Birbhum News বাংলা

  • Home
  • Birbhum News বাংলা

Birbhum News বাংলা B News বাংলা- বীরভূম জেলার খবর, অজানাকে জানা, বীরের ভূমিতে বীরত্বের কাহিনি, খবরের মুখ নেতা নয় জনতা।

04/02/2025

OBC মামলা খারিজ সুপ্রিম কোর্টে! ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল?
। ​







OBC case update
OBC case latest news
OBC case update today
OBC case live update

https://youtu.be/3MCW77Hq3i8?si=uZFMkBV4qV3KVWHU

03/02/2025

বীরভূমের পুরন্দরপুরে প্যারামেডিক্যাল ট্রেনিং।
চিকিৎসা ক্ষেত্রে কাজের সুযোগ প্রতি দিন বাড়ছে। নতুন নতুন সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম যত গড়ে উঠছে, ততই বাড়ছে দক্ষ স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পেশাদারদের চাহিদা। অত্যাধুনিক হাসপাতালে ডাক্তার ও নার্সদের মত প্রথাগত পেশাদার ছাড়াও প্রয়োজন - ডায়াগনিস্টিক কর্মী, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট থেকে হসপিটাল ম্যানেজার, ওয়ার্ড বয়, রিসেপশনিস্টদেরও। প্রত্যেকের নিজের নিজের ক্ষেত্রে প্রয়োজনমাফিক প্রশিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। মেডিকেল দুনিয়া ঘিরে চাকরিমুখি এ রকম কিছু নতুন কোর্সের দিশা রইল এই বিভাগে।

🏷️OUR COURSE DETAILS
1) Nursing Training
Eligibility - Madhyamik Pass/10+2, Month, Monthly Fees-400

2) Lab Technician Assistant
Eligibility - Madhyamik Pass
Age- 17+, Monthly Fees-400

3)Paramedical Health Worker (PMHW)
Eligibility - Madhyamik Pass
Age- 17+, Monthly Fees-300

4) CMS & ED( IRMA)
Eligibility - Madhyamik Pass/10+2(Any Stream)
Age- 17+, Monthly Fees-600

5)CMLT
Eligibility - Madhyamik Pass/10+2(Any Stream)
Age- 17+, Monthly Fees-500

এছাড়াও GNM, DMLT. D.PHARM ইত্যাদি কোর্সে ভর্তি চলছে।

বিশদে জানতে ও ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন
9547579971 নম্বরে।
স্টেট ব্যাংকের দ্বিতলে, পুরন্দরপুর হাই স্কুল মোড়, বীরভূম

02/02/2025

কুম্ভ মেলার আয়োজনে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠছে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে কুম্ভ মেলাতে, যোগী সরকার তথ্য লুকাচ্ছে- সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।

সাঁইথিয়া - অন্ডাল মেমু প্যাসেঞ্জারের সময়সূচী সংশোধিত হয়েছে। শেয়ার করে বীরভূমের মানুষকে জানিয়ে দিনজনস্বার্থে প্রচারিত। ত...
30/01/2025

সাঁইথিয়া - অন্ডাল মেমু প্যাসেঞ্জারের সময়সূচী সংশোধিত হয়েছে। শেয়ার করে বীরভূমের মানুষকে জানিয়ে দিন
জনস্বার্থে প্রচারিত।
তথ্য - পূর্ব রেলওয়ে।

30/01/2025

ক্লাসরুমে অধ্যাপিকার সিঁথিতে
সিঁদুর ছাত্রের? ভাইরাল ভিডিও
নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা!



29/01/2025

আইসির কলার ধরে টান, পালটা ঘুসি-লাঠিচার্জ পুলিশের; অগ্নিগর্ভ সিউড়ি! এই ঘটনায় অনুব্রত মণ্ডল ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের প্রতিক্রিয়া জানুন!

