The plural column

  • Home
  • The plural column

The plural column The Plural Column is a news website that it publishes news, views, literature,multimedia content, et Debate is welcome, not quarrel.
(2)

The Plural Column is a news website that it publishes news, views, literature, multimedia content, etc. In presenting news the outlet is committed to narrate it factually while it proposes itself for plural voice, not me but us. Intense moderation of opinions expressed in the comment section may not be possible, thus it appeals for not to put any comment that propagates false information, hatred

or anything not constructive. In case of anything objectionable , it may be brought to the site’s administration. However, the administration reserves the right of deleting , editing or whatsoever required to keep things in right way. AND in no cases the site takes responsibility of any comment, opinion expressed in reaction to any item, and so the site should not be prosecuted for such things. In case of litigation, the site provides IP address, e-mail id come with any comment to competent legal authority , particularly the court of law. Anybody keeping opinion may please bear this in mind. Any opinion, comment,claim,etc from author,interviewee,etc published in any item not necessarily the portal also subscribes, the responsibility completely lies with the concerned person,organisation,etc. Such opinion,claim, etc whatsoever should not be a point of dispute with this portal,its social platforms,facebook account, page,etc. Permissible objection to any item is published as comment under the respective item, maybe with note from the site. In no cases the site reveals the identity of news source , the source’s identity is protected by the nature of established practice of news publishing. Any dispute is a subject to the Agartala, Tripura,India jurisdiction. Contact: [email protected] ( typically responds in 24 hours if nothing is awaiting in relation to the query. )

Love and Regards

thepluralcolumn.com

29/05/2021

ত্রিপুরায় কোভিড মৃত্যু বাড়ছে। নয় জনের মৃত্যু হয়েছে আরও। নতুন কোভিড রোগী শনাক্ত হলেন ৫৯৫ জন। পজিটিভিটি রেট ৭.০৬ শতাংশ।
গতদিনের চেয়ে টেস্ট কমেছে অনেকটা, বেড়েছে পজিটিভিটি রেট। আগের দিন মৃত্যু ছিল ১৩ জনের।
কোভিড-মুক্ত হয়েছেন ৭২২ জন।

28/05/2021

১৩ জন একদিনে কোভিডে মারা গেলেন ত্রিপুরায়। নতুন আক্রান্ত শনাক্ত হলেন ৭৮৩ জন। পজিটিভিটি রেট ৬.৯৭ শতাংশ।

25/05/2021

মে মাসে একদিনে সবচেয়ে বেশি কোভিড নেগেটিভ, ৯৬৫ জন।
পজিটিভ হয়েছেন ৭৭৩ জন। পজিটিভিটি রেট ৭.৫৩ শতাংশ।মারা গেছেন ৩ জন।

24/05/2021

ত্রিপুরায় নতুন কোভিড রোগী ৪২৬ জন শনাক্ত হয়েছেন, পজিটিভিটি রেট ৫.৯৩ শতাংশ। মারা গেছেন আরও পাঁচ জন।
নেগেটিভ হলেন ৪২৭ জন।

23/05/2021

ত্রিপুরায় নতুন আক্রান্ত ৮৭৬ জন শনাক্ত। পজিটিভিটি রেট ৬.৮৪ শতাংশ। মারা গেছেন আরও দুই জন।
নেগেটিভ হয়েছেন ৪৭৪ জন।

22/05/2021

ত্রিপুরায় নতুন কোভিড রোগী ৮৬৪ জন আরও শনাক্ত। মৃত্যু ছয়। পজিটিভিটি রেট ৫.৯২ শতাংশ।

21/05/2021

ত্রিপুরার রাজধানী শহর আগরতলার গোর্খাবস্তির নতুন পল্লী এলাকার ঘটনা। দিনমজুর পরিমল আচার্য রাস্তায় পড়েছিল ঘন্টার পর ঘন্টা।

আপতকালীন পরিসেবা আসছে না, ফায়ার সার্ভিসের আধিকারিকই মন্তব্য করলেন।

হাসপাতালে পুলিশ নিয়ে গেছে তাকে শেষে।

21/05/2021

ত্রিপুরায় একদিনে শনাক্ত ৮৬৩ জন কোভিড রোগী। এই দিনের পজিটিভিটি রেট ৭.৫৫ শতাংশ। মারা গেছেন দুই জন। পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৩২ জন।
মারা গেছেন দুই জন।
কোভিড নেগেটিভ ৩৩২ জন।

