Update News 24 Hours

  • Home
  • Update News 24 Hours

Update News 24 Hours All kinds of viral news.. home & abroad.

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন মেয়েটির নাম অদ্রিতা, পড়ে ব্র্যাক ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারে। পড়াশোনার পাশাপাশি সে তার বিশ...
28/02/2024

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন মেয়েটির নাম অদ্রিতা, পড়ে ব্র্যাক ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারে। পড়াশোনার পাশাপাশি সে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর জন্য স্বল্প খরচে খাবার সেল করার উদ্যোগ নিয়েছে।
আমাদের দেশে ব্যবসা করাকে একটু খারাপ চোখে দেখা হয়, স্টুডেন্ট অবস্থায় হলে সেটা তো আরো ডিমোটিভেটিং।
অদ্রিতার এই রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করাটাকে আপনি কেমন চোখে দেখেন।

সাংবাদিক হিসেবে আমি লজ্জিত : খালেদ মহিউদ্দীন৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল, ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তা...
09/01/2024

সাংবাদিক হিসেবে আমি লজ্জিত : খালেদ মহিউদ্দীন
৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল, ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন!

26/12/2023

৩ধাপে গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাব!!

নতুন করে যুদ্ধ বিরতির জন্য ইসরাইল এবং হামাসকে প্রস্তাব দিয়েছে মিশর। ইসরাইলের যুদ্ধ কেবিনেট এ প্রস্তাব নিয়ে সোমবার আলোচনা করবে। হামাস এবং ইসলামিক জিহাদের দুটি প্রতিনিধি দল কায়রো সফরের পর এই প্রস্তাটি দেয় মিশর। ইসরাইল প্রস্তাবটিকে গুরুত্বপূর্ণ মনে করছে। (ইসরাইল মিশরকে কাতারের চেয়ে বেশি বিশ্বাস করে।)

প্রস্তাবটিতে ৩ ধাপে যুদ্ধ বিরতি বাস্তবায়ন করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের রূপরেখা তুলে ধরা হয়েছে।

১ম ধাপ: আগের মতই বন্দীদের ছেড়ে দেয়ার জন্য সাময়িক যুদ্ধ বিরতি। তবে এবার ৪০ জন বন্দী ছেড়ে দেয়ার পরিবর্তে ১-২ সপ্তাহের যুদ্ধ বিরতি দিবে ইসরাইল । এই বন্দীরা মূলত নারী, ষাটোর্ধ্ব পুরুষ এবং গুরুতর অসুস্থরা।

২য় ধাপ: হামাস তাদের হাতে থাকা ইসরাইলি বন্দীদের লাশ ফেরত দেবে। আর ইসরাইলও হামাসের সদস্যদের লাশ ফেরত দেবে।

৩য় ধাপ: হামাস বাকি সব বন্দীকে মুক্তি দিবে। আর ইসরাইলও ৬০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। গাজায় আমেরিকা, কাতার এবং মিশরের তত্ত্বাবধানে একটা টেকনোক্র্যাট (রাজনীতিবিদদের বাইরের এলিটদের নিয়ে) সরকার গঠন হবে যেখানে হামাসের সাথে সম্পৃক্ত কেউ থাকবে না।

এই প্রস্তাবের প্রথম দুটি ধাপে ইসরাইলের তেমন কোন আপত্তি নেই বলে মনে করা হচ্ছে তবে ৩নম্বর ধাপটি ইসরাইলের যুদ্ধ কেবিনেট কিভাবে মেনে নেয় বা আদৌ মেনে নিবে কি না দেখার বিষয়।

- সোর্স ইসরাইলি ওয়ালা নিউজ, সাংবাদিক বারাক রাভিদ
t.me/SorwarAlam

শাহ আমানত সেতু থেকে তোলা ছবি!
07/12/2023

শাহ আমানত সেতু থেকে তোলা ছবি!

আমরা অনেকে জানিনা ইসরায়েলি পণ্যগুলো কি কি? আসুন জেনে নেওয়া যাক এক নজরে ইসরাইলে পণ্য গুলোর নাম :ইসরাইলের পণ্য তালিকা :1...
24/11/2023

আমরা অনেকে জানিনা ইসরায়েলি পণ্যগুলো কি কি? আসুন জেনে নেওয়া যাক এক নজরে ইসরাইলে পণ্য গুলোর নাম :

ইসরাইলের পণ্য তালিকা :