আজ SSC চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে, আদালতে কী তথ্য দেবে এসএসসি ? যে সকল ভুয়ো শিক্ষক প্যানেল ভুক্ত আছে তাদের...
27/01/2025

আজ SSC চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে, আদালতে কী তথ্য দেবে এসএসসি ? যে সকল ভুয়ো শিক্ষক প্যানেল ভুক্ত আছে তাদেরই বা কি বক্তব্য থাকতে পারে? 'যদি যোগ্য ও অযোগ্য আলাদা করা সম্ভব না হয় তাহলে? আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানান।

 # খান আব্দুল গাফফার খান নামটা বর্তমানে খুব একটা পরিচিত নাম নয়। ৩১ শে আগস্ট, ১৯৩৪ বোলপুর স্টেশনে দাঁড়িয়ে ছিলেন রবীন্দ্রন...
26/01/2025

# খান আব্দুল গাফফার খান
নামটা বর্তমানে খুব একটা পরিচিত নাম নয়।
৩১ শে আগস্ট, ১৯৩৪ বোলপুর স্টেশনে দাঁড়িয়ে ছিলেন রবীন্দ্রনাথ। সাত সকালে যাত্রীদের কৌতূহল ছিল গুরুদেব কি শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু তখন কলকাতা যাবার কোনও ট্রেন ছিল না। ট্রেন তো চলে গেলো। তাহলে? জানা গেল, তিনি একজন অতিথিকে রিসিভ করতে এসেছেন।

কে সেই মান্যগণ্য অতিথি! যার জন্যে স্বয়ং গুরুদেব নিজে উপস্থিত স্টেশনে?

বর্ধমানের দিক থেকে একটি ট্রেন এসে বোলপুরে থামল। দেখা গেল রেলগাড়ির একটি তৃতীয় শ্রেনির কামরা থেকে নামছেন এক দীর্ঘদেহী বলিষ্ঠ পাঠান যুবক। তাঁকে দেখা মাত্র রবীন্দ্রনাথ এগিয়ে গেলেন, ৪৪ বছর বয়স্ক যুবক নত হবার চেষ্টা করতেই ৭৩ বছরের কবিগুরু তাঁকে বুকে জড়িয়ে ধরলেন।

খান যুবক না হলেও এমন কিছু মধ্যবয়স্ক নন তিনি। কবিপুত্র রথীন্দ্রনাথের চেয়েও দু বছরের ছোট। সেদিনের ওই মানুষটিই হলেন খান আব্দুল গাফফার খান।

সর্বত্যাগী ফকির, খুব সাধারণ একজন মানুষ হিসেবে রয়ে গিয়েছেন ইতিহাসের পাতায়।

স্বাধীনতা আন্দোলনের সেই দিনগুলিতে ভারতের মানুষ তাঁকে চিনতেন ‘সীমান্ত গান্ধী’ হিসেবে। এই মানুষটি শান্তিনিকেতনের কথা শুনেছিলেন গান্ধিজির কাছে। শুনেছিলেন কবিগুরু বোলপুরের কাছে একটি গ্রামে গরীব মানুষের উন্নয়নের জন্যে একটি সংগঠন ও একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। পেশোয়ার থেকে তাই বড়ো পুত্র আব্দুল গনিকে পাঠিয়েছিলেন শান্তিনিকেতনে লেখাপড়া শিখতে। পুত্রের মাধ্যমে তাঁর সাথে রবীন্দ্রনাথের যোগসূত্র। ১৯৩৪ সালে হাজারিবাগ জেল থেকে মুক্তি পেতেই তিনি বাংলায় আসতে চেয়েছেন। তাঁর আন্তরিক ইচ্ছে কবিগুরুর সাথে একটিবার দেখা করার।

প্রথমে পাটনা গিয়েছিলেন বাবু রাজেন্দ্রপ্রসাদের কাছে। তখন তিনি স্বাধীনতা সংগ্রামী একজন কংগ্রেস কর্মী। পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন। পাটনা থেকে শান্তিনিকেতনে খবর পাঠালেন- খান আবদুল গাফফার খান দেখা করতে চান রবীন্দ্রনাথের সঙ্গে। তাঁর আগ্রহ শ্রীনিকেতন সম্পর্কেও।

