ত্রিপুরার রাজধানী শহর আগরতলা!
ত্রিপুরার রাজধানী শহর আগরতলার গোর্খাবস্তির নতুন পল্লী এলাকার ঘটনা। দিনমজুর পরিমল আচার্য রাস্তায় পড়েছিল ঘন্টার পর ঘন্টা।
আপতকালীন পরিসেবা আসছে না, ফায়ার সার্ভিসের আধিকারিকই মন্তব্য করলেন।
হাসপাতালে পুলিশ নিয়ে গেছে তাকে শেষে।
ত্রিপুরায় 'গণতন্ত্র জিরো' হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এখন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা।
ত্রিপুরায় 'গণতন্ত্র জিরো' হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এখন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা।
বিরোধী সিপিআই(এম) বিধায়কদের শাসকদলীয়রা নিজেদের এলাকায় কাজ করতে দেয় না বলে অভিযোগ বিজেপি-আইপিএফটি ক্ষমতায় আসার পর থেকেই।
জম্পুইজলায় নিজের বিধানসভা এলাকায় গিয়েছিলেন মন্ত্রী৷ কালপতাকা দেখানো হয়েছে, গো-ব্যাক বলা হয়েছে।
এন সি দেববর্মা বলেছেন, গুন্ডারা তাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলুক। তিনি সাফাই দেবেন না।
তার নির্বাচনী ক্ষেত্র যেখানে সেই জায়গায় এডিসি ভোটে এবার জয়ী হয়েছেন নতুন দল তিপ্রা মথা'র প্রধান প্রদ্যোত দেববর্মন।
বিরোধী দলনেতাসহ আরও কয়েকজনকে আক্রমণ করা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় কয়েকদিন আগে। বিরোধী দলনেতাও এরকম বলেছিলেন,তবে তিনি বলেছিলেন, তার মৃত্যুর বিনিময়েও শান্তি এলে তিনি তাকে সমর্থন করবেন, কিন্তু শান্তু আসুক।
রাজ্যপাল কথা দিয়েছিলেন তারপর যে রাজনৈতিক হ
ত্রিপুরায় আক্রান্ত বিরোধী দলনেতা, উপ-বিরোধী দলনেতা
ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকার, উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরী এবং সিপিআই(এম) নেতারা আক্রান্ত । শাসক দল বিজেপি কর্মী-সমর্থকরা তাদের আক্রমণ করেছেন। নেতারা আহত হয়েছেন। দক্ষিণ জেলার শান্তিরবাজারে ঘটনা। আক্রান্ত কর্মীদের দেখতে গিয়েছিলেন তারা।
কোভিড নিয়ম ভেঙে জমায়েত করে প্রথমে স্লোগান, এবং পরে বোতল, ইট ছুঁড়ে মারা হয়েছে। ফাটানো হয়েছে পটকা।পুলিশের সামনেই হয়েছে।
পুলিশ দাঁড়িয়ে দেখেছে। তাদের সরিয়ে দিতে কোনও উদ্যোগ নেয়নি।
শারীরিক দূরত্ব জেমন মানা হয়নি, তেমনি মুখে মাস্কও ছিল না অনেকের। জমায়েত এমনি এমনি করাও যায় না।
'১০৩২৩' শিক্ষকদের কয়েকজন নীরবে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাইলে পুলিশ তাদের তুলে দিয়েছে গত সপ্তাহে। দক্ষিণে আজ পুলিশের সামনে আক্রান্ত বিরোধী নেতারা, পুলিশের লাঠি উঠেনি।
আগরতলার বিয়ে বাড়িতে কোভিড বিধি প্রয়োগ করতে লাঠিচার্জ করিয়েছিল
'১০৩২৩' শিক্ষকদের একটি সংগঠন চাকরির দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতেই ছুটে এল পুলিশ, আগরতলায়৷
'১০৩২৩' শিক্ষকদের একটি সংগঠন চাকরির দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতেই ছুটে এল পুলিশ, আগরতলায়৷
সার্কিট হাউজের সামনে বিজেপি বিধায়ক আশিস দাস পর পর কয়েকদিন প্ল্যাকার্ড নিয়ে ধর্না দিয়েছেন পশ্চিম জেলা শাসককে সরানোর দাবিতে। পুলিশ তুলে দিতে আসেনি।
করোনায় ভ্রূক্ষেপহীন জয় উদযাপন! তৃণমূল কংগ্রেস সমর্থকরা আগরতলায় রাস্তায় দেখা দিলেন
করোনায় ভ্রূক্ষেপহীন জয় উদযাপন!