1. Coca cola

2. Maggi

3. Nestle

4. Sprite

5. Fanta

7. Nokia

8. Origins

9. Vittel

10. Calvin Klein

11. McDonalds

12. Intel

13. IBM

14. Starbucks Coffee

15. Boss

16. Danone

17. KitKat

18. Auchan

19. The Times

20. Bb

21. Time

22. CNN

23. HEMA

24. GAP

25. New York Post

26. L’Oréal

27. National Geographic Channel

28. Champion

29. Star

30. News of the world

31. perrier

34. Timberland

35. Sunkist

36. Villager’s

37. Biotherm

38. Marks & Spencer

39. HR

40. Johnson & Johnson

41. Nestle Shreddies

42. Giorgio Armani

43. Gossard

44. Dr Peppel

45. Plamtex

46. Kiwi

#বয়কট #ইজরাইল

(সংগ্রহিত)

ইসরাইল এবং হামাসের মধ্যের যুদ্ধ বিরতি এবং বন্দী মুক্তির বিস্তারিত :- শুক্রবার সকাল ৭ টায় অর্থাৎ বাংলাদেশ সময় ১১টা থেকে শ...
24/11/2023

ইসরাইল এবং হামাসের মধ্যের যুদ্ধ বিরতি এবং বন্দী মুক্তির বিস্তারিত :

- শুক্রবার সকাল ৭ টায় অর্থাৎ বাংলাদেশ সময় ১১টা থেকে শুরু হবে যুদ্ধবিরতি চলবে ৪ দিন ধরে।
- এই চার দিনে আল-কাসসাম ব্রিগেড, অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ এবং ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে।
- দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান/ড্রোন উড়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে
- উত্তর গাজায় সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত ইসরাইলি বিমান/ড্রোন উড়তে পারবে না।
- প্রতি একজন ইসরাইলি বন্দীর জন্য নারী ও শিশু মুক্তির বিপরীতে ৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
- ৪ দিনে মোট ৫০ জন ইসরাইলি বন্দী মুক্তি দেয়া হবে যাদের মধ্যে মহিলা এবং ১৯ বছরের কম বয়সই শিশুরা থাকবে।
- পরিবর্তে ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।
- গাজা উপত্যকার সমস্ত এলাকায় প্রতিদিন ২০০টি করে ট্রাক ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহন করে নিয়ে আসবে।
- গাজার সমস্ত এলাকায় প্রতিদিন ৪ ট্রাক জ্বালানী এবং রান্নার গ্যাস ঢোকার অনুমতি পাবে।
- শুক্রবার বিকেল ৪ টায় প্রথম ধাপে ইসরাইলি ১৩ জন এবং ফিলিস্তিনি ৩৯ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।
- হামাস যে সব বন্দীকে মুক্তি দিবে তাদের নামের লিস্ট ইসরাইলের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ইসরাইল।

ওদিকে লেবাননের হিযবুল্লাহ এবং ইয়েমেনর হুথিরা এই যুদ্ধ বিরতির কোন পক্ষ না হওয়ার কারণে তারা ইসরাইলে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

সুত্র: সরোয়ার আলম

23/11/2023

সাদ্দাম ৪০টি মিসাইল কেন মেরেছিলে ইজ*রাইলে??

এত দিন ঢালাও ভাবে প্রচারিত হলো ১৮০টাকায় কক্সবাজার! বাস্তবে চিত্র ভিন্ন, সর্বনিম্ন ভাড়া ৬৯৫টাকা!বাটপাড়ির একটা সীমা থাকা উ...
23/11/2023

এত দিন ঢালাও ভাবে প্রচারিত হলো ১৮০টাকায় কক্সবাজার! বাস্তবে চিত্র ভিন্ন, সর্বনিম্ন ভাড়া ৬৯৫টাকা!

বাটপাড়ির একটা সীমা থাকা উচিত🤨🤨

#কক্সবাজার #চিটাগং #ঢাকা

23/11/2023

নিক্সন চোধুরী কি বললেন আওয়ামীলীগ নিয়ে???

22/11/2023

নিউজ আপডেট:

⏺️অবশেষে ইজরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি।

⏺️ ব্রাজিল ০-১ গোলে আর্জেন্টিনার কাছে পরাজয়।

⏺️ দক্ষিন আফ্রিকা ও ইজরাইলের মধ্যে বিচ্ছেদ। দক্ষিন আফ্রিকার আদালতে নেতানেয়াহুকে গ্রেফতার পরোয়ানা জারী।।

19/11/2023

ঢাকায় এলো স্টাইলিশ ৬৫ ইঞ্চি টিভি! দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা!

19/11/2023

বাংলাদেশ জিতলে যত খুশি হই, ইন্ডিয়া হারলে তার চেয়ে বেশি খুশি হই কেন জানিনা 😅😅

19/11/2023

আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইলেন সাকিব!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Update News 24 Hours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share