20/05/2021

নতুন কোভিড আক্রান্ত ৭২০। পজিটিভিটি রেট ৬.৭৩ শতাংশ। মৃত আরও দুই।

19/05/2021

ত্রিপুরায় একদিনে সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হবার রেকর্ড, নতুন আরও ৮৭৯ জন পাওয়া গেলেন। লাফ দিয়ে একদিনে পজিটিভিটি রেট পৌঁছাল ৮.৬৩ শতাংশে, গতকাল ছিল ৭.৬২ শতাংশ।
মারা গেলেন আরও তিনজন।
সুস্থতার হার কমে ৮৫.৮২ শতাংশে, প্রতিদিনই নামছে এই হার। একদিনে সুস্থ হলেন ৩১৬ জন।
ত্রিপুরায় এখন অ্যাক্টিভ কেস ৫৬০৫ জন।

পশ্চিম জেলায় বরাবরের মতই বেশি, ৩৯৩ জন। বাড়ছে অন্য জেলাগুলিতেও। সিপাহিজলায় ১০৪, উত্তর জেলায় ১০৫, দক্ষিণ জেলায় ১০৫, ঊনকোটিতে ৭৬, গোমতীতে ৪০, খোয়াইয়ে ২৬, ধলাইয়ে ৩০ জন।

19/05/2021

ত্রিপুরায় 'গণতন্ত্র জিরো' হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এখন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা।

বিরোধী সিপিআই(এম) বিধায়কদের শাসকদলীয়রা নিজেদের এলাকায় কাজ করতে দেয় না বলে অভিযোগ বিজেপি-আইপিএফটি ক্ষমতায় আসার পর থেকেই।

জম্পুইজলায় নিজের বিধানসভা এলাকায় গিয়েছিলেন মন্ত্রী৷ কালপতাকা দেখানো হয়েছে, গো-ব্যাক বলা হয়েছে।
এন সি দেববর্মা বলেছেন, গুন্ডারা তাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলুক। তিনি সাফাই দেবেন না।
তার নির্বাচনী ক্ষেত্র যেখানে সেই জায়গায় এডিসি ভোটে এবার জয়ী হয়েছেন নতুন দল তিপ্রা মথা'র প্রধান প্রদ্যোত দেববর্মন।

বিরোধী দলনেতাসহ আরও কয়েকজনকে আক্রমণ করা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় কয়েকদিন আগে। বিরোধী দলনেতাও এরকম বলেছিলেন,তবে তিনি বলেছিলেন, তার মৃত্যুর বিনিময়েও শান্তি এলে তিনি তাকে সমর্থন করবেন, কিন্তু শান্তু আসুক।
রাজ্যপাল কথা দিয়েছিলেন তারপর যে রাজনৈতিক হিংসা আর হবে না। যদিও হচ্ছে।

18/05/2021

ত্রিপুরায় নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন ৭৪৬ জন। মারা গেছেন আরও পাঁচ জন। একদিনের পজিটিভিটি রেট ৭.৬২ শতাংশ, বেড়েছে ০.৪০ শতাংশ।সামগ্রিকভাবে ৫.২১ শতাংশ। সুস্থতার হারও একদিনে আরও কমে দাঁড়িয়েছে ৮৬.৮৭ শতাংশে। অ্যাক্টিভ রোগী এখন ৫০৪৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৩১৭ জন। গতকাল থেকে বেশি।
একদিনে টেস্ট হয়েছে ৯৭৮৯ জনের। গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ টেস্ট বেড়েছে। এই বছরে একদিনে এটাই সবচেয়ে বেশি টেস্টের পরিমান।

পশ্চিম ত্রিপুরা জেলায় রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে, ৭৪৬ জনের ৪১৩ জনই এই জেলার। তুলনায় যে জেলাগুলিতে কম সংখ্যা ছিল, সেখানেও বাড়ছে। দক্ষিণ জেলায় ৮৬ জন, সিপাহিজলায় ৭২ জন, উত্তর জেলায় ৬৪ জন, ঊনকোটিতে ৪৩ জন, খোয়াই এবং গোমতী জেলায় ২৩ জন করে, এবং ধলাই জেলায় ২২ জন।