ত্রিপুরায় বহুদিন পর তৃণমূল কংগ্রেস'র নাড়াচাড়া পাওয়া গেল। পশ্চিমবঙ্গে টিএমসি'র জয়ে আগরতলার নেতাজী চৌমোহনীতে উল্লাস। করোনা বিধি উড়ে গেছে। মিষ্টি বিলানো হয়েছে হাতে হাতে। মাস্কবিহীন রঙ মাখামাখি। শারীরিক দূরত্ব ছাড়খার।
ত্রিপুরায় নতুম সমীকরণ হবে, দাবি উল্লাসীদের।
ইলেকসন কমিসন যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে উল্লাস, উদযাপন নিষিদ্ধ করেছে। যদিও সেসব জায়গায়ও এরকম দেখা গেছে।
কোভিড ভারতে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে, যারা দেশ চালাবেন অর্থাৎ রাজনৈতিক দল-কর্মীর করোনা বিধির খেয়াল নেই।
ত্রিপুরার রাজধানী অভয়নগরে রাতের অন্ধকারে অনেক গাড়িত কাচ ভেঙে দেয়া হয়েছে।
ত্রিপুরার রাজধানী অভয়নগরে রাতের অন্ধকারে অনেক গাড়িত কাচ ভেঙে দেয়া হয়েছে। পুলিশ এসেছে, দেখেছে।
বিজেপি বিধায়ক আশিস দাস চারদিন ধরে পশ্চিম জেলা শাসক-র বরখাস্তের দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন।
আগরতলায় সার্কিট হাউজের সামনে ধলাই জেলার সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস চারদিন ধরে পশ্চিম জেলা শাসক ডাঃশৈলেশ কুমার যাদব'র বরখাস্তের দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন। তাদের সাথে আজ যোগ দিয়েছিলেন '১০৩২৩' শিক্ষকদের একটি অংশের নেতা বিজয়কৃষ্ণ সাহা। এসেছিলেন সেদিন যে দুই বিয়ে বাড়িতে রেড হয়েছিল, তার একটি পরিবারের মা-বাবা।
বিজেপি বিধায়ক গতকাল এবং তার আগেও স্বদলীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন ত্রিপুরায় এখন আর আন্দোলন হয় না।
জলের দাবিতে রাস্তা অবরোধ হচ্ছে নানা জায়গায়। আবার স্বদলীয় বিধায়কও বসে পড়ছেন রাস্তায় দাবি নিয়ে।
ঘরে কথা বলার সময়েও মাস্ক থাকা দরকার।নিজের মাস্কটিই ঠিক ছিল না তার।
ঘরে কথা বলার সময়েও মাস্ক থাকা দরকার, ইত্যাদি গুরুত্বপূর্ণ সব কথা বললেন জিবিপি হসপিটাল'র মাইক্রোবায়োলজি প্রধান ডাঃ তপন মজুমদার।
নিজের মাস্কটিই ঠিক নেই তার। পুরো সাংবাদিক সম্মেলন জুড়ে মাস্ক থেকে নাক বাইরেই।
সাংবাদিকের প্রশ্নের জবাবে, ঠিক কোন্ মাস্ক পরা উচিত, একদম সুনির্দিষ্ট জবাব নয়, মাঝামাজি জবাব পাওয়া গেছে তার থেকে।
নাইট কার্ফিউতে চলছিল রেস্টুরেন্টের শাটার নামিয়ে পার্টি।