স্টেশন থেকে কবিগুরু তাঁকে প্রথমে নিয়ে এলেন বিশ্বভারতীর লাইব্রেরী প্রাঙ্গণে। সেখানে সমবেত আশ্রমিক, ছাত্রছাত্রী ও অন্যান্যদের সামনে ‘অতিথি’র পরিচয় করিয়ে বললেন, খান সাহেবের শান্তিনিকেতন সফর আশ্রমবাসীদের জীবনে স্মরণীয় ঘটনা। তিনি যখন কারান্তারালে গিয়েছেন, পুত্রকে পাঠিয়েছেন এখানে লেখাপড়া শেখার জন্য। এতেই প্রমাণ মেলে বিশ্বভারতীর প্রতি তাঁর কতখানি আস্থা ও মমত্ববোধ আছে। তাঁর অনুভুতি আমাদের স্পর্শ করেছে।

গাফফার খান একদিনের বেশি শান্তিনিকেতনে থাকতে পারেন নি। একদিনেই তিনি শান্তিনিকেতন-শ্রীনিকেতনের প্রতিটি বিভাগ ঘুরেছেন দেখেছেন, নিজের চোখে। পরের দিন শান্তিনিকেতন ত্যাগের আগে সকালে উদয়ন প্রাঙ্গণে কবি তাঁর সংবর্ধনার আয়োজন করেন। সেখানে বাংলা হরফে লেখা তাঁর ভাষণ কবি উর্দুতে পাঠ করেছিলেন। “থোরেসে অরসেকে লিয়ে অপ হামারে ইঁহা তসরিফ লায়ে হৈ ...।”

নিজের হাতে খসড়া করা সেই ভাষণে কবি বলেছিলেন, “অল্পক্ষণের জন্যে আপনি আমাদের মধ্যে এসেছেন। কিন্তু সেই সৌভাগ্যকে আমি অল্প বলে মনে করিনে। আমার নিবেদন এই যে, আমার এ কথাকে আপনি অত্যুক্তি বলে মনে করবেন না যে আপনার দর্শন আমাদের হৃদয়ের মধ্যে নতুন শাক্তি সঞ্চার করেছে। প্রেমের উপদেশ মুখে বলে ফল হয় না, যারা প্রেমিক তাদের সঙ্গই প্রেমের স্পর্শমান। তার স্পর্শে আমাদের অন্তরে যেটুকু ভালবাসা আছে তাঁর মুল্য বেড়ে যায়।
অল্পক্ষণের জন্যে আপনাকে পেয়েছি কিন্তু এই ঘটনাকে ক্ষণের মাপ দিয়ে পরিমাপ কড়া যায় না। যে মহাপুরুষের হৃদয় সকল মানুষের জন্য, সকল দেশেই যাঁদের দেশ তাঁরা যে কালকে উপস্থিত মতো অধিকার করেন, তাঁকে অতিক্রম করেন, তাঁরা সকল কালের। এখানে আপনার ক্ষণিক উপস্থিতি আশ্রমের হৃদয়ে স্থায়ী হয়ে রইলো”।

সংবর্ধনার উত্তরে গাফফার খান সেদিন বলেছিলেন, “গুরুদেব” তাঁকে যে আন্তরিক সংবর্ধনা জানিয়েছেন, তাতে তিনি অভিভুত। এখানে আশার আগে যা শুনেছিলেন, নিজের চোখে দেখে মনে হচ্ছে তাঁর চেয়েও মহৎ কাজ সম্পন্ন হয়েছে। কবি এখনে যে আদর্শ অনুসরন করেছেন, তাঁর ভিত্তিতে ভারত উন্নতির পথ খুঁজে পাবে। ধর্মের অপবাখ্যার মধ্য দিয়েই সাম্প্রদায়িক মনোভাবের বিষবাষ্প ছড়িয়ে পড়ে, এর জন্যই ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণতায় বাধা আসছে।