17/05/2021

ত্রিপুরায় আরও ৩৩৫ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, ৪৬৩৭ নমুনা পরীক্ষা থেকে। পজিটিভিটি রেট ৭.২২ শতাংশ।
মারা গেছেন আরও চারজন,মৃত্যু দাঁড়িয়েছে ৪৪২ জনে।
গতকালের তুলনায় পজিটিভিটি রেট ২.৭৭ শতাংশ কম। গতকালের চেয়ে ২৯৮৭ নমুনা পরীক্ষাও কম হয়েছে। গতকাল স্বাস্থ্য দফতরের ব্যুলেটিনে ৭৬২৪ নমুনা পরীক্ষার কথা বলা হয়েছিল। সম্ভবত গতকাল রবিবার থাকায় আজ ব্যুলেটিনে নমুনা পরীক্ষার সংখ্যা তুলনায় কম।
একদিনে সুস্থ হওয়ার সংখ্যা ২৬৯। গতকাল ছিল, ২৯২। ত্রিপুরায় এখন অ্যাক্টিভ রোগী ৪৬২১ জন।
সামগ্রিক সুস্থাতার হার ৮৭.৬৭ শতাংশ, এটিও একদিনে কমেছে ০.০৬ শতাংশ। সামগ্রিক পজিটিভিটি রেট ০.০১ শতাংশ বেড়ে ৫.১৮ শতাংশ।
প্রায় তিনহাজার টেস্ট কম করা হলেও, পশ্চিম ত্রিপুরা জেলায়ই নতুন আক্রান্তের সংখ্যা বেশি, ১৮০, তারপরে দক্ষিণ ত্রিপুরায় ৫০ জন। সবচেয়ে কম খোয়াই জেলায় ১০ জন।
পশ্চিম জেলায় বরাবরেই আক্রান্তের সংখ্যা বেশি থাকে। আগরতলা মিউনিসিপ্যাল এলাকায় সারাদিন ধরে কার্ফিউ জারি হয়েছে। তাছাড়া বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কনটেনমেন্ট জোন করা হয়েছে বেশ কিছু, পশ্চিম জেলায়ই এই জোনের সংখ্যা বেশি।

16/05/2021

নতুন কোভিড রোগী ৭৬১, মৃত্যু ১০
______________________________

ত্রিপুরায় নতুন কোভিড রোগী শনাক্ত হলেন ৭৬১ জন, ৭৬২৪ নমুনা পরীক্ষা থেকে। মারা গেছেন ১০ জন। মোট মৃত্যু দাঁড়াল ৪৩৮ জনে। অ্যাক্টিভ রোগী এখন ৪৫৬১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৯২ জন। স্বাস্থ্য দফতরের ব্যুলেটিন থেকে জানা গেছে এই তথ্য।

নতুন কোভিড রোগী শনাক্ত হওয়া এবং নমুনা পরীক্ষার অনুপাতে পজিটিভিটি রেট প্রায় ১০ শতাংশ (৯.৯৮ শতাংশ)।

ত্রিপুরায় কোভিড শনাক্ত হওয়ার একেবারে শুরু থেকে ধরলে পজিটিভিটি রেট ৫.১৭ শতাংশ। সুস্থতার হার ৮৭.৭৩ শতাংশ। মৃত্যুর হার ১.০৭ শতাংশ।
প্রতি দশ লক্ষে টেস্টের পরিমান ১,৯৭,৫৯৮।

15/05/2021

আগরতলা মিউনিসিপ্যাল এলাকায় ১৭ মে থেকে করোনা কার্ফিউ জারি হবার সম্ভাবনা। কতদিনের জন্য হচ্ছে, তা এখনও নিশ্চিত নয়। সাধারণ প্রশাসন সূত্রে জানা গেছে।
তাছাড়াও রাজ্যের পাঁচটি জেলার আটটি এলাকায় ১৭ মে থেকে কনটেনমেন্ট জোন করার সম্ভবানা আছে।

15/05/2021

ত্রিপুরায় নতুন আক্রাক্ত হলেন আরও ৪৪৯, পজিটিভিটি রেট আজ ৯.২৫ শতাংশ। মারা গেলেন আরও দুই জন।

14/05/2021

ত্রিপুরায় নতুন আক্রান্ত ৫৫২, মৃত আরও ৩
____________________________________

ত্রিপুরায় আজ কোভিড পজিটিভিটি রেট পৌঁছে গেল প্রায় দশে, ৯.৭৬ শতাংশ। ৫৬৫৫ নমুনা পরীক্ষা থেকে ৫৫২ নমুনা কোভিড পজিটিভ। মারা গেলেন তিন জন।

গতকাল পারসেন্ট পজিটিভ ছিল ৭.৬৯ শতাংশ। গত পনের দিনে ত্রিপুরায় এই রেট প্রায় তিনগুণ বাড়ল।

13/05/2021

ত্রিপুরায় ৪৮০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, ৬২৩৪ নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৭.৬৯ শতাংশ। মারা গেলেন আরও দুইজন, একজন যুবক আছেন।
মোট মৃত্যু-সংখ্যা ৪২৩।