নাইট কার্ফিউতে চলছিল রেস্টুরেন্টের শাটার নামিয়ে পার্টি। আগরতলার রবীন্দ্রভবনের কোনায় রেস্টুরেন্ট। সদর এসডিএম অসীম সাহা অভিযান চালান।
প্রশাসন সেদিন বিয়েবাড়িতে যে হুঙ্কার দিয়েছিল, তা আজ ছিল না। ক্যামেরার সামনে এসডিএম নরম করেই বললেন। বিয়েবাড়ি এবং দোকানপাট নিয়ম মানছে বলেই তিনি বললেন।
ন
করোনা ভাইরাস'র ডবল মিউট্যান্ট স্ট্রেনসহ ইউকে ভ্যারিয়ান্ট,ইত্যাদিও পাওয়া গেছে ত্রিপুরায়। বিমানযাত্রীদের মাধ্যমেই এসেছে, স্বাস্থ্য দফতরের মত।
যখন একটু একটু বাড়ছিল, প্রত্যেক যাত্রীর টেস্ট হয়নি। যাত্রীদের একটা অংশের হত। তার আগেও তাই। আবার বন্ধও ছিল।
এখনও ট্রেন-বিমান যাত্রীদের টেস্টের পর, তারা গণ পরিবহনেই বাড়ি ফিরছেন। গণপরিবনে ফিরলে অন্যজনও আক্রান্ত হতে পারেন। গতবারও তাই হয়েছে। গতবার লকডাউন উঠে যাওয়ার পর বাইরের থেকে যাত্রীরা আসার পর থেকেই কোভিড রোগীর সংখ্যা লাফিয়ে বেড়েছিল। যাত্রীদের সরকারিভাবে আইসোলেসনের দাবি উঠেছিল।
মিউট্যান্ট স্ট্রেনের ভ্যাকসিনের কার্যকরিতা নষ্ট করার প্রবণতা আছে। আবার বলা হল, এগ্রেসিভ ভ্যাকসিনেসন করতে হবে।
গতকালই জানা গেল, নতুন পর্যায়ের ভ্যাকসিনেসনের জন্য ত্রিপুরার ক্ষেত্রে ২০ মে পর্যন্ত অপেক্ষার একটা বিষয় থাকতে পার
স্বদলীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন ত্রিপুরার এক বিজেপি বিধায়ক
ধলাইয়ের সুরমা'র বিজেপি বিধায়ক আশিস দাস আগরতলায় সার্কিট হাউজ'র সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন।
দাবি, পশ্চিম জেলার শাসক ডাঃ শৈলেশ কুমার যাদব'র অপসারন। স্বদলীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কথা বললেন তিনি।
স্বদলীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন ত্রিপুরার এক বিজেপি বিধায়ক
ধলাইয়ের সুরমা'র বিজেপি বিধায়ক আশিস দাস আগরতলায় সার্কিট হাউজ'র সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন।
দাবি, পশ্চিম জেলার শাসক ডাঃ শৈলেশ কুমার যাদব'র অপসারন। স্বদলীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কথা বললেন তিনি।
পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডাঃ শৈলেশ কুমার যাদবকে সরানোর দাবি, বিরোধী দলনেতা মানিক সরকারের।
পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডাঃ শৈলেশ কুমার যাদবকে চেয়ার থেকে সরানোর দাবি করছেন ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকার।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী 'অত্যাচারী' জেলা শাসকের সঙ্গ দিচ্ছেনঃ বিজেপি বিধায়ক আশিস দাস।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী 'অত্যাচারী' জেলা শাসকের সঙ্গ দিচ্ছেনঃ বিজেপি বিধায়ক আশিস দাস।
-------------------------------------------------------------------
বিজেপি বিধায়ক আশিস দাস, পশ্চিম জেলার শাসক শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত করার দাবিতে সার্কিট হাউজের সামনে আগরতলায় ধর্না দিচ্ছেন।
ধলাই জেলার সুরমা'র বিধায়ক নিজের দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ এনে বললেন, মুখ্যমন্ত্রী 'অত্যাচারী' জেলা শাসকের সঙ্গ দিচ্ছেন। তাদের ধর্নায় বসার আগেই তাকে বরখাস্ত করা উচিত ছিল।
ত্রিপুরায় শাসক বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তার প্রায় কিছুই হয়নি, মানুষের মধ্যে ক্ষোভ আছে।
মাঝে মাঝেই বিজেপি'র কয়েকজন বিধায়ক, যাদের সংস্কারপন্থী বলা হয়, কিছু কিছু বিষয়ে কথা বলেন। সেই নিয়ে আবার মুখ্যমন্ত্রীপন্থীদের সাথে বিরোধ হয়। ইত্যাদি লেগেই আছে। প্রতিশ্রুতি যদিও পূরণ হচ্ছে না কোনও ভাবেই।
জেলা শাসকের জন্য হাতজোড় করে ক্ষমা চাইলেন সাংসদ।
জেলা শাসকের জন্য হাতজোড় করে ক্ষমা চাইলেন সাংসদ।
ত্রিপুরার রাজধানী আগরতলায় দুই বিয়ে বাড়িতে হানা দিয়েছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার শাসক গত রাতে। কোভিড বিধি মানা হচ্ছে না বলে তিনি সেখানে অভিযান চালান।
এই দুই বিয়ে বাড়িই ত্রিপুরার প্রাক্তন রাজ পরিবারের সদস্যদের মালিকানায়। তার একটি প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন'র। তার তৈরি করা দলই এবার ত্রিপুরার উপজাতি জেলা পরিষদে ক্ষমতায় এসেছে।
মহিলা-পুরুষকে অশ্রাব্য গালিগালাজ। পুরোহিতকে চড় মারা, বরকে ঘাড়ধাক্কা দেয়া, কাউকে গলা ও ঘাড়ে চেপে ধরা। পুলিশ ইন্সপেক্টরকে ধাক্কা-ধাক্কি করা। মহিলাদের মুখের ওপর 'অনুমতি পত্র' কুচিকুচি করে উড়িয়ে দেয়া। 'অ্যাসো*ল', 'আনএজুকেটেড ভিলেজার্স' বলা। ইত্যাদি নানা খারাপ ব্যবহারের অভিযোগে সামাজিক মাধ্যম দিনভর গরম।
মানুষের উত্তাপ বেড়ে চলে ক্রমশ।
বিকালে পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভ
"প্লিজ, ডোন্ট মাইন্ড, ব্রো!"
"প্লিজ, ডোন্ট মাইন্ড, ব্রো!"