গাফফার খান শান্তিনিকেতন থেকে চলে যাবার পর রবীন্দ্রনাথ একটি পত্রে তাঁর সম্পর্কে গান্ধিজিকে লিখেছিলেন- ‘এক অকপট সরলতার’ মানুষ। রবীন্দ্র প্রয়াণের খবর পেয়ে এই মানুষটি পেশোয়ার থেকে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে জানিয়েছিলেন,

Peshaar 12th Aug. 1941
Dear Mr. Tagore,
I am deeply grieved to hear of the sad demise of Gurudev. In him India has truly lost the greatest philosopher, poet and a nationalist. I heartily condole with you in your sad bereavement. May God bless his soul and give strength in your preasent trial.
Yours sincerely,
Abdul Ghaffar Khan

পঁইত্রিশ বছর পর গাফফার খান আবার শান্তিনিকেতন এসেছিলেন। তখন তাঁর বয়স ৭৯। ক্লান্তিময় বার্ধক্য জাঁকিয়ে বসেছে শরীরে। পাকিস্থান সৃষ্টির ১৭ বছরের মধ্যে ১৫ বছর কেটেছে তাঁর কারাগারে। তিনি ‘হিন্দু ও বিশ্বাসঘাতক’ এই ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ। অধিকাংশ সময় নির্জন কারাগার, নয়ত নজরবন্দি। ১৯৬৪ সালে স্বেছা নির্বাসন বেছে নিয়েছিলেন আফগানিস্থানের একটি ছোট গ্রাম জালালাবাদে।স্থির করেছিলেন সেখানেই বাকি জীবন কাটাবেন রবীন্দ্রনাথ ও গান্ধিজির জীবনদর্শন সম্বল করে।

১৯৬৯ সালে গান্ধি জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জয়প্রকাশ নারায়ণ তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান।তিনি সে অনুরোধ অগ্রাহ্য করতে পারেন না। স্বাধীনতা প্রাপ্তির বাইশ বছর পর বিপর্যস্ত স্বপ্ন ও আদর্শ আর ভাঙা মন নিয়ে তিনি ভারতের মাটিতে পা রেখেছিলেন। দিল্লিতে নেহেরু কন্যা প্রিয় ইন্দুকে বলেছিলেন তাঁকে যেন শান্তিনিকেতন যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

শান্তিনিকেতন কেন?

মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, কেন জানো? ১৯৩৪ সালে প্রথম যখন যাই, গুরুদেবের কাছ থেকে স্নেহ ভালবাসা পাবার সৌভাগ্য হয়েছিল আমার।

১৪ ডিসেম্বর, ১৯৬৯। আগের মতোই রেলের একটি তৃতীয় শ্রেনির কোচ মধ্যরাত্রে বোলপুর স্টেশনে এসেছিল তাঁকে নিয়ে। বাকি রাত সেটি সাইডিং-এ রেখে দেওয়া হয়। গাফফার খান সেখানেই ছিলেন। পরদিন ১৫ ডিসেম্বর সকাল আটটায় তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি তাঁকে সেখান থেকে নিয়ে যান শান্তিনিকেতনে। তাঁকে নিয়ে যাওয়া হয় উদয়নের সেই ঘরে, যে ঘরে ৩৫ বছর আগে রবীন্দ্রসান্নিধ্যে কেটে ছিল তাঁর একটি দিন।
তারপর তাঁকে বিশ্বভারতীর আম্রকুঞ্জে চিরাচরিত ধারায় সংবর্ধনা দেওয়া হয়।

উত্তরে সেদিনও বলেছিলেন, ৩৫ বছর আগে আমি যখন প্রথম এখানে এসেছিলাম গুরুদেবের যে স্নেহ, ভালবাসা পেয়েছি তা আমার অন্তরে আজও বিরাজমান।