12/05/2021

ত্রিপুরায় নতুন কোভিড রোগী শনাক্ত ৪১৬ জন, মারা গেছেন দুই জন
_________________________________________
পজিটিভিটি রেট আরও বাড়ল ত্রিপুরায়। আজ ৭.৭২ শতাংশ।
৫৩৮৮ নমুনা পরীক্ষা থেকে ৪১৬ জন পজিটিভ পাওয়া গেছেন। মারা গেছেন ২ জন। মোট মৃত্যু দাঁড়াল ৪২১ জনে।

11/05/2021

নতুন কোভিড পেসেন্ট ৪৬৬, মৃত্যু ১১
____________________________________

লাফিয়ে বাড়ল কভিড পজিটিভিটি রেট এবং মৃত্যু সংখ্যা, ত্রিপুরায়।
নতুন কোভিড পেসেন্ট শনাক্ত হলেন ৪৬৬ জন, ৬২৮৮ নমুনা পরীক্ষা থেকে। পজিটিভিটি রেট ৭.৪১ শতাংশ। এপ্রিলের ৩০ তারিখে এই রেট ছিল ৩.১৮ শতাংশ, তারপর বাড়তে বাড়তে ৬.০৭ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল, গতকালই নেমে ৩.৮৪ শতাংশ হয়েছিল।
স্বাস্থ্য দফতরের আজ বুলেটিনে কোভিড মৃত্যু ১১, মোট মৃত্যু পৌঁছে গেল ৪১৯ জনে।

10/05/2021

একদিনে মারা গেলেন চার কোভিড আক্রান্ত, ত্রিপুরায়।
নতুন আক্রান্ত ১৩৩, পজিটিভিটি রেট ৩.৮৪ শতাংশ।

10/05/2021

ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকার, উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরী এবং সিপিআই(এম) নেতারা আক্রান্ত । শাসক দল বিজেপি কর্মী-সমর্থকরা তাদের আক্রমণ করেছেন। নেতারা আহত হয়েছেন। দক্ষিণ জেলার শান্তিরবাজারে ঘটনা। আক্রান্ত কর্মীদের দেখতে গিয়েছিলেন তারা।
কোভিড নিয়ম ভেঙে জমায়েত করে প্রথমে স্লোগান, এবং পরে বোতল, ইট ছুঁড়ে মারা হয়েছে। ফাটানো হয়েছে পটকা।পুলিশের সামনেই হয়েছে।
পুলিশ দাঁড়িয়ে দেখেছে। তাদের সরিয়ে দিতে কোনও উদ্যোগ নেয়নি।
শারীরিক দূরত্ব জেমন মানা হয়নি, তেমনি মুখে মাস্কও ছিল না অনেকের। জমায়েত এমনি এমনি করাও যায় না।
'১০৩২৩' শিক্ষকদের কয়েকজন নীরবে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাইলে পুলিশ তাদের তুলে দিয়েছে গত সপ্তাহে। দক্ষিণে আজ পুলিশের সামনে আক্রান্ত বিরোধী নেতারা, পুলিশের লাঠি উঠেনি।
আগরতলার বিয়ে বাড়িতে কোভিড বিধি প্রয়োগ করতে লাঠিচার্জ করিয়েছিলেন যে জেলা শাসক, তিনিই এখন দক্ষিণের জেলা শাসক।

09/05/2021

ত্রিপুরায় নতুন কোভিড আক্রান্ত ৩৫১ জন। পজিটিভিটি ৫.৫১ শতাংশ। মারা গেছেন একজন।

08/05/2021

ত্রিপুরায় এই বছরে একদিনে সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন আজ, ৩৫৯ জন। মোট ৫৯৫২ নমুনা পরীক্ষা করে এই কোভিড পজিটিভ সংখ্যা পাওয়া গেছে। পজিটিভিটি রেট ৬.০৩ শতাংশ।
মৃত্যু হয়েছে আরও একজনের।

সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে প্রাণ গেছে ৪,১৯৪ জনের। চার লাখের বেশি আক্রান্ত পাওয়া গেছে এই সময়ে।

07/05/2021

ত্রিপুরায় আরও ৩১৫ কোভিড পজিটিভ, মৃত্যু আরও এক
_______________________________________

পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল ৬ শতাংশও। ৫১৮৩ নমুনা পরীক্ষায় পজিটিভ ৩১৫ জন। মারা গেলেন আরও একজন,মোট মৃত্যু ৪০২।
গতকাল ছিল ৫.৬০ শতাংশ পজিটিভিটি রেট, সেটা আজ ৬.০৭ শতাংশ।