তন্ময় চক্রবর্তী মারা গেলেন। বয়স ৩৮। সাংবাদিক। ত্রিপুরার আগরতলায় কাজের ঠিকানা, দ্য প্লুরাল কলাম, চ্যানেল দিনরাত। অসুখ, কোভিড এবং নন-অ্যাল্কোহলিক লিভার সিরোসিস। তিন হাসপাতালের আইসিইউ মিলিয়ে ১৫ তারিখ থেকে ভর্তি।সামান্য রক্তবমি নিয়ে
টিএমসি'র আইসিইউতে প্রথম। দ্বিতীয় দিন রাতে আরটিপিসিআরে কোভিড পজিটিভ। জিবিপি হসপিটালের কোভিড আইসিইউতে ১৬ তারিখ মাঝরাত থেকে ২১ তারিখ বিকাল পর্যন্ত। কোভিড পজিটিভ হওয়ায় হাসপাতালের বাইরে এনে অ্যান্ডোস্কোপি করে রক্তবমির কারণ দেখা, অথবা তার নিয়মিত পরীক্ষায় থাকা ইভিএল বা বেন্ডিং করানো সম্ভব ছিল না। দ্বিতীয়দিন সকালে রক্তচাপ কম থাকায় টিএমসি আইসিইউ বাইরে এনে এটি করানোর অনুমতি দেয়নি।
আরটিপিসিআরে কোভিড নেগেটিভ, হাসপাতাল ছুটি দিয়ে দেয়।বাড়ি যান ২১ তারিখ বিকালে। তার আগে এন্ডোস্কোপি,ইত্যাদি হাসপাতালে
ত্রিপুরা কোভিড নিয়ে খুব ভাল অবস্থায় আছেঃ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
ত্রিপুরা কোভিড নিয়ে খুব ভাল অবস্থায় আছে, বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
কলেজের পরীক্ষা নিয়েও বলেছেন। কোভিড ভ্যাকসিন রাজ্য সরকারই দেবে।
এয়ারপোর্ট, রেলস্টেশনে কোভিড টেস্ট করা হচ্ছে।
অনলাইনে পরীক্ষার দাবিতে কলেজ পড়ুয়ারা আগরতলায়।
অনলাইনে পরীক্ষার দাবিতে ত্রিপুরা ইউনিভার্সিটি'র আওতার পড়ুয়ারা আগরতলায় জড়ো হয়েছিলেন।
ত্রিপুরায় এই সময়ে সবার আগে চাকরি'র বন্ধ করা হয়েছে, যদিও ঘোষণার ঠিক আগের দিনই শিক্ষামন্ত্রী বলেছিলেন, পরীক্ষা হচ্ছেই।
গতকাল পিছিয়ে দেয়া হয়েছে স্কুলের পরীক্ষা। যদিও সিবিএসই'র আওতায় থাকা রাজ্য সরকারের স্কুলে পরীক্ষা হয়ে গেছে এক মাস আগেই, তখন অন্য স্কুলের পরীক্ষা নেয়া হয়নি।
কলেজের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়নি, কয়েকদিন ধরেই অনলাইনে এই পরীক্ষা নেয়ার দাবি তুলেছেন পড়ুয়ারা।
ত্রিপুরার ধলাই জেলায় পোড়া গাড়ি ও মানুষ!
ত্রিপুরার ধলাই জেলায় পোড়া গাড়ি ও মানুষ।
জাতীয় সড়কের পাশে মনু থানা এলাকায় জয়রাম পাড়ায়
বাসু মালাকার'র পোড়া দেহ এবং অটোরিক্সা পাওয়া গেছে।
বাসু নিজের গাড়িতে করে আইসক্রীম বিক্রি করতেন।
১৯ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।।
তার বাড়ি আমবাসার টিআরটিসি পাড়ায়।
পরিবারের লোকজন দেহ শনাক্ত করেছেন
সকালে।
আগুনে পোড়ানো,খুন , ঘটনা কয়েকদিন আগের বলে পুলিশের অনুমান।
কোভিডে একদিনের বিশ্বরেকর্ড !
একদিনে কোভিড শনাক্ত হওয়ার বিশ্ব রেকর্ড হল ভারতে।
অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালে বেড নেই। আইসিইউতে জায়গা নেই।
এক বছর আগে বাড়াবাড়ির সময়ে প্রস্তুতির অভাব ছিল, যদিও কয়েকমাস সময় পাওয়া গিয়েছিল। এক বছর পরেও চিকিৎসা পাওয়া যেন আরও কঠিন হয়ে উঠছে জায়গায় জায়গায়!
অক্সিজেন নেই, রোগী মারা পড়বেন বলে অসহায় ডাক্তার কেঁদে ফেলছেন ক্যামেরার সামনে।