তিনি আশ্রমিকদের হোস্টেল, কলাভবন, বিচিত্রা দেখেন। বিচিত্রায় একটি কাঠ খোদাই মানবমূর্তির সামনে দাঁড়ালে তাঁর চোখ থেকে জল গড়িয়ে নামে। বারবার চোখ কচলে মূর্তিটি পরখ করেন। এ মূর্তি যে গড়েছেন তাঁর পুত্র নন্দলাল শিষ্য আবদুল গনি।

তিনি ঘুরলেন শ্রীনিকেতন। বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তাঁকে দেখতে। ছোট একটি বক্তৃতাও দেন। ফেরার পথে উপাচার্য কালিদাস ভট্টাচার্যর কাছে সাঁওতাল পল্লী দেখাবার অনুরোধ করলেন।
তাঁকে নিয়ে যাওয়া হোল ভুবনডাঙ্গায়।

সাঁওতালদের সাথে গাফফার খান মিলিত হলেন। জানতে চাইলেন, স্বাধীনতার আগে যেমন আপনাদের দিন কাটত, তাঁর কি কোনও পরিবর্তন হয়েছে? স্বাধীনতা কি আপনাদের জীবনের স্বাদ বদলে দিতে পেরেছে?

দোভাষীর মাধ্যমে তিনি যে জবাব পেয়েছিলেন তাতে তাঁর মুখের হাসি মিলিয়ে গিয়েছিলো। হায় গুরুদেব! হায় স্বাধীনতা!

বুক ভরা আক্ষেপে শুধু এক টুকরো শান্তি ছিল তাঁর শান্তিনিকেতন সফর। ১৯৮৮-র ২০ জানুয়ারি তিনি প্রয়াত হন।

কৃতজ্ঞতা স্বীকার::white Politics

Birbhum News বাংলা : পশ্চিমবঙ্গ সরকার "দুয়ারে সরকার" উদ্যোগটি চালু করেছে যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা সহজে ও সরাসরি...
26/01/2025

Birbhum News বাংলা : পশ্চিমবঙ্গ সরকার "দুয়ারে সরকার" উদ্যোগটি চালু করেছে যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা সহজে ও সরাসরি তাদের দ্বারে পেতে পারেন। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে:

1. সরলীকরণ ও সহজলভ্যতা: অনেক সময় মানুষকে সরকারি অফিসে গিয়ে দীর্ঘ প্রক্রিয়া পেরোতে হয়। এই উদ্যোগের মাধ্যমে সেই জটিলতা কমিয়ে পরিষেবাগুলি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

2. সময় ও অর্থের সাশ্রয়: সাধারণ মানুষ যাতে তাদের কাজ ও দৈনন্দিন জীবন থেকে সময় বের করে দূরবর্তী সরকারি অফিসে না যেতে হয়, তাই এই পরিষেবা তাদের নিকটবর্তী ক্যাম্পে এনে দেওয়া হচ্ছে।

3. পদ্ধতিগত স্বচ্ছতা: সরকারি পরিষেবার ক্ষেত্রে প্রায়শই দালাল বা মধ্যস্থতাকারীর ভূমিকা দেখা যায়। "দুয়ারে সরকার" উদ্যোগ এই মধ্যস্থতা দূর করে সরাসরি নাগরিক ও প্রশাসনের মধ্যে যোগাযোগ স্থাপন করে।

4. সর্বজনীন অ্যাক্সেস: গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শহরাঞ্চলের মানুষ পর্যন্ত যাতে সরকারি পরিষেবা সমানভাবে পান, তাই এই উদ্যোগ চালু করা হয়েছে।

5. মানুষের অভাব অভিযোগ শোনা: এই ক্যাম্পগুলিতে মানুষের অভিযোগ বা সমস্যাগুলিও সরাসরি শোনা হয় এবং তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হয়।

6. সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন: অনেক সময় প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে মানুষ অবগত নন। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হচ্ছে এবং প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে।

সংক্ষেপে, "দুয়ারে সরকার" উদ্যোগটি সরকারের একটি প্রচেষ্টা যাতে প্রশাসনকে আরও নাগরিক-বান্ধব, কার্যকর এবং জনগণের দরজায় নিয়ে আসা যায়।

শিক্ষকতা চাকরির খবর।
26/01/2025

শিক্ষকতা চাকরির খবর।

আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার...
20/01/2025

আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার দরকার নাই!