06/05/2021

নতুন কোভিড আক্রান্ত ৩০০, মারা গেলেন একজন।
____________________________________
ত্রিপুরায় কোভিড পজিটিভিটি রেট সাড়ে পাঁচও পেরিয়ে গেল। আজ ৩০০ জন নতুন কোভিড আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর।মোট ৫৩৫২ নমুনা পরীক্ষায় ৩০০ জন পজিটিভ, পজিটিভিটি রেট দাঁড়াল ৫.৬০ শতাংশে, গতকাল ছিল ৫.৩৪ শতাংশ।
আজও কোভিডে একজনের মৃত্যুর খবর আছে।মোট মৃত্যু ছাড়িয়ে গেল ৪০০ জন।
ভারতে একদিনে নতুন কোভিড আক্রান্ত শনাক্ত হওয়ার রেকর্ড, ৪.১২ লাখ। একদিনে মারা গেলেন প্রায় চার হাজার মানুষ। মোট আক্রান্ত ২.১০ কোটি ছাড়িয়ে।

05/05/2021

কোভিডে মারা গেলেন তিন জন
___________________________
ত্রিপুরায় কোভিডে একদিনে মারা গেলেন তিনজন। মোট মৃত্যু ৪০০।
নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৪০ জন।
পজিটিভিটি রেট পাঁচ শতাংশ গতকালই ছাড়িয়েছিল। আজ আরও বেড়ে ৫.৩৪ শতাংশ।

কতদিন ধরেই লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেট, বা সংক্রমণ হার। দেখতে দেখতে পাঁচ শতাংশ ছাড়িয়ে গেল।
মৃত্যু সংখ্যাও বাড়ছে। ত্রিপুরায় কোভিডে মৃত্যু হার উত্তরপূর্বাঞ্চলে সবচেয়ে বেশি।

04/05/2021

কোভিডে ত্রিপুরায় মারা গেলেন আরও একজন। একদিনে কোভিড আক্রান্ত মোট শনাক্ত হলেন ২৭১ জন। আরও বাড়ল পজিটিভিটি রেট। মোট ৫৩৮৫ নমুনা পরীক্ষা থেকে ২৭১ জন পজিটিভ, তাতে সংক্রমণ হার দাঁড়ায় ৫.০৩ শতাংশ। এই বছরে এই প্রথম সংক্রমণ হার ৫ শতাংশ পেরিয়ে গেল।

03/05/2021

'১০৩২৩' শিক্ষকদের একটি সংগঠন চাকরির দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতেই ছুটে এল পুলিশ, আগরতলায়৷

সার্কিট হাউজের সামনে বিজেপি বিধায়ক আশিস দাস পর পর কয়েকদিন প্ল্যাকার্ড নিয়ে ধর্না দিয়েছেন পশ্চিম জেলা শাসককে সরানোর দাবিতে। পুলিশ তুলে দিতে আসেনি।

03/05/2021

কোভিড পজিটিভিটি রেট বেড়েই চলেছে ত্রিপুরায়। একদিনে শনাক্ত হয়েছেন ১৩৪ জন, পরীক্ষা হয়েছিল ২৭০৭ নমুনার। সেই হিসাবে সংক্রমণ হার ৪.৯৫ শতাংশ। একদিনে বাড়ল ০.৩১ শতাংশ। গতকাল ২৪৭ জন ছিলেন নতুন শনাক্ত হওয়া সংখ্যা, মোট নমুনা পরীক্ষাও অনেক বেশি ছিল। সংখ্যায় আজ কম হলেও, পজিটিভিটি রেট বেশি গতকালের তুলনায়। বেশ কয়েকদিন ধরে এই হার বাড়ছেই।
দেশে বাড়তে থাকা কোভিড কেস গতকাল একমাসে প্রথমবারের মত একটু কমেছে।বিভিন্ন খবরে উল্লেখ করা হয়েছে, একমাসে এই প্রথম সোমবার নয়, এমন কোনও দিনে কোভিড কেস কম পাওয়া গেল। সোমবার-নয় উল্লেখ করা হয়েছে কারণ, রবিবারে টেস্টের পরিমাণ একটু কম হয়, সেই ফলই সোমবারে পাওয়া যায়৷
আজ স্বাস্থ্য দফতরের দেয়া বুলিটিনে বলা হয়েছে,এখন ত্রিপুরায় অ্যাক্টিভ কেস ১৪৫৫ জন, নেগেটিভ হয়েছেন ৮৭ জন। কোনও নতুন মৃত্যু নেই।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The plural column posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The plural column:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share