19/12/2021
ইদানিং দেখলাম কয়েক জনের কম্পিউটার হ্যাক হল। কম্পিউটারে থাকা জিমেইল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল হ্যাক করে নিয়ে গেল। 🤭 অথচ জিমেইলে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা ছিল। বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম। হ্যাকার বিভিন্ন বাহানায় এনিডিক্স এর মত সফটওয়্যার দিয়ে পিসিতে ঢুকে নিজের ইস্পা সফটওয়্যার ইনস্টল করে দেয়। আসলে এই সফটওয়্যারটি ইন্সটল করার প্রয়োজন হয় না এটা জাস্ট একটা টেম্প ফাইল এর মত আপনার পিসিতে পেস্ট করলে হাইড হয়ে যাবে, এবং অ্যাক্টিভ হয়ে যায় এরপর আপনার যত ব্রাউজার আছে সবগুলা হ্যাকার অ্যাক্সেস করতে পারে। 😛 আপনি ঘুমিয়ে থাকবেন ঘুম থেকে উঠে দেখবেন আপনার সবকিছু শেষ। যত সিক্রুটি দিবেন কোন কাজে আসবে না এই ক্ষেত্রে।
সবসময় হ্যাকিং থেকে বাঁচার উপায়: ১/ অপরিচিত কাউকে কম্পিউটারের এক্সেস দিবেন না।
২/ ইন্টারনেট থেকে সফটওয়্যার, মুভি, গেম, ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। বিশ্বস্ত কোন সাইট না হলে ডাউনলোড করা থেকে বিরত থাকবেন।
৩/ গুরুত্বপূর্ণ একাউন্ট, আইডি বা মেইল এ two-factor অথেন্টিকেশন এড করুন।
৪/ গুরুত্বপূর্ণ মেইল, আইডি, একাউন্ট এর কাজ শেষ হলে কম্পিউটার থেকে লগআউট করে নিন।
৫/ ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করা থেকে বিরত থাকুন।
৬/ কারো সাথে একাউন্ট এর ডেট অফ বার্থ ও অন্যান্য ইনফরমেশন শেয়ার করা থেকে দূরে থাকুন।
৭/ না বুঝে কোন লিংকে ক্লিক করবেন না। যা অপরিচিত ব্যক্তি, বা বিভিন্ন লোভনীয় অফার এর মধ্যে দেওয়া থাকে।
≤≤ এ বিষয়গুলি মানলে মোটামুটি আপনি হ্যাকিং এর হাত থেকে রক্ষা পেতে পারেন। এরপরেও যদি কোন দূর্ঘটনা ঘটে যায় আপনার সাথে, তাহলে মাথা ঠান্ডা করে উদ্ধারের চেষ্টা করুন। নিজে না পারলে এক্সপার্টদের সহযোগিতা নিন ≤≤