টের হয়তো করা যায় না,২-১টা বাদ যায়।আপনারা খারাপ দেখলে এডমিনদের কাছে রিপোর্ট করবেন।আর অন্য যে পোস্ট গুলা করা হয় কখনোই আমরা নিজের বলে চালিয়ে দেই না,সাথে অবশ্যই কালেক্টেড লেখা থাকে।

১০.তারপরও যাদের এই পেইজের কাজকর্ম ভালো লাগবে না তাদের জন্য আনফলো অপশন আছে😊

⚫⚫অবশেষে একটা কথা,পেইজটি সম্পূর্ণ মজার জন্য,এটাকে মজা হিসেবেই নিন।বিনোদনকে কলুষিত করবেন না😊

ধন্যবাদ❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirganj Upazilla Crushes And Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share