যদি ক্যাপিচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না, আপনি টং দোকানের দুধ চা খান — কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দিন।

আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক ফ্যান্টাসি বোঝেন না, আর্ট ফিল্ম দেখতে আপনার বিরক্ত লাগে; আপনি দেখবেন না।

আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে একথা কোথায় লেখা আছে? বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোও কি কম শান্তির!

স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পড়ে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পড়ে বের হোন। সবাই স্টাইলিশ জামা কাপড় পড়লে আপনাকেও পড়তে হবে এমন কোনো কথা নেই। যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলামেশা না করাই আপনার জন্য ভালো! অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপিয়ে নিবেন না।

ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, গেম অব থ্রোনস, ডার্ক ফ্যান্টাসি, বিটিএস না দেখলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত বলে পরিচিত হন, ট্রেন্ডি স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান, ওইটা টক্সিক সার্কেল — ওখান থেকে বের হয়ে আসুন!

যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। মনে রাখবেন একশটা নাক উঁচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে দুদন্ড গল্প করা অনেক বেশি প্রশান্তির।

15/01/2025

বাতিল সব চাকরি? SSC ২৬০০০ মামলায় বড় খবর! সুপ্রিম কোর্টে কী হল
​ ​ ​ ​ ​

🥶 বাড়বে কিছুটা ঠান্ডা 🥶১৫ই জানুয়ারি ২০২৫ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা বৃদ্ধি পাবে। পুরুলিয়া বাঁকুড়া ও পার্শ্ব...
14/01/2025

🥶 বাড়বে কিছুটা ঠান্ডা 🥶
১৫ই জানুয়ারি ২০২৫ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা বৃদ্ধি পাবে। পুরুলিয়া বাঁকুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩°সে পর্যন্ত নামতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪°সে আশেপাশে নেমে যেতে পারে।

14/01/2025

আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি বন্ধ থাকবে শিয়ালদহ- সিউড়ি মেমু এক্সপ্রেস।বালিঘাট স্টেশন থেকে বালি হল্ট স্টেশনের মধ্যে রোড আন্ডার ব্রিজ (আরইউবি) তৈরির কাজের জন্য বেশ কিছু ট্রেন বন্ধ করা হয়েছেআগামী ২২ জানুয়ারি ভোরে সিউড়ি- শিয়ালদহ মেমু এক্সপ্রেস সিউড়ি থেকে ছেড়ে শিয়ালদহ যাবেকিন্তু সে দিন আর ফিরবে না।এরপর ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি এই ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে।২৭ জানুয়ারি বিকেলে ট্রেনটি ফের শিয়ালদহ থেকে সিউড়ি ফিরবে২৮ জানুয়ারি থেকে এই ট্রেনের পরিষেবা আবার স্বাভাবিক হয়ে যাবে।

14/01/2025

বাস সংকটে বীরভূম!
অটো ও টোটোর 'দাপটে' কার্যত বন্ধ হতে বসেছে বীরভূম জেলার বিভিন্ন রুটের বেসরকারি বাস পরিষেবা।সিউড়ি, বোলপুর, সাইথিয়া, মুরারই, ইলামবাজার রুটে কমেছে বাস।সব মিলে ১৬ টি রুটের বাস কমেছে বা বন্ধ হয়ে গেছে।

নীল আলোর অভিশাপ
08/01/2025

নীল আলোর অভিশাপ

08/01/2025

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির সুযোগ, যোগ্যতা, শেষ তারিখ ইত্যাদি নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে।
https://youtu.be/VabqjSM5n0k


Address


Telephone

+919547579971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birbhum News